![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু শিখতে গেলে ভয় হয়। মনে হয় আমাকে দিয়ে হবে না। কঠিন জিনিস জটিল করে শিখতে হবে। শেখার আগে জ্বর হবে, শিখতে গেলে হার্ট ফেল! শৈত্যপ্রবাহে আমরা ততটা কাঁপি না, যতটা কাঁপি নতুন কিছু শেখার ভয়ে। চৈত্রের তাপে ততটা পুড়ি না, যতটা পুড়ি বুঝতে না পারার হতাশায়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষরাই প্রথম ঘুরে দাঁড়ায়।
সমুদ্রে একা ডুবতে যাওয়া মানুষটাই জানে তীরে ফেরার আকুলতা কতো! এদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন কিছু শিখতে চাওয়া মানুষদের জন্য আমরাই প্রথম ঘুরে দাঁড়ালাম। আমরাই নিয়ে এলাম গল্পে গল্পে কোডিং শেখার পাঠশালা। 'গল্পে গল্পে কোডিং শিখি' আপনাকে নিয়ে যাবে রূপকথার রাজ্যে।
বিস্তারিত পড়ুন
কোডিং শিখতে গিয়ে রূপকথার গল্প!
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০০
কসমিক- ট্রাভেলার বলেছেন:
++++