![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক
চা খেতে খেতে পরের কাজগুলো ঝটপট একবার ভেবে নিলো অর্ক। দোকানদার মামার হাতে বিলটা দিয়েই বেরিয়ে পরলো।
শরৎ এর আকাশ। টুকরো সাদা মেঘ। ঝিরিঝিরি হাওয়া। অর্ক রাস্তার পাশে দাঁড়িয়ে। প্রথমেই শুভ্র ভাইয়ের সাথে দেখা করতে হবে। উঠতি নেতা। সবথেকে বড় কথা ভাই এর বুদ্ধি হ্মুরধার। তাই এই বিপদ থেকে একমাত্র শুভ্র ভাই অর্ককে বাঁচাতে পারে।
- এই রিক্সা। গুলিস্তানের মোড় যাবা?
হঠাৎ একটা পুলিশ ভ্যান ওর সামনে এসে থামল।
- না ও যাবো না। তয় তুমি যাবা। গুলিস্তান না মতিঝিল থানায়। বেটা পুলিশের সাথে মশকরা।
হতভম্ব ভাবটা কাটিয়ে কিছু বুঝে ওঠার আগেই অর্ক ঘাড়ের উপর পেশীবহুল একটা হাত অনুভব করল। আর তীব্র বেদনায় চোখের সামনে দৃশ্যমান সবকিছুতেই যেন কুয়াশা ভর করলো।
দুই
ইশতিয়াক আহমেদ। বাংলাদেশের হাতে গোনা বড়লোকদের একজন। দুর্দান্ত ক্ষমতা আর পিতৃপ্রদত্ত অঢেল সম্পদের বেঁদীতে দাঁড়িয়ে সামাজিকতার তোয়াক্কা করেন না
তিনি। তার অর্থের পরিমাণ তারই অজানা। হিসেবের সময় কোথায়। কিন্তু আজ তিনি বিক্ষিপ্ত। কপালে চিন্তার ভাঁজ। বারবার বাম হাতের তালুর দিকে তাকাচ্ছেন আর হাসপাতালের করিডোরে পায়চারি করছেন। কপাল চুইয়ে পড়া ঘামে সিক্ত হচ্ছে হসপিটালের ঝকঝকে মেঝে। এসির ঠান্ডা বাতাস হার মানছে তার উদ্বিগ্নতার কাছে। ডাক্তার ওটি থেকে বের হতেই তিনি ছুটে যান। কিন্তু একি। সবকিছু দুলছে কেন। পড়তে পড়তে নিজেকে সামলে নেন ইশতিয়াক সাহেব। আজ যে তাকে শক্ত হয়ে থাকতেই হবে।
তিন
মাথাটা ঝিমঝিম করছে। ভোঁতা একটা যন্ত্রণা। কোথায় আছে অর্ক? চারপাশে তাকাতেই কিছুটা ভরকে যায় ও। কিছুটা দূরেই মাঝবয়সী এক লোক বসে আছে। নখ দিয়ে মেঝের ময়লা খুঁটছে। আর গুনগুনিয়ে গান গাইছে "সুজন বুঝি আইলো না" এই টাইপের কিছু একটা। দুজন একনিষ্ঠ শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে সেই গান শুনছে।
- এই তোরে স্যার ডাকছে। আয়।
অজানা আতংকে ভেতরটা কেঁপে ওঠে অর্কের। সম্মোধন তুমি থেকে তুই তে নেমে যাওয়াই এর প্রধান কারন মনে হয়।
সেল থেকে বের করে ওকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। একটা তেপায়া ভগ্নপ্রায় টেবিল। টেবিলটার দাঁড়িয়ে থাকাই অর্কের কাছে এক বিশাল বিস্ময়। তিনটে চেয়ার। একটা ফাইলে ভরা সেলফ। গোটা তিনেক আলমারি। আর যেটার অভাব নেই তা হলো একটা উটকো গন্ধ। অর্ক বসে আছে। মাথার উপর ভনভন করে ফ্যান ঘুরছে। সাথে ওর মাথা।
- এইটা নাকি! এতো পিচ্ছি! দুধ খায়।
- হ স্যার। এইডায়। বদের হাড্ডি। হাজতে বইসা আবার গান গায় "সুজন আমার আইলো না" মুন চায় খাঁচার উপরে একটা লাথ্থি মারি।
পুলিশের কথা শুনে অর্কের আত্মারামের খাঁচাছাড়া জোগাড়। ও তো গান গায় নি। গান গেয়েছে অন্য এক লোক। তাহলে ওর কথা কেন বললো? হাত পা কাঁপছে। নিজেকে বোঝায় অর্ক। মাথা ঠান্ডা রাখতে হবে। মনে করার চেষ্টা করে যে ও কোন অপরাধ করেছে কিনা? না তো। তেমন কিছুই করে নি। শুধু নিলাদ্রীর সাথে ঝগড়ার কথাটা ওর মনে পড়ে। মেয়েটার জন্য বুকের মধ্যে সে চেনা ব্যাথাটা আবার অনুভব করতে থাকে।
চার
- কেমন আছে ও ডক্টর?
- কন্ডিশন খুব একটা ভালো না। বাট উই হোপ শী উইল বি অলরাইট।
- আমি কি একবার দেখা করতে পারি? প্লিজ ডক্টর।
- সরি। সম্ভব না। ওকে আগামী ৭২ ঘন্টা অবজারবেশনে রাখা হবে। ভিজিটরস নট এলাউড।
চারপাশটা ভীষন রকমের অন্ধকার হয়ে ওঠে ইশতিয়াক আহমেদের। একমাত্র মেয়ে। বেঁচে থাকার শেষ অবলম্বন। অর্থের পাহাড়ের উপর দাঁড়িয়ে তার এই অসহায়ত্ব পরিহাসের সুরে কানে বাজে সমাজপতি ইশতিয়াকের। মেয়েটা যে কেন এমন করল। সুস্থ স্বাভাবিকই তো ছিল। সাডেনলি কি এমন হলো যে বাঁচার ইচ্ছেটাই ছেড়ে দিল। অবসন্ন মনে ধপ করে করিডোরের মেঝেতে বসে পড়েন। মনে পড়ে লাবন্যের কথা। নীলাদ্রীর মা। ইশতিয়াক আহমেদের স্ত্রী। আর সেই সাথেই মনে পড়ে যায় সেই পাপবোধটা।
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এটা বেশ কিছুদিন আগে লেখা। গল্পটা মাথায় আছে কিন্তু ওই যে একটা গুণ আছে আমার তোমার মতো। অলসতা।
আমিও অপেক্ষায় আছি।
ভালো থাকা হোক।
২| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০১
আরণ্যক রাখাল বলেছেন: জমেছে
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আরণ্যক। আপনার নিয়মিত উপস্থিতি ভালো লাগার কারন। ভালো থাকবেন।
৩| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
মনিরা সুলতানা বলেছেন:
অলসতা ভালু না
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এটা উপদেশ নাকি স্বগতোক্তি??
৪| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪০
অর্বাচীন পথিক বলেছেন: বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম পরের র্পবের জন্য
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টা করবো যেন আপনার অপেক্ষাটা স্বল্পদৈর্ঘের হয়। আপনার আগ্রহ অনুপ্রেরণার সৃষ্টি। ভালো থাকবেন।
৫| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
তাহসান আহমেদ বলেছেন: +
পরের পর্বের অপেক্ষায়।
২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম। ভালো থাকবেন। অনেক।
৬| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৫
মনিরা সুলতানা বলেছেন: :!> :!> :!> :!> :!>
২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৭| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
রুপম হাছান বলেছেন: লিখে যান ভাই রাজপুত্র। ফর্মাগুলো ছোট হওয়ার কারণে পড়তেও বেশ ভালো লাগছে।
ভালো থাকেন এবং ভালো লিখেন এই কামনা করছি। সুন্দর লিখার জন্য ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আরো সুন্দর এবং হাস্যরসে ভরা গল্প উপহার দিবেন। লাইকস।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেক্ষেত্রে ধন্যবাদ অলসতার প্রাপ্য।
চেষ্টা করবো লেখার। তবে তা সুন্দর হবার নিশ্চয়তা দিতে পারছি না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেক্ষেত্রে ধন্যবাদ অলসতার প্রাপ্য।
চেষ্টা করবো লেখার। তবে তা সুন্দর হবার নিশ্চয়তা দিতে পারছি না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেক্ষেত্রে ধন্যবাদ অলসতার প্রাপ্য।
চেষ্টা করবো লেখার। তবে তা সুন্দর হবার নিশ্চয়তা দিতে পারছি না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৪
সাইলেন্ট পেইন বলেছেন: আশা করি পরের পর্ব খুব তাড়াতাড়ি টাইপ করা হবে।
অলসতা করলে চলবে না কিন্তু।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চেষ্টা করবো।
পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০
বিদ্রোহী বাঙালি বলেছেন: অর্ককে পুলিশ কেনো ধরে নিয়ে গেলো জানি না। হয়তো এখানে ইশতিয়াক সাহেবের হাত আছে। কারণ মনে হচ্ছে ইশতিয়াক সাহেবের মেয়েই নিলাদ্রী, যে এখন হাসপাতালের ব্যাডে শুয়ে আছে। অর্কের সাথে ঝগড়ার কারণে নিলাদ্রী কোন কাণ্ড করে বসেছিল কিনা জানি না। গল্পের আসলে কোন রহস্যই এখনো উন্মোচিত হয়নি। যা বললাম অনুমান নির্ভর। আশা করছি পরের পর্বে অনেক কিছু জানা হবে। এই পর্বের ধারা বর্ণনা ভালো লাগলো রাজপুত্র। শেষ পর্বেই বিস্তারিত মন্তব্য দেবো। শুভ কামনা রইলো।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করছিলাম প্রথম পর্বে রহস্য গুলোর দানা বাঁধতে। পরের পর্বগুলোতে সে গুলোর জট খুলবো।
ভালো থাকবেন ভাইয়া।
১০| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৫:২৯
জাফরুল মবীন বলেছেন: ভালো লাগল।
ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
শুভকামনা জানবেন।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন। আপনার জন্যও শুভ কামনা রইল।
১১| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
জুন বলেছেন: গল্প পড়ে দিশেহারা আমি রাজপুত্র
লিখছেন ছোট গল্প তারপর কইতেছেন পরের পর্ব
কাহিনী কিতা
যতটুকু পড়লাম বেশ জমজমাট মনে হচ্ছে ভাষাও সাবলীল সহজ সরল ।
যাই হোক অপেক্ষায় রইলাম ২য় পর্বের ।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু আমি তো কই না কয় আমার অলসতা। তবে গল্পটা আশাকরি একেবারেই ছোট হবে না। এক সাথে দিলে সেটা পড়ার জন্য ধৈর্যের প্রয়োজন যা আমার তো অন্তত নেই। সেক্ষেত্রে এটাই বেটার মনে হয়েছে। যাতে পাঠকের হজম করতে পেপসি না খাইতে হয়।
আপনি অপেক্ষায়! আমার গল্পের জন্য। খাড়ান বেশি সময় অপেক্ষা করাবো না।
ভালো থাকবেন আপু।
১২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯
রোদেলা বলেছেন: আমিতো ছবি দেখেই অস্থির।গল্পটা পড়তে ভালো লাগছে ,চলুক ...
২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিতো ছবি দেখেই অস্থির।>> তাহলে তো আমার সিলেকশন ভালো।
ভালো থাকা হোক। অনিঃশেষ শুভ কামনা।
১৩| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কলমের কালি শেষ বলেছেন: চলুক গল্প ।
২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: চলবে। কথা দিলেম
১৪| ২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১
সুমন কর বলেছেন: কয়টি পর্ব হতে পারে? ভাল হয়েছে।
চলুক.........
অ.ট.: অামার মতে, বেশী পর্ব হলে ব্লগে সাড়া পাওয়া যাবে না।
২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন দা। আপনার অফ টপিকের জন্য কৃতজ্ঞতা। এটাই আমার ফাস্ট গল্পের সিরিজ।
৩/৪ প্যারাতেই শেষ করবো গল্প। ভালো থালবেন। অনেক।
১৫| ২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
দীপংকর চন্দ বলেছেন: সুন্দর এবং সাবলীল!
অনেক ভালো লাগা থাকছে ভাই।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা। বেশ অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।
১৬| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১
তুষার কাব্য বলেছেন: হুম ! চমৎকার লেগেছে রাজপুত্র।
পরের পড়বো আসুক।
শুভ রাত্রী।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় তুষার কাব্য। ২য় পর্ব পোস্ট ইতিমধ্যেই দিয়েছি। ভালো থাকবেন। সবসময়।
শুভ রাত্রি।
১৭| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
এহসান সাবির বলেছেন: পরের পর্বে যাচ্ছি.....
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
১৮| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
হৃদপিণ্ড বলেছেন: অনেক অনেক ভালো লিখেছেন
২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৮
মনিরা সুলতানা বলেছেন: হুম বেশ জমিয়ে লেখা মনে হচ্ছে...
পরবর্তি পর্বের অপেক্ষায় থাকলাম।