নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

"তোমাকে বেঁচে দেব জোড়া শালিকের কাছে"

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫



নীলাদ্রীতা,
আজ রাতে সময়কে ধরে বেঁধে বেঁচে দেব
লাল নীল ফানুসে উড়িয়ে দেব স্বপ্ন সাধ
কৃষ্ণপক্ষের রাত মুখ বাঁকা চাঁদ
শ্রাবণের অপেক্ষায় তুমি নিও নির্ঘুম যত রাত।

কিছু অবাঞ্চিত স্মৃতিকথা বাতাসের বুক চেপে সুর তোলে পুরনো গিটার
নিঃসঙ্গ সাঁঝবেলা কিংবা ঘুমহীন মাঝরাত।
অন্ধকার দেওয়াল জুড়ে তাদের নির্লিপ্ত বেড়ে ওঠা।
দূরত্বের কাছে হারিয়ে ফেলা প্রেম খুঁজি সস্তা সিগেরেটের ধোঁয়াশা ধুম্রজাল।

নীলাদ্রীতা,
তুমি পেয়ে হারানো ক্যামেরা বন্দী স্মৃতিকথা।
জমা আছে শত আলোকচিত্র মুঠোভরা কষ্ট ব্যাথা।

ধার করে কল্পনার যত বেরঙীন সত্যতা
মুহূর্তকাল জোড়া শালিকের বিনিময়ে বেচে দিতে চাই তোমার বাস্তবতা।
জানি প্রতিটা কবিতা তোমার ওই লাল টিপে বিলীন
নীলাদ্রীতা আমি রাঙাবো তোমায় এনে রঙ যত নীল।

নীলাদ্রীতা,
ইচ্ছেরা বড় বেহায়া। তোমার ঐ খোপার বাঁধন আলগা করতেই তার নিরন্তর প্রচেষ্টা।
আধ্যাত্মিক প্রেমের চিন্তা আজ বিছানার একাকিত্বের কাছে হার মেনেছে।
তোমার অনুভূতি তাই বড্ড বেরসিক।

কষ্টের আর্তনাদ তোমার স্মৃতির আলমিরা
ঘাসফুল ছেঁড়া পাতা শোনায় রূপকথার মিথ।
জলপরি মিশে রং নীল
তুমি গোপনে লুকনো ছন্দহীন গীত।

আমি হন্যে হয়ে চেয়ে রই
খুঁজি সেই লাল টিপ নীল চুড়ি আর একমুঠো মাতাল হাওয়া টিপ টিপ বৃষ্টি।
কেন জানো?
শুধু ভেজাবো তোমায়।

অনেকদিন পর ব্লগে লেখা দিচ্ছি। একটু অস্বস্তিও হচ্ছে। কারন জানা নেই।
এই কথামালা গুলোকে সহব্লগার নীলপরি - কে উৎসর্গ করছি। ভালো থাকুক পরি।

মন্তব্য ১২৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১০

নীলপরি বলেছেন: অবশেষে কবিতাটা পেলাম, পড়লাম আর অসাধারন লাগল।
"কষ্টের .....
.................লুকনো ছন্দহীন গীত। " লাইনগুলো খুব ভালো। কবিতায়+ । লেখার জন্য ধন্যবাদ। আর উৎসরগের জন্য....অতিরিক্ত ধন্যবাদ।
দিনটা কেমন হবে জানিনা, সুরুটা খুব ভালো হলো।রাজপুত্র খুব ভালো থাকুক। অনেক শুভকামনা রইল।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো দিনের শুরু হওয়াটা মন্দ নয়। উৎসর্গ করেছি কেননা এই কবিতার কারন আপনি। সবসময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুক পরি। আর পাশে থাকুক।

আসলে পরি টাইপ কিছু ফেভারে থাকলে এক্সট্রা এডভান্টেজ পাওয়া যায়। ;)

২| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৬

রিকি বলেছেন: নীলাদ্রীতা,
তুমি পেয়ে হারানো ক্যামেরা বন্দী স্মৃতিকথা।
জমা আছে শত আলোকচিত্র মুঠোভরা কষ্ট ব্যাথা।

ভাইয়া রাজপুত্রের পোস্টে বরাবরের মত ভালো লাগা :) :) অনেকদিন পর ব্লগে লেখা দিচ্ছি। একটু অস্বস্তিও হচ্ছে। কারন জানা নেই। ভাই অস্বস্তির কিছু নেই, মনে করেন আমরা যারা আপনার পোস্টে আসি আপনার ভার্চুয়াল বন্ধু বান্ধব বা পরিবারের একটা অংশ-- এবার নির্দ্বিধায় বলে ফেলেন, দেখবেন অস্বস্তি হবে না কখনও :) শুভকামনা রইল।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেই অস্বস্তির কারন বুঝতে পারি নি। যাই হোক আপনার কথা গুলো ভালো লাগল। ভালো থাকবেন। সবসময়।

৩| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৩

সুমন কর বলেছেন: ইচ্ছেরা বড় বেহায়া। তোমার ঐ খোপার বাঁধন আলগা করতেই তার নিরন্তর প্রচেষ্টা।
আধ্যাত্মিক প্রেমের চিন্তা আজ বিছানার একাকিত্বের কাছে হার মেনেছে।
তোমার অনুভূতি তাই বড্ড বেরসিক।

ভালো লাগল।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন দা। ভালো লাগায় অনুপ্রেরিত হলাম। ভালো থাকবেন। সবসময়।

৪| ০৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে চমৎকার অনুভূতি। ভালো থাকবেন।

৫| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। ভালো থাকুন। সতত।

৬| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়ে আনন্দিত হলাম।

চমৎকার কবিতা।

অস্বস্তির কারন কি??

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ ভালো লাগানিয়া মন্তব্যে ধন্যবাদ। অস্বস্তির কারন এখন পর্যন্ত অজানা।
ভালো থাকবেন। সবসময়।

৭| ০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

কাবিল বলেছেন: অনেকদিন পর লেখা কবিতায় অমৃত স্বাদের মত লাগল।


মাঝে মধ্যে ব্লগে উঁকি মারতে দেখেছি, কিন্তু কোন লেখা পাইনি।
তখনই কিছু একটা অনুমান করতে পেরেছিলাম কোন একটা সমস্যায় আছেন।

???????????

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অমৃত! বাড়াবাড়ি হয়ে গেল না? আমি নিঃসন্দেহে এতোটা ভালো লিখি না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় কাবিল।
ভালো থাকবেন।
আর আসলে ব্যস্ত ছিলাম। এজন্য পোস্ট দেওয়া হয় নি।

৮| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল পড়তে। কিরকম একটা বিষণ্ণতার পরত ছিল মোড়ানো।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। ভালো থাকবেন। সবসময়।

৯| ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

এহসান সাবির বলেছেন: আমি হন্যে হয়ে চেয়ে রই
খুঁজি সেই লাল টিপ নীল চুড়ি আর একমুঠো মাতাল হাওয়া টিপ টিপ বৃষ্টি।
কেন জানো?
শুধু ভেজাবো তোমায়।



ভালো লাগা।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল আপনাকে দেখে। ধন্যবাদ কবিতা পাঠে ও মন্তব্যে। ভালো থাকবেন।

১০| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগছে আপনাকে ব্লগে আবার দেখে।
কবিতা খুব সুন্দর লেগেছে। কয়েকটা চরণতো অসাধারণ। আমি এখন সত্যি বলতে প্রশংসা কম করি লেখাগুলোর কিন্তু এটা প্রসংসা করতেই হোল।
ভালো থাকবেন, আর আশা করি আবার নিয়মিত হবেন আগের মতো

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও মন্তব্যে পেয়ে ভালো লাগছে। মন্তব্যে সত্যিই অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ অসংখ্য। ভালো থাকবেন। সবসময়।

১১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে আমারো অনেক ভালো লাগা। ধন্যবাদ।

১২| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৮

রোদেলা বলেছেন: নীলাদ্রীতা ,নামের মধ্যেই কি মনোযোগ লেগে আছে।তার উপর অসাধারন শব্দের মেল বন্ধন।প্রিয়তে রেখে দিলাম।মাঝে মধ্যেই ঊঁকি দিয়ে ঘুরে আসা যাবে।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলাদ্রীতা নামের আড়ালে কেউ একজন আছে? :)
চমৎকার মন্তব্যে অনেক অনেক ভালো লাগা আপু। আর প্রিয়তে নেবার জন্য একগুচ্ছ অপরাজিতার স্নিগ্ধতা। ভালো থাকা হোক।

১৩| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৪০

খেয়ালি দুপুর বলেছেন: অসম্ভব ভাল লেগেছে কবিতা! শুভকামনা।

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার নিকটাও কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে। ভালো থাকুন। সবসময় ধন্যবাদ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৫

কালের সময় বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখার জন্য । শুভ সকাল । কবিতায় ভালো লাগা রেখে গেলাম ।

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবিতা পাঠে ও মন্তব্যের জন্য। ভালো থাকুন। সবসময়।

আর হ্যাঁ, ভালো লাগা বুঝিয়া পাইলাম। :)

১৫| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪

সুফিয়া বলেছেন: আপনার কবিতা বরাবরই আমাকে খুব টানে। এটাও এর ব্যতিক্রম হয়নি।

পোস্টে ++++

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেনে খুশি হলাম। কবিতা পাঠে আর সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভালো লাগা। ভালো থাকুন। সবসময়।

১৬| ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫১

ভিটামিন সি বলেছেন: আমি পুরো কবিতা নয়, পোষ্টের শিরোনামের প্রেমেই পড়ে গেলাম।

০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ব্লগে স্বাগতম।
শিরোনামের প্রেমে পড়ার জন্য অনেক ভালো লাগা জানবেন। নীলাদ্রীতার প্রেমে পড়েন নি এটাই অনেক। :)

১৭| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

সেভেন বলেছেন: শুধু ভেজাবো তোমায়।
কেন জানো?
আমি হন্যে হয়ে চেয়ে রই
খুঁজি সেই লাল টিপ নীল চুড়ি আর একমুঠো মাতাল হাওয়া ......

!!!!!!

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: হতে পারত। হয়তো ভালো হতো। তবে কি জানেন লেখার সময় মনের উপর ছেড়ে দেই। বেশি ভাবললে গুবলেট হয়ে যায়। :)
ভালো থাকুন। অহর্নিশ।

১৮| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪০

লেখোয়াড়. বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
মনকাড়া ভূমিকায় সুন্দর সহজ সাবলীল হৃদয়ালাপ।

ভাল লাগল।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। আমার হৃদয়ালাপে চমৎকার মন্তব্যের জন্য ভালো লাগা। ভালো থাকুন। সবসময়।

১৯| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র




নীলাদ্রীতার বাস্তবতা মাত্র জোড়া শালিকের বিনিময়ে বেঁচে দিতে চাইলেন , এই উচ্চমূল্যের বাজারে ?
আপনার ইচ্ছেরা বড় বেহায়া, আর দিশেহারা তো বটেই !
হন্যে হয়ে চেয়ে রইবেন , আবার ভেজাবেনও । বেচেও দেবেন । সবটা একসাথে হয়না ......।

এখনই সময়, ঈদের বাজার । রাজপুত্রের জন্যে একজোড়া হাতি হলে ভালো হতোনা ?

শুভেচ্ছান্তে ।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া,
জোড়া শালিকের মূল্য কিন্তু এতোটাও কম না যে ঘঁষাপেটা বাস্তবতাকে বেঁচে দেওয়া যায় না। অবশ্য একান্তঈ কমার ধারনা। আমার ইচ্ছেরা বেহায়া কথাটা একেবারে অমূলক নয়। :) তবে বেহায়ার অর্থ এখানে অন্য।

আমি বাঁচি মরি ডুবি আবার বাঁচি আবার ডুবি আবার মরি
শুধু কিছু মুহূর্তের অপেক্ষায়।
তোমার সান্নিধ্যের প্রতিক্ষায়।

ঈদে তাহলে ভাইয়ার কাছ থেকে হাতি পাব। বেজায় খুশি। :)

২০| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

নীলপরি বলেছেন: 'পরি টাইপ কিছু ....' মানে কি ? ঠিক বোঝা গেল না । যাহোক, রাজপুত্রের জন্য অনেক শুভকামনা রইল।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। 'আপনাকে' বুঝিয়েছি।

ভালো থাকুক পরি।

২১| ০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

অঝোরে কষ্ট বলেছেন: ভালো লেগেছে

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ কষ্ট। ভালো থাকুন। সবসময়।

২২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৯

উর্বি বলেছেন: নীলাদ্রীতা,
তুমি পেয়ে হারানো ক্যামেরা বন্দী স্মৃতিকথা।
জমা আছে শত আলোকচিত্র মুঠোভরা কষ্ট ব্যাথা।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ। ভালো থাকুন।

২৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

নীলপরি বলেছেন: কবিতাটা আরো অনেকবার পড়লাম মুগ্ধতা নিয়ে। তবে আমার ধারনা, বেঁচে --বাঁচা,যাপন ,
বেচে -- বিক্রি করে দেওয়া, বেচা কেনা।
Plz check it .

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ধারনা ঠিক পরি। কারেকশন করে নিয়েছি। ধন্যবাদ। :)

মুগ্ধতায় সন্তুষ্টি। ভালো থাকুক পরি।

২৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সব প্রেমময় কবি :)

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: টেক ইট অ্যাজ অ্যাঁ হিউজ কমপ্লিমেন্ট ভাইয়া। :)

২৫| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৯

জুন বলেছেন: কবিতা তো ভালোইলাগলো দিশেহারা, চমৎকার শব্দচয়ন ।
অনেক দিন পর লিখলেন কিন্ত।
শুনেছি বিষের রঙ ও নাকি নীল। সমুদ্র মন্থনে যে গরল উটে এসেছিল তা হিন্দু দেবরাজ শিব গলায় তুলে নিয়েছিলেন। তাই তো আর আরেক নাম নীল কন্ঠ। তবে এই নীল রংটি আমার বড্ড প্রিয়, প্রিয় সেই আকাশের মত ।
এসব হতাশার কথা ছাড়ুন , ফিরে আসুন ব্লগে সেই আগের মত দৃপ্তপদে :)

অটঃ আমার বাসায় এক জোড়া শালিক বিনা ভাড়ায় অনেক দিন ধরে আছে মনে রাইখেন তাদের কথা ।

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার ভালো লাগা অনুভূতি জেনে অনেক অনেক ভালো লাগা জুনাপু। বিষাদ উগরে দিচ্ছি। যাতে তারা ছিটেফোঁটও না থাকে।
নীল রং। হুম আপু নীল রং আমার ভীষণ প্রিয়। আর জোড়া শালিকের কথায় বলবো আমার তো বুনো শালিক লাগবে খাঁচার শালিক নয় আপু।
ভালো থাকবেন। সবসময়।

২৬| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম। রাজপুত্র ও খুব ভালো থাকুক। :)

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির জন্য শুভকামনা। :)

২৭| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ।

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো ধন্যবাদ! রাখার মতো জায়গা পাচ্ছি না পরি।

২৮| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।

২৯| ১০ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: দারুণ কবিতা, মন ছুঁয়ে গেল একরাশ নির্বাক কষ্টের নীল মেঘ। রাজপুত্র ভাই কবিতায় ১৩ তম ভালো লাগা!!

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন মন্তব্যে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল যেন কষ্টের নীল মেঘ স্পর্শ না করে আপনাকে। ভালো থাকুন।

৩০| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯

নীলপরি বলেছেন: তাহলে আর একটা রাজপ্রাসাদ বানান। রাজপুত্রের কাছে কি আর এমন ব্যপার! কারন এখন ও অনেক ধন্যবাদ আসন্ন।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপ্রাসাদ! হু সম্ভব যদি সেটা পরির জাদুর কাঠির ছোঁয়ায় হয়। আসন্ন ধন্যবাদ এর জন্য ব্যাংক একাউন্ট খুলবো একটা ভাবছি।

৩১| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০১

ঘনায়মান মেঘ বলেছেন: খুব খুব ভালো লেগেছে কবিতা…

জানেন প্রতিদিন ব্লগে এসে প্রথমে আপনার লেখা খুঁজি… অনেকদিন পর আপনার লেখা পড়লাম… এতদিন কোথায় ছিলেন?

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় সুখানুভব।
জানেন প্রতিদিন ব্লগে এসে প্রথমে আপনার লেখা খুঁজি…
জেনে অনেক ভালো লাগল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন থেকে চেষ্টা করবো নিয়মিত লেখা দেবার।ভালো থাকুন। সবসময়।

৩২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: জাদুকাঠি তো প্রাসাদ বানাতেই পারে। কিন্তু তা তো সাধারণ পরির পছন্দের হবে, তা কি রাজপুত্রের পছন্দ হবে?

ধন্যবাদের জন্য আপনাদের ওখানে ব্যঙ্ক একাউনট খোলা যায় বুঝি ? আমাদের তো আবার হৃদয় এ রাখা অভ্যাস ।:)

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম কথা পরি সাধারণ নয়। X(
পরির যে কোন কিছুই রাজপুত্রের পছন্দ হবে আশাকরি। আর ধন্যবাদ রাখার ব্যাংকের নাম না হয় হোক হৃদয়।

৩৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: রাজপুত্র ভাইয়া খুব সুন্দর!!!

নিলপরী আপুনি তুমিও অনেক সুন্দর!!

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: B:-) B:-) B:-)

B:-) B:-) B:-)

আপু কেমন আছো? ইফতারি খাওয়াবা না?

৩৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

নীলপরি বলেছেন: বাহ বেশ উত্তর তো! একেই বলে রাজপুত্র। সে আপনার ব্যঙ্কের নাম হৃদয় হতেই পারে। আমাদের কাছে সত্যি হৃদয় আছে।
এই বৃস্টিতে কবি রাজপুত্র কেমন আছে?

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির কি ধারনা রাজপুত্রের হৃদয় নেই! :(
রাজপুত্র ভালোই আছে তবে দিশেহীন। তার জৈবসার ভরা মস্তিষ্ক পরির নামের অর্থ উদ্ধারে ব্যর্থ।

৩৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৪

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ+++
রাজপুত্র ভাইয়া কেমন আছেন.........?

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ মন্তব্যে অনেক ভালো লাগা।
রাজপুত্র ভালো আছে। আশিক ভাইয়া কেমন আছে?

৩৬| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১৬

ফুলফোটে বলেছেন: সুন্দর...

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ধন্যবাদ ফুলফোটে। ভালো থাকুন।

৩৭| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: ভাইয়া এখন ভালো আছি একটু । ইফতারীর দাওয়াত তো চলে এসো পরীর দেশে!!!!!!!!!:) নিলপরীর পাখায় চড়ে:)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দাওয়াত শুধু মুখেই দাও তুমি! :(

কি ব্যাপার B:-)

৩৮| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: তেমন ধারনা হলে পরি বারবার কবিতা পড়তে আসত না।
তবে নামের অর্থ যে কেউ খুঁজতে পারে তেমন ধারনা ছিল না। কি দিশা দেই? অনেক পুরানো একটা গান আছে রফির গাওয়া।
..... না জানে তুম কব আওগে / জাঁহা কি রুত বদল চুকি / না জানে তুম ...../...... রাত ঢ্ল চুকি ' শুনেছেন? ইচ্ছে হলে শুনতে পারেন। এখান থেকে হ য়ত বোঝা যাবে। রাজপুত্রের জন্য শুভকামনা রইল।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা জানালেন কিন্তু অর্থটা বললেন না। এ কেমনতর শুভকামনা।

হিন্টস দেবার জন্য ধন্যবাদ সু।

৩৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৬

পরাগ হাসান বলেছেন: দূরত্বের কাছে হারিয়ে ফেলা প্রেম খুঁজি সস্তা সিগেরেটের ধোঁয়াশা ধুম্রজাল
খুব ভাল লাগলো।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।

৪০| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৮

নীলপরি বলেছেন: আপনিও তো বলেন নি হিন্টটা কাজে লাগলো কি না। তাহলে কিসের ধন্যবাদ?

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাগছে না। :(

ধন্যবাদ ফেরত।

৪১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৯

সাজিদ উল হক আবির বলেছেন: শব্দচয়ন বেশ সুন্দর ছিল। ভালো লেগেছে কবিতাটি। সুন্দর থাকুন সবসময়।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আবির সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।

৪২| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মনিরা সুলতানা বলেছেন: রাজপুত্র ইজ ব্যাক
দেখে ভালো লাগছে তোকে
লেখা ও আগের মতই ভাল লেগেছে :)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে তবে। কেমন আছো পু?

ভালো লাগা মন্তব্যে ভালো লাগা।

৪৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

নীলপরি বলেছেন: তাহলে কি আর করব । নিয়ে নিন ফেরত । :| তবে পরির পক্ষ থেকে রাজপুত্রের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: তবুও বলবেন না। :(

ধন্যবাদ। ভালো থাকুক পরি।

৪৪| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১১

নীলপরি বলেছেন: আমি তো ভাবলাম আপনার আর জানার ইচ্ছে নেই । সাধারনরা কি আর রাজাদেশ অবঙ্গা করতে পারে?
তাই উত্তর - beautiful

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অবশ্যই আছে।

রাজপুত্রাদেশ মকনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগল। ভালো থাকুন। সবসময়। অনেক।

৪৫| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯

নীলপরি বলেছেন: আপনি ও ভালো থাকুন । :)

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

৪৬| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেরী হবার জন্য আন্তরিক দুঃখিত।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন। সতত।

৪৭| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: রাজপুত্র কি ঈদের ছুটি কাটাচ্ছিলেন ।যাক কবিতাটা আবার পড়তে এসে দেখতে পেলাম ।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: না পরি। ব্যস্ততা। :(
কেমন আছে পরি?

৪৮| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: ভাইয়া হঠাৎ কবিতা লেখা কি বন্ধ হয়ে গেলো নাকি!!!!!!!!!!!!!

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুটা। কাজ আর কাজ। কি যে প্যারার মধ্যে আছি।

৪৯| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকুন সতত।

৫০| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯

খেয়ালি দুপুর বলেছেন: কবিতা কই? নতুন আরও কবিতা চাই। শুভকামনা। B-)

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্যস্ততার আধিপত্য কবিতা জুড়ে। :(

৫১| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "তোমাকে বেঁচে দেব জোড়া শালিকের কাছে"
কত বেচলেন সেটা জানিয়ে হলেও একটা পোস্ট দেন । :P

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টা করবো, ভাইয়া। ভালো থাকুন সবসময়।

৫২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮

নীলপরি বলেছেন: হুম বুঝলাম। পরি ঠিকই আছে। রাজপুত্র কেমন আছে?

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আংশিক ভালো। :(

৫৩| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৯

নীলপরি বলেছেন: দারুন উত্তর। 'আংশিক ভালো '। :) :)

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলপরি ব্যস্ততার ভারে প্রায় পরাস্ত আমি।

৫৪| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

তুষার কাব্য বলেছেন: শিরোনামটাই যার এমন তার ভেতর টা তো জমজমাটই হবে ।

শুভেচ্ছা রাজপুত্র ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই। প্রতিউত্তরে দেরী হওয়ায় দুঃখিত।

৫৫| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। প্রতিউত্তরে দেরী হওয়ায় দুঃখিত।

৫৬| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দীর্ঘদিন পর ব্লগে ।সুস্বাগতম রাজকুমার ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। প্রতিউত্তরে দেরী হওয়ায় দুঃখিত।

৫৭| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:০৬

নীলপরি বলেছেন: পরাস্ত ? এটা মোটেই রাজপুত্রের মতো কথা হল না । তাহলে এই ব্লগ রাজ্যের কি হবে ?
রাজপুত্রের জন্য অনেক শুভকামনা রইল । আশাকরি নতুন কবিতা তাড়াতাড়ি দেখবো ।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পরি উৎসাহের জন্য। ফেরার চেষ্টায় আছি।

৫৮| ১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৪৬

নীলপরি বলেছেন: তাই ? জেনে ভালো লাগলো ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পরি।

৫৯| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

দর্পণ বলেছেন: কবিতা লেখা কি ছেড়ে দিলেন রাজপুত্র?

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: না ভাইয়া। বাট ব্যস্ততায় একটু দূরে চলে গেছি।

৬০| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৪

সায়েদা সোহেলী বলেছেন: তোমার অনুভূতি তাই বড্ড বেরসিক।

কথার রং রসে ঠিকঠাক সাজিয়ে প্রকাশ করতে না জানলে যে অনুভূতি গুলো চিরকাল বেরসিক ই থেকে যায়

কবিতায় ভালো লাগা রাজপুত্র

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সোহেলী সুন্দর মন্তব্যের জন্য। ভালো লেগেছে জেনে সুখানুভব।

৬১| ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: ভাইয়া কোথায় হারিয়ে গেছো!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইতো। হারায় নি। আছে। :)

৬২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন কাব্যমালা।চমৎকার শব্দচয়ন
+++

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ। ভালো লাগা জানবেন।

শুভেচ্ছা সতত।

৬৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

বিপ্লবী পাঠক বলেছেন: কষ্টের আর্তনাদ তোমার স্মৃতির আলমিরা
ঘাসফুল ছেঁড়া পাতা শোনায় রূপকথার মিথ।
জলপরি মিশে রং নীল
তুমি গোপনে লুকনো ছন্দহীন গীত" - খুব ভালো লাগলো.
ভালো থাকবেন. ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই আপনে এখানে? ভালা করছেন। মিসাই আপনেরে। :#)

৬৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

বিপ্লবী পাঠক বলেছেন: কষ্টের আর্তনাদ তোমার স্মৃতির আলমিরা
ঘাসফুল ছেঁড়া পাতা শোনায় রূপকথার মিথ।
জলপরি মিশে রং নীল
তুমি গোপনে লুকনো ছন্দহীন গীত" - খুব ভালো লাগলো.
ভালো থাকবেন. ;)

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ধন্য।

৬৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৩

নীলপরি বলেছেন: আবার পড়তে ইচ্ছে হোলো । :)

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ভালোলাগার কারণ। :)

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ভালোলাগার কারণ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.