নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সময়ের কাঠগড়ায় মনুষত্ব"
চেতনার বিহ্মুব্ধ আস্ফালনে
রক্তাক্ত মানবতা সঙ্গী করে নিরন্তর হেঁটে চলা।
অদম্য দারিদ্র আজ বিপ্লবী ভাষণে
মুখোরিত আজ সমাজ কল্যান সংস্থার মানবতা।
ইট পাথরের সভ্যতার কাঠিন্যে
হারিয়ে যাওয়া মনুষত্ব নিহ্মেপিত আস্তাকুঁড়ে।
সভ্যতার কুহেলিকায় পদদলিত মানবিকতা
সূর্যের দুর্দান্ত প্রতাপে ভস্মিভূত মানবসত্ত্বা।
পথশিশু আজ উপেহ্মার নাম
হ্মুধাতুর চোখ দুটোর তীব্র কটাহ্ম
প্রত্যাশার আধিক্য নয়
নয় সাহায্যের জন্য হাহাকার।
ওরা তো আর ফাস্টফুডে আসক্ত নয়
তোমার আদরের আতিশয্যে বিগরে যাওয়া সন্তানের মতো।
ওরা তো আবর্জনার মাঝেই খুঁজে নেয় আহার
বেওয়ারিশ কুকুরের সাথে যুদ্ধ করে অধিকার আদায়ের নিমিত্তে।
ওরা নরম গদি আটা বেড নয়
বরং প্লাটফর্মে ইট মাথায় অতি আবেশে ঘুমায়।
বহুতল ভবনে আরামকেদারায়
এলিয়ে দেওয়া চর্বিযুক্ত থলথলে শরীর,
আরামপ্রিয়তার আধিক্যে আজ
ফুটপাতে জায়গা পায় না তারা,
বাবুদের পথে দামি মার্সিডিজ
অস্থিচর্মসার ওরা বাঁধা হয় না তার।
দূরে সরে যেতে যেতে
আজ শহরের মাঝে আরেক শহর
বস্তি যার নাম।
মানবতার মাঝে আরেক মানবতা
অমানুষ যার নাম।
তাই হেঁটে চলেছি অজানাতে
মনুষত্বের সন্ধানে।
বিলুপ্তপ্রায় এই পরশ পাথর
ফিরিয়া দেবে ভালোবাসা।
ধর্ম বর্ণ ধনী গরীব
ভালোবাসবে ভালোবাসা।
তাই আমার হেঁটে চলা
সময়ের কাঠগড়ায় বিপন্ন মানবতা।।
উৎসর্গঃ সেই সব পথশিশুদের যারা রাস্তার ধূলিময় জীবন যাপনে এক ছটাক সমবেদনা আর ভালোবাসার কাছে বিক্রি হয়ে যায় অতি সহজে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্যে সত্যিই খুব ভালো লাগছে।
ভালো থাকবেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
নীলনীলপরী বলেছেন: দারুন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নীলনীলপরী।
এতো নীল! আমার পছন্দের একটি রং।
ভালো থাকবেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তীব্রতা আছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
আপনার নিয়মিত মন্তব্য অনেক বড় প্রাপ্তি।
নিরন্তর শুভ কামনা।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
আরণ্যক রাখাল বলেছেন: আমার ভাল লাগেনি কবিতা| প্রবন্ধ প্রবন্ধ লেগেছে| এটাও ঠিক কুকুরের পেটে ঘি হজম হয়না| তাই হয়ত এটা ভাল লাগল না
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
এটা তো স্বাভাবিক। একই লেখা সবার কি ভালো লাগে। লাগে না।
আরণ্যক ভ্রাতা, আমি জানি কবিতা লেখার প্রতিভা আমার নেই। কিন্তু চেষ্টা করি। কে জানে হয়তো কখনো ভুল করে একটা কবিতা হয়ে যাবে। সে আশাতেই লিখে যায়।
আবেগ বড় বেশি প্রাধান্য পায় আমার কাছে। সেটা নিয়েই লিখি। ছন্দে আমি কাঁচা।
তবে "কুকুরের পেটে ঘি সহে না" কথাটা ভালো লাগল না। জানেন তো যে নিজেকে সম্মান করে সেই অন্যের সম্মান পায়।
ভালো থাকবেন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
ধুঁপছায়া বলেছেন: অনেক ভালো লাগলো
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল।
ভালো থাকবেন।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
সুমন কর বলেছেন: চমৎকার ৩য় ভাল লাগা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন ভাই ধন্যবাদ।
ভালো লাগায় ভালো লাগা।
নিরন্তর শুভ কামনা।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
জেন রসি বলেছেন: অদম্য দারিদ্র আজ বিপ্লবী ভাষণে
মুখোরিত আজ সমাজ কল্যান সংস্থার মানবতা।
আর্থসামাজিক প্রেক্ষাপট দারুণ ভাবে ফুটে উঠেছে।
ওরা তো আবর্জনার মাঝেই খুঁজে নেয় আহার
বেওয়ারিশ কুকুরের সাথে যুদ্ধ করে অধিকার আদায়ের নিমিত্তে।
নির্মম সত্য।
চমৎকার কবিতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ মন্তব্যে ভালো লাগা জানবেন।
নির্মম সত্যই আজ নিষ্ঠুর বাস্তবতা।
ভালো থাকবেন।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: পথশিশুদের নিয়ে কেউ ভাবেনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কেউই কি ভাবে না?
কিছুটা দ্বিমত আপুমনি।
আসলে যাদের ভাবা প্রয়োজন তারা ভাবে না।
তাই নয় কি?
ভালো থাকুন এই শুভ কামনা রইল।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + । উৎসর্গে ও কবিতায় ভাললাগা ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ধর্ম বর্ণ ধনী গরীব
ভালোবাসবে ভালোবাসা।
অনেক ভালো লাগা ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
ভালো লাগল জেনে বেশ আনন্দিত।
আপনিও ভালো থাকবেন সবসময়।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
এনামুল রেজা বলেছেন: দূরে সরে যেতে যেতে
আজ শহরের মাঝে আরেক শহর
বস্তি যার নাম।
মানবতার মাঝে আরেক মানবতা
অমানুষ যার নাম।
দুর্দান্ত লাগলো। শুভকামনা জানবেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকবেন।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
ফোজাইল ইমন বলেছেন: অসাধারণ ..
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ওরা তো আবর্জনার মাঝেই খুঁজে নেয় আহার
বেওয়ারিশ কুকুরের সাথে যুদ্ধ করে অধিকার আদায়ের নিমিত্তে।
ওরা নরম গদি আটা বেড নয়
বরং প্লাটফর্মে ইট মাথায় অতি আবেশে ঘুমায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আবৃত্তি করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: অবহেলিত আর শোষিতদের নিয়ে যেকোনো লেখা আমার কাছে আলাদা গুরুত্ব পায়। কারণ তাদের পাশে দাঁড়াবার লোকের সংখ্যা সমাজে দিন দিন কমে আসছে। আপনাকে সাধুবাদ জানাচ্ছি অন্তত আপনি তাদের নিয়ে চিন্তা করে, কবিতায় তাদের স্থান দিয়েছেন। অনেক ভালো লাগলো রাজপুত্র।
উৎসর্গঃ সেই সব পথশিশুদের যারা রাস্তার ধূলিময় জীবন যাপনে এক ছটাক সমবেদনা আর ভালোবাসার কাছে বিক্রি হয়ে যায় অতি সহজে।
উৎসর্গিতদের প্রতি রইলো আমার ভালোবাসা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
আপনার মন্তব্যগুলো সবসময়ি অর্থবহুল।
পথশিশুদের প্রতি সমবেদনায় শিহ্মিত মহলের উদাসীনতা বেশ দৃষ্টিকটু।
ভালো থাকবেন।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর কবিতা । +++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১
শিখা আমিন বলেছেন: খুব ভালো লাগলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় লেখার স্বার্থকতা।
ভালো থাকবেন।
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৪
জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন!
অভিনন্দন ও ধন্যবাদ কবি।
শুভকামনা জানবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে অভিনন্দন অনেক বেশি কিছু।
ভালো থাকবেন সবসময়।
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
জাহিদ জুয়েল বলেছেন: ভালো লাগলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
নিরন্তর শুভ কামনা।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
আবেগ ও অর্থবহন করছে লাইনগুলো
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
আবেগকে সম্বল করেই আমার কবিতারা বেড়ে ওঠে।
ভালো থাকবেন।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কালকেই পড়েছিলাম কবিতাটা মন্তব্য করা হয়নি! হু পথ শিশুদের নিয়ে এমন ভাবনা কয়জনে ভাবে...? ভাললাগা রইল আপনার ভাবনাতে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সো ব্যাড.....
কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো থাকবেন।
২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ইচ্ছের ঘুড়ি বলেছেন: খুব ভালো লাগলো ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ঘুড়ি।
ভালো লাগায় খুশি হলাম বলা নিষ্প্রয়োজন।
ভালো থাকবেন।
২২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১৬
সোজোন বাদিয়া বলেছেন: আপনার এমন একটি কবিতায় এতো কম পাঠক। মনটা খারাপ হয়ে গেল।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন ছিলাম। অল্প পরিচিতি। তাই।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
আমি সৈকত বলছি বলেছেন: অসম্ভব লাগা চরন গুলোঃ
দূরে সরে যেতে যেতে
আজ শহরের মাঝে আরেক শহর
বস্তি যার নাম।
মানবতার মাঝে আরেক মানবতা
অমানুষ যার নাম।
তাই হেঁটে চলেছি অজানাতে
মনুষত্বের সন্ধানে।
বিলুপ্তপ্রায় এই পরশ পাথর
ফিরিয়া দেবে ভালোবাসা।
ধর্ম বর্ণ ধনী গরীব
ভালোবাসবে ভালোবাসা।
তাই আমার হেঁটে চলা
সময়ের কাঠগড়ায় বিপন্ন মানবতা।।
হৃদয়ের কোথায় যেন দাগ কেটে গেলো।
পুরো কবিতাটাই অসাধারন।
কবিতায় ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ভালো থাকবেন ভালোবাসা নিবেন।
নিরন্তর শুভ কামনা।