![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
স্মার্টফোনের পর্দায় চশমা ছাড়া ত্রিমাত্রিক [থ্রিডি] ছবি দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন হিউলেট প্যাকার্ডের [এইচপি] গবেষকরা। এইচপি বলছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তিতে চশমা ছাড়াই বিভিন্ন কোণ থেকে পর্দায় ভেসে থাকা কনটেন্ট ত্রিমাত্রিক আকারে দেখা যাবে। সরাসরি ত্রিমাত্রিক ছবি দেখার সুযোগ দিতে গ্গ্নাসের আবরণে ন্যানো প্রযুক্তির অতি ক্ষুদ্র খাঁজ তৈরি করা হবে। এই খাঁজগুলো আলোর পথকে বাঁকিয়ে দেবে। পর্দায় ভাসা ছবির যে কোনো দুটি বিন্দু থ্রিডি রূপে চোখে পড়বে।
এর আগে স্মার্টফোনে ত্রিমাত্রিক বস্তু দেখার প্রযুক্তি উদ্ভাবিত হলেও চশমা ছাড়া দেখতে পাওয়া দারুণ ব্যাপার হবে। তবে ইতিমধ্যে নিনটেন্ডোর গেমিং কনসোলে চশমা বিহীন ত্রিমাত্রিক ছবি দেখার জন্য থ্রিডিএস গেমিং প্যাড যুক্ত হয়েছে। তবে এখানে ত্রিমাত্রিক ছবি দেখতে বিশেষ ভঙ্গিমায় তাকিয়ে থাকতে হয়। এইচপি জানিয়েছে, তাদের উদ্ভাবিত প্রযুক্তিতে কোনো কৌশল দরকার নেই। বিশ্লেষকরা বলছেন, তৃতীয় কোনো ডিভাইসের সহযোগিতা ছাড়া ত্রিমাত্রিক ছবি দেখার ব্যাপারটি প্রযুক্তির ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গোবর গণেশ বলেছেন: আরো আরো চাই, অনেক চাই। কোন কিছু ছাড়াই শুন্যে ছবি দেখতে চাই। যা চাই তাই দেখতে চাই। কবে দেখতে পাবো ভাই।