নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আমিনুল ইসলাম (মিলন)

"চোখের আড়াল, মনের আড়াল।"

মোঃ আমিনুল ইসলাম (মিলন) › বিস্তারিত পোস্টঃ

তুই কি আমার দুঃখ হবি?

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৩

তুই কি আমার দুঃখ হবি?

(হেলাল হাফিজ)





তুই কি আমার দুঃখ হবি?

এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল

রুখো চুলে পথের ধুলো

চোখের নীচে কালো ছায়া

সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।



তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?

মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?

তুই কি আমার খাঁ খাঁ দুপুর

নির্জনতা ভেঙে দিয়ে

ডাকপিয়নের নিষ্ঠ হাতে

ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?

একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা

কেমন যেন বিষাদ হবি?



তুই কি আমার শুন্য বুকে

দীর্ঘশ্বাসের বকুল হবি?

নরম হাতের ছোঁয়া হবি?

একটুখানি কষ্ট দিবি,

নীচের ঠোট কামড়ে ধরা রোদন হবি?

একটুখানি কষ্ট দিবি

প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়

কথা দিয়েও না রাখা এক কথা হবি?

একটুখানি কষ্ট দিবি



তুই কি একা আমার হবি?

তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৯

মোরশেদ পারভেজ বলেছেন: ভাই, কবির নাম ভুল হইছে।

এইটা হেলাল হাফিজ এর " যে জলে আগুন জ্বলে" বই এর কবিতা

২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৪

ময়নামতি বলেছেন: আপনার কবিতা ভাল লাগল ।+++

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৪

মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।...আমার অনাকাংখিত ভু্লের জন্য দুঃখ প্রকাশ করছি এবং ভুল সংশোধন করে দিলাম।
+++ দেবার জন্য আপনাকেও ধন্যবাদ ময়নামতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.