নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সেদিন আমি বরণ করেছিলাম কবিতাকে"
সেদিনও সকাল হয়েছিল। শরতের সাদা মেঘ আঁছড়ে পড়ছিল বাতাসের বুকে।
দক্ষিণা জানালা ছুঁয়ে যাওয়া সেই বাতাস চুপিসারে শুনিয়েছিল তোমার আগমনী বার্তা।
সেদিনের সেই কাঁচা সোনা রোদ, তোমার জন্য অপেক্ষা আর কপালে জমাট বিন্দু বিন্দু ঘাম। শ্বাসরুদ্ধকর কিছু মুহূর্ত। বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর।
একবুক ভালোবাসা ফেনিল সমুদ্রে আঁছড়ে পড়া ঢেউ হয়ে বাণ ডেকেছিল আমার মাঝে। আমি আমার সবটুকুকে উড়িয়ে দিয়েছিলাম। চেয়ে দেখি রঙ বেরঙের ফানুস।
ঝরে পড়া শিউলি ফুল গুলোর মাটির বুক সুখ খুঁজে নেওয়া নতুবা চায়ের দোকানের টুংটাং ছন্দে মন উদাস করা তোমার প্রতিক্ষা।
অন্ধকারময় আমার কাছে খোলাচুলে তুমি এলে একঝাঁক জোনাক হয়ে। স্থবিরতা যেন ছুটে আসা দস্যিছেলের মতো পেঁচিয়ে ধরে আমায়। ধীরে ধীরে গ্রাস করে নেয় আমার চেতনার সবটুকু। আমি হারিয়ে ফেলা আমাকে খুঁজে পাওয়ার একাগ্রতা দেখাই তোমার চোখে।
তুমি সেই 'আমি তছনছ' করা হাসিটা ছুঁড়ে দিয়েছিলে। অবাধ্য চুলগুলোকে আলতো করে সরিয়ে নিক্ষেপিত তোমার দৃষ্টি আমার চোখে। বিধাতার অগোচরেই যেন হিসাববিজ্ঞানের বিনিময় অংক কষেছিলাম তোমার বুকে।
ঠোঁটের কাছে তিমির অহংকার চূর্ণ করা ঐ 'তিল' নতুন করে প্রেমের মানচিত্র অংকনে ব্যস্ত আমি। এখনো এঁকে চলেছি সেদিনের স্মৃতি ছবি। মনের ক্যানভাসে আবেগের তুলিতে অদক্ষ আমি এঁকে চলেছি এক মোহিনী রূপ।
যদি দিনের শেষে তুমি ফুটে ওঠো আমার সেই অহেতুক কল্পনায় কথা দিলাম তারা ভরা আকাশটাকে নিলাম করে দেব। আর চাঁদ। ওটা না হয় আমার কাছেই থাকুক। বড় ভালোবাসি যে।
১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। শুভ কামনা।
২| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭
হামিদ আহসান বলেছেন: কবিতাকে বরণ করা অার দুখের সাগড়ে ঝাপ দেওয়া একই কথা .........++++++
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে দুঃখের সাগরেই পাওয়া যায় কবিতাকে।
সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভ কামনা।
৩| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: মুক্তগদ্য ভাল্লাগছে।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগল জেনে প্রীত হলাম। ভালো থাকা হোক। অনেক। সবসময়।
৪| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
মনিরা সুলতানা বলেছেন: ও রাজকন্যা তুমি কোথায়.... ??
যত পার দূরে দূরে থাক আমরা একজন কবি জন্ম তার বিকাশ দেখি......
সূপার্ব ভাই
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ও রাজকন্যা তুমি কোথায়.... ??
যত পার দূরে দূরে থাক আমরা একজন কবি জন্ম তার বিকাশ দেখি
সূপার্ব ভাই
৫| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২১
সুফিয়া বলেছেন: আবেগী লেখা ভাল লাগল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভ কামনা।
৬| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: চমৎকার।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে ভালো লাগা দাদা। ভালো থাকবেন। ধন্যবাদ।
৭| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: মাঝে মাঝে রাজকন্যার ফিরে আসা দরকার আছে। আজ আবার আপনার পোস্টে রাজকন্যা ফিরে এসেছে দেখে ভালো লাগলো। কাব্য নয় কাব্যিক কিছু- ট্যাগটা ভালো দিয়েছেন। আসলেই কাব্যিক কিছু, তবে পুরো লেখায় ভালোবাসার একটা নরম ছোঁয়া লেগে আছে। স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালো লাগলো রাজপুত্র।
প্রো-পিকে আপনাকে দেখে আসলেই রাজপুত্র মনে হল। এবার একদিন রাজকন্যাকে দেখার শখ রয়ে গেলো। পূরণ করবেন কিন্তু! শুভ কামনা নিরন্তর।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজকন্যার ফিরে এসে আমিও স্বাচ্ছন্দ্যবোধ করছি।
আপনার ভালো লাগা বড় প্রেরণা আমার।
ভাইয়া রাজকণ্যা তো এক অনুভূতির নাম। এক চেনার মাঝে চির অচেনা গন্ধের নাম। যাকে পাশে পাই সবসময়। কিন্তু নক্ষত্র যোজন দূরে তার অবস্থান। তাকে দেখাই কি করে বলুন তো।
ভালো থাকবেন। শুভ কামনা।
৮| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লাগল পড়তে।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভ কামনা রইল।
৯| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
শাহেদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন। সবসময়।
নিরন্তর শুভ কামনা।
১০| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুভূতির কথামালা । ++
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠ ও প্লাসের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সবসময়।
১১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
যাক্ শেষমেশ দিশেহারা রাজপুত্রের দিশে মিললো কবিতায় ।
শুরুতে অকালের শিউলিফুলের ছবি । যদিও শিউলির কদর আর নেই আজকাল । তবুও লেখাটিকে শিউলির মতো বরন করে নিলুম । যে আকাশটাকে নিলামে চড়িয়ে চাঁদটাকেই শুধু নিজের কাছেই রাখতে চায় এমন কবিকে তো বরন করতেই হয় !!!!!!
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ ভাইয়া দিশে মিল্লো।
শিউলি ফুল আমার প্রিয়। প্রিয় বললে ভুল হবে। মাত্রাতিরিক্ত কথাটি বলতেই হবে। আর কবিতাকে আপনি বরণ করেছেন জেনে পুলকিত। ভালো থাকবেন। সবসময়।
১২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: যদি দিনের শেষে তুমি ফুটে ওঠো আমার সেই অহেতুক কল্পনায় কথা দিলাম তারা ভরা আকাশটাকে নিলাম করে দেব। আর চাঁদ। ওটা না হয় আমার কাছেই থাকুক। বড় ভালোবাসি যে।
বাপরে!!!!!!!!
গেছি ...........
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপুরে!!!!
যেও না..............
মাইন্ড কত্তাম কিন্তু।।।।।।
১৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩
যুগল শব্দ বলেছেন:
সুন্দর কবিতায় ভালোবাসারা অপেক্ষমাণ, ++
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম যুগল শব্দ।
সুন্দর মন্তব্যে ভালো লাগা।
ভালোবাসা চির অপেক্ষামান। চির প্রতিক্ষিত। চির কাঙ্ক্ষিত।
ভালো থাকবেন। নিরন্তর শুভ কামনা।
১৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল পড়তে| কারো প্রমে পড়ে কবিতা লেখার কাহিনী পড়তে ভালোই লাগে| আর আপনি পুরোদস্তুর কবি
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগা নতুন সৃষ্টির প্রেরণা।
আপনি পুরোদস্তুর কবি ---- ভাই এই কথাটার ভার বহন করা কষ্টসাধ্য। আমি মনে হয় না এখনি এর উপযুক্ত।
মন্তব্যে ভালো লাগা। ভালো থাকা হোক। অনেক।
১৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৫
মায়াবী রূপকথা বলেছেন: ভালোলাগা রইলো রাজপুত্র।
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কে!!!!
মায়াবী রূপকথা!!!
আমার পরম সৌভাগ্য।।।।।
আপনার ভালো লাগা রেখে দিলাম। সযত্নে।
ভালো থাকবেন। সবসময়।
১৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
গদ্য কবিতা লিখেছেন, দেখছি
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম!!
ভালো লাগে নি ভাইয়া???
১৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৪
মনিরা সুলতানা বলেছেন: এত দুঃখ কেন ?
যে এত সুন্দর করে লিখতে পারে কাউকে এতখানি স্নিগ্ধতায় সাজাতে পারে
তাকে বিষাদ স্পর্শ ও যেন করতে না পারে ...
নিরন্তর এই কামনা করে যাই
১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার মন্তব্যে কিছুটা দ্বিধান্বিত আপু।
শুভ কামনার জন্য ধন্যবাদ আপু। ভালো থেকো। সর্বক্ষণ।
১৮| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
রাজপুত্র দেখি ভালো কবিতাও লিখে !
ভালো লাগা +
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করি ভাইয়া।
আপনার ভালো লাগায় প্রেরণা পেলাম।
ভালো থাকবেন। সবসময়।
১৯| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার++
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। সবসময়।
২০| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: আবার আসছি।
আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি বলো!
আসুক না হেড়ে খোড়া বোবা কানা নুলো।
হিংসুটে বাদর আর চামচিকাগুলোকে
একে একে কান মলে দেবো ছাল ছাড়িয়ে।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি আসবে বলে
আমি চেয়ে রই দিগন্ত পানে
নীলাকাশে ভাসা মেঘেদের মাঝে
কবিতার সৃষ্টি সেথা মন জানে।।
আপু তোমার জন্য না কিন্তু। পরীর জন্য।
তুমি আপু আসতে পারো
যখন তখন যেথায় সেথায়
হিংসুটে সব চামচিকে
মরুক জ্বলে হিংসেতে
ছাল ছাড়িয়ে দিয়ো তুমি
লঙ্কা নিয়ে আমি রেডি।।
এটা তোমার।
২১| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯
শায়মা বলেছেন: হা হা হা লক্ষী ছেলে লঙ্কা বাটা নিয়ে
চোখে ওদের লাগিয়ে দিও
এদিক ওদিক দিয়ে।
জ্বলবে দুচোখ যখন ওদের
এমনি জ্বলে গা
তারচে' জ্বলা হেল্প করি
সেটাই ভালো না!!!!!!
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! হা!
উত্তর টা পাওনা রইলো আপু। পরে দিচ্ছি।
১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমায় যদি লক্ষী ভাবো হবে তোমার ভুল
চৈত্র মাসে ফোটে কি কভু প্রিয় শিউলি ফুল।
আচ্ছা আপু শুধাই তোমায় বলবে কি আমায়
জ্বলছে কারা পুড়ছে কারা কে তাদের জ্বালায়।
২২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯
শায়মা বলেছেন: আমি কি আর এতই হাঁদা তোমার মত বোকা ?
অদৃশ্যে নাম লিখে দিলাম পড়ে নিও খোকা।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! হা!
আপু তুমি সহজেই অন্য কাউকে বিচার করে ফেলো। খুব সহজেই মনে হয় রেগেও যাও আবার ভালোও বাসো। ভেরি ব্যাড হ্যাবিট।
ভালো থেকো আপু। আর বোকারাই আনন্দে থাকে। কিন্তু দুর্ভাগ্য বোকা বলে কিছু নেই। স্বার্থ বোঝে সবাই। তাই কেউ বোকা নয়। ভালো থেকো।
২৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে আপনার মুক্তগদ্য ।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন। সবসময়।
২৪| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: খুব সহজে অনেক কিছুই করতে পারি আমি
তুলতে পারি যেকোনো গান, নাচতে আমি জানি!
আঁকতে পারি চন্দ্র সূর্য্য আঁকতে পারি ছাতা
খুব সহজে খেতেও পারি হাজার খানেক মাথা
কিন্তু কিছু বদহজমী মানুষ দেখতে পারিনা
দুই মুখে সে জাবর কাটে চামচিকাদের ছা
যা হোক তাহা তুমি আমার রাজারকুমার ভাই
তোমায় ভালোবাসি আর তোমার ভালো চাই!
১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব সহজে খেতেও পারি হাজার খানেক মাথা
কিন্তু কিছু বদহজমী মানুষ দেখতে পারিনা
দুই মুখে সে জাবর কাটে চামচিকাদের ছা
এটা আমার ক্ষেত্রেও সত্যি।
যা হোক তাহা তুমি আমার রাজারকুমার ভাই
তোমায় ভালোবাসি আর তোমার ভালো চাই!
থ্যাংক ইউ আপু। অনেক অনেক ভালোবাসা নিও।
২৫| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১১
সোহানী বলেছেন: সামু দেখি প্রেমময় কবিতার আনাগোনায় মুখরিত........ হাহাহা... সব মনে হয় নতুন প্রেমে পড়েছে
ভালোলাগা সহ ++++++++++
১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি সব না ভিন্ন। আবার আমি প্রতিদিন প্রেমে পড়ি।
আপনাকে দেখে ভাল্লাগছে। পোস্টে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
২৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮
নীলপরি বলেছেন: বলেছিলেন দুদিন বাদে পোষ্ট করবেন ।কিন্তু নতুন কবিতা পেলাম না ।তবে এটা পড়ে অপূর্ব লাগল । যেন জলরঙে স্বপ্নছবি আঁকা ।শেষে লিখেছেন চাঁদকে ভালবাসেন , কাছে রাখতে চান । তাহলে কাকে বেশী ভালোবাসেন ? রাজকন্যা না চাঁদ ? এই রে রাজকন্যার আবার অভিমান হয়নি তো ?
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার আকাশ জুড়ে মেঘ
তুমি বৃষ্টি হবে বলে।।
আমার প্রিয় দুটি লাইন। আপনার ভালো লাগা মুগ্ধতায় আমার কবিতার স্বার্থকতা।
আমার রাজকন্যা অস্তিত্ব কবিতা জুড়েই। শব্দের মধ্যেই তার দৌরাত্ম্য।
আমার কাছে মেঘ আর রাজকন্যা অভিন্ন।
পরি ভালো থাকুক। অনেক।
২৭| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
নীলপরি বলেছেন: অনেক শুভকামনা ।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিদের কি শুভ কামনার প্রয়োজন আছে? থাকলে দিলাম মুঠো ভরে।
২৮| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০৬
নীলপরি বলেছেন: হুম । পরীদেরই বেশী প্রয়োজন । সব রূপকথাতে পরীরাই সবাইকে সবকিছু দেয় । কখন কি দেখেছেন পরীদের কেউ কিছু দিচ্ছে ? তাই আপনাকে ধন্যবাদ ।
০১ লা মে, ২০১৫ সকাল ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরে এসে প্রতিউত্তর করছি।
০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মনে করি না যে শুভকামনার প্রয়োজন আছে।
যে সুখ বিলিয়ে বেড়ায় তার সুখের অভাব হয়য় না।
সুখময় হোক আপনার জীবন।
২৯| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৪:৪৫
নীলপরি বলেছেন: বুঝলাম । ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য ।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা এতো শুভকামনা বিনিময় করছি যে হাতে লিখলে গন্ডা দুই কলম লেগে যেত।
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮
জনম দাসী বলেছেন: ছবিটা কি দেখা হল, কেটে দিবো।
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবি কোন পোস্টে। খুঁজে পাইলাম না তো।
৩১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
জনম দাসী বলেছেন: আর খুজতে হবেনা কেটে দিয়েছি।
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৩২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
জনম দাসী বলেছেন: আচ্ছা পিচ্চি কেদনা দিচ্ছি, তবে কথা দিতে হবে ......... না ভাই তোমার পোষ্টে দিলে তুমি না কাটলে আমার আর কিছু করার থাগবেনা। কাজ করো, আমার পোষ্টে তোমার যে হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলাম, ওটার একদম নিচে যাও এখনি আমি যেই ছবিটা দিয়েছিলাম ওটা দিচ্ছি।
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ওকে
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।