নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার এপিঠ ওপিঠ

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

"ভালোবাসার এপিঠ ওপিঠ"



কাব্যহীন কোন মধ্যদুপুরে গনগনে সূর্যের প্রখরতায় বিদীর্ণ প্রায় মৃত্তিকা শুধুই আমার।



চাঁদহীন কোন রাতে নহ্মত্রের আলোয় বিধ্বস্ত জীবনের নাট্যশালায় আমার পুনরুত্থানের কষ্টটুকু ও শুধুই আমারই থাক।



আমার কাছেই থাক সেই পড়ন্ত বিকেলের স্মৃতি

থাক জমা এই বুকের পাজরে হৃদয়ের কাছে

গোপনে লুকোন তোমার চোখের কোনে বিন্দু বিন্দু অশ্রুকণা

বাস্তবের যান্ত্রিকতায় উৎসর্গ করা আমি আর আমার প্রেম

আমার কাছেই থাক।



তুমি রেখে দিও নাগরিক জীবনের ব্যস্ততা থেকে হারিয়ে যাওয়া কোন জ্যোৎস্না রাতের চাঁদটাকে।



ইচ্ছা করলে রেখে দিও

বুকের মাঝে লুকিয়ে রাখা একফালি আকাশ

কিছু টুকরো মেঘ

আর মৃদু মন্দ হাওয়া।



তবে মনে রেখো

সবটুকু ভালো তোমার জন্য

তোমার জন্যই মেঘলা আকাশে

বহু প্রতীহ্মিত সূর্যের হাসি

তোমার জন্যই মেঘ শূন্য আকাশে কৃষাণের চোখে বৃষ্টির অাকাঙ্হ্মা।

শুধুই তোমার জন্য।



খারাপ যতো  মন্দ যতো

পুরনো জীর্ন সব অতীতস্মৃতি

একাকিত্ব অার একলা জাগা নির্ঘুম সব রাত্রি

আমার কাছেই থাক

শুধুই আমার কাছে।।

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

নেক্সাস বলেছেন: তবে মনে রেখো
সবটুকু ভালো তোমার জন্য
তোমার জন্যই মেঘলা আকাশে
বহু প্রতীহ্মিত সূর্যের হাসি
তোমার জন্যই মেঘ শূণ্য আকাশে কৃষানের চোখে বৃষ্টির অাকাঙ্হ্মা।
শুধুই তোমার জন্য।

অসাধারণ

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্য এ অনুপ্রেরিত হলাম।
ভালো থাকবেন।
শুভ কামনা।

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এর আগের লেখাও পড়েছি। আপনার লেখা বেশ ভালোই লেগেছে। আশা করি নিয়মিত লিখে যাবেন। :)

শুভেচ্ছা রইল।

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার দেওয়া মন্তব্যে।
আশা রাখছি নিয়মিত লিখে যাব।

ভালো থাকবেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খারাপ যতো মন্দ যতো
পুরনো জীর্ন সব অতীতস্মৃতি
একাকিত্ব অার একলা জাগা নির্ঘুম সব রাত্রি
আমার কাছেই থাক
শুধুই আমার কাছে।।’’----------------অসাধারণ

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপু।
আমার পোস্টে আপনার প্রথম মন্তব্য।
স্মৃতির ফ্রেমে বন্দী করে নিলাম।
ভাল থাকবেন।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০

কাবিল বলেছেন: ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে নয়।



ভাল লাগল ++++++++

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা
ভাল বলেছেন।
কিন্তু যে ত্যাগ করে সে বুঝে জ্বালা কত।

+ এর জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর, কিছু টাইপো আছে মনে হয়, ঠিক করে নিয়েন। ভালোলাগা

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
জী যতদূর সম্ভব ঠিক করে নিয়েছি। আরও কিছু ভুল থাকলে বলার অনুরোধ রইল।
ভাল থাকবেন।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মোঃ মামুনুর রশিদ বলেছেন: খারাপ যতো মন্দ যতো
পুরনো জীর্ন সব অতীতস্মৃতি
একাকিত্ব অার একলা জাগা নির্ঘুম সব রাত্রি
আমার কাছেই থাক
শুধুই আমার কাছে।



খুব ভালো লাগলো আসার করি এইভাবে আমাদের কিছু উপহার দিবেন

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
পাশে থাকবেন।
অনুপ্রেরিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

আমি অথবা অন্য কেউ বলেছেন: এখনো ৩ টা আছে মনে হয়, পুনরুত্থান, আমারই, আকাংখা

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কবিতাটির পূর্ণতায় আপনার মন্তব্য খুব কাজে এসেছে।

তবে অাকাঙ্হ্মা বানান এটাও ঠিক আছে।
ভালো থাকবেন।
আর এমন ভাবেই পাশে থাকবেন।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

জুন বলেছেন: কেমন যেন মন কেমন করা এক কবিতা দিশেহারা রাজপুত্র
এত হতাশা কেন কবিতার প্রতিটি লাইনে ?
পজিটিভ হোন সুখে থাকুন :)
+

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অজস্র ধন্যবাদ জুন আপু।
পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
+ এর জন্য আবারো ধন্যবাদ।

আপু কেন জানি আমার লেখা প্রতিটি শব্দ বাক্য চিৎকার করে বিষন্নতা আর হতাশার কথা বলে।
চেষ্টা করেছি এই বৃত্তের বাইরে আসার। কিন্তু কলম থেমে গেছে।
তলানীতে থাকা হতাশাই উঠে আসে বারববার।

তবে আপনার কথা মাথায় রেখে চেষ্টাটা জারি রাখব।
ভাল থাকবেন।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

আমি অথবা অন্য কেউ বলেছেন: ঙ আর ক্ষ কি একসাথে হয়? আমিও ঠিক জানিনা, বানানে আমিও দুর্বল

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই লজ্জা দিয়েন না। :D
বানানের জন্য ছুডো কালে এক ম্যাম ক্লাসের বাইরে কান ধরাইয়া দাঁড় করাইয়া দিছিল।
এখনো কুনো উন্নতি হয় নাই। ;)

ভালো থাকবেন।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইচ্ছা করলে রেখে দিও
বুকের মাঝে লুকিয়ে রাখা একফালি আকাশ
কিছু টুকরো মেঘ
আর মৃদু মন্দ হাওয়া।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।
তবে নবাগত ব্লগার হিসাবে আপনার বিশ্লেষণী মন্তব্য আরও বেশি উৎসাহ জোগাবে আমায়।

ভাল থাকবেন।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: চমৎকার লাগল।

৪র্থ লাইক।

মেঘ শূণ্য আকাশে > শূন্য হবে।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।
+ জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।

শূন্য ঠিক করে নিচ্ছি। :)

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

নাজিয়া ফেরদৌস বলেছেন: আপনি অনেক ভালো লেখেন রাজপুত্র

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন পর্যন্ত আমার পাওয়া সবথেকে সুন্দর মন্তব্য।

তবে হয়তো অতোটা যোগ্য আমি নই।

ভালো থাকবেন।
একগুচ্ছ শুভ কামনা আপনার জন্য।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

মনিরা সুলতানা বলেছেন: সমস্ত ভাললাগা, পাখিদের গান আজ শুধু তোমায় সুখি করুক...

আপনার রাজকন্যার কাব্যস্তুতি গুলি অনেক বেশী আবেদনময়.

শুভ কামনা :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুখী হওয়ার প্রত্যাশায় থাকলাম।
শুধু মনের কথা গুলোই লিখে ফেলি। সেটা আবেদনময় হলে আমার আবেগের পূর্ণতা।

ভাল থাকবেন।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪

প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ একটি কবিতা। আলাদা করে কিছু লাইন কোট করতে পারলাম না। কারণ কোট করতে হলে পুরো কবিতাটাই কোট করতে হয়।

অনেক অনেক শুভ কামনা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকবেন।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩

তাশমিন নূর বলেছেন:
কাব্যহীন কোন মধ্যদুপুরে গনগনে সূর্যের প্রখরতায় বিদীর্ণ প্রায় মৃত্তিকা শুধুই আমার।


ভালো লাগা রেখে গেলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগা গ্রহণ করলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: দিশেহারা রাজপুত্র। দিশেহারার কারণটা আজ কবিতা পড়ে বুঝলাম। :P

সব দুঃখের ভার নিয়ে শুধু সুখের ভারটুকু ভালোবাসার মানুষকে দিয়ে তাকে সুখি করতে চাচ্ছেন, সুখে রাখতে চাচ্ছেন। এ যে গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। ভালোবাসার শাশ্বতরূপতো এটাই। ভালো লাগলো দিশেহারা রাজপুত্র।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা
:)

গোপণ রহস্য উন্মোচন।
কিন্তু ব্যর্থতা।
ভালো থাকবেন।
আপনার মন্তব্যে সবসময়ি ভাল লাগা।
কবিতার ভাবনা গুলো বেশ তুলে ধরেছেন।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা !

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
পাঠকের ভালো লাগায় লেখকের স্বার্থকতা।

ভাল থাকবেন।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

আরমিন বলেছেন: নেক্সাস বলেছেন: তবে মনে রেখো
সবটুকু ভালো তোমার জন্য
তোমার জন্যই মেঘলা আকাশে
বহু প্রতীহ্মিত সূর্যের হাসি
তোমার জন্যই মেঘ শূণ্য আকাশে কৃষানের চোখে বৃষ্টির অাকাঙ্হ্মা।
শুধুই তোমার জন্য।

অসাধারণ

আমার কাছেও এই লাইনগুলিই বেশী ভালো লাগলো!

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: অজস্র ধন্যবাদ।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
আপনার মন্তব্য আমার পাওয়ার খাতায় এক ভারী অর্জন।

আপনার একটা লেখা পড়লাম 'তুই'
মুগ্ধতারর রেশ এখনো রয়ে গেছে।
ভালো থাকবেন।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৭

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । খুব ভালো লাগলো ।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম।
লেখার প্রেরণাও বটে।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.