![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী"
আজ রাতে রাত পরীদের ছুটি
দেওয়ালের মাঝে অহেতুক আঁকাবুকি
ভালোবাসি ওই দস্যিমেয়ের হাসি
দুচোখ ভরে তোমায়; দেখছি দিবানিশি।
বুকের মাঝে এক ভালো লাগা অনুভূতি
মুঠো ভরে আনা শিউলি রং তুলি
সোনালী রোদেলা দুপুর জুড়ে তুমি
জোনাক জ্বলা রাতের; ডাহুক ডাকা পাখি।
আজ রাতের আকাশ ভরা তারা
চিন্তারা আজ বড্ড ছন্নছাড়া
শুধু বুকের মাঝে বাড়ছে তোমার কথা
নির্ঘুম রাতে জ্যোৎস্না মাখা; স্বপ্নেরা দেয় হানা।
বিকেলের ওই শান্ত দীঘির জলে
নীরব আলোয় তোমার ছায়া পড়ে
তুমি বসে আছো হাতে নীল পদ্ম নিয়ে
ভালোবাসা আজ ভাসিয়ে দেবো জলে।
তুমি আমার কবিতা জুড়ে আছো
থাকো আমার হৃদয় জুড়ে থাকো
হলে হয়ো তুমি রাজকন্যা বা পরী
না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী।
২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকা হোক।
২| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১
মনিরা সুলতানা বলেছেন: হুম যে নামেই ডাকা হোক সে ই রাজত্ব করবে হৃদয়ে ...
নতুন কিছু গুড গুড
২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: যেই হোক সেই হবে হৃদয় ঈশ্বরী। নতুন কিছুর শুরুটা তোমার থেকেই আপু।
৩| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা
২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থেকো আপু। সবসময়।
৪| ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগল অনেক ।
২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন অশ্রুত প্রহর। ভালো থাকবেন অহর্নিশ।
ধন্যবাদ।
৫| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় মিষ্টি সৌন্দর্য ফুটে আছে ।
২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় কলমের কালি শেষ। ভালো থাকা হোক। সবসময়।
৬| ২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: বাহ বাহ !! সুন্দর কাব্য!
কিন্তু
দশ্যিমেয়ে বানান ভুল।
২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
কিন্তু
আবারো ধন্যবাদ।
৭| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩
সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। +++++
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যের জন্য ধন্যবাদ সুফিয়া আপু। ভালো থাকবেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন।
৮| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নামটি বেশ ভাল লেগেছে ।
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে ধন্যবাদটা অন্যকারো।
মনিরা আপু।
ধন্যবাদ সেলিম ভাই।
৯| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:০১
এনামুল রেজা বলেছেন: চমৎকার কবিতা।
মুগ্ধতা।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা রেখে দিলাম এনামুল রেজা। ভালো থাকবেন সতত।
চমৎকার মন্তব্যে ভালো লাগা। ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা রেখে দিলাম এনামুল রেজা। ভালো থাকবেন সতত।
চমৎকার মন্তব্যে ভালো লাগা। ধন্যবাদ।
১০| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮
রোদেলা বলেছেন: তুমি আমার কবিতা জুড়ে আছো
থাকো আমার হৃদয় জুড়ে থাকো
হলে হয়ো তুমি রাজকন্যা বা পরী
না হয় নাম হোক হৃদয় ঈশ্বরী। ----------------------
এতো মিষ্টি ডায়বেটিস হবার জোগার।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এইগুলান আপনার। ডায়াবেটিস হবে না। গ্যারান্টি।
ভালো থাকা হোক। নিয়মিত নিম পাতা খাওয়া হোক। ডায়াবেটিস দূর হোক।
১১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৫
নাহিদ রুদ্রনীল বলেছেন:
বিকেলের ওই শান্ত দীঘির জলে
নীরব আলোয় তোমার ছায়া পড়ে
তুমি বসে আছো হাতে নীল পদ্ম নিয়ে
ভালোবাসা আজ ভাসিয়ে দেবো জলে।
দারুন!
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নাহিদ রুদ্রনীল। ভালো থাকবেন। সবসময়।
১২| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:১২
সাইলেন্ট পেইন বলেছেন: অত্যন্ত সুন্দর। ভালো লাগল।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা সাইলেন্ট পেইন। ভালো থাকবেন। ধন্যবাদ
১৩| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রাইসুল সাগর বলেছেন: কাব্যখানা বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্যও।
১৪| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বিকেলের ওই শান্ত দীঘির জলে
নীরব আলোয় তোমার ছায়া পড়ে[/sb...চিন্তার বিষয়
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: চিন্তা করে কিছু পেলে জানাবেন। না পাওয়া পর্যন্ত চিন্তিত থাকুন।
ভালো থাকবেন। সবসময়।
১৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: রোদেলা বলেছেন: এতো মিষ্টি ডায়বেটিস হবার জোগার। একমত... নিমপাতায় এটা আরোগ্য হবার নয় ভ্রাতা।
কবিতা ভালো লেগেছে... মিষ্টি প্রেমের মিষ্টি অনুভূতি। +++++
ভালো থাকুন, শুভকামনা রইল।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বোকা মানুষের আগমনে রাজপুত্র পুলকিত।
কবিতা ভালো লেগেছে জেনে বেজায় খুশি। ভালো থাকবেন। সবসময়।
ভাইয়া অনুভূতি মিষ্টি কিন্তু প্রেম না। প্রেম নিম পাতার মতোই তেতো।
১৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
আমাদের স্তুতিবাক্যে ভুলবেন না । কবিতায় ছন্দ দিশেহারা হয়েছে ।
আমার এই মন্তব্যে মন খারাপ হবে জানি কিন্তু একজন নবীন কবি যেন শুদ্ধতম হয়ে উঠতে পারে সেদিকে মনযোগ রেখেই মন্তব্য করছি ।
সহজ শব্দে লেখা । কবিতায় এটা একটা ভালো গুন । ভাবেও ভাবনারা আছে বটে তবে নতুন করে নয় । আরো লিখুন । পুরনো কথাই নতুন করে তুলুন ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমাদের স্তুতিবাক্যে ভুলবেন না । কবিতায় ছন্দ দিশেহারা হয়েছে । //
ভাইয়া, আমি আমার সীমাবদ্ধতা জানি। তবে চেষ্টা করছি। আর করে যাচ্ছি। একটা কবিতা লেখার। এখনো পারি নি।
আমার এই মন্তব্যে মন খারাপ হবে জানি কিন্তু একজন নবীন কবি যেন শুদ্ধতম হয়ে উঠতে পারে সেদিকে মনযোগ রেখেই মন্তব্য করছি । //
আশা করি এভাবেই ভুল ধরিয়ে দিতে বারে বার আসবেন আমার আঙিনায়। আপনার ধরিয়ে দেওয়া ভুল গুলো চেষ্টা করবো সবসময় মাথায় রাখার।
সহজ শব্দে লেখা । কবিতায় এটা একটা ভালো গুন । //
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন। অহর্নিশ।
১৭| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকবেন। সবসময়।
১৮| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭
জুন বলেছেন: হৃদয় ঈশ্বরী না হয় না হোক প্রানেশ্বরী হলেও খারাপ না রাজপুত্র । এখন তো দিশেহারা অবস্থা
কবিতায় প্লাস
+
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হোক। প্রানেশ্বরী বা হৃদয় ঈশ্বরী। কত নাম!!
কিন্তু রাজপুত্রেরও আর একটা নাম আছে।
হৃদয় ঈশ্বরী তাই বেশি যথার্থ মনে হয়েছে।
প্লাসের জন্য ধন্যবাদ।
ভালো থাকা হোক আপু। সবসময়।
১৯| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০২
বিজন রয় বলেছেন: ভাল লাগল। বিশেষ করে কবিতার কাব্যময়তা।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য়।
২০| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: +
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। সবসময়।
২১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯
রোদেলা বলেছেন: দুষ্ট ।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
থ্যাংকু থ্যাংকু ফর দা কমপ্লিমেন্ট আপুমণি।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু দাঁতের অবস্থা তো খুব খারাপ। মাত্র দুইটা আছে।
বাকি গুলান কই? নিশ্চিত ডায়াবেটিস।
২২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দস্যি মেয়ের কবিতায় একটু দস্যিপনা করতে চাইলাম... কিন্তু মুগ্ধতা যে তার থেকে বেশি...!
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্ত্রাসীরাও মুগ্ধ হয়। চিন্তার ব্যাপার।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক ঈপ্সিমণি। সবসময়।
আন্টি ভালা আছেন নি? বোমা টোমা বানাইছেন নাকি। ফোটানোর আগে কইয়েন কানের মধ্যি আঙ্গুল দিমু।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন: আসাধারন
০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধইন্যা লন অপু দ্যা গ্রেট।
২৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪
আরজু পনি বলেছেন:
ভালো লাগা রইল।
ব্লগে নোটিফিকেশন চেক করেন নিয়মিত ?
একটা নোটিফিকেশন আসার কথা আপনার নামে ।
শুভকামনা রইল ।
১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাঁ আপু এই মাত্র আপনার প্রতিউত্তরটা দেখলাম। আমি মেইল করছি।
ভালো থাকবেন। সবসময়। ধন্যবাদ।
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
নীলপরি বলেছেন: একটু দেরিতে পড়লাম । খুব খুব ভালো লাগলো । তবে আপনি নিজেকে দিশেহারা কেনো বলেন ? আপনার দিশা তো সুনির্দিস্ট এবং সুচিন্তিত । সবসময় শুধু রাজকন্যা আর রাজকন্যা । এরপরেও দিশেহারা ?
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: যদি লক্ষ্য থাকে অটুট
আমি হবোই হবো ভাবুক।
-------------- তাই দিশেহারা।।
আমার দিশার সুনির্দিষ্টতা খোঁজার কষ্টকর কাজ করার জন্য ধন্যবাদ। পরিরা আজকাল উড়াউড়ি বাদ দিয়ে খোঁজাখুঁজি করছে। ভালো ভালো।
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১২
মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: একটু দেরিতে পড়লাম । খুব খুব ভালো লাগলো । তবে আপনি নিজেকে দিশেহারা কেনো বলেন ? আপনার দিশা তো সুনির্দিস্ট এবং সুচিন্তিত । সবসময় শুধু রাজকন্যা আর রাজকন্যা । এরপরেও দিশেহারা ?
নীলপরির কমেন্ট এ ঝাপাইয়া লাইক
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কারো পৌষ মাস কেউ সুখে কাইত।
২৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৪
নীলপরি বলেছেন: সহমত হওয়ার জন্য ধন্যবাদ মনিরা সুলতানা ।
১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: দুইজনের মতানৈক্যে আমি বিমুগ্ধ।
২৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন:
এই নে সুখে কাইত হইয়া দেখায় দিলাম
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো পুলা পাইয়া দুইজন মিলা কি কত্তাছো? হু!
কাইত হইয়া আবার পড়ে যাইও না।
২৯| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৫
নীলপরি বলেছেন: আপনি ভালো ? আপনার রাজকন্যা বলেছে ?? কবিতাটা খুব খুব ভালো লেখেন। কিন্তু বড্ড অপেক্ষা করান। ভালো বলা যায়?
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্বঘোষিত ভালো আমি। রাজকন্যা কখনো কিছু বলে নি। কল্পনায় রাজকন্যা শুধু কবিতা হয়ে ওঠে। কথা হয় না তেমন। সত্যি রাজকন্যা কিছু বলে নি কখনো।
অপেক্ষায় থাকাটা কি খুব বিরক্তিকর? পথের ঐ সোডিয়াম আলোগুলোও কিন্তু অপেক্ষায় থাকে ভোরের প্রারম্ভে। কিন্তু অপেক্ষার প্রতিটা মুহূর্ত দিয়ে যায় আধো ভৌতিক হলুদ আলো। ওরা তো বিরক্ত হয় না।
আপনি মন্তব্য করলে আমি কোন নোটিফিকেশন পাই না। কেন? :।
৩০| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬
নীলপরি বলেছেন: হুম বুঝলাম । নিজেকে ভালো বলতে গেলেও দৃঢ়তার প্রয়োজন । আপনার সেটা আছে শুনে ভালো লাগলো ।
অপেক্ষায় থাকাটা বিরক্তিকর নয় বোধহয় একটু কষ্টের । তাই প্রতীক্ষ্ণমণাকে যে অপেক্ষা করায় সে কি নিঠুর নয় ?
আমি মন্তব্য করলে কোন নোটিফিকেশন পান না কেন , সেটা তো সামুই বলতে পারবে ।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার নোটিফিকেশন পেয়েছি।
আমাকে ভালো বলার কেউ নেই। তাই নিজেই ঢাক ঢোল নিয়ে বেজায় ব্যস্ত।
কোন তর্কে যাবো না।
তাহলে আমি নিষ্ঠুরই।
পরি ভালো থাকুক। সবসময়।
৩১| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
নীলপরি বলেছেন: উত্তর পড়ে মনে হচেছ রাজপুত্র খুব রেগে গি্যেছেন । তাহলে দুক্ষিত ।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: না পরি। রাজপুত্র রাগে কম তবে রাগলে তার দীর্ঘস্থায়ীত্ব অকল্পনীয়।
যদিও আগে ঘন্টায় ঘন্টায় রাগ করতাম আর মিনিটে মিনিটে রাগ ভাঙতাম।
আপনি হলেন পরি তাও আবার নীলপরি। রাগ তো যোজন যোজন দূরের বিষয়। তাই দুঃখিত হবার কিছু নেই। স্মাইল।
৩২| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪
নীলপরি বলেছেন: ধন্যবাদ ।
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদে ধন্যবাদ পরি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৮
শতদ্রু একটি নদী... বলেছেন:
বেশ ভালো। ++