![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাদ্রীতা
অন্ধকার সিঁড়িকোণে তোমায় ছুঁয়ে যাওয়া সাহসিকতা নয় বরং হাইওয়েতে তোমার হাতের লাল নীল কাঁচের চুড়ি ভাঙাতেই আমি তোমার চোখে মুগ্ধতা দেখেছিলাম।
তোমার লাল ঠোঁট নিঙড়ে নয় বরং তা আগলে রেখে বৃষ্টিভেজা বিকেল গাঙচিলের ডানায় ভাসিয়ে দেওয়াতেই তোমার মৌন প্রেম অনুভব করেছিলাম।
নীলাদ্রীতা
কাগজে দুমড়ানো মুচড়ানো ভুলে ভরা কবিতার মতো প্রেম দেওয়া বাস্তবতা নয় বরং পালঙ্কের ছেঁড়া তোষক পালটাতে টিউশন যাওয়ার সারাটা পথ হেঁটে অল্প অল্প টাকা জমানোতেই তোমার চোখে মুগ্ধতা দেখেছি।
তুমি শূন্য বিরস বিকেলে শুকনো পাতাদের মাঝে নিঃসঙ্গতা লুকিয়ে রাখা দিনগুলোকে নিঃসঙ্কোচে রাতের গভীরতায় ভাগ করে নেই নিত্যনতুন দেহপসারনীর সাথে। তবুও সকালের প্রথম আলোক তোমার জন্যেই তুলে রাখি।
আমি আছি আমার মতোই। তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুলতানা রাহমান। নীলাদ্রিতার মুগ্ধতা ছুঁয়ে যাক সবাইকে। ভালো থাকুন।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
দর্পণ বলেছেন: বাহ ভালোই তো ছিলো শুরুর কবিতা।
হঠাৎ কি হইলো?
তুমি শূন্য বিরস বিকেলে শুকনো পাতাদের মাঝে নিঃসঙ্গতা লুকিয়ে রাখা দিনগুলোকে নিঃসঙ্কোচে রাতের গভীরতায় ভাগ করে নেই নিত্যনতুন দেহপসারনীর সাথে। তবুও সকালের প্রথম আলোক তোমার জন্যেই তুলে রাখি।
আমি আছি আমার মতোই। তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার।
ভুল বলে কিছু নাই রাজপুত্রভাই। ভালো থাকেন।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হঠাৎ করেই শুরুর সমাপ্তি। ফিরে আসা পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগছে।
নীলাদ্রিতাকে নিয়ে লেখা গুলো ইদানীং মাথামুণ্ড হীন। তাই পোস্ট করি না। আজ সাহস করে দিয়ে দিলাম।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: এত দিন কোথায় ছিলেন ভাই?
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রামানিক ভাই,
কেমন আছেন?
হা হা ছিলাম তো যেখানে থাকি সেখানেই। শুধু সামুতে আসা হতো না।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
কাবিল বলেছেন: অনেক ভাল লেগেছে। আশা করি এখন থেকে নিয়মিত পাব আপনাকে।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও আশা করি নিয়মিত থাকবো আপনাদের সাথে।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
জিমার পেঙ্গুইন বলেছেন: সুন্দর লিখেছেন
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পেঙ্গুইন।
ব্লগে স্বাগতম।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
কথাকথিকেথিকথন বলেছেন: লেখায় অনুভূতি বেশ প্রাণবন্ত । ভাল লেগেছে ।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় স্বার্থকতা। ভালো থাকুন প্রিয় কথাকথিকেথিকথন।
দাঁত ভেঙ্গে গেল।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক-অসাধারণ!!!
অনেক শুভাশিস রইলো সুন্দরের জন্য ...
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ লিটন। অসাধারণ মন্তব্যে প্রেরণা খুঁজে পেলাম। ভালো থাকবেন।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০
অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ, চমৎকার কবিতা! ভাল লাগাটুকু কবিকে জানাই। ভাল থাকুন সবসময়।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। পাঠকের প্রতিও রইল ভালো লাগা। ভালো থাকুন। ধন্যবাদ।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
কবিতা ভাল লাগল।
ভালো থাকুন। শুভকামনা নিরন্তর।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা সতত নীল সাধু।
ভালো থাকুন। সবসময়।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
অগ্নি সারথি বলেছেন: তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠে ধন্যবাদ।
১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
নীলপরি বলেছেন: অসাধারণ । অব্যক্ত মুগ্ধতা রেখে গেলাম।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির অব্যক্ত মুগ্ধতা মুঠোবন্দি করলাম। কেমন আছে পরি?
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: বরাবরের মতই সুন্দর, রাজপুত্র। অনন্য মুগ্ধতা কাজ করল ভিতরে।
মুগ্ধতা শব্দটার ব্যবহার আমিও আমার গল্পগুলোয় খুব করেছি!!!
আপনাকে আবার পোস্ট দিতে দেখে ভাল লাগছে। ফিরে আসুন আবার সামুর শান্ত নিড়ে, প্রচুর লেখকের ভিড়ে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যে ধন্যবাদ আরণ্যক। মুগ্ধতায় অনুপ্রেরণা পেলাম। ফিরে আসার চেষ্টায় আছি।
ভালো থাকুন। সতত।
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
র্যাট রেইস বলেছেন: আমি আছি আমার মতোই। তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার...।
অসাধারণ লেগেছে
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লাগায় প্রাপ্তির ঝুরি ভরে গেল। ভালো থকুন। শুভেচ্ছা।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬
র্যাট রেইস বলেছেন: আমি আছি আমার মতোই। তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার। ভুলে ভরা কিছু সময়ের কাছে প্রিয় মুহূর্তরা হেরে গেছে। তবু স্বপ্ন দেখি। নতুন করে স্বপ্ন দেখার...।
অসাধারণ লেগেছে
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
রিকি বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাইয়া আ আ আ আ আ আ আ আ---কতদিন পর আসলেন ব্লগে
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: রিকি ঈ ঈ ঈ ঈ ঈ ঈ ঈ --- অনেক দিন পর আসলাম।
শুভ কামনা।
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
অন্ধকার সিঁড়িকোণে চুপিচুপি লুকিয়ে থাকা কোনও দিশেহারা রাজপুত্র চাইনে । ব্লগের হাইওয়েতে লেখার লাল নীল কাঁচের চুড়ি ভাঙাতে পারা এক রাজপুত্র চাই ।
যাক্ লেখার ক্ষুরধার তলোয়ার হাতে নীল ঘোড়ার পিঠে চেপে রাজপুত্র ফিরলেন ।
ভালো লাগা ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: লাল নীল কাঁচের চুড়ি আজ চুরি হয়ে গেছে।
ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন। সাথে থাকবেন। আশা রইল।
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
সুমন কর বলেছেন: সুন্দর কথামালা.....দারুণ !!
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকুন। সবসময়।
১৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬
বনলতা-সেন বলেছেন: অনেক সুন্দর করে নিজের মুগ্ধতাকে প্রকাশ করেছেন। ভালো লাগলো
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই মুগ্ধ আমি। ভালো থাকুন। সবসময়।
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
আরজু পনি বলেছেন:
খুউউব সুন্দর ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: খুউউব করে ধন্যবাদ দিলাম।
২০| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ন্যাকা ন্যাকা ভালবাসার চেয়ে গভীর বাস্তবতায় প্রকৃত ভালবাসার অনুভবের এক শৈল্পিক উপস্থাপনা!
ভাল লাগল অনেক।
+++++
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী। বাস্তবতার নিরিখে ভালোবাসা তার রং হারায়। হয়তোবা।
ভালো লাগায় প্রেরণা পেলাম। প্লাসের জন্য আবারো ধন্যবাদ।
২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
উর্বি বলেছেন: দারুন
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যযোগ উর্বি।
২২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভ প্রত্যাবর্তন।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হামা ভাই,
ধন্যবাদ।
উৎসাহের জন্য কৃতজ্ঞতা।ভালো থাকুন।
২৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০
নীলপরি বলেছেন: পরি ভালো থাকার চেষ্টায় আছে।
রাজপুত্রের জন্য অনেক শুভকামনা রইল।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরির জন্য ভালো লাগা।
২৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
অর্বাচীন পথিক বলেছেন: ছোট্ট কিন্তু অনেক গভীরের অনুভূতি
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ পথিক।
২৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
ফুলফোটে বলেছেন: তোমার লাল টিপে এখনো সূর্যাস্ত আমার....
এই লাইন টা দারুন...।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক লাইনেই তবে স্বার্থক আমি ফুলফোটে।
২৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো --------------
৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
২৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ প্রত্যাবর্তন।
কবিতা ভালো লেগেছে
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই। ভালো থাকুন। সবসময়।
২৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহা ফিরেই এসেই কি দারুন একখান লেখা রাজপুত্র......।। আর পালাবেন না ... কিন্তু
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন কিছু হয়েছে কিনা সন্দিহান। তবু ভালো লাগায় মন প্রেরণার নায়ে হাওয়া লাগলো।
পালানোর ইচ্ছে আর নেই। দেখা যাক। ভালো থাকা হোক ঈপ্সিমণি।
২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩
তাসলিমা আক্তার বলেছেন: শুদ্ধতম প্রেম। শরীরের চেয়ে মনের যোগ বড়। শরীরী স্পর্শ গুলো একসময় হারিয়ে যায়। নতুন স্বপ্নের পর নতুন ভোর, আসবে হয়তো হয়তো না। কী যায় আসে। মনে তার নিত্য আনাগোনা। আগেও হয়ত বলেছি, কবিতায় পত্রী বাবুকে খুঁজে পাই। হয়তো সে গেঁথে গেছে গহনে কিংবা হয়তোবা একই মানের লেখনী। সুভেচ্ছা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আগেও হয়ত বলেছি, কবিতায় পত্রী বাবুকে খুঁজে পাই। হয়তো সে গেঁথে গেছে গহনে কিংবা হয়তোবা একই মানের লেখনী।
হয়তোবার পরেরটুকু আমার মতো লোকের জন্য বাহুল্য আর উনার জন্য অপমান।
আপনার কথাগুলো কবিতাটাকে সমৃদ্ধ করলো। কিছু শব্দবাক্য কবিতা হয়ে ওঠে কখনো কখনো। যেমনিটা আপনার এই কথাগুলো।
ভালো থাকুন।
৩০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৬
নীলপরি বলেছেন: আবার পড়লাম । কেনো ? সেটা মেইলে বলছি ।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। আমি দেখেছি।
৩১| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
নীলপরি বলেছেন: কোন মেইলটা দেখেছেন ? লিঙ্ক দিয়েছি যেটায় সেটা দেখেছেন ? আবার দিলাম । দেখা হলে এই মন্তব্যটা মুছে দেবেন । পারলে মেইলটা চেক করলে ভালো হয় ।
http://www.somewhereinblog.net/blog/Ronginghuri/30150048
http://www.somewhereinblog.net/blog/Ronginghuri/30150048
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
সুলতানা রহমান বলেছেন: তবু স্বপ্ন দেখি। ……নীলাদ্রিতার মুগ্ধতা ছুয়ে গেল আমাকে ও। ভাল লাগলো।