![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রঙীন পালকের গল্প ভালোবাসা আছে বাকী অল্প"
যদি তোর ভেজাচুল
সন্ধ্যা হাওয়া বাড়ছে অন্ধকার
আমিহীন ভীষণ ভুল
মেলছে ডানা উড়ছে নীলাকাশ।
শহরতলী নিশ্চুপ একা
প্রহরায় কাটে রাত জমে মেঘ
আজ বৃষ্টি ছোঁবো মন মাতাবো
বাসব ভালো শুধু তোকে।
তোর শরীর ছুঁয়ে বৃষ্টি নামুক ________
হবো অশ্রুজল।
রূপালী রোদ ভাসুক ________
কালো দীঘি জল।
আমি রক্তজবা তোর খোপার ফুল
ছুঁয়ে দেখি উড়ো মেঘ কিছু ধূসর ভুল।
আমি হাঁটছি একা দেখো ছন্নছাড়া
বুকে বাঁধছে বাসা সব কালো মেঘ।
আমার জানা আছে তোর হারানো গল্পকথা
তুই বদলে যাওয়া সকাল বেলা অপেক্ষা রাতভর।
তুই স্বপ্ন হোস দিনরাত্রি অবিরত
আমি নেব তোর প্রেম আছে যত
রঙীন পালকের গল্প বাঁকা চাঁদ
ভালোবাসা আছে বাকী অল্প------ তাই থাক।
খোলাচুল এলোকেশ
আমি আছি, আছি আমি জেনো বেশ।
০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ভালো লাগা জানবেন। কবিতা পাঠে ধন্যবাদ।
ব্লগে স্বাগতম হ্যাকার মাইন্ড।
২| ০১ লা মে, ২০১৫ দুপুর ২:৪১
সুমন কর বলেছেন: কিছুটা গানের লিরিকের মতো হয়েছে। বিশেষ করে প্রথম দিকে।
অন্য রকম ভালো লাগল। সুন্দর।
ভালো লাগা।
০১ লা মে, ২০১৫ বিকাল ৪:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হয়তো সুমন দা। অন্য রকম চেষ্টাই করেছিলাম। আপনার ভালো লেগেছে জেনে বেশ স্বাচ্ছ্যন্দবোধ করছি। ভালো থাকবেন। সবসময়।
কবিতা পাঠে ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩৩
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
০১ লা মে, ২০১৫ রাত ১১:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় সুখানুভব ভাইয়া। ভালো থাকবেন। সতত।
৪| ০১ লা মে, ২০১৫ রাত ৯:১৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা ভাই। অনেক।
অনিঃশেষ শুভকামনা।
তোর শরীর ছুঁয়ে বৃষ্টি নামুক ________
হবো অশ্রুজল।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০১ লা মে, ২০১৫ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও শুভ কামনা। ভালো থাকবেন।
৫| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৫৯
নীলপরি বলেছেন: অবশেষে অপেক্ষার অবসান। আর অসম্ভব সুন্দর একটি কবিতা। সত্যি খুব ভালো লাগল পড়তে। খুব ভালো শব্দ চয়ন। ++++++++
০১ লা মে, ২০১৫ রাত ১১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো অপেক্ষা। কিন্তু আমি খুব ভালো কবিতা লিখতে পারি না। চেষ্টা করি। হয় কিছু একটা।
ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগা পরি। ভালো থাকা হোক। সবসময়।
৬| ০২ রা মে, ২০১৫ রাত ১২:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: Nice one.
"ভালোববাসা" Typo
০২ রা মে, ২০১৫ দুপুর ১২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শতদ্রু।
ঠিক করে নিয়েছি। ভালোবাসা।
ভালো থাকা হোক সবসময়।
৭| ০২ রা মে, ২০১৫ রাত ১:১৯
আমি সৈকত বলছি বলেছেন: এই পর্যন্ত ৬-৭বার পড়লাম কিন্তু কোন জায়গা টা যে কোট করবো সেটাই বুঝতে পারছিলাম না....
প্রত্যেকটা চরন এত ভালো লেগেছে যে কি বলবো!!!!
অসাধারন শব্দ চয়ন...
শুভ কামনা প্রিয় কবি ও প্রিয় ব্লগার........
০২ রা মে, ২০১৫ দুপুর ১২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে!!!
ভালো লাগানিয়া মন্তব্যে আমার অনেক ভালো লাগা।
ভালো থাকবেন সুপ্রিয় ব্লগার। সতত।
৮| ০২ রা মে, ২০১৫ সকাল ৭:৪৯
ব্লগার মাসুদ বলেছেন: কবিতা পাঠে ভালো লাগলো
০২ রা মে, ২০১৫ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ জানবেন। ভালো লেগেছে জেনে বেশ পুলকিত।
ভালো থাকবেন। সবসময়।
৯| ০২ রা মে, ২০১৫ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০২ রা মে, ২০১৫ রাত ৯:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। নিয়মিত উৎসাহে কৃতজ্ঞতা।
১০| ০২ রা মে, ২০১৫ দুপুর ২:৩১
জেন রসি বলেছেন: এই কবিতা পড়ে রাজকন্যাদের দিশেহারা হয়ে যাওয়ার কথা
কবিতা ভালো লেগেছে রাজপুত্র ভাই
০২ রা মে, ২০১৫ রাত ৯:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হেনারা এইসব পড়ে না। অতিমাত্রায় এলার্জি আছি।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগা রসি। ভালো লেগেছে।
১১| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:৩৬
নীলপরি বলেছেন: @রাজপুত্র - আপনি ভালো লেখেন কিনা সেটা আপনার ব্লগের মন্তব্য দেখলে বোঝা যায় । জানি এটা আপনার 'বিনয় ' । তবু এই বিনয়টা আপনার কাছেই থাক । তাহলে কবিতাগুলো আরও সুন্দর হবে । অনেক শুভকামনা । ভালো থাকবেন সবসময় ।
০২ রা মে, ২০১৫ রাত ১১:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি বিনয়ী! ভাবতে ভালো লাগছে।
সামুকে ধন্যবাদ। পরিদের শুভকামনা পাচ্ছি। তারা তো স্পর্শের বাইরে। তারপরও। কিছুটা সুযোগ পাচ্ছি।
নীলপরি ভালো থাকুক। সবসময়। অনেক।
১২| ০২ রা মে, ২০১৫ বিকাল ৪:৪৫
শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!!
একদম রাজপু্ত্রের মত কবিতা।
০২ রা মে, ২০১৫ রাত ১১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই আপুণি।
ভালো হয় নি তাহলে।
১৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ৮:২৭
হালিমা সাদিয়া বলেছেন: আমি খুবই নিম্নমানের পাঠক, পাঠ্যবইয়ের বাইরে কোনদিন কবিতা পড়িনি আগে।
এখানে এসে সেই অভ্যাসও হয়ে যাচ্ছে!
ধন্যবাদ আপনাকে......
০৩ রা মে, ২০১৫ সকাল ৯:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেটাকে কি নিম্নমানের পাঠক বলা যায়?
পাঠ্য বইয়ে কিন্তু রবি ঠাকুর, জসিম উদ্দীন, নজরুলের কবিতা আছে।
বরং সেগুলো বাদ দিয়ে আমার বা আমাদের কবিতা পড়লে আপনার নিম্নমানের পাঠিকা হবার সম্ভাবনা ক্ষীণ হলেও প্রবল।
ভালো থাকবেন। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে।
১৪| ০৩ রা মে, ২০১৫ দুপুর ১২:৫৪
হালিমা সাদিয়া বলেছেন:
পাঠ্যবইয়ের বাইরে কবিতা পড়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সেটা যে কারোটা দিয়েই শুরু হতে পারে...
হোক না সেটা আপনার কবিতা দিয়ে শুরু...
০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: গ্রামারের বাইরে কবিতা পড়তে চাইলে আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
শুরুটা আমায় দিয়ে করায় অনেক ভালো লাগা। কারণ শুরুটা সবার মনে থাকে।
আবারো আসার জন্য একটু বেশিই ধন্যবাদ।
১৫| ০৩ রা মে, ২০১৫ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
খোলাচুল এলোকেশ ...
আমি বলি - এইতো আছি বেশ ।
০৩ রা মে, ২০১৫ রাত ৮:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সন্দেহাতীতভাবে ভালো হতো ভাইয়া।
কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক অনেক শুভ কামনা।
১৬| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৩১
নীলপরি বলেছেন: সামুকে পরিও ধন্যবাদ জানাচ্ছে , সরাসরি রাজপুত্রের কবিতা পড়তে পারছে বলে। নাহলে তো না জানি কত আমাত্য, কত রাজপারিষদ পেরিয়ে তারপর -------------উফ, আর ভাবা যাচ্ছে না। তাই রাজপুত্রের জন্য আবারো , অনেক শুভকামনা আর ধন্যবাদ
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা! ভালোই বলেছেন। মন্দ হতো না তেমন হলেও। পরীরা আমার জন্য ওয়েট করছে ভাবতেই ফিলিং ওয়াও।
বেশি ভাবা স্বাস্থ্যের পক্ষে হানীকর।
পরি।
১৭| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৫:৪৪
মনিরা সুলতানা বলেছেন: এক বার, দুই বার, বার বার পড়লাম...
কবিতা মারাত্মক কিছু কথা মালায় সাজানো।
০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি বিশেষ কেউ আপু। তাই তোমার মন্তব্যটাও তেমনি।
১৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩১
নীলপরি বলেছেন: @ রাজপুত্র -ব্যস ফিলিং ওয়াও। কবি যদি
একটু কবিতায় ফিলিং জানাত, তবে আমাদের মতো সাধারন পাঠিকাদের ফিলিং অনেক বেশী ওয়াওও হত। ধন্যবাদ, শুভকামনা ছাড়া। আপনার বারন মানলাম।
০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুনেছিনু আমি রাত পরিদের কথা
রাত জুড়ে বুকে নিয়ে বিশ্বাস সেই ছেলেবেলা
আজ মুহূর্তকাল স্তম্ভিত ভাবনা
প্রতিক্ষিত পরি শুনতে কোন এক রাজপুত্রের কল্পনাখেলা।।
কিছু কিছু ক্ষেত্রে অবাধ্যতা ভালোই লাগে।
১৯| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: আমি হাঁটছি একা দেখো ছন্নছাড়া
বুকে বাঁধছে বাসা সব কালো মেঘ।
আমার জানা আছে তোর হারানো গল্পকথা
তুই বদলে যাওয়া সকাল বেলা অপেক্ষা রাতভর।
সুন্দর +
০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
সুন্দর মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন।
২০| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:১৭
সীমাবেস্ট বলেছেন: আমি হাঁটছি একা দেখো ছন্নছাড়া
বুকে বাঁধছে বাসা সব কালো মেঘ।
চমৎকার তালের কবিতা । এই চরণ দুটি বেশি ভাল লাগলো ।
০৫ ই মে, ২০১৫ দুপুর ১২:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার সুন্দর মন্তব্যে ভালো লাগা অনুভূতি। ভালো থাকা হোক। সবসময়।
২১| ০৫ ই মে, ২০১৫ দুপুর ২:৫৬
কাবিল বলেছেন: "রঙীন পালকের গল্প ভালোবাসা আছে বাকী অল্প"
কবিতায় ভাল লাগাতো আছেই সেই সাথে কবিতার শিরোনামও ভাল লাগল।
শুধু তাই না আপনার প্রতিটা কবিতায় নামকরণ আমার পছন্দ।
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় সুখানুভব। শিরোনামটি আমারো প্রিয়।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাবিল। নিয়মিত কবিতা পাঠে। ভালো থাকুন সবসময়। অনেক।
আশারাখি সাথে পাবো সবসময়।
২২| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৯
ঘনায়মান মেঘ বলেছেন: অসম্ভব ভাললাগা কবিতায়…
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসম্ভব ভালো লাগা মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানালাম। ভালো থাকুন। সতত।
২৩| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
জুন বলেছেন: রঙীন পালকের গল্প বাঁকা চাঁদ
ভালোবাসা আছে বাকী অল্প------ তাই থাক।
বাহ অপুর্ব কবিতা দিশেহারা । সত্যি ভালোলাগলো অনেক ।
+
০৮ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগাটা কবিতায় বাড়তি পাওয়া।
অনিঃশেষ শুভকামনা। ভালো থাকবেন। সবসময়।
২৪| ০৫ ই মে, ২০১৫ রাত ৮:১১
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগা। ভালো থাকুন। অনেক।
২৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:০৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুন। সবসময়।
২৬| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:১২
ভ্রমরের ডানা বলেছেন: খোলাচুল এলোকেশ
আমি আছি, আছি আমি জেনো বেশ।
অসাধারণ লাগলো। বোবা ব্যাথার ছোঁয়া অনুভব করলাম।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২৬ তম মন্তব্যে কেউ একজন হাহাকার টা টের পেল। এবং অবশেষে পেল তো।
আমার ব্যর্থতা।
ভালো লাগায় পুলকিত।
ভালো থাকুন।
২৭| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসুস্থ। তাই প্রতিউত্তর দিতে পারছি না।
সবাইকে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২৮| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে কবিতা। সুস্থ হয়ে উঠছেন আশা করি।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম ভাইয়া। সুস্থ।
কবিতায় আপনার ভালো লাগা বড় প্রেরণা।
ভালো থাকবেন। সবসময়।
২৯| ০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫
ডট কম ০০৯ বলেছেন: দারুন লেখনী।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। প্রথম মন্তব্যে শুভেচ্ছা।
লেখনী ভালো কিনা জানি না তবে আপনার কাছ থেকে দারুন শুনে ভালো লাগছে।
ভালো থাকুন। সবসময়।
৩০| ১০ ই মে, ২০১৫ দুপুর ২:০২
এফ.কে আশিক বলেছেন: একটু বেশী ভালো লাগলো ভাইয়া, আপনার লেখা বলে কথা...........
১০ ই মে, ২০১৫ বিকাল ৪:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা চমৎকার মন্তব্যে অনেক ভালো লাগা জানাই। ভালো থাকবেন। সবসময়।
৩১| ১১ ই মে, ২০১৫ রাত ১১:০৬
সাদিয়া আক্তার বলেছেন: প্রশংসা তুল্য লেখা। ভালো লাগলো।
১২ ই মে, ২০১৫ বিকাল ৪:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগা। প্রশংসারর তুল্য কিনা জানি না। তবে আপনার ভালো লাগায় পুলকিত।
ভালো থাকা হোক।
৩২| ১২ ই মে, ২০১৫ রাত ১:২২
সচেতনহ্যাপী বলেছেন: পালালাম ভাইটি।।
১২ ই মে, ২০১৫ রাত ৯:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেন ভাইয়া?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৩| ১২ ই মে, ২০১৫ রাত ১১:১৬
আমি তুমি আমরা বলেছেন:
তুই স্বপ্ন হোস দিনরাত্রি অবিরত
আমি নেব তোর প্রেম আছে যত
রঙীন পালকের গল্প বাঁকা চাঁদ
ভালোবাসা আছে বাকী অল্প------ তাই থাক।
খোলাচুল এলোকেশ
আমি আছি, আছি আমি জেনো বেশ।
অসাধারন কতগুলো লাইন। শেষটা খুবই ভাল লাগল।
ভাল থাকুন। শুভকামনা
১২ ই মে, ২০১৫ রাত ১১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যে ভালো লাগা ভাইয়া। আপনার ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৫ সকাল ১১:৫০
হ্যাকার মাইন্ড বলেছেন: বেশ ভালো লাগলো :-)