নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষিত প্রেম

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

এখনও বিষন্নতার প্রদীপ জ্বেলে ভালোবাসায় উষ্ণতা দিয়ে যাই।



যদি কোন উড়ন্ত গাঙচিলের ডানায় করে সময়ের বুকে অবলুপ্ত প্রেম ফিরে আসে একান্তে,

কোন নিরন্তর বর্ষায় কাকভেজা তুমি আশ্রয়ের খোঁজে কড়া নাড়ো এই বুকে,

যদি কোন চাঁদহীন আকাশে নহ্মত্রের মাঝে পথহারা তুমি আপন আলয় সন্ধানে পাশে পেতে চাও আমায়,

বাস্তবের কুঞ্চিত ভ্রু উপেহ্মা করে পুরনো হ্মত পাজরে লুকিয়ে আবেগের আতিশয্যে জড়িয়ে নেব তোমায়।



জমিয়ে রাখা পুন্জ্ঞিভূত প্রেমের হাহাকারগুলো রূপ নেবে আনন্দ মিছিলের,

তোমার ভালোবাসায় আত্মহারা হৃদয় নেতৃত্ব দেবে তার।



হতে পারে এই চিন্তাগুলো শুধুই বেখেয়ালী মনের অযাচিত কল্পনা।

তবুও এই প্রেমশূণ্য় বাস্তবতার চেয়ে ঐ অলীক অসত্য কাল্পনিক চিন্তাগুলো ঢের বেশী প্রিয়।



আমি শতসহস্র বছর নিদ্রীত থাকব এই কাল্পনিক চিন্তাগুলোকে ভালোবাসার শোকেসে সাজিয়ে রাখতে।



নিরাশার স্তুপের তলানীতে পড়ে থাকা প্রত্যাশার হ্মতবিহ্মত শরীরের মধ্যে ধুঁকতে থাকা হৃদপিন্ড আজও ভালোবাসাকে ধারণ করে আছে।

তোমার প্রতিহ্মায় তোমার উষ্ণ আলিঙ্গনের অপেক্ষায়।।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর। তবে কিছু টাইপো আছে আশা করি দেখে এডিট করে নিবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

জী! যথাসম্ভব এডিট করছি।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো লেখা টা।
শুভ কামনা আপনার জন্য :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম নীল আতঙ্ক।
মন্তব্য ও পাঠের জন্য ধন্যবাদ জানবেন।
আপনার জন্যও শুভ কামনা রইলো।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সানন্দের সহিত গ্রহণ করলাম।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

তুষার কাব্য বলেছেন: শুভ কামনা। স্বাগতম ব্লগ এ...

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও রইল অফুরন্ত শুভ কামনা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা। ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
পাঠে এবং মন্তব্যের জন্য অান্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: বিষন্নতার প্রদীপে ভালবাসার উত্তাপ বড্ড ম্লান
হৃদয় জোনাকি হোক দীপ্ত মনিকা
ঠিক কোন ঘুঘু ডাকা দুপুরে দেখবেন আপনার সব আয়োজন কে ধন্য করে রাজকন্যা ফিরে আসবে

হয়ত অন্য নামে অন্যরুপে

শুভ কামনা :)

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে বিস্মিত, পুলকিত, চমৎকৃত।।

যদি কখনও সত্যিই কেউ আসে
তবে সে রাজকন্যা হয়ে নয় বরং অন্য কেউ হয়ে অাসবে
আর আমিও রাজপুত্র রইবো না হবো অন্য কেউ নতুন কেউ

ধন্যবাদ আপনাকে অসাধারণ কমেন্টের জন্য।
ভালো থাকুন এই প্রত্যাশা রইলো।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: রাজকন্যা তো প্রতীকী নাম
না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী

শুভ কামনা

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকণ্যা প্রতীকি নাম কি না সেটা দ্বিপ্রহরের কোন অবসরের জন্য তোলা থাক।

"হৃদয় ঈশ্বরী"

পছন্দ না হওয়াটা অনুচিত হবে বৈকি।

আপনার জন্যও শুভ কামনা।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

নেক্সাস বলেছেন: খুব সুন্দর লিখা। মনে ধরেছে আমার

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যে আমার লেখার স্বার্থকতা খুঁজে পেলাম।
অশেষ ধন্যবাদ রইল।
ভালো থাকবেন।
আশা করি পাশে পাবো।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার গভীরটা মনে হয় বিরহী একাকী জীবনেই সব চেয়ে বেশী অনুভূত হয়। আপনার কবিতার পঙক্তিমালায় সেই সুরই যেন অনুরণিত হচ্ছে। প্রেম বিরহের কাব্যিক প্রকাশ খুব ভালো লাগলো রাজপুত্র।

বাস্তবে যারে পাই না দেখা
স্বপনেই আসুক বারবার।
তবুও পাই যেন দেখা তার।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিশ্লেষণী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন।
নিসঃঙ্গতাই ভালোবাসার প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়।

শুভ কামনা রইল।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালোলাগা ।++

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
লেখার প্রেরণা পেলাম।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.