নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"মেঘলা আকাশ মন তোমায় পড়ছে মনে ভীষন"

১৩ ই মে, ২০১৫ রাত ১০:১০



"মেঘলা আকাশ মন তোমায় পড়ছে মনে ভীষন"

ভুলে যাওয়া চেনা পথের ধূলোয়
ফেলে আসা ঘুরছে লাটিম সুতোয়
মিথ্যে করে বলবে কি আমায়
______________ ভালোবাসি।।

প্রেম খুঁজছে এ মন দক্ষিণা জানালা খুলে
আমি সইতে পারি কষ্ট সব ভুলে
তোমার দুহাত ভরা কাঁচের চূড়ি বলে
______________ ভালোবাসি।।

সেই ১২ টা ৩০ সেই ক্ষণ
টুকরো হাসি দেয় উঁকি ভুলো মন
উড়ছে ধূলো পড়ছে মনে স্কুল জীবন,

ভাঙা সাইকেল ছেড়া জুতো
ফাঁকা ক্লাসররুম খুঁজি ছুতো
তুমি মিষ্টি করে হাসো
আমি আনমনে ছুঁয়ে দেবো
তুমি অবাক চোখে দেখো।

আমি চুপচাপ কাছে আসি
তোমার মুখটা ছুঁয়ে বলি
____________ ভালোবাসি।।

ভাঙা পেন্সিল ছেড়া কাগজ
আমি ভুলে বাবার শাসন
বৃষ্টিভেজা দুপুর
তোমায় পড়িয়ে দিলাম নূপুর।

উঠোন জুড়ে ঘাসফুল
শান বাঁধানো সেই পুকুর
তোমার শরীর জুড়ে শিহরণ
চুমে তোমায় প্রেমে পড়ল এ মন।।

আজ একলা একা আমি
বারটি বছর জমেছে কষ্ট মন দেওয়াল
ফেলে আসা দিনের স্বপ্ন বুনার খেয়াল
তবু ভুল জ্যোৎস্না আলো খেলা
প্রেম পুরোন খাতা বন্দি কবিতার মেলা।

আজ নীল খামে বন্দি তোমার চিঠি
কিছু কথা কিছু টুকরো স্মৃতি
সময় আজ বড্ড জাগায় ভীতি
একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি।।

মন্তব্য ১০১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে :)

তবে আবেগের স্পর্শ এবার একটু কম ছিল।

১৩ ই মে, ২০১৫ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম মন্তব্যে ভালো লাগা। রাজকন্যা সম্বন্ধীয় কবিতা নয় তাই মনে হয় আবেগ পান নাই। ;)

কবিতা পাঠে ধন্যবাদ ভাই। ভালো থাকুন। অনিঃশেষ।

২| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:৫৭

এফ.কে আশিক বলেছেন: ভুলে যাওয়া চেনা পথের ধূলোয়
ফেলে আসা ঘুরছে লাটিম সুতোয়
মিথ্যে করে বলবে কি আমায়
ভালোবাসি..............

১৩ ই মে, ২০১৫ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ জানবেন প্রিয় আশিক। ভালো থাকবেন। সবসময়। অনেক।

৩| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪০

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনার এই কবিতায় এর আগেও মন্তব্য করেছিলাম কিন্তু ঔ পোস্টটি আপনি সরিয়ে নিয়েছিলেন। #:-S কেন জানি না। যাই হোক , কবিতা ভালো হয়েছে। ভাল থাকবেন রাজপুত্র।

১৩ ই মে, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পূর্বে পোস্টটি ১ম পাতায় প্রকাশিত হয়ে ছিল না। এজন্য।

আমি দুঃখিত।

আবারো মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগায় অজস্র ভালো লাগা।

ভালো থাকুন। সবসময়।

৪| ১৪ ই মে, ২০১৫ সকাল ৭:০৬

নীলপরি বলেছেন: সময় আজ বড্ড জাগায় ভীতি
একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি।। ---স্নিগ্ধতা মন ছুঁয়ে গেল । কবির নস্টালজিয়া পড়তে ভালো লাগলো । এটা অনুরোধের কবিতা হোক বা না হোক কবিতাটা পোস্ট করার জন্য রাজপুত্রকে ধন্যবাদ । কবিতা্য+

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার অনুরোধের কবিতাটা লেখার চেষ্টায় আছি, পরি।

কবিতা ভালো লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগা।

পরি কেমন আছে?

৫| ১৪ ই মে, ২০১৫ সকাল ৮:১৯

ঘনায়মান মেঘ বলেছেন: খুব ভালো লেগেছে কবিতা।

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায়।অসংখ্য বৃষ্টিবিন্দু ছোঁয়ার অনুভব। ভালো থাকবেন। সবসময়।

৬| ১৪ ই মে, ২০১৫ সকাল ১০:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: সুখপাঠ্য

১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরণ্যকের সুখপাঠ্যে অন্যপ্রকার ভালো লাগা। ভালো থাকা হোক।

৭| ১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০৬

নীলপরি বলেছেন: অনুরোধের কবিতাটা লেখার চেষ্টায় আছেন ? তার মানে লিখবেন ধরে নিতে পারি । জেনে খুউব ভালো লাগলো ।

এই প্রচন্ড দাবদাহে সকালে বাইরে তাকানো যাচ্ছে না , আর বিকালে ঝড় উঠলে ডানা সামলানো দায় । তাই ঘরবন্দী । পরিরা এখন খুবই সমস্যায় । :(

রাজপুত্রের জন্য অনেক অনেক শুভকামনা রইল । :)

১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় :)

ঘরবন্দি পরির জন্য সমবেদনা। শুধু সমবেদনা - ই নয় সাথে কিছু কষ্ট। পরি উড়ুক আকাশ জুড়ে। ভালো লাগা নিয়ে।

৮| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।

১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকুন। সতত।

৯| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:২৯

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

বৃষ্টিভেজা দুপুর
তোমায় পড়িয়ে দিলাম নূপুর।

১৫ ই মে, ২০১৫ ভোর ৬:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন। সবসময়।

শুভ কামনা আপনার জন্যেও।

১০| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৪৯

রিকি বলেছেন: রাজপুত্র ভাইয়ার রাজকন্যা হীন কবিতা হলেও ভালো লেগেছে as usual.... :) :)

১৫ ই মে, ২০১৫ ভোর ৬:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রিকি কে দেখে ভালো লাগা। ভালো থাকুন। সবসময়।

১১| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:৫৫

এন জে শাওন বলেছেন: কবিতায় মনে হয় লেখক ভাইয়ার নিজের ব্যাক্তিগত জীবনের ছায়াও আছে কিছুটা।

১৫ ই মে, ২০১৫ সকাল ৭:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: না ভাই তেমনটা নয়। থিমটা নিয়ে লিখতে ইচ্ছে করলো। লিখে দিলাম।

ভালো থাকবেন। অনিঃশেষ।

১২| ১৫ ই মে, ২০১৫ সকাল ৭:১৯

নীলপরি বলেছেন: সমবেদনার জন্য ধন্যবাদ রাজপুত্র ।

১৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির ধন্যবাদে ভালো লাগা। :)

১৩| ১৫ ই মে, ২০১৫ রাত ৮:৫২

মনিরা সুলতানা বলেছেন: :)

১৫ ই মে, ২০১৫ রাত ৯:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কে তুমি আপুমণি?
কতদিন তোমায় দেখিনি।।


তোমার হাসিতেই আমার সন্তুষ্টি।ভালো থাকো অনেক অনেক অনেক।

১৪| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:১৮

কাবিল বলেছেন: কবিতায় অনেক ভাল লাগল।

১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন।

১৫| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৩

সুফিয়া বলেছেন: একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি।।
খুব ভাল লেগেছে। +++++

১৭ ই মে, ২০১৫ রাত ৮:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু। কবিতা পাঠে এবং মন্তব্যে। ভালো থাকবেন।

আমিও এই মাত্র আপনার কবিতাটি পড়লাম। অসাধারণ লিখেছেন।

১৬| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:২৩

নীলপরি বলেছেন: এটাই আবার পড়ে গেলাম । আবারো ভালো লাগলো । একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি। খুব ভালো ।

১৯ শে মে, ২০১৫ রাত ৮:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যস্ততায় নতুন কিছু পোস্ট করতে পারছি না। বাসি কবিতা পড়ার জন্য অনেক অনেক ভালো লাগা জানবেন। লাইন টা আমারো খুব প্রিয়।

ভালো থেকো।

১৭| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে মে, ২০১৫ রাত ৮:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

১৮| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:
কবিতাটা পড়তে পড়তে
মেঘলা মেঘলা এই দিনে তোমায় পড়েছে মনে...

গানটার কথা মনে পড়ে গেল...।

২১ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ আপুমণি। মেঘলা দিন মন খারাপের দিন। স্মৃতির স্তুপ খুঁজে প্রিয় কিছু কষ্ট ঝরে পড়ে বৃষ্টির প্রতিটি ফোঁটায়।

১৯| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৪৩

সুলতানা রহমান বলেছেন: চমৎকার একটা ছবি।
তার সাথে কথামালা।

২১ শে মে, ২০১৫ দুপুর ১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুলতানা। ভালো থাকুন। সবসময়। এক পশলা বৃষ্টির মতো হোক আপনার তপ্ত সব দুপুর।

২০| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: কবিতা কখন বাসি হয় না । বেঁচে থাকে হৃদয়ে । ভালো থাকুন । শুভকামনা রইল ।

২১ শে মে, ২০১৫ দুপুর ২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই বুঝি। আমার নাম কিন্তু 'হৃদয়'। :)

পরির জন্য শুভ কামনা।

২১| ২৩ শে মে, ২০১৫ সকাল ৮:৩৭

নীলপরি বলেছেন: ও তাই ? নামটা ভালো বলতেই হচ্ছে ।

২৩ শে মে, ২০১৫ রাত ১০:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির নামটা জানলেও ভালো লাগতো। তবে যেহেতু দুমাস কোন এক কারনে ব্যস্ত থাকায় ব্লগে আসা হবে না তাই কিছুদিন পরেই জানি।


পরি ভালো থাকুক। সবসময়। অনেক।

২২| ২৩ শে মে, ২০১৫ রাত ১০:৩৪

জুন বলেছেন: দারুন এক কবিতায় ৫ম ভালোলাগা দিশেহারা ।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্য়বাদ জুনাপু। মন্তব্য়ের প্রতিউত্তরে দেরি হওয়ায় দু:খিত। ভালো থাকবেন।

২৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ৭:০১

নীলপরি বলেছেন: হুম বুঝলাম । শুভ সকাল ।

রাজপুত্র ব্যস্ততার মধ্যেও অনেক ভালো থাকুক । তবে ব্যস্ততার মধ্যে অনুরোধের কবিতার কথাটা মনে থাকবে তো ?
অপেক্ষায় রইলাম ।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্য়বাদ পরি। প্রতিউত্তরে দেরি হওয়ায় দু:খিত। শুভকামনা।

২৪| ২৭ শে মে, ২০১৫ রাত ১:৪২

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে রাজপুত্র ।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্য়বাদ। প্রতিউত্তরে দেরি হওয়ায় দু:খিত। শুভকামনা।

২৫| ১৩ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

কাবিল বলেছেন: আপনাকে অনেক দিন পর ব্লগে দেখলাম বোধ করি।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: এবার থেকে আবার নিয়মিত দেখবেন। কেমন আছেন?

২৬| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৩৪

জেন রসি বলেছেন: রাজপুত্র ভাই কি নির্বাসনে গেছেন নাকি???

আপনার রাজকন্যা বিষয়ক কবিতা মিস করতেছি।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: এখন থেকে নিয়মিত আসবো। আর ফিরে এসে আপনাকে দেখে ভালো লাগছে। ভালো থাকুন।

কবিতা থেকে বেশ কিছুদিন দূরে আছি। লিখবো আশাকরি আবার।

২৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: আবার ধন্যবাদ ? আর দুঃখিত কেন ? বলেই তো ছিলেন ব্যস্ত থাকবেন । তবে , রাজপুত্রেরা দুঃখিত হয় ?

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: উপস!

হুম আমরাও দুঃখিত হঈ।
কেন হবো না? পরি।

২৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ ভোর ৬:৫৮

নীলপরি বলেছেন: ভালো থাকুন । শুভ সকাল ।

০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা পরির নাম কি?

২৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: সেটা অনলাইন কোনোদিন দেখা হলে তারপর না হয় বলি!

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনলাইনে দেখা হবার ও এক্টা মাধ্যম প্রয়োজন। তাই নয় কি? অযাচিত আলোচনা হলে বাদ দিতে পারেন।
ভালো থাকুন। সবসময়।

৩০| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৫

নীলপরি বলেছেন: সামুতে অনেক সময় একসাথে অনলাইন হই ।আমি দেখেছি ।তখন আমার ব্লগে লিখে তারপর মুছে দিতে চেয়েছিলাম। নাহ লে নীলপরি নামের কি হবে? আপনার খুব রাগ দেখছি! আচ্ছা আমার ব্লগে লিখেদেব আপনি যদি আসেন কষ্ট করে।

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাগ কোথায় করলাম?

৩১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৬

নীলপরি বলেছেন: সত্যি ? তাহলে ভালো ।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম পরি।

৩২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: অনেক হল অকারন বলা,
এসব তোমায় কি দিয়েছে বলো ?
খালি হাতেই যাচ্ছি
শুধুই চলে ,
এবার তোমার -
কবিতার ঝুলি খোলো।

রিদিমের চেষ্টায় সম্বোধনে গন্ডো গোল স্যরি।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিসন্নতার মেঘ তুমি খোলা হাওয়া দক্ষিণা বাতায়ন,
কবিতাহীন আমি আমার একলা বিকেল খুঁজি তোমার মন।

কবিতা বের হচ্ছে না। তাই এটুকুই রইল....
সম্বোধন এ কি আসে যায়।

৩৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

নীলপরি বলেছেন: এটুকুই ভালো লাগলো । ধন্যবাদ ।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে? =p~
ভালো থাকুক পরি।

৩৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: হুম । রাজপুত্র ও ভালো থাকুক।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনায় ভালো লাগা। পরি।

৩৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: :)

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইমো :( তবুও হাসিমুখের :) জন্য ধন্যবাদ।

৩৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: এবারে ধন্যবাদ দুজনের উপরেই রাগ করবে ।বেচারাকে খুব খাটাচ্ছি আমরা।
শুভরাত্রি।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাসত্ব বরণ করেছে।

শুভরাত্রি পরি।

৩৭| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩

নীলপরি বলেছেন: কবি রাজপুত্র ও দাস বানায় তাহলে!
শুভ সকাল। :)

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দাস আমার নয় পরির। তাই তো সে খাটছে মহানন্দেই।

সকালটাই আজ অন্যরকম। পরি দিয়ে শুরু। যদিও আমার সকাল হয় দুপুরে। তবুও।
শুভ সকাল।

৩৮| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মডুদের দৃষ্টি আকর্ষন করছ
আমি নতুন পোস্ট দিতে পারছি না।

৩৯| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

নীলপরি বলেছেন: বাঃ বেশ উত্তর। দাস আমার? যতটা সহজ সরল ভাবা গিয়েছিল রাজপুত্রের 'হৃদয় ' দেখা গেল ততটা নয়।
শুভ সন্ধ্যা।
কেমন আছেন? :)

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: : হ্যাঁ পরির দাস। আর আমার হৃদয় কিন্তু সরল অংক। খুব সহজ।
ভালো নেই পরি। আপনার কবিতা লেখা হয়ে গেছে কিন্তু পোস্ট করতে পারছি না। আমি পোস্ট করা থেকে ব্যান্ড হয়েছি। :(

৪০| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: ইশসস কেনো? সামুর হেল্প থেকে কিছু বলেনি? চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে। অনেক শুভকামনা রইল।
শুভরাত্রি।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সামুকেও মেইল করতে পারছি না। ভালো থাকবেন। সবসময়।

৪১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

নীলপরি বলেছেন: আপনি এতো ভালো লেখেন আর আমরা আপনার লেখা পড়তে পারছি না । তো ভালো কি করে থাকব ?

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি প্রথমত আমি ভালো লিখি না আর দ্বিতীয়ত কবিতাটি পোস্ট হয়েছে এবং বহাল তবিয়তে প্রথম পাতায় আছে।

৪২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: উফ্‌ আবার বিনয় ! যাক্‌ দেখছি কবিতাটা ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিনয়টা যেন কি পরি? ঠিক মনে করতে পারছি না।

৪৩| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

নীলপরি বলেছেন: তাই ? তাহলে ভাবতে থাকুন ঠিক মনে পড়ে যাবে ।

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি থাকতে আমার ভাবার কষ্ট করতে হবে। সো ব্যাড পরি। ভালো থাকা হোক।

৪৪| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: ওওও। তবে এখুনি নিজেকে আয়নায় দেখে নিন। তাহলেই মনে পড়ে যাবে।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা আর তর্ক নয়। মেনে নিলাম পরির বিনয়। ডানা ঝাপটিয়ে কখন আবার উড়ে যাবে। তখন ভয়ংকর পরি হীনতায় ভুগতে হবে। হা হা।

৪৫| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: যাক চিনতে পারলেন তাহলে ।:)

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: না চিনে উপায় আছে। পরি বলে কথা।

৪৬| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৩

নীলপরি বলেছেন: আমি তো আপনাকে চেনার কথা বলেছি। মিরর তো আপনাকে দেখতে বলেছিলাম। এই রাজপুত্র ইচ্ছে করে বোঝে না। কিছু করার নেই।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সবসময় ভালো হওয়া কি ভালো? আমার তো মনে হয় না। আর সবকিছু বুঝলে বোঝার আনন্দ কোথায়? বা বোঝানোর আনন্দই বা কোথায়? তাই না? ভালো থাকুক পরি।

৪৭| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: তাই বুঝি? আসলে সাধারন পরি তো, তাই রাজপুত্রের বোঝা না বোঝাটা বুঝতে পারিনি।তবে এরপর কিছু বোঝাতে গেলে মাথা ঘুরবে। তখন পরি উড়বে কি করে? তাই রনে ভঙ্গ দিলাম।
রাজপুত্রকে অনেক শুভকামনা।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো পরির সাথে যুদ্ধ করছি না। যে উড়তে পারে তার সাথে আর যাই হোক যুদ্ধ করা যায় না। পরি উড়ুক। ভালো থাকুক।

৪৮| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

নীলপরি বলেছেন: :) :)

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ''আমি চুপচাপ কাছে আসি
তোমার মুখটা ছুঁয়ে বলি_
ভালোবাসি।।''

চরণটি থমকে দিল যেন। অসাধারন লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ মন্তব্যে ভালো লাগানি অনুভূতি।


ভালো থাকুন। সতত।

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

রাবেয়া রাহীম বলেছেন: ভীষণ রোমান্টিক ! আমার কবিতার চেয়েও অনেক বেশী । খুব ভাল লাগলো কবিতা পড়ে । শুভেচ্ছা রইল ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার সাথে তো কবিতার তুলনা হয় না রাবেয়া। :)

আপনার কবিতাগুলো পাঠক আমির বেশ ভালো লাগে।
মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।

৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

গেম চেঞ্জার বলেছেন: আজ নীল খামে বন্দি তোমার চিঠি
কিছু কথা কিছু টুকরো স্মৃতি
সময় আজ বড্ড জাগায় ভীতি
একলা চাঁদ গোটা আকাশ আমি কষ্ট করে বাঁচি।।



আহা আহা কি প্রেমময়......... :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিকই বলেছেন। কষ্ট করে বাঁচাটাও একধরণের মাত্রাধিক প্রেমময়তার ফল।

শুভেচ্ছা সতত। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.