নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ "কবিতারাও আজ ভালোবাসবে" (ভ্যালেন্টাইন স্পেশাল কিন্তু B-))

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

- এই যে আপনাকে বলছি। ভদ্রতা জিনিসটা জন্মগত। এটা আপনার মধ্যে কোনদিনই ছিল না আর থাকবেও না।



শায়ন কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মোটা ফ্রেমের চশমার মধ্য দিয়ে ভয়ংকর সুন্দর এই মেয়েটিকে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে পরীর মতো লাগছে।



- হ্যালো মিস্টার। সরবেন নাকি ধাক্কা দিয়ে চারতলা দিয়ে ফেলে দেব। আর যখনি দেখা হয় চার চোখ দিয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকেন কেন?



এই বলে প্রায় ধাক্কা দিয়েই লিমা হনহনিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। আর শায়ন এক বুক আশা নিরাশার দোলাচলে দাঁড়িয়ে আছে। আচ্ছা ওর বুকের বাম দিকটায় এমন চাপা ব্যাথা হচ্ছে কেন। ব্যাথা কিন্তু কি সুখকর। ঠোঁটের কিনারায় হাসির রেখা ফুটিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় শায়ন।



ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানালার আধ খোলা কাঁচ সরিয়ে বৃষ্টিবিন্দু ধরার ব্যর্থ চেষ্টায় শায়ন বেশ ক্লান্ত। ইচ্ছে করছে একছুটে ছাদে যেতে। উন্মুক্ত উদার আকাশের নিচে বৃষ্টির জল ছুঁয়ে যাবার আনন্দই অন্যরকম। বহুদিন সেই আনন্দ থেকে বঞ্চিত রয়েছে শায়ন। ছাদের অধিকারিণী যে লিমা। শায়নের সেখানে প্রবেশাধিকার নেই। কেন জানি মেয়েটা ওকে দুচহ্মে দেখতে পারে না সেই প্রথম দিন থেকেই। শায়নের চোখে ভেসে ওঠে সেই সে দিনের স্মৃতি।



শায়নের বাবা জাফর সাহেব একজন উর্ধ্বতন সরকারী কর্মকর্তা। বছরে দু একবার তার ট্রান্সফার হয়। সেই সুবাদে শায়ন তার এই হ্মুদ্র পরিসরের জীবনে প্রায় অর্ধেক বাংলাদেশ দেখে ফেলেছে। জাফর সাহেব শেষবার ট্রান্সফার হয়ে লিমাদের বাড়িতে বাসা ভাড়া নেন।শায়নরা যে দিন সিফট হয় সেদিনও বৃষ্টি হচ্ছিল।



শায়ন কাকভেজা হয়ে দাঁড়িয়ে ছিল সিঁড়ি ঘরে। বুক সেলফটা তুলতে গিয়ে টিশার্টটার একটা অংশ আবার ছিড়ে গেছে। হঠাৎ করেই শায়নের মনে হলো কেউ ওকে লহ্ম্য করছে। সিঁড়ির দিকে তাকাতেই শায়নের শিড়দাড়া বেয়ে একটা ঠান্ডা অনুভূতি বয়ে গেল। নীল কামিজ পরিহীত অষ্টাদশী এক তরুণী। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। অদ্ভুত সুন্দর সেই মেয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে।



- এই কে আপনি? ভেতরে ঢুকলেন কি করে? দারোয়ান চাচা দারোয়ান চাচা! বের হয়ে যান। কিছু না বলে অন্যের বাড়িতে ঢুকে পড়েন। আপনার সাহস কত?

দারোয়ান এসে ব্যাপার দেখে জিহ্বা কামড়ে বললো

- মামুনি হে আসলে আপনাগো নতুন ভাড়াটিয়া।

কুঞ্চিত ভ্রু জোড়া আরো কিছুটা কুঞ্চিত হয়ে উঠল।



- কথা বলতে পারে না নাকি? যত্তোসব। বাবা যে কি করে? আলতু ফালতুদের যে কেন বাড়ি ভাড়া দেয় বুঝি না!



শায়নের সামনে দিয়ে সেদিনও লিমা চলে গিয়েছিল। ফিরে তাকায় নি। তাকালে দেখতে পেত শায়নের চোখদুটো কিছু বলতে চাচ্ছিল। না ভালোবাসি নয়। অন্য কিছু। মাতৃহারা শায়ন যে এই পৃথিবীর একাকিনী নৈসর্গিক সৌন্দর্যের নির্বাক দর্শক। তাই মুখফুটে বলতে পারি নি ওর অনুভূতির কথা। বলতে পারি নি প্রথম দেখার পছন্দের কথা।



কলিংবেলের আওয়াজে শায়ন সম্বিত ফিরে পায়। কি ভাবছিল ও। ও কি লিমাকে ভালোবাসে? কিন্তু শায়নদের তো ভালোবাসতে নেই।



কে এসেছে? জানার ইচ্ছাটা দমিয়ে টেবিলের দিকে এগিয়ে যায় ও। বৃষ্টিশেষের রোদেলা আকাশ, ঝিরিঝিরি হাওয়াতে কবিতারা খুব আপন হয়ে ওঠে শায়নের। আবেগের চাবুকে রক্তাক্ত হয় কবিতা। আজ ও কবিতা লিখবে। নিখাদ প্রেমের কবিতা। হ্যাঁ, লিমার জন্যই লিখবে। কবিতার খাতার প্রতিটি পৃষ্ঠায় শায়ন বড় সযত্নে এঁকেছে লিমার তৈলচিত্র।  ভালোবাসার সাত রঙে রঙীন কবিতারা যেন সর্বগ্রাসী হয়ে ওঠে। তারা আজ মুক্তি পেতে চায়। শায়নের বাকহীনতা গুমরে কেঁদে ওঠে বুকের গভীরে। রূপ নেয় কবিতার। জীবন্ত আস্ফালনে পরাবাস্তব হয়ে ওঠে সেই কবিতার আবেগ। প্রেমময় দংশনে রক্তাক্ত হৃদপিন্ড।



অনেকহ্মণ হলো শায়ন দাঁড়িয়ে আছে। ছাদে যদিও ও উঠতে পারে না। কিন্তু আজ লিমা হঠাৎ বাইরে যাওয়ায় অনেক গুলো দিন পর শায়ন আকাশের সান্নিধ্য পাচ্ছে। চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। অনুভব করতে চাইছে হিমেল হাওয়ার পরশ। হাতে ধরে আছে ওর কবিতার খাতা। পৃষ্ঠাগুলো ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে নীল আকাশে। কবিতারা ভেসে যাচ্ছে। সাথে শায়নের স্বপ্ন।



এটাই বাস্তবতা। শায়নের মতো প্রতিবন্ধীদের ভালোবাসতে নেই। ওরা উপেহ্মার আরেক নাম। নিজের জীবনেই ওরা পালিয়ে বেড়ানো হেরে যাওয়া সৈনিক।



- এই আপনি এখানে কেন? আপনাকে না নিষেধ করেছি ছাদে আসতে। যান নিচে যান।

শায়ন মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। লিমার অপমান বর্ষণে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে শায়নের। ছাদের মেঝের কংক্রিটও যেন শায়নের অপমানে উত্তপ্ত হয়ে উঠেছে।



- এই আপনার হাতে কি? দেখি।

শায়নের হাত থেকে কবিতার ছেঁড়া খাতাটা নিয়ে নেয় লিমা। শায়ন তাকিয়ে থাকে লিমার দিকে। লিমা চেহারার কাঠিন্যে যেন অনুতাপ খুঁজে পায় শায়ন। সন্ধ্যার আলো আঁধারিতে লিমার মনের সব রাগ অভিমান যেন অশ্রুকণা হয়ে ঝরে পড়ে। কবিতার খাতাটা শায়নের হাতে দিয়ে দৌড়ে নিচে নেমে যায় লিমা।



শায়ন দাঁড়িয়ে আছে। কবিতার খোলা খাতায় একটা পৃষ্ঠা চাঁদের আলোয় অলৌকিক হয়ে ওঠে। শায়ন তাকিয়ে আছে সে দিকে। বুকটা হু হু করে ওঠে ওর। লেখাটায় হাত বোলায় শায়ন।



"হে আল্লাহ, আমি শুধু একটি বারের জন্য কথা বলতে চাই। ওই রাগী মেয়েটির সাথে শুধু একবার কথা বলতে চাই। ওকে জানাতে চাই কতটা ভালোবাসা পুষে রেখেছি ওর জন্য। আমার বোবা চাহুনি যে আমার অহমিকা নয় আমার অহ্মমতা। সবার মতো কেন আমি কথা বলতে পারি না। কেন পারিনা ভালোবাসার মানুষটাকে আপন করে নিতে।"



রাত গভীর হচ্ছে। আর গভীর হচ্ছে হৃদয়ের হ্মত। শায়নের একাকীত্ব বেরঙীন কাঠপেন্সিলের মতোই আবেগহীন হয়ে ওঠে।



মোবাইলের ম্যাসেজ টোন জাগতিক জগতে নিয়ে আসে শায়ন কে। অজানা নাম্বার। কে? শায়ন অবাক হয়ে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনে। সেখানে একটা লেখা ভেসে আছে, 'আমি আসছি'।



শায়ন তাকিয়ে আছে চাঁদটার দিকে। বড্ডবেশি প্রেমময় মনে হলো ওর চাঁদটাকে। হাতে হঠাৎ পাওয়া উষ্ণ স্পর্শে ফিরে তাকায় শায়ন। দেখে লিমা দাঁড়িয়ে আছে। ঠিক ওর কবিতার মতো।

মন্তব্য ৭৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: শুধুমাত্র গল্পেই এমন হয়। বাস্তবের লিমারা অনেক নিষ্ঠুর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম হামাভাই।
বাস্তবে লিমারা নিষ্ঠুরই হয়। কেননা বাস্তবতা নিজেই নিষ্ঠুরতার নামান্তর।

তবে কিছু লিমা কিন্তু আছে যারা কল্পনাতে বাঁচে। আমার গল্পের মতো।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: গল্প ভাল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয় ঢাকাবাসী।


ভালো থাকুন আর ভালোবাসুন।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

চার্লি বলেছেন: লেখাটা ভালই কিন্তু মনোযোগটা হারাচ্ছিলাম বারবার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

:(

গল্প পাঠে ধন্যবাদ।
মনোযোগ হারানোর কারনটা জানলে পরবর্তিতে ভুলটা শুধরে নিতাম।

ভালো থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

দিতে ভুলে গেছিলাম।
মনোযোগ হারানোর কারন ভাবতে ভাবতে। :p

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: আহালে..

ইপ্সিমনির মত ভালোবাসার গদ্য লেখো ভাইয়া!!!!!!!!!!:)


:) :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :D

ইপ্সিমনির ভালোবাসার গদ্য লিখি কিনা বলতে পারছি না কিন্তু পড়ি। কল্পনা ভালো। :)

বাস্তব হচ্ছে তেতো ওষুধের মতো। ও আমার কম্মের না।

আর হ্যাঁ আপু ভালোবাসতে ভুইলেন না। লিভ টু লাভ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর বাস্তবতাবর্জিত সুখপাঠ্য গল্প

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা হা!
ভালো বলেছেন। বাস্তবতাবর্জিত গল্পরাই হয়তোবা সুখপাঠ্য হয়।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তাহসিনুল।
ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

সুফিয়া বলেছেন: ভালো লাগল। কিছু কিছু বানান বোধহয় সংশোধন করা দরকার। যেমন - ব্যার্থ, সম্বিতি। আমার মনে হয় এ দুটো বানান হবে ব্যর্থ আর সম্বিত।

ধন্যবাদ আপনাকে। ফাল্গুনের শুভেচ্ছা জানবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
গল্প পাঠে এবং ভুল ধরিয়ে দেবার জন্য। :)

এডিট করে নিচ্ছি।

ভালো থাকবেন।
আপনাকেও বসন্তের হলুদিয়া শুভেচ্ছা।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভাল লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রাত গভীর হয় , ভালোবাসা গভীর হয়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম।
রাতের অন্ধকারময়তায় ভালোবাসা কতক জোনাকি।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: আমি ভালোবাসতে ভুলি নাকি!!!!!!!!!!!

কি বলো এইসব তোমরা!!!!!!!!!!!!!!! B:-)



আই লাভ ইউ অল!!!!!!!!!!!!!!:):)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

আরে যেটা আমি বলেছি সেটা আপনি বোঝেন নি আর যেটা বুঝেছেন সেটা আমি বলি নি।


ভালোবাসা আজ বিরল প্রজাতির নাম।
সেখানে আপনার মতো গুটি কতক মানুষ যারা ভালোবাসে ভালো থাকে মাঝে মাঝে মেজাজ খারাপ করে তারাও যদি ভালোবাসতে ভুলে যায় তবে শুধু আমি নয় সবাই দিশেহারা হয়ে যাবে।

তাই আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিলাম- ভালোবাসা স্টপ নট।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: আমি রবিঠাকুরের দীক্ষায় দীক্ষিত ভাইয়ু!!!!!!!!!!!!:)

https://www.youtube.com/watch?v=hTQcK4m0v3I

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

হাসিতেছি।
জেনে যারপরনাই পুলকিত। :)

ভালো থাকবেন আপুমনি। সবসময়।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লাগল গল্পটা।


বসন্তের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক।

ভালো লাগায় প্রেরণা পেলাম।

ভালো থাকবেন।
ফাগুনের হলুদিয়া শুভেচ্ছা রইল।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: অাবেগী গল্প। ভাল লাগল। তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেতো অবশ্যই।
কিন্তু বাস্তবতাকে মাঝেমাঝে বৃদ্ধাংগুল দেখাতে ইচ্ছে করে।

ভালো থাকবেন। সবসময়।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

বিদগ্ধ বলেছেন: গল্পের ভালোবাসায় সবসময়ই চিনি একটু বেশি থাকে ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সে আর বলতে।

শুধু পাঠকের ডায়াবেটিস না হইলেই হলো। :p

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি বলবো না গল্পেই এমন হয়... কারন আমি জানি জীবনের কথাগুলি-ই গল্পে আসে... গল্পের লীমারাই যে এমন হয় তাও মানবো না... বিপরীতটাও হয়... ! গল্পে ভাল এবং খারাপ লাগা...! আর আর শায়মামণি কি আমারে পচাচ্ছে না কি...হু হু।। ভালোবাসার জগতটা কল্পনা বা বাস্তব যেখানেই হোক না কেন... তাতে মন্দ কিছু নেই হু... ভালবাসতে জানতে হয়...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পে ভালো লাগায় ভালো লাগা রইল।
খারাপ লাগার কারনটা কি ঈপ্সিমনি বলবে? :)

শায়মাপু কি তেমন কিছু বলতে পারে? বলুন?

/ভালোবাসার জগতটা কল্পনা বা বাস্তব যেখানেই হোক না কেন... তাতে মন্দ কিছু নেই/

দ্বিমত হবার প্রশ্নই ওঠে না।

ভালোবাসতে জানতে হয়--- ইট পাথরের এই সভ্য নগরে খুব কম মানুষই ভালোবাসতে জানে। আমি চাই শায়মাপু আর ঈপ্সিমনি দুজনেরই ভালোবাসার হ্মমতাটা সীমাহীন হোক।

ভালো থাকবেন। হলুদিয়া আর লালদিয়া শুভেচ্ছা।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ সূখপাঠ্য গল্প।+++

ধন্যবাদ ও শুভকামনা আপনাকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্প পাঠে ধন্যবাদ।

++ এর জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
ফাগুনের হলুদিয়া শুভেচ্ছা।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার গল্প আমার বরাবরই খুব প্রিয়। তদুপরি আজ আবার ভালোবাসা দিবস। তাই গল্পটা একটু বেশীই ভালো লাগলো।
তবে গল্পের শুরুটা অনেক সুন্দর হয়েছে। সেই তুলনায় সমাপ্তিটাকে কিছুটা ম্লান মনে হল। জোড় করে শায়নের হাত থেকে কবিতার খাতাটা নিয়ে সেটা দেখা কেন জানি একটু বাড়াবাড়ি মনে হল। লিমার আচরণে শুরু থেকেই একটু অভদ্রতা আর আভিজাত্য ছিল। তাই খাতা কেড়ে নেয়াটা কী ঠিক হল?
তারপর দ্রুতই পট পরিবর্তন হয়ে গেলো। আরও একটু ধীরে করলে মনে হয় আরও বেশী ভালো হতো।
তবে বয়ান খুব ভালো হয়েছে। আমি বেশ উপভোগ করলাম রাজপুত্র। নিরন্তর শুভ কামনা রইলো। ভালোবাসা দিবসে ভালোবাসাসহ শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে তো এই বিশেষ দিনে আমার গল্পটা স্বার্থক।

আসলে গল্পকে দীর্ঘায়িত করতে ইচ্ছা করে না। আমার অলসতাও হতে পারে।

আপনার ধারণা সত্যিই। শেষটা আর একটু বিস্তারিত হললে ভাল হতো। পরের গল্পে বিষয়টি মাথায় রাখবো।
উপভোগ্য গল্প হয়েছে জেনে দারুন লাগছে।

ভালো থাকবেন।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানবেন। প্রেমময় হোক আপনার ভূবন।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



দিশেহারা গল্প । আরণ্যক রাখাল এর কথায়, বাস্তবতা বর্জিত । হাসান মাহবুব এর মতে বাস্তবের লিমারা অনেক নিষ্ঠুর। এবং আমার মতে গতানুগতিক । গল্পের কাঁটাচেরায় আর যাচ্ছিনে । গল্প গল্পই ।

তবে "কবিতারাও আজ ভালোবাসবে"র মতো "শায়মা আর ঈপ্সিতা চৌধুরী ও আজ ঝগড়া বাঁধাবে" । দেখে শুনে তাই মনে হচ্ছে । আপনার গল্পের শেষে এটুকু বাড়তি আমেজ ।
নো ঝগড়া । (অবশ্য মধুর ঝগড়া হলে ক্ষতি নেই একটা ।)

দিশেহারা ভালোবাসার শুভেচ্ছা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝগড়ার সাথেই তো ভালোবাসার সহাবস্থান।
তাই ঝগড়া ভালো।

গল্প আমি একেবারেই নতুন লিখছি। এটা আমার চতুর্থ গল্প। :)
সেহ্মেত্রে আপনি কাঁটাচেরা করলে খুশি হতাম।

ভালো থাকবেন।
ফাগুনের সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

রোদেলা বলেছেন: পুরো গল্পে এক মিষ্টি অনুভূতি,অনেক ভালো লাগা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা আমার প্রথম ভালোবাসার গল্প।
মিষ্টি অনুভূতি দিতে পেরেছি জেনে অনেক ভালো লাগছে।
:)

ভালো থাকবেন। সবসময়।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

বিদগ্ধ বলেছেন: //শায়মা বলেছেন: আমি ভালোবাসতে ভুলি নাকি!!!
আই লাভ ইউ অল!!!//




ভালোটাই বাসতে পারলুম না :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

কষ্ট নিয়েন না।
চেষ্টা চালিয়ে যান একদিন আপনিও পারবেন।
:)

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

জাহিদ জুয়েল বলেছেন: ভালো লাগলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জাহিদ জুয়েল।
ভালো থাকবেন।

ফাগুনের শুভেচ্ছা রইল।

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

দীপান্বিতা বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা.... +++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছায় ভালো লাগা।
আপনার জন্যও রইল ফাল্গুনের হলুদিয়া শুভেচ্ছা।

ভালো থাকবেন। সবসময়।

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

জুন বলেছেন: ভীষন ভালোবাসার গল্প মিছরির মত মিষ্টি :)
অনেক ভালোলাগলো পড়তে দিশেহারা তবে শায়নের জন্য খারাপ লাগছে। আমার এক আত্মীয় ভালোবেসে এক বোবা মেয়েকে বিয়ে করেছে। ছেলের বাবা মা ই ছেলের পছন্দের কথা জেনে বিয়ের এরেঞ্জ করেছে। তারা এখন অনেক সুখী ।
+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু।
আপনার আবার ডায়াবেটিস নেই তো? :)

কতকগুলো গল্প নিয়েই তো জীবন।

আপনার আত্মীয় এর কথা শুনে ভালো লাগল

ভালো থাকুক ভালোবাসা ভালোবাসার মাঝে।

নিরন্তর শুভ কামনা।

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: দগ্ধ বলেছেন: //শায়মা বলেছেন: আমি ভালোবাসতে ভুলি নাকি!!!
আই লাভ ইউ অল!!!//




ভালোটাই বাসতে পারলুম না :(


দগ্ধভাইয়া মিছা কথা বলতে হয়না!!!!!!!!

আল্লাহ গোনাহ দেয়!!!!!!!!!:(


:P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই তাই।

এই যেমন--

আমি এখন মেট্রোতে বসে আপনার কমেন্টের প্রতিউত্তর দিচ্ছি। আমার ঠিক উল্টো দিকেই বসে আছি একদম পরী গোত্রভুক্ত এক মেয়ে। আমি তো "তাকাইলেও মরি না তাকাইলেও মরি" অবস্থায় আছি। এহন কি কত্তাম? :(

তবে একটা প্রব্লেম। মেয়েটার বয়স একটু কম।

মনে হয় ক্লাস থ্রী ফোরে পড়ে। এহন আমি কি কত্তাম। :)

ভালোবাসি সবসময়। সবাইকে। তবে পারশিয়াল হয়ে যাই মাঝে মাঝে। বিশেষ করে রাজকন্যার হ্মেত্রে। ;)

আর দগ্ধভ্রাতা ভালুবাসতি ফেল করলো। হাউ?

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি বলবো না গল্পেই এমন হয়... কারন আমি জানি জীবনের কথাগুলি-ই গল্পে আসে... গল্পের লীমারাই যে এমন হয় তাও মানবো না... বিপরীতটাও হয়... ! গল্পে ভাল এবং খারাপ লাগা...! আর আর শায়মামণি কি আমারে পচাচ্ছে না কি...হু হু।। ভালোবাসার জগতটা কল্পনা বা বাস্তব যেখানেই হোক না কেন... তাতে মন্দ কিছু নেই হু... ভালবাসতে জানতে হয়...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫ ০
লেখক বলেছেন: গল্পে ভালো লাগায় ভালো লাগা রইল।
খারাপ লাগার কারনটা কি ঈপ্সিমনি বলবে? :)

শায়মাপু কি তেমন কিছু বলতে পারে? বলুন?

/ভালোবাসার জগতটা কল্পনা বা বাস্তব যেখানেই হোক না কেন... তাতে মন্দ কিছু নেই/

দ্বিমত হবার প্রশ্নই ওঠে না।

ভালোবাসতে জানতে হয়--- ইট পাথরের এই সভ্য নগরে খুব কম মানুষই ভালোবাসতে জানে। আমি চাই শায়মাপু আর ঈপ্সিমনি দুজনেরই ভালোবাসার হ্মমতাটা সীমাহীন হোক।

ভালো থাকবেন। হলুদিয়া আর লালদিয়া শুভেচ্ছা।


আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



দিশেহারা গল্প । আরণ্যক রাখাল এর কথায়, বাস্তবতা বর্জিত । হাসান মাহবুব এর মতে বাস্তবের লিমারা অনেক নিষ্ঠুর। এবং আমার মতে গতানুগতিক । গল্পের কাঁটাচেরায় আর যাচ্ছিনে । গল্প গল্পই ।

তবে "কবিতারাও আজ ভালোবাসবে"র মতো "শায়মা আর ঈপ্সিতা চৌধুরী ও আজ ঝগড়া বাঁধাবে" । দেখে শুনে তাই মনে হচ্ছে । আপনার গল্পের শেষে এটুকু বাড়তি আমেজ ।
নো ঝগড়া । (অবশ্য মধুর ঝগড়া হলে ক্ষতি নেই একটা ।)

দিশেহারা ভালোবাসার শুভেচ্ছা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫ ০
লেখক বলেছেন: ঝগড়ার সাথেই তো ভালোবাসার সহাবস্থান।
তাই ঝগড়া ভালো।

গল্প আমি একেবারেই নতুন লিখছি। এটা আমার চতুর্থ গল্প। :)
সেহ্মেত্রে আপনি কাঁটাচেরা করলে খুশি হতাম।

ভালো থাকবেন।
ফাগুনের সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।


দগ্ধ বলেছেন: //শায়মা বলেছেন: আমি ভালোবাসতে ভুলি নাকি!!!
আই লাভ ইউ অল!!!//




ভালোটাই বাসতে পারলুম না :(
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮ ০
লেখক বলেছেন: :(

কষ্ট নিয়েন না।
চেষ্টা চালিয়ে যান একদিন আপনিও পারবেন।
:)



হায় হায় এতক্ষনে এসব দেখলাম!!!!!!!!!! :-B :-B :-B



দাঁড়াও তোমাদের সব্বার মজা দেখাচ্ছি!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিজি আছি :(
তাই কিছু বলতে পারলাম না :p

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু,
চোখ ব্রাশ করে বসে আছি তাও ক্লোজ আপ দিয়ে। :)
কিছুইতো দেখতে পারি না। :(

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

সোহানী বলেছেন: আহারে.... ভালোবাসা এমনি তবে বিয়ের আগ পর্যন্ত। তারপর হলুদ/পেয়াজের যাতাঁকলে পড়ে সুস্বাদু রেসিপি হয়ে যায় কিছুদিন। তারপর তা অখাদ্য হয়ে যায় দিন দিন.... অখাদ্য হয়ে যাওয়া পর্যন্ত ভালো কাটুক....+++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

সত্যি বলতে ঠিক এই মুহূর্তে আমার খুব হ্মুধা লেগেছে। :(
মেট্রোতে তাই খাবার প্রশ্ন আসে না।
অখাদ্যটা এখন একবার টেস্ট করতে পারলে ভাল হতো এখন। :)

ভালো থাকবেন। বসন্তের হলুদিয়া শুভেচ্ছা।

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো গল্প পড়ে শুভ কামনা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

ভালো লেগেছে জেনে আমার নিজের অনেক ভালো লাগল।

ভালো থাকবেন।

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

তুষার কাব্য বলেছেন: দারুন ভাললাগার,ভালবাসার গল্প রাজপুত্র।

অনেক ভালো থাকা হোক।

শুভ রাত্রী।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য।

আপনিও ভালো থাকবেন।
শুভ রাত্রি।

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

আরমিন বলেছেন: "হাসান মাহবুব বলেছেন: শুধুমাত্র গল্পেই এমন হয়। বাস্তবের লিমারা অনেক নিষ্ঠুর।"

=p~ =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিষ্ঠুর কিনা জানি না কিন্তু ভালোবাসার সংগাটা ভিন্ন। :(

ভালো থাকবেন আপুমনি। নিষ্ঠুরতা খুব খারাপ।

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

মনিরা সুলতানা বলেছেন: সারপ্রাইজ দেয়া ভাল
পেতে আরো ভাল লাগে :p

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: জী।
আমার লাইফে ব্যপক একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমি খুশি হই নি। :(

আর আমি কিন্তু শুধু বিষন্নতার কথা না দু একটা ভালোবাসার কথাও লিখতে পারি যদিও অপাঠ্য। একদা এক সময় আমি সম্পূরণ ভাবেই ভালোবাসা বিষয়টা নিয়ে সময় কাটিয়েছি যদিও বাস্তবে তার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ। :)

৩২| ১৭ ই মে, ২০১৬ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: এটা কেনো পড়া হয় নি ? হয়তো আজকে পড়বো বলে !

বাস্তবে শায়নরাও নিষ্ঠুর হয় । হয়ত একটু বেশীই ।

++

০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিষ্ঠুর শায়নেরা কোন রাজকন্যার রাজপুত্র হতে পারে না। তাই তো?

৩৩| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: অনেক আগের। চোখে পড়ে গেলো। সুখপাঠ্য কিন্তু শুরুটা ভালো ছিলো, পরে মনে হলো সুর কেটে গেছে।

শুভকামনা রইলো। :)

০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অপরিণত আমির লেখা। সামান্য ভালোলাগাটাই অনেক। :)

৩৪| ০৮ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

নীলপরি বলেছেন: এই প্রশ্নের উত্তর আমি কেমন করে দেবো ? আমি তো রাজকন্যা নই !

তবে শায়নরা শুধু রাজকন্যাদেরই চায় । এটা জানতে পারলাম ।


শুভকামনা ।

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তোমার মধ্যেও এক রাজকন্যা আছে। শুধু খুঁজতে হবে। আর শায়নেরা সেই রাজকন্যাদের চায়। যেটা তুমি'র মতো।

৩৫| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: আবার বোধহয় রাজপুত্র ব্যস্ত হয়ে গেছেন । যাক ঠিক আছে । আপনার লেখার অপেক্ষায় থাকলাম । যদিও আমি অতি নগন্য পাঠিকা । তবুও ..

ভালো থাকুন । খুব ।

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
লিখতে ভুলে গেছি। তবে তোমার লেখাগুলো দাররুণ হচ্ছে। অফলাইনে ও পড়ি।

সামান্যতেই সম্পূর্ণ।

সামান্য / নগণ্য-
তোমার এই কথাটা শুনতে শুনতে বৃদ্ধ হচ্ছি। আমার কবিতাগুলোর হেডিং দেখো। এক্টাতে আছে তুমি সামান্য নও। কবিতাটা তোমার এই সামান্য নগণ্য বারবার বলার জন্যে লিখেছিলাম। ভেবেছিলাম ওটা পড়ে হয়তোবা এসব বলা বন্ধ করবে। :(

৩৬| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৯

নীলপরি বলেছেন: অফলাইনে পড়লে আমি কি করে বুঝবো ?নিজে মেঘ নামকরন করলেন । আমি দুটো কবিতা লেখার চেষ্টাও করলাম । অথচ এখনো জানতে পারলাম না আপনার কেমন লাগলো ! :|

কালকেও একটা লিখেছি । পারলে দেখবেন ।

আর লিখতে ভুলে গেছি বললে আমি শুনবো না । মানতে পারবো না ।

কি করবো ঘটনা প্রবাহই এসব সামান্য নগণ্য বলতে বাধ্য করছে ।

যেমন এখনো জানালেন না আপনি কেমন আছেন !

১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দেখছি কবিতাটা।
আর মিস করছিলাম তোমায়। তোমাদের সবাইকে। তাই ভাল থাকাটা অস্বাভাবিক ছিল।

৩৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:১০

নীলপরি বলেছেন: আমি তো ভেবেছিলাম , রাজপুত্রের হৃদয়ে তো অনেক রাজকীয় নাম থাকবে ! সেই ভিড়ে হয়ত এই নাম চাপা পড়ে যাবে ।এখন মনে পরেছে শুনে ভালো লাগলো । বিপরীতটাও ঘটেছে জানবেন ।

যেদিন এই লেখাটা পড়ছিলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল ।

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিপরীতটাও___
জেনে ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.