নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ একজন মানুষ আমি আমার আশে পাশে যা দেখি তা নিয়ে লেখার চেষ্টা করি । কাউকে খোঁচানো পছন্দ করি না এবং আমি কাউকে খোঁচাই না । বলতে পারেন অনেকটা আত্মকেন্দ্রিক। মাঝে মধ্যে লেখার চেষ্টা করে যাচ্ছি জানিনা যা লিখতেছি তা আদৌ হচ্ছে কিনা ?

নুরুল আমিন মুরাদ

নুরুল আমিন মুরাদ › বিস্তারিত পোস্টঃ

অভিবাদন হিসেবে \'সালামের প্রচলন\'

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

সালাম আবিষ্কার ও প্রচলনের ঐতিহাসিক কাহিনী । সালাম আরবি শব্দ । ইহা আল্লাহর ৯৯ নামের একটি । এর অথ শান্তি তথা '' সব ধরনের অপ্রত্তাশিত ও অনাকাংখিত বিষয় বা পরিস্থিতি হতে মুক্ত থাকা'' । মুসলিম সমাজে প্রচলিত অভিবাদন বানী কে সালাম হিসেবে আমরা জানি । এর ঐতিহাসিক কথা হলো, নবুয়তের ৬ ষ্ঠ বর্ষে ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর নির্দেশে নবী মুহাম্মদ(সা.) আরশে আজীমে আমন্ত্রিত হয়ে মহান আল্লাহর প্রতি অভিবাদন হিসেবে বলেন -
التحيات لله و الصلوات والطيبات
এ অভিবাদনের জবাবে নবী মুহাম্মদ. সা. কে মহান আল্লাহ তালা বলেন -
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ،
এভাবে আরো অনেক কথা..............., চলমান প্রসংগে কথা হলো, দুনিয়ার সেরা মানবের প্রতি মহান আল্লাহর দরবারে নিজের তরফ থেকে উচ্চারিত অভিবাদনের ভাষা কে মহানবী( সা.) সব মুসলিম সমাজে আল্লাহর হুকুমে উম্মতের জন্য প্রচলন ও জারি করে দেন । মুল শব্দ ঠিক রেখে শুধু বচন ও সম্বোধন রীতি কে একটু বদলিয়ে বলা হলো -
السلام عليكم ورحمة الله وبركاته ،----------------
এর জবাব হিসেবে বিধান করা হলো - - - - - - - - —--------------------
و عليكم السلام ورحمة الله وبركاته - - - - - - - - - - - -
এর বাংলা ভাবানুবাদ হলো------" শরীর, মন, সম্পদ সহ সব স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয়ে সব ধরনের শান্ত্বনা, নিরাপত্তা ও সুরক্ষা এবং অনুগ্রহ ও সার্বিক প্রবৃদ্ধির ধারাপ্রবাহ আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য মঞ্জুর করা হোক "
এর জবাবে বলা হলো - - - -" আপনাদেরও - - - - - - - - অনুরূপ হোক"
কত সুন্দর ও চমৎকার অর্থবহ অভিবাদন ! ! অতএব সব থাকার পরও আমাদের কেহ কেহ বলেন, শুভ সকাল, শুভ বিকাল - - - - - - - - - আরো কত কথা!! পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪০

নেবুলাস বলেছেন: السلام عليكم ورحمة الله وبركاته

২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮

কাজী মাহমুদ রুম্মান বলেছেন: আরশে আজিমের হাদিসটির সূত্র উল্লেখ করলে উপকৃত হবো।এটা কি সহীহ হাদিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.