নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'অন্ধকার একজন ল্যাম্পপোস্ট'
ঝুঁকে থাকা পল্লবের স্তনবৃন্ত থেকে গড়ায়ে নামে— এমন দুর্লভ অন্ধকার।
ভূগোল বইয়ে মার্গারেট গুছায়ে রাখে পাতাদের ভ্রমন, বাইনোকুলার,
পেখম মেলে রাখা সন্ধে। অনায়াসে সে আড়াল ক'রে রাখে পথের বিস্তার।
বিমর্ষ ল্যাম্পপোস্টের দিকে তাকায়ে জানতে মন চায়— অন্ধকার কী
মার্গারেট আপনার বাইনোকুলার দূরত্বে, ঝাঁকে ঝাঁকে উড়ে যায় টিয়াপাখি,
বহুকাল পাতার ভান ক'রে যারা গাছেরে জড়ায়ে রেখেছে
অথচ আপনার থেকে বের হওয়া প্রতিটা পথ পৃথিবীতে ঢুকে গেছে।
একা নির্জন আপনি যেমন দাঁড়ায়ে থাকেন বিমর্ষ ল্যাম্পপোস্টের নীচে।
বিমর্ষ ল্যাম্পপোস্টের নীচে একা নির্জন অন্ধকার তেমন দাঁড়ায়ে আছে।
শুভ্র সরকার
[ব্লগে প্রকাশিত একটা কবিতায় ব্যবহৃত শিরোনামের প্রভাব আছে]
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জাহিদ। ভালো থাকবেন।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগা।
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: তীব্র আবেগ না থাকলে এমন কবিতা কিছুতেই লেখা সম্ভব নহে।
১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: তীব্র আবেগ কিন্তু অধিকাংশের মধ্যেই থাকে।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর! বেশ সুন্দর!!
১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কথাগুলো
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ নাঈম
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
নাগরিক কবি বলেছেন: শুভ্রদা আপনার কবিতার আমি সবসময় একজন নীরব মুগ্ধ পাঠক। +
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ অনীক।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় অনেক ভাল লাগা রইল, কবি ।।
কবির কবিতায় আমিও জিগাই---- অন্ধকার কি?
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: অন্ধকার কী তা একজন অন্ধ মানুষ কেবল বলতে পারবে।।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সোহানী বলেছেন: অসাধারন.... হাঁ আগে ও মনে হয় এরকম একটা লিখা পড়েছিলাম।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি পড়ি নাই এইরকম। 'অন্ধকার একটা ল্যাম্পপোস্ট' এই শিরোনামটা ছিল। যার দ্বারা প্রভাবিত হয়ে লেখা। সেইটাও ভুলভাবে প্রভাবিত হওয়া। আমি ভেবেছিলাম তিনি অন্ধকারকে ল্যাম্পপোস্ট বলছেন।
বিষয়বস্তু ভিন্ন।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
নীলপরি বলেছেন: +++++++
শুভকামনা ।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস পরী
১০| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
তুমি পল্লবের প্রথম কিরণ কিভাবে এঁকেছ সেতো জানি নে কবি তবে আমার তা ভাল লেগেছে...
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন ভ্রমর।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
খায়রুল আহসান বলেছেন: পেখম মেলে রাখা সন্ধ্যে -- কথাটা খুব ভাল লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোবাসা নেবেন ভাই।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩
জেন রসি বলেছেন: প্যারাডক্স।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ট্রাই করছিলাম। বাট ভালো লাগে নাই পরে।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
শিরোনাম চমৎকার । কবিতার মধ্যে অন্ধকারের সাথে ব্যতিব্যাস্ত কাউকে অনুভব হলো !
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক ধরছেন। এইটা আমার উত্তেজনার প্রিম্যাচিউরড কবিতা
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভেচ্ছা বিজন দা।
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
ভ্রমরের ডানা বলেছেন:
ফিরে এসো কবি.....
৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফিরলাম হয়তোবা।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
জাহিদ অনিক বলেছেন:
একাকীত্বেও একটা একাকীত্ব আছে।
কবিতা ভালো লাগলো মিঃ রাজপুত্র।