নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'গানওয়ালা'
যে মানুষটার চোখ নেই; সেও অন্ধকার দেখতে পারে— এই ভেবে নাচের দৃশ্য থেকে লোকগুলো কুড়িয়ে আনে ঘুঙুরের শব্দ।
নিষেধের পাশে খুলে রাখে কাঠের জুতো। ডানার আকাঙ্ক্ষা নিয়ে পাখিদের উড়তে দ্যাখে— তৃণভূমি।
শরাবখানায় জুতো বিক্রেতারা সফলভাবে এ' প্রসঙ্গ পালটে দেয়— অন্ধ গানওয়ালার কণ্ঠে; যে গানের মাঝে ঈশ্বর নামাতে পারে।
কাঠের জুতো পরলে পৃথিবীর আয়ু বেড়ে যায়। অথচ ঈশ্বরের আয়ুরেখা ধ'রে লোকগুলো বিভ্রান্তির পথে চ'লে যাচ্ছে।
কাঠের জুতোর বদলে কেউ খুলে রেখে গ্যাছে তাদের পাদু'টো।
আহত পাখির পালকে কষ্ট লুকোনোর মত ক'রে বাকিরা যখন লুকিয়ে রাখে— অসংখ্য পা; অসংখ্য গানওয়ালা।
করাতের ঠোঁটের নিচ থেকে তখনো ভেসে আসছে মোলায়েম গানের স্বর।
শুভ্র সরকার
[লেখা কপি করতে পারেন। এমনকি নিজের নামেও চালায় দিতে পারেন।]
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি ভালো শ্রোতা। আশাকরি ততোধিক ভালো পাঠিকাও।
২| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: [লেখা কপি করতে পারেন। এমনকি নিজের নামেও চালায় দিতে পারেন।] ব্যতিক্রমী উদ্যোগ।
লিখার মূল থিম বোঝতে কষ্ট হয়েছে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মূলত তারা সেইটাই নিতে পারবে যেটা আমি লিখেছি। যেটা লিখি নাই, তা তো নিতে পারবে না।
রূপকের আড়ালে আছে। পাঠকদের আমি আসলে বুদ্ধিমান ভাবি।
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
মনস্বিনী বলেছেন: অতি আধুনিক কবিতা বুঝতে চাওয়া বৃথা।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এমন কোন শব্দ আছে যা আপনার অজানা? আশাকরি নাই। তাহলে দুর্বোধ্য নয়। যেটা প্রয়োজন সেটা আপনার মনোযোগ। আমার কাছে কবিতায় প্রধান ব্যাপার বোধ। আমি ওইটা নিয়েই খেলি।
৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর লেখা । লেখার একটা আয়তন আছে । সত্য ভেবে ভুল পথে গমন...
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ কথা। ভালো থাকবেন। সমালোচনা চাই আপনার কাছ থেকে।
৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
বাহ ... বেশ লিখেছেন তো !
এই ভেবে নাচের দৃশ্য থেকে লোকগুলো কুড়িয়ে আনে ঘুঙুরের শব্দ। চমৎকার রূপকল্প ।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: চিত্রকল্প নিয়ে বেশ কিছু কাজ আছে আমার। একে একে দেব জী এস ভাই। ভালো থাকবেন।
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: এসব গানওয়ালা'র গান আমরা শুনতে পাই না, শুনতে চাই না।।
ভালো লিখেছো। +।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই গানগুলো বেজে ওঠে নির্জন।
৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫
উম্মে সায়মা বলেছেন: এটা বুঝতে একটু কষ্ট হল। বেশ ক'বার পড়ার পর বুঝলাম
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ উম্মে সায়মা
৮| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: “যে মানুষটার চোখ নেই; সেও অন্ধকার দেখতে পারে”
ভাবসম্প্রসারন হিসেবে তুলে দেয়ার মতো একটা লাইন!
“ডানার আকাঙ্ক্ষা নিয়ে পাখিদের উড়তে দ্যাখে— তৃণভূমি।”
“আহত পাখির পালকে কষ্ট লুকোনোর মত ক'রে বাকিরা যখন লুকিয়ে রাখে— অসংখ্য পা; অসংখ্য গানওয়ালা।”
এই লাইন দুটোও বেশ লেগেছে!
++
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: একদিন ভাবসম্প্রসারণ হিসেবে যুক্ত হইতেই পারে!
তবে শেষলাইনটা আমায় ভাবাইছে। বিপদের এমন চিত্রকল্প হয়তো নতুন।
৯| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২
নীলপরি বলেছেন: আহত পাখির পালকে কষ্ট লুকোনোর মত ক'রে বাকিরা যখন লুকিয়ে রাখে— অসংখ্য পা; অসংখ্য গানওয়ালা।
করাতের ঠোঁটের নিচ থেকে তখনো ভেসে আসছে মোলায়েম গানের স্বর।
--
রেশ থাকে .......
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এগুলোই থেকে যাবে। শুধু থাকবে না মানুশগুলো।
১০| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখাতেই গানের সুর আছে।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধরতে পারলে আপনি গায়ক।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭
আখেনাটেন বলেছেন: কাঠের জুতো পড়লে (পরলে) পৃথিবীর আয়ু বেড়ে যায়। -- কীভাবে? এতে তো অায়ু কমে যাওয়ার কথা। গাছ কেটে কাঠের জুতো বানাতে হয়। গাছের বিনাশ মানে তো গ্লোবাল ওয়ার্মিং মানে ধরিত্রীর সর্বনাশ।
কিছু লাইন মনে রাখার মতো যেমন করাতের ঠোঁটের নিচ থেকে তখনো ভেসে আসছে মোলায়েম গানের স্বর। । কিছু লাইন ক্লিশে হয়ে গেছে এখন যেমন যে গানের মাঝে ঈশ্বর নামাতে পারে।।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: টাইপোটা ধরায় দেয়ার জন্য ধন্যবাদ।
কাঠের জুতো রূপকার্থে ব্যবহার করা হইছে। আপনি এইটাকে 'মুখোশ' ধ'রে এগোলে কবিতার একটা মিনিং পাবেন। তাই গাছের বিনাশের সাথে এর কোন সম্পর্ক নাই।
ক্লিশে তখন মনে হবে যখন আপনি বিচ্ছিন্নভাবে লাইনটা পড়বেন। ওই লাইনটাই আপনার মনে রাখার মতো লাইনটার অস্তিত্ব ধ'রে রাখছে। 'মোলায়েম গানের স্বর' এইখানে পবিত্র একটা ব্যাপার আনা হইছে বা তার চেষ্টা করা হইছে। আর এইটা পাঠকরে কানেক্ট করাবে ঈশ্বর নামাতে পারার ব্যাপারটা।
১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২২
মেহেদী হাসান তামিম বলেছেন: আপনার লিখাটি সমর সেনের মুক্তগদ্য ছন্দকে মনে করিয়ে দিল। বেশ লিখেছেন।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০
মেহেদী হাসান তামিম বলেছেন: মুগ্ধতা অপার
ঘোর যেন লাগে
তবু চলি পড়ে
তোমার এ কবিতা কে
তবু হয়ে উঠি মোহগ্রস্ত
যতই তোমাকে আমি পড়ি
ওগো দিশেহারা রাজপুত্র
তুমি যে দারুণ এক কবি।
অক্ষরবৃত্তে কবির বন্দনাল
কি বলো হলো মন্দ না।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৪| ১৯ শে মে, ২০১৮ রাত ১:১৬
নীহার দত্ত বলেছেন:
সুন্দর কবিতা
২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬
শায়মা বলেছেন: লেখার মাঝেই সেই গানের সুর শোনা গেলো ভাইয়া!