নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"পহেলা বৈশাখে নিলামে ঊঠেছে নারী আর নারীত্ব"

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১







"পহেলা বৈশাখে নিলামে উঠেছে নারী আর নারীত্ব"



নির্বাক জনসমুদ্রের মাঝে স্থান পায় নারকীয় বিভীষিকা

চেতনার গলা টিপে হত্যার অপচেষ্টায় সৃষ্টি কৃষ্টির স্বার্থকতা।



বিবেকবান সমাজপতি নিশ্চুপে দেয় করতালি ঘটনার

বিকশিত দন্তপাটি ব্যস্ততম দিনযাপন স্বাদ নেয় লাঞ্চিত ললনার।



শিক্ষিত সুশীল সমাজ বসে গদিঠাসা কেদারায় ঠোঁট দেয় গরম পেয়ালায়

ব্যক্ত বিদ্বেষ শোনায় ধীক্কার নারীবাদ সমাজের উচ্ছৃঙ্খলাতায়।



কতক মানুষরূপী পশুর হাতে সঁপে দিয়েছি তোমার সম্মান নীরবে

তোমার বিবস্ত্র রূপে শরীর লালিত্যে আজ ঘাম ঝরে গোপণ অঙ্গে।



আমি হয়ে দর্শক

দেখি তোমার উন্মুক্ত সৌন্দর্য্য

শুনি তোমার আর্তচিৎকার বলো বাঁচাও বাঁচাও

ভেতরের সত্য আজ হয়েছে বার্ধক্য

ভুলে গেছি আজ আমি তুমি মা মেয়ে আমারো।



রাত্রির অন্ধকার চিরে চিন্তার মেঘ ঝরায় বৃষ্টিপাত

ভাবি পহেলা বৈশাখে কি পেলাম 'অপবাদ'।



তুমি নারী হয়েছো দিগ্বিজয়ী

নিজ গুণে তুমি আজ হয়েছো অধীশ্বরী

মাতৃস্নেহ কিংবা হয়ে পত্নী রূপী

দিয়েছো প্রাণ ধূ ধূ মরুদ্যানে হয়ে তটিনী।



তাই বুঝি আজ পরীক্ষিত তুমি তোমার অস্তিত্ব

দেখি কি করে তুমি হও গরীয়সী; জেনো আজ বিবেক লজ্জিত।

মন্তব্য ৫১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

রোদেলা বলেছেন: লজ্জিত কেবল ব্লগার আর সাংবাদিক ।যাদের লজ্জা করার কথা তারা প্রাণ খুলে হাসছে।কোন প্রতিবাদের গন্ধউ নেই।

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যি কথাই বলেছেন। তবু সমাজের একটি দিক যে লজ্জিত এটাই কিছুটা আশা জাগানিয়া। এই প্রকাশ্য অশ্লীলতার যদি বিচার না হয় তবে ভবিষ্যৎ ভয়াবহ।

ভালো থাকা হোক রোদেলাপু।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

তাপস কুমার দে বলেছেন: কাল বিবিসিতে শুনে আবাক হলাম

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও অবাক হয়েছি কিন্তু লজ্জা আর ঘৃণাটা বেশি। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ করা। এই প্রকাশ্য অশ্লীলতার যদি বিচার না হয় তবে ভবিষ্যৎ ভয়াবহ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

আমি মিন্টু বলেছেন: শুনে
আবাক হলাম

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মিন্টু,

আপনার পিপি দেখে ঘটনাস্থলে থাকা পুলিশ দের কথা মনে পড়ল। সত্যিই নেক্কারজনক।

তবে সবাইকে একই গোত্রে ফেলা মূর্খতা জানি। ভালো থাকবেন। শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পারে এধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধ করতে।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পুরা থ হয়ে গেলাম !!!!

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও ভাইয়া। তবে এর সুবিচার হওয়াটা প্রয়োজন। খুব খুব প্রয়োজন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৬

তপ্ত সীসা বলেছেন:
ওহে ভায়া,

ঘরে বইসা না থাইকা বাইরে চলেন।
কবিতার ক্ষোভ কমাইয়া কাম কি বলেন?

একটা লাঠি নিয়া পথে নামেন,
নাইলে একটা ব্লেড।

দ্যাট উইল ডু, দ্যাট ব্লাডি স্টেপ উইল ডু।

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওহে ভাইয়া

লাঠি সাথে ব্লেড। বেশ বলছেন। তবে প্রতিবাদের পন্থায় ভিন্নতা আছে। আচ্ছা লাঠি দিয়ে কাকে বা কাদের মারব ঠিক বুঝছি না। ওই অ- মানুষগুলোকে নাকি ওদের চেতনা কে। ভাই পিটাপিটিতে কিছু হয় না। ঝামেলা বাড়ে। তবে হ্যাঁ আমি তো ঘরে থাকি সেক্ষেত্রে বহির্জগতে থাকা আপনি বা আপনারা যদি ধরে গণ পিটানি দিতেন ওইগুলানরে। লাঠি আর ব্লেড দিয়ে। তাহলে হতো।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
প্রতিবাদ হোক !

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবাদ হবে। নিজ নিজ জায়গা থেকে নিশ্চই প্রতিবাদ হবে।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

তপ্ত সীসা বলেছেন: ভায়া, মাঙ্কি খালি অন্যের কোর্টে শিফট কইলা দিলে চইলবে?

১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া বাইরে যাচ্ছি। দেখি পিটান যায় কিনা। ;)

পরে কথা হচ্ছে।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া মাঙ্কি অন্যের কোটে দেওয়ার প্রশ্নই আসে না। কোট তো একটাই। দেশ। আমাদের দেশটাই এখানে কোট। সবাই একই কোটে।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

নতুন ভোর বলেছেন: real income from online job: ঘরে বসে আয় করুন.
(real income বলার কারণ হলো অনলাইনে ৯৫% সাইট ই ভুয়া। আমার কাছে ১৫০০ ভুয়া সাইট এর লিস্ট আছে। অত সব নাম না বলে এখানে রিয়াল সাইট গুলোর আলোচনা করা হলো।
* সতর্কতা: এখানে যে সাইট গুলোর নাম দেয়া হলো, Add দেখার সময় হাজার সাইট আসবে। আকরশনীয় ভাবে দেওয়া সে সব সাইটে join না করাই ভালো
। সময় ও টাকা দুই ই লস হয়

................. .... ......... ...... ......... ........ .....
★ অনলাইন জব ১ :
এই কাজ টি অন লাইন কপি পেস্ট জব….
সাইট দেখতে click করুনhttp://bit.ly/1IVwno1

* কিভাবে শুরু করবেন?
রেজিস্ট্রেশান করার জন্য "Register" বাটনে ক্লিক করুন"
রেজিস্ট্রেশান ফরমটি ফিলাপ করুনঃ
Username: আপনার পছন্দের একটি নাম লিখুন,
যে নামে আপনি অ্যাকাউন্ট টি পরিচালনা করতে চান
Password: আপনার পাসওয়ার্ড লিখুন
Password confirmation: আবার আপনার পাসওয়ার্ড লিখুন
Email:আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Sex: Male/Female
Paypal/Payza Email: আবার আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Paidverts এ কি ভাবে কাজ করনবেন?
আপনার ইমেল আর পাসওয়াড দিয়ে লগিন করুন,তারপর VIEW PAID AD এ যান এখানে BAP তে কিলিক করুন তিন টি লাইন আসবে কপি পেস্ট করুন,তারপর Procced to Advertises Website এ কিলিক করেন নতুন উনডো আসবে 30 সেকেন্ড অপেক্ষা করুন, কাপচা না বুঝলে account > setting এ যান। capcha mathoas change to solve media পালটিয়ে google করে দিন। এক্তা কাজ শেষ , এ ভাবে আপনি প্রতিদিন 16 টা BAP থেকে 16*25= 400 BAP পাবেন, আর এই BAP বিপরিতে আপনি Bonus Ad পাবেন সেটা আপনার ইনকাম,প্রথম দিকে আপনি ছোট মানে ad পাবেন যেমন-0.002, কিন্তু একটু ধরয্য দরে ad গুলু করেন যখণ আপনার Balance 1 dollar হবে সেটা দিয়ে আপনে 3100 BAP কিনতে পারবেন, আপনি পাবেন,1.5 dollar, এ ভাবে BAP কিনে আপনার ইনকাম বাড়ান আপনি এক কিলিক 200 ডলার পর্যন্ত পেতে পারেন।

* আপনার ইনকাম বাড়ান..
Paidverts হচ্ছে BAP এর কাজ আপনার BAP যত বেশি আপনার ইনকাম ততবেশি, আপনি বেশি Value ad পাবেন, so আপনার BAP বাড়ান,
BAP কিনতে পারবেন, 1 ডলার=3100 পাবেন, আর ইনকাম হবে 1.5 ডলার, so 50% লাভ।

খেয়াল করুন:

BAP Group 1 ........ 1600 to 12000
BAP Group 2 ........ 12000 to 24000
BAP Group 3 ........ 24k to 48k
BAP Group 4 ........ 48k to 96k
BAP Group 5 ........ 96k to 180k
BAP Group 6 ........ 180k to 360k
BAP Group 7 ........ 360k to 720k
BAP Group 8 ........ 720k to 1.5m
BAP Group 9 ........ 1.5m to 3m
BAP Group 10 ....... 3m to 6m
BAP Group 11 ....... 6m to 20m
BAP Group 12 ....... 20,000,000+
BAP Group 13 ....... 50,000,000+
BAP Group 14 ....... 100,000,000+
BAP Group 15 ....... 500,000,000+
প্রিয় ইউজার যারা আমাদের লিংকে Paidverts এ জয়েন্ট করছেন কিন্তু কিভাবে কাজ করবেন বুজতেছেন না তারা আমাদের সাথে য়োগাযোগ করতে পারেন,
বুজে শুনে কাজ করলে আপনি Paidverts থেকে মাসে 200-500 ডলার ইনকাম করতে পারবেন আপনার ঘরে বসে,
. এ আপনার 1600 BAP এর বেশি থাকলে ই আপনে বেশি value Ad পাবেন. আমার মতে ০০০৫. ০০০১. ০০০২ এইসব add গুল দেখে সময় নস্ট না করা ভাল। 1600 হলে আপনি ০১. ০২. ০৯. ১০. ১৫ এভাবে বারলে দেখবেন। তবে BAP প্রতিদিন দেখবেন। ক্যাপচা বুঝতে প্রবলেম হলে account > setting e giye solve media থেকে google করে দিতে পারেন।

।..................

★ অনলাইন জব ২ :
উপরের মত এরকম আরেকটি সাইট, সাইট দেখতে ক্লিক করুনlhttp://bit.ly/1aUIgQK
তবে এটিতে কপি পেস্ট নয়, add দেখে কাজ। পয়েন্ট যত বেশি add তত বেশি।


আরেকটি সাইট,

এই কাজ টি অন লাইন জাস্ট view add site.

সাইট দেখতে ক্লিক করুনlhttp://bitly.com/1IDVxuQ

কিভাবে কাজ করবেন
রেজিস্টার করে view add এ যান, ৩ টি রঙ এ add আসবে। সুধু প্রতিটি add এ একে একে কিক করবেন আর load > advertisment valid, you got 0.01 লেখা আসা পরজন্ত অপেক্ষা করুন। এই লেখা আসলে back করে এভাবে আরেকটা দেখুন। তীর আসলে যে তীর নিচের দিক আছে তাতে ক্লিক করুন।
0.6 হলে rent refarral নিতে পারবেন। এটা খুব দরকার। প্রথম ১১ দিনে আপনি ০,৬ পেলেন কিন্তু rent reffaral নেওয়ার পর তা ৭ দিনে পাবেন
আবার রেন্ট নিন।
এভাবে প্রতি সপ্তাহে নিন। direct reffaral এ ভাল ইনকাম নেই তাই দরকার নেই।

মনে রাখবেন ১০ জনের সবাই ক্লিক করবেনা। প্রতি ১০ জনে ৭ জন ক্লিক করলেও লাভ পাবেন। আর ১ জন জদি ৩ দিন ক্লিক না করে recycle করে পারেন। তাতে নতুন রেফার পাবেন। আর rr মেয়াদ শেষ হওয়ার আগে মেয়াদ বাড়িয়ে নিন। মেয়াদ বাড়াতে ও recycle করতে account > rent refarral এ গিয়ে ডান পাশে box [] এ ক্লিক করবেন।

আজ আর নয়। আর নয়। চোখ রাখুন পরবর্তী ব্লগ এ


★ কিভাবে Payment/টাকা পাবেন..?
www.payza.com এ সব সঠিক তথ্য দিয়ে register করুন আপনার পাসওয়ার্ড এবং পিন নম্বার সংরক্ষন করুন,
। ভেরিফাই করতে ঝামেলা মনে হলে verify লাগবেনা, একই ইমেইল পাস দিয়ে http://www.simplysendbd.payza.com এ লগিন করে টাকা উঠাতে পারবেন bkash, DBBL mobioe bank, any national bank account এ।। পায়জা নাম আর যেখানে টাকা নিবেন তার নাম একই হতে হবে, এবার আপনার job.account এ cashout Earnings option এ যান payza select করুন আপনা payza email টি দিন,বাস হয়ে গেলো,

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)





















































ধন্যবাদ।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: তাই বুঝি আজ পরীক্ষিত তুমি তোমার অস্তিত্ব
দেখি কি করে তুমি হও গরীয়সী; জেনো আজ বিবেক লজ্জিত।



তাদের কোন বিবেক নেই। বিচার হচ্ছে না বলে, এরা সাহসী হয়ে উঠছে।



লেখায় ভালো লাগা।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই বিবেকহীন।
বিচার প্রত্যাশিত কিন্তু কে করবে। রক্ষক- ই যেখানে ভক্ষক। বিশৃঙ্খলা অরাজকতা সেখানে ঘাঁটি গেরে বসা দুঃস্বপ্ন।


ভালো লাগায় আপ্লুত।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

তপ্ত সীসা বলেছেন: শেষের কমেন্টটা ভালোই দিছ ভায়া। লাইক দিছি।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

ধন্যবাদ।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

কলমের কালি শেষ বলেছেন: নগ্ন বাস্তবতাগুলো দিন দিন প্রকাশ্য রূপ নিচ্ছে । যেখানে সচেতনতার দুয়ার দিনকে দিন বেড়ে চলেছে সেখানে এই ভয়াবহ গর্হিত কাজগুলোও ইনক্রিমেন্টালি ভয়াবহ হচ্ছে । এই ভয়াবহ রূপগুলোই পৃথিবীকে ধ্বংসের দিকে ধাবিত করছে ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই ঘটনাগুলো বহির্বিশ্বে যেমন আমাদের ছোট করছে ঠিক তেমনিভাবে আঘাত হানছে আমাদের মূল্যবোধে। এটা হতে পারে বিচ্ছিন্ন একটি ঘটনা। আবার কোন গোষ্ঠির স্বার্থান্বেষী মনোভাবের ফল ও হতে পারে। যাই হোক। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে যুক্ত সবার শাস্তি কামনা করছি।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: আপনার লেখা পড়ে জানতে পারলাম ঘটনাটার কথা । সব দেশেই এক অবস্থা । প্রতিবাদ ।

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিবাদ হওয়া উচিত। আমরা ঠিক কোথায় আছি এখন আমাদের ভবিষ্যৎ কি? প্রশ্নগুলো বড্ড জ্বালাচ্ছে।
বাঙালী হিসেবে গর্ববোধ করি কথাটা আর জোর দিয়ে বলতে পারবো বলে মনে হয় না। :(


ভালো থাকা হোক পরি।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: বিবেকবান সমাজপতি নিশ্চুপে দেয় করতালি ঘটনার
বিকশিত দন্তপাটি ব্যস্ততম দিনযাপন স্বাদ নেয় লাঞ্চিত ললনার।

সুন্দর প্রতিবাদী কবিতা। ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতারাও প্রতিবাদী হয়ে ওঠে যখন মানবতা হয় নির্বাক মানুষের সামনে লুন্ঠিত। নারীকে যথার্থ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

নাজিয়া ফেরদৌস বলেছেন: অসাধারণ-‘জানি আজ বিবেক লজ্জিত’

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নাজিয়া ফেরদৌস। কেমন আছেন?

আজ সত্যি আমরা লজ্জিত।

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সভ্য মানুষের বেশে অসভ্যরা ঘুরে বেড়ায় ।এদের প্রতিহত করা উচিৎ ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: একমত। আজ যদি এর বিরুদ্ধচারণ না করা হয় তবে এই অসভ্যদের সংখ্যা হবে আকাশচুম্বী।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সভ্য মানুষের বেশে অসভ্যরা ঘুরে বেড়ায় ।এদের প্রতিহত করা উচিৎ ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

রঙতুলি বলেছেন: আমার লজ্জা পেতে ও লজ্জা লাগছে .।
চাই প্রতিশোধ প্রতিবাদ
কিসের লজ্জা কেন আমি লজ্জিত হব লজ্জা অই সব কুলাঙ্গারদের আর তাদের পারিবারিক শিক্ষার ।
লজ্জা আইন শৃঙ্খলা বাহিনীর লজ্জা সরকারের যারা সামান্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: //আমার লজ্জা পেতে ও লজ্জা লাগছে .।
চাই প্রতিশোধ প্রতিবাদ//

একই অনুভব আমারো। ঐ অ-মানুষদের শাস্তি হওয়াটা নিতান্তই জরুরি। তা না হলে এ সমাজ নারীদের জন্য নয়। তারা কোথাও নিরাপদ নয়। অরাজকতার যুগে বসবাস করছি আমরা।

ভালো থাকুন। নিরাপদে থাকুন।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৫

খায়রুল ইসলাম নাদিম বলেছেন: বিশেষ করে আমরা পুরুষরা কয়েকদিন যাবত লুঙ্গির নিচে মাথা দিয়ে আছি ।

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে লাইক।

দুঃখিত। লাইক দেবার সুযোগ একটাই। পারলে একাধিক দিতাম।

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩১

ওয়ালী আশরাফ বলেছেন: এ ঘটনার প্রতিবাদে এখন যদি আপনি হাতে ভিক্ষার থালা (মানে বস্ত্রহরণকারীদের শাস্তি চাই সম্বলিত প্লেকার্ড)নিয়ে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে থাকেন (মানব বন্ধন করেন) তাহলে আপনি একজন মানবতাবাদী সুশীল।

আর যদি আপনি বলেন, মেয়েদের পর্দা করতে হবে, শরিয়া আইনে এইসব অপরাধের শাস্তি হতে হবে তাহলে আপনি একজন মৌলবাদী জঙ্গি যে কিনা দেশকে ১৪০০ বছর পিছিয়ে নিতে চায়।

আর তখন দেখবেন যেই মেয়ে দিনে দুপুরে হাজারো মানুষের সামনে বস্ত্র হারাইছে সেই মেয়েও “দেশটাকে আফগানিস্তান বা সৌদি হতে দেব না, মৌলবাদীদের রক্ষা নাই” সম্বলিত প্লেকার্ড, ব্যানার নিয়ে আপনার বিরুদ্ধে শাহাবাগের মোড়ে মানব বন্ধনে দাড়াইছে!!

-সো কার জন্যে কাঁদবেন??কার দুঃখে ব্যথিত হবেন??দিনশেষে এরা যেই লাউ সেই কদু!!

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্রাকেটে না লিখে সরাসরি লিখলে খুশি হতাম। সেটা যাই হোক। মৌলবাদী হবার ইচ্ছা আমার নেই।

২০| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: মেরে পিটে কেটে কুটে কিছুই হবেনা

আসল শিক্ষা শুরু হতে হবে পরিবার থেকে। তারপর যতদিন না স্কুল, কলেজ বা সামাজিক মাধ্যম থেকে প্রকৃত শিক্ষিত হতে না পারবে মানুষ। যতদিন নিজের বিবেককে জাগ্রত করতে না পারবে ততদিন পশু হবার ইচ্ছার কাছে পশুত্ব মানষিকতা নিয়ন্ত্রিত হবেনা।

মুখে মুখে অনেকেই আছে অন্যের পশুত্ব দেখে বড় বড় কথা বলে কিন্তু অন্তরে তার বাস করে সবচাইতে বড় পশু। মানুষের মুখোশ পরা সেসব পশুর ভাষাটাও মুখোশ পরা।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক বলেছো আপু। শিক্ষাই একমাত্র পন্থা যা এই হীন কাজ গুলো থেকে মানুষকে দূরে রাখতে পারে। তবে স্কুল কলেজের শিক্ষা আর বইলো না। যে দশা ওখানকার। স্যার ম্যামদেরই মান ইজ্জত নিয়ে টানাটানি। খবর দেখো না? অমুক ম্যাডামের শ্লীলতাহানি ঐ ছাত্রী টিচারের লালসার শিকার। হু। অবস্থা খুব একটা ভালো না।

শেষ কথাগুলো চিরন্তন সত্যের কাছাকাছি। তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষই মুখোশের আড়ালে লুকিয়ে রাখে নিজেকে। মুখোশটা কতটা ভয়াবহ সেটাই বিবেচ্য।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

জেন রসি বলেছেন: কিছু বলার ভাষা নাই। ভাষা দিয়ে কিছু হবেও না। মাঠে ঘাটে প্রতিরোধ করার সাহসটা আমাদের অর্জন করতে হবে।

১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: //ভাষা দিয়ে কিছু হবেও না।//

অসাধারণ বলেছেন। তবে এই চিন্তার জন্ম হওয়া উচিত ছিল '৫২ তে। তাহলে ২১শে ফেব্রুয়ারিতে টাকা খরচ করে ফুলও কিনতে হতো না আর অলসভাবে মুড়ি চাবানো লাগতো না ঘরে বসে।

২২| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

জেন রসি বলেছেন: সক্রিয় ভাবে প্রতিরোধ না করতে পারলে প্রদিবাদের ভাষা নির্বাক হয়ে যায়। আমরা যা বলি তা যদি প্রয়োগ করতে না পারি তবে তবে আমরা নিজেরাই নিজেদের কাছে ভণ্ড হয়ে যাব।

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটা অবশ্যই।
কিন্তু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা থেকে যায়। যেখানে কলম ছাড়া কোন উপায় থাকে না। ভাষাই ঘৃণা প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে ওঠে। যখন কেউ দেশের বাইরে থাকে।

২৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

অর্বাচীন পথিক বলেছেন: দিশেহারা রাজপুত্র ---- আপনার পোস্টে এই সব কি ????

"নতুন ভোর -ঘরে বসে আয়" করতে চলেছে এত মধ্যে X(( X(( X((

বাঙ্গালী যে মানুষ হবে না এত তাঁর আর একটা প্রমান X((

শুভেচ্ছা রইল আপনাকে

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইয়ে মানে অর্বাচীন পথিক আমিও বাঙালী।
কথাটা বলতে আজ আগের সেই গর্বানুভব হয় না।

আসলে কেউ কেউ স্থান কাল পাত্র বোঝে না। ঘে-- ঘে-- করতেই থাকে। আমিও তাজ্জব হইছিলাম। কিন্তু নিজেকে ওই পর্যায়ে নামানোর ইচ্ছে নেই। তাই ধন্যবাদ ই দেই।

আপনি ভালো থাকবেন। শুভকামনা। :)

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১০

সন্দীপ মজুমদার বলেছেন: নারীত্ব নিলাম হয়ে যায় নি, নিলাম হয়ে আমাদের সমাজের মানসিকতা এবং মনষ্যত্ব !!

২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্দীপ মজুমদার,
ধন্যবাদ জানবেন। পাঠে ও মন্তব্যে।

বিবেকবর্জিত মানুষের মাজ্জে আজ মনুষত্ব বিরল। আর মানুষের যদি মনুষত্ব না থাকে সে হয় পশু। তাদের হাতেই কিন্তু বিবস্ত্র হচ্ছে নারী।

সমাজের মানসিকতা আর মনুষত্বের নিলাম হয়েছে বেশ আগে। অতি অল্প মূল্যে ধর্ম আর গোষ্ঠীর কাছে বিকিয়ে গেছে তারা সে কয়েক দশক আগেই।

ভালো থাকুন সবসময়। ব্লগে স্বাগতম। আশা করি পাশে পাবো সবসময়।

২৫| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

জুন বলেছেন: রাত্রির অন্ধকার চিরে চিন্তার মেঘ ঝরায় বৃষ্টিপাত
ভাবি পহেলা বৈশাখে কি পেলাম 'অপবাদ'।


আমাদের আনন্দের স্থানগুলো ও সীমিত হয়ে আসছে দিশেহারা । উপরে শায়মার সাথে একমত । পরিবার থেকেই শিক্ষা লাভ । আর যার যেমন পরিবেশে বেড়ে ওঠা।
সুন্দর কবিতায়
+

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ চরণ যুগল আপু। প্রকৃতঅর্থেই সীমিত হয়ে আসছে অনেক কিছু। যার একটি আমাদের মধ্যকার শালীনতা।

ভালো থাকুন আপু। অহর্নিশি।

প্রতিউত্তরে দেরী হওয়াতে দুঃখিত আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.