নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"তুমিহীন মেঘলা আকাশ মন ঘুড়ির অবাধ্য উড়াউড়ি"

০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩২





"তুমিহীন মেঘলা আকাশ মন ঘুড়ির অবাধ্য উড়াউড়ি"



তুমিময় মেঘলা আকাশ মন খারাপের ছুটি

ভরদুপুর রোদ ভেজা ঘাসফুলের মাঝে তুমি।



ঝরা পাতা আর রংহীন পুরনো কষ্টগুলো

বেড়ে ওঠা শেওলা কার্নিশের মুখ গোমড়া কোণগুলো।



ফ্রেমে বন্দী তুমি মোনালিসা হাসি অমলিন

আমি রাতভর মুখে হাত বসে ভাবি তোমাতে আমি বিলীন।



তুমি মাঝিহীন নায়ে মন নদীর উন্মাতাল ঢেউ

আমি পাড়ে বুক চেতিয়ে দাঁড়ানো ঝাউ বনে অপেক্ষিত কেউ।



তুমি এক অবাক ছেলের সাত রঙা রঙীন ঘুড়ি

মন আকাশে ইচ্ছেমতো যখন তখন করো উড়াউড়ি।



তুমি আমার একলা দুপুর অলস বসে থাকা

নতুন করে তপ্ত রোদে তোমায় খুঁজে নেওয়া।



তুমি রোজ বিকেলের মেঘলা আকাশ বৃষ্টি সারাবেলা

অজুহাতের বাহানাতে আলতো ছুঁয়ে যাওয়া।



তুমি আমার অবাধ্য মন ভাবনার প্রশ্রয়ে খোলা বাতায়ন

তারাদের মাঝে চুপটি করে বসে থাকা নিয়ে আকাশ জোড়া শিহরণ।



দূর্বাঘাসের বুকে জমা শিশির জানি উষ্ণতায় হারাবে তুমি

সন্দিগ্ধ মন খোঁজে তোমায় দেখে দূর আকাশে উড়ছে মন ঘুড়ি।



হারানো তুমি মন ফ্রেমে আমার ইচ্ছে লাটাই সুতো

জীবন ক্যানভাস রাঙাই রঙে নীল ধূসর কালো।

মন্তব্য ৬৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

মনিরা সুলতানা বলেছেন: তুমি তুমি তুমি
কোথায় নেই সেই রাজপুত্রের তুমি...
তারপর ও কেন দিশেহারা সেই তুমি র রাজপুত্র??

তুমি ময় কাব্যে ++++ পিলাচ :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি ময় কাব্য। হুম তা বটে তা বটে। কিন্তু 'তুমি' যে সর্বত্রই আছে কে বলিল হ্যাঁ। ব্যাপক ফাজিল এই 'তুমি'। থাবড়াইয়া মুন চায় পাশে বসায় রাখি। পাজি 'তুমি'। ;)

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে।

উপমা কিংবা ব্যবহার করা শব্দগুলা সহজ সরল, সহজেই ধরা দেয়।

++

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শতদ্রু। কঠিন শব্দ ভাল্লাগে না। অনুভূতিগুলোকে ইট পাথরের মনে হয়। আমার কাছে কবিতা মানেই আবেগ, অনুভূতি। কাঠিন্যে কিছুটা এলার্জি আছে। তবে কঠিন কিছু লিখে ফেল্লে দন্তপাটি বিকশিত করতে ভুলি না। :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: সব পোস্ট ড্রাফট??

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৫

এনামুল রেজা বলেছেন: প্রেম...

ভাললাগলো কবিতা।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক ধরেছেন। প্রেম :!>
প্রেমে পড়ার চেষ্টা করতেছি কিন্তু 'তুমি'টা নাটক করতেছে।

ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। :)

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

মাটিরময়না বলেছেন: সাবলীল এবং সুন্দর-

তুমি রোজ বিকেলের মেঘলা আকাশ বৃষ্টি সারাবেলা
অজুহাতের বাহানাতে আলতো ছুঁয়ে যাওয়া।

ভালোবাসা মনে হয় এমনি-

শুভেচ্ছা রইলো রাজপুত্তুর।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার পোস্টে আপনার প্রথম মন্তব্যে অনিঃশেষ ভালো লাগা।
/ভালোবাসা মনে হয় এমনি-/
স্বগতোক্তি হলে বলবো উপলব্ধিটা ভালো।
প্রশ্ন হলে বলবো /:)

ভালো থাকা হোক মাটির ময়না।

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তুমিময় মেঘলা আকাশ মন খারাপের ছুটি
ভরদুপুর রোদ ভেজা ঘাসফুলের মাঝে তুমি।

ঝরা পাতা আর রংহীন পুরনো কষ্টগুলো
বেড়ে ওঠা শেওলা কার্নিশের মুখ গোমড়া কোণগুলো।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আবৃতির জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক।

৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: তুমি মাঝিহীন নায়ে মন নদীর উন্মাতাল ঢেউ
আমি পাড়ে বুক চেতিয়ে দাঁড়ানো ঝাউ বনে অপেক্ষিত কেউ।


পরিচিত শব্দ আর উপমায় চমৎকার কবিতা।

৪র্থ ভালো লাগা।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন দা। পরিচিতের মাঝেই তো ভালো লাগার জায়গাটা বেশি। ভালো থাকবেন। সবসময়।

৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭

শায়মা বলেছেন: রাজপুত্র!!!!!!!!!:(

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে।

উপমা কিংবা ব্যবহার করা শব্দগুলা সহজ সরল, সহজেই ধরা দেয়।



আমার শতদ্রুভাইয়া!!!!!!!!!!! :( :( :(

কি হয়েছে তার!!!!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শায়মাপু মন খারাপ কেন?


তোমার মন্তব্য পেয়েই 'শতুদ্রু' এর ব্লগে গিয়ে তো অবাক!!! :|| :||
পোস্ট সব গায়েব। ড্রাফট করে দিয়েছে। :(
কারন অজানা।

৮| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: :(

ভাবছিলাম শতদ্রুভাইয়ার জন্য একটা পোস্ট দেবো আজ কালকের মধ্যে। :(

আর এখন দেখি সে নিজেই গায়েব!!!!!! :( :( :( :(

দেবোই না আর পোস্ট টা!:(

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরীরা মন খারাপ করে না তো।
:) :) :) :) :)



রাজপুত্রেরা করতে পারে।
:( :( :( :( :(

৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

শায়মা বলেছেন: আমার সত্যি মন খারাপ!

:(

মন খারাপ হলে আমার কাউকে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটায় দিতে ইচ্ছা করে।

০৩ রা এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে আমার কাজ আছে আমি যাই। :|





মাথা ফাটানোর ইচ্ছে নেই। !:#P !:#P

১০| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ২:১০

প্রামানিক বলেছেন: সহজ সরল উপমার কথামালা ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সহজ সরল ধন্যবাদ নেন। ভালো থাকবেন। :)

১১| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৩

সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

++++++

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যের জন্য ধন্যবাদ।



:)

১২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার তুমিময় কবিতা।++

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)



একটা চমৎকার ধন্যবাদ আপনার পকেটস্থ করলাম। ;)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২

শায়মা বলেছেন: :(

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: :( :( :(




আর কতো মন খারাপ করবা?
#:-S #:-S

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫

আরণ্যক রাখাল বলেছেন: তুমি মাঝিহীন নায়ে মন নদীর উন্মাতাল ঢেউ
আমি পাড়ে বুক চেতিয়ে দাঁড়ানো ঝাউ বনে অপেক্ষিত কেউ।


লাইন দুটো ভালো লেগেছে। বাকিগুলো ঠিক মন কারেনি

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আরণ্যক।

নেক্স টাইম কিছুই বাকি রাখবো না। ;)
ভালো থাকা হোক।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৫

ধূর্ত উঁই বলেছেন: শতদ্রু সাহেবের পোস্ট ড্রাফটে নেবার কারণ কি? কবিতা ভাল হয়েছে ।

০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: /:)
জানি না।

ভালো লাগায় সুখানুভূতি। শুভেচ্ছা রইল।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১

কাবিল বলেছেন: যখন একটা ভাল কবিতা পড়তে ইচ্ছে হয় তখনই আপনার ব্লগে চলে আসি।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক বড় একটি কমপ্লিমেন্ট দিলেন।
কিন্তু কবিতা কি আমি লিখতে পারি?! চেষ্টা করি আর তার কারনেই সৃষ্টি এসবের। আপনার ভালো লাগার কারন হতে পেরে ভালো লাগছে। :)
ভালো থাকবেন। সতত।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

সোহেল মাহমুদ বলেছেন:

++++

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। :)
ভালো থাকা হোক সোহেল মাহমুদ।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

দীপংকর চন্দ বলেছেন: ঝাউ বনে অপেক্ষিত কেউ।

ভালো লাগা অনেক ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকুন। আপনিও। সবসময়।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অদ্ভুত ভালোলাগল কবি :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অদ্ভুত ভালো লাগা!! :)




আমি তো কবি না। রাজপুত্র।

ভালো থাকুন আফসানা যাহিন চৌধুরী।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

ফয়জুল হাসান বলেছেন: অসাধারণ কবিতা

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগা প্রকাশ আমারও অসাধারণ লাগল। :)

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৫২

নীলপরি বলেছেন: খুব ভালো ।জীবনের কঠিন কানভাসে আপনার কলপনার রং খুব সুনদর

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কল্পনার রং সবসময়ই সুন্দর। ইচ্ছেটা প্রাধান্য পায় যে। কষ্টের নীল রং ও ভালো লাগা সৃষ্টি করে। পরিরাও মাটিতে নেমে আসে। নীল রং মাখে গায়ে।

সুন্দর মন্তব্যে মুগ্ধতা।

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১২

নেক্সাস বলেছেন: ফ্রেমে বন্দী তুমি মোনালিসা হাসি অমলিন
আমি রাতভর মুখে হাত বসে ভাবি তোমাতে আমি বিলীন।

সুর দিলে ভাল একটা গান হতে পারে

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

সুরকারের অভাব। :(
সুন্দর মন্তব্যে ভালো লাগা।
ভালো থাকবেন। সবসময়।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: রাজপুত্রভাইয়া
আমাদের নিখোঁজ নদীভাইয়াকে পাওয়া গেছে। :)

তিনি ঘুমাচ্ছিলেন। তাই ডোন্ট ডিস্টার্ব কার্ড ঝুলাই দিসিলেন।:)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)


পরী হ্যাপি তো রুবেলও হ্যাপি থুক্কু আমিও হ্যাপি। ;)
নদীও হ্যাপি। সক্কলে হ্যাপি।

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৯

এম এম করিম বলেছেন: ভালো লাগলো, সুন্দর কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। :)


ভালো থাকুন। সবসময়।

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

শায়মা বলেছেন: :) :) :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হচ্চে?

এখনো তো আমি ঘুমাই নি। জেগে জেগে এতোবার পরী দর্শন।
বাইচা আছি কিনা তা নিয়ে কিঞ্চিৎ সন্দেহের উদ্রেক হচ্ছে যে! ;)


জাগ্রত নয়ন না চায় দেখিতে পরী
কল্পনার জগতে তোমার বসত গড়ি। :)

এই বিজ্ঞপ্তি পরীদের ক্ষেত্রে প্রযোজ্য আমার আপুর জন্য না। :) :)

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর, সুরেলা লেখা।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল জেনে যে আপনি আমার লেখায় সুর খুঁজে পেয়েছেন। ভালো থাকবেন।

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লেগেছে । চলুক কবিতা রচনা । ভরে উঠুক দেশ কবিদের কবিতা চাষে । ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাবছি এইবার ইঞ্জিন চালিত লাঙল ইউজ করবো। ফলন ভালো হবে। ;)



ভাইয়া, ভালো থাকা হোক। :) শুভেচ্ছা।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: খুব ভালো ।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব খুব খুব ধন্যবাদ।


আচ্ছা ধন্যবাদ পেলে পরীদের ফিলিংস কেমন হয়? ;) নরমাল? ;)

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৩

জেন রসি বলেছেন: তুমিহীন কিংবা তুমিময় কবিতা ভালো লেগেছে :)

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় আপ্লুত। :)
আসলেই এটা যতটা না তুমিময় কাব্য ততোধিক তুমিহীন কাব্য। পাঠে ধন্যবাদ।

জেন রসি, ভালো থাকবেন।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

জেন রসি বলেছেন: 'তুমিহীন কাব্য' কিন্তু 'তোমার' অস্তিত্ব প্রবল ভাবে জানান দেয়। তুমিহীন হলেই সবকিছু তুমিময় হয়ে যায়।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ! বেশ বল্লেন তো। মন্তব্যে মুগ্ধতা।

তুমিময় কাব্য হয় প্রেমময় আর তুমিহীন কাব্য জুড়ে 'তোমার' আধিপত্য। যাই হোক 'তুমি' শব্দটার ক্ষমতা প্রবল। কতশত কবিতার প্রেরণা। কত কবির কবি হয়ে ওঠার কাব্যমূল।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো, প্রিয় রাজপুত্র। শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু কিছু ভালো লাগা খুব মূল্যবান। ভালো থাকবেন ভাইয়া। সবসময়।

৩২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

নীলপরি বলেছেন: @ দিশেহারা রাজপুত্র - ধন্যবাদ পেলে রাজপুত্রের যেমন লাগে পরীর ও ঠিক তেমনই লাগে ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! :) :)

তাহলে আর একবার ধন্যবাদ নীলপরি।

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬

তাহসান আহমেদ বলেছেন: আপনার কবিতাগুলো আমার এককথায় অসাধারণ লাগে। ব্লগে কম আসি। তবে আসলে আপনার ব্লগে একবার ঢু দেই।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এভাবেই সাথে পাবো। ধন্যবাদ।

৩৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০৮

মিঠু জাকীর বলেছেন: ভালো লেগেছে

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ মিঠু জাকীর।
আমার ব্লগ বাড়িতে স্বাগতম। ভালো থাকবেন। অহর্নিশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.