নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ "বৃষ্টি ভেজা তোমার চলে যাওয়া"

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

"বৃষ্টি ভেজা তোমার চলে যাওয়া"





বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছিল। মনে হচ্ছে আকাশ যেন আজ কেঁদে ভাসাবে।



আমি নিশ্চিত যে আমায় ভিজতেই হবে। জোড়াতালির এই কপালে রিক্সা আমার জুটবে না। কিন্তু বিস্ফোরিত চোখে একটা রিক্সা আসতে দেখে যার পর নাই অবাক হলাম। আমার ভাগ্যের বিরোধী দলীয় নেতা মিঃ বিধাতা যে আজ প্রসন্ন চিত্তে এত সহজে আমায় রিক্সা পাইয়ে দেবে তা আমার চিন্তার ও অতীত ছিল।



যা হোক বেশ উৎফুল্ল মনেই রিক্সায় চড়লাম। আর সাথে সাথে মেঘ বাবাজি সজোরে চিল্লানি দিল আর তার সাথে বিদ্যুৎ মহাশয়ের অটো ফ্লাস।



কিছুদূর যেতেই দেখলাম অনতিদূরে এক অতিমাত্রায় সুন্দরী তরুণী ছাতা হাতে বৃষ্টির বিরুদ্ধে বৃথা লড়াই করে চলেছে। প্রায় পুরোটাই ভিজে গেছে। বাতাসে চুলগুলো উড়ছে আর মেয়েটা এক হাতে ছাতা সামলাচ্ছে আর অন্য হাতে কামিজ। পুরোই বেসামাল অবস্থা। যদিও আমার বেশ খারাপ লাগছিল মেয়েটির জন্য কিন্তু আশেপাশ উৎসুক লোকের লুল দৃষ্টিভঙ্গী আসলেই বিব্রতকর।



আরও একটু কাছে আসতেই আমি পুরা টাসকিত। এ যে নীলা! ওয়ান এন অনলি নীলাঞ্জনা। আমার ক্লাস মেট।



আসলে নীলা অনেক চুপচাপ একটা মেয়ে। আমি ওর নাম দিয়েছি রাজকণ্যা। তীক্ষ্ণ মর্মভেদী দৃষ্টি আর ভুবন ভোলানো মোহিনী হাসি। মেয়েটি আসলেই অসাধারণ। সত্যি বলতে মেয়েটির জন্য বুকের গভীরে এক ধরনের অজানা অনুভূতি হয়। যতবারই দেখি নিজেকে আরও বেশি করে যেন হারিয়ে ফেলি ওর চোখের গভীরে। জানি না এটা কি? ভালোবাসা নাকি শুধুই ভালোলাগা?



আর আজ সেই নীলা বৃষ্টিতে হেঁটে যাচ্ছে। আমার রাজকণ্যা একাকী ভিজতে ভিজতে। আমার বুকের মধ্যে হৃদপিন্ডটা বিপ্লবী হয়ে ওঠে। আমার আরাধ্য দেবী অসহায়ের মতো ভিজে যাবে আর আমি বাংলার শেষ নবাবের মতো রিক্সায়। কাভি নেহি।



রিক্সাচালক মামারে বললাম মামা রিক্সা ঘুরায়ে ঐ মেয়েটার সামনে নিয়া রাখেন তো।



রিক্সাচালক মামা মুখে ঘোৎ করে একটা শব্দ করে রিক্সা ঘুরিয়ে একেবারে নীলার সামনে বলিউড স্টাইলে ব্রেক কসলো।



আমি রিক্সার ভেতর থেকেই মুখ বাড়িয়ে বললাল, "নীলা উঠে আসো। অনেক বৃষ্টি হচ্ছে। ভিজে যাবে"।



নীলা যেন একটু দ্বিদ্ধা করছিল।মনে হয় আমার সাথে রিক্সায় ওঠাটা ওর পছন্দ হচ্ছিল না। বিষয়টা বুঝতে পেরে ঐ নিদারুন বরষার মধ্যে রিক্সা থেকে নেমে ওকে বল্লাম এবার ঠিক আছে??

একটু হেসে বলল 'হুম'।



এরপর? এরপর আর কি?

আমার চোখের সামনে দিয়েই নীলার রিক্সায় প্রস্থান। আর আমি ভরা বর্ষার মাঝে একাকী দাঁড়িয়ে।



আচ্ছা ছাতাটাও কি জুটতে পারতো না কপালে।

আড়চোখে আকাশপানে চাইলাম।

বিরোধী দলীয় নেতার কটাহ্মের হাসিটা বড় বেশি কানে বাজতে লাগল।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

সাজ্জাদ মণি বলেছেন: Vi r koi..?

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দুঃখিত।
পোস্টটি রিভিউ না করার জন্য ভুলটি হয়েছিল।
ঠিক করে দিলাম।

তথাপি মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

নীল আতঙ্ক বলেছেন: অনুগল্প ছোট গল্পে রূপ নিয়েছে, ভালো লাগছিলো কিন্তু মনে হয় সব টা পোস্ট করা হয়নি।
বাকি টা দিয়ে ঠিক করে নিবেন আশা করি।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টটি রিভিউ না করার জন্য ভুলটি হয়েছিল।
ঠিক করে দিলাম।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: মেয়েটা দেখি পুরাই স্বার্থপর। অবশ্য এভাবে বলা উচিৎ হচ্ছে না মনে হয়। কারণ ক্লাস মেট হওয়াতে আগেই জানা আছে যে নীলা একটু আত্মকেন্দ্রিক ধরণের। অন্য দশটা মেয়ের মতো এতো মিশুক না। তাই নীলা হয়তো তার জড়তা কাটিয়ে উঠতে পারে নাই। আর আকস্মিক ভাবে রিক্সাটা পেয়ে হয়তো কিছুটা হতভম্ব হয়ে অনেক কিছুই ভুলে গিয়েছিল।

বিধাতার প্রতি ক্ষোভের কারণেই বুঝা যাচ্ছে জীবনের চাওয়া পাওয়া নিয়ে মোটেই তৃপ্ত নন। সব কিছুই যেন উল্টা পথে চলছে।
গল্পের নামই কী ছোটগল্প? ভালো লাগলো গল্পটা রাজপুত্র।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
হুম হতে পারে সেরকম আবার এ ও হতে পারে যে আমার কাছ থেকে এমনটা প্রত্যাশা করে নি।

গল্পের নামঃ "বৃষ্টি ভেজা তোমার চলে যাওয়া"
ভালো থাকুন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫

মনিরা সুলতানা বলেছেন: এটাই প্রত্যাশিত ছিল রাজকন্যার কাছে
এই ব্যাপারগুলি আজকাল অনেকেই ফালতু ভাবেন
কিন্তু একজনের লজ্জা জড়তা ছুয়ে দেয়া একজনের জন্যই ...।

এতটা সহজলভ্য হলে কি আর আপনার রাজকন্যা হতে পারত ?

শুভ কামনা :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যের প্রতিউত্তরে কি লিখব সেটা ভাবতে বেশ সময় লেগে গেলো। কিন্তু তবুও ভেবে পেলাম না কি লিখব।

"এতটা সহজলভ্য হলে কি আর আপনার রাজকন্যা হতে পারত ?"
আসলেই সহজলভ্য নয়। অনেক দুর্লভ।
তাইতো আজও কল্পনাতেই ছুঁয়ে দিতে পারি বাস্তবে নয়।

ভাল থাকবেন।
এই কামনা রইল।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

নীল লোহীত বলেছেন: সহজ সরল কিন্তু প্রানবন্ত।
ভালো লাগা রেখে গেলাম।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগা গ্রহণ করলাম।
ভালো থাকবেন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলেছেন: ভাই শেষ চাই।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

সেরকম চিন্তা ভাবনা ছিল না। তারপরও চেষ্টা করবো।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

পার্থ তালুকদার বলেছেন: গল্পে ভাল লাগা ++

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
শুভ কামনা রইল।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: রাজকন্যা আপনার অতখানি দুর্লভ হোক তাও চাইনি ।।
http://www.youtube.com/watch?v=CHYdvL5jnkY&safe=active

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাওয়ার খাতায় শূণ্যতা আমার আজন্ম শত্রু।
তবে এহ্মেত্রে দুর্লভ্যতাই চিরস্থায়ী ভালো লাগার কারণ।
ভালো থাকবেন।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

খেলাঘর বলেছেন:


প্রাণবন্ত উপস্হাপনা।

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার পজেটিভ মন্তব্যে অনুপ্রেরিত হলাম।
ভালো থাকবেন।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা রইলো।

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও রইল অফুরন্ত শুভ কামনা।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

ভবঘুরেআমি বলেছেন: ভালো লাগলো শুভকামনা :)

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাদের ভালোলাগায় লেখার প্রেরণা পাচ্ছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

নেক্সাস বলেছেন: শেষ হয়েও হইলোনা শেষ...

গল্পে প্লাস

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

পারতপক্ষে গল্পকারের সাথে এটুকু ঘটনাই ঘটেছিল। যেহেতু বাস্তবতার আধিক্য বেশি তাই কাল্পনিকতায়য় ডোবাতে চাই নি গল্পটা। বাস্তব যার নিষ্পত্তিহীন, গল্পে তার সমাপ্তি কি খুব প্রোয়জন??
প্রশ্ন রইল।

তবে পরবর্তীতে কোন গল্প লেখার হ্মেত্রে পরিসমাপ্তির বিষয়ে সচেতন থাকব।
আবারো ধন্যবাদ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: মজা করে লিখেছেন, মজা করেই পড়লাম। !:#P

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
আপনি মন্তব্য করেছেন সেজন্য অনেক ভালো লাগছে।
ভালো থাকবেন।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮

জলমেঘ বলেছেন: হালকা ধাচে লেখা, ভালো লাগলো. কিন্তু আমার ভাগ্যের বিরোধী দলীয় নেতা মিঃ বিধাতা শব্দগুলো শ্রুতিমধুর লাগলোনা। পারস্পারিক সাংঘর্ষিক মনে হলো। শুভকামনা রইলো।‌

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য ও পাঠের জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বিধাতার সাথে আমার আমার একটা হ্মেত্রে কিছুতেই বনিবনা হয় না। :D

ভালো থাকবেন।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ ;)

বেশ ভালো লাগলো ।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

ভাইয়া, কলমের কালি কি কেনা যায় না? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.