নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

মহাকাশে মহাযুদ্ধ

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১



অ্যাকশন আর রোমাঞ্চ। এ দুইয়ের মিশেলে গেমারদের নতুন অভিজ্ঞতা দিতে আসছে গেমস 'স্টার ট্রিক', বাফটা গেমস পুরস্কার জয়ী বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ত্রয়ী অ্যালেক্স ক্রুজম্যান, রবার্তো অর্চি এবং মারি আনি্ন কাজাইকের গল্প অবলম্বনে গেমটি ডেভেলপ করেছে ডিজিটাল এক্সট্রিম।



কাহিনী:

বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক গেমটির চরিত্রগুলো সরাসরি তুলে নেওয়া হয়েছে স্টার ট্রিক চলচ্চিত্র থেকে। মহাকাশ জয়ে অজানা গন্তব্যে পাড়ি জমায় স্টার ট্রিক সংস্থার একজন কমান্ডার। এলিয়েনদের আক্রমণের মুখে পড়ে তার মহাকাশ যান। বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। এ অবস্থায় ক্রুদের ছোট কয়েকটি সাব-যানে পাঠিয়ে এলিয়েনদের স্পেসশিপে মুখোমুখি সংঘর্ষের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে এলিয়েন গ্রহের নেতৃত্বে চলে যায় এক যুদ্ধবাজ সন্ত্রাসীর হাতে। তার দখলে রেড ম্যাটার নামক ভয়ঙ্কর অস্ত্র। যা দিয়ে ব্ল্যাক হোল তৈরি করে গায়েব করে দেওয়া যায় যে কোনো গ্রহ। এলিয়েন গ্রহ থেকে আশ্রয়ের সন্ধানে ছদ্মবেশে পৃথিবীতে আশ্রয় নেন গেমের অন্যতম প্রধান চরিত্র স্পক। নতুনভাবে গড়ে তোলেন স্টার ট্রিক সংস্থাকে। অন্যদিকে মহাকাশচারী হিসেবে স্টার ট্রিকে যোগ দেন ক্রিক। স্পক এবং ক্রিকের নেতৃত্বে সেই এলিয়েন গ্রহের উদ্দেশে আবার শুরু হয় নতুন যাত্রা। গেমারকে এখানে খেলতে হবে স্পক এবং ক্রিকের ভূমিকায়। যাত্রাপথে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর অভিযানের।























কবে আসছে?:

প্যারামাউন্ট পিকচারের প্রকাশিত গেমটি বাজারে আসবে চলতি বছরের ২৩ এপ্রিল।



খেলা যাবে যেসব ডিভাইসে:



# এক্সবক্স৩৬০

# প্লে-স্টেশন৩

# মাইক্রোসফট উইন্ডোজে চালিত পিসি



যা যা লাগবে:



# ইন্টেল কোর-টু-ডুয়ো ২.৬৬ গিগাহার্টজ প্রসেসর,

# জিফোর্স জিটিএক্স ৮৮০০ জিএস অথবা রেডন এইচডি ২৯০০ জিটি সিরিজের ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড

# ৪ গিগাবাইট র‌্যাম,

# ১২ গিগাবাইট ফাঁকা হার্ডডিস্ক স্পেস

# ডাইরেক্ট এক্স-৯



বি: দ্র: ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

বোকামন বলেছেন: অনেক ধন্যবাদ । এক্সবক্স৩৬০ নিশ্চয়ই দারুন লাগবে খেলেতে ! তাই না ?

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

কোলাহল নির্জনে বলেছেন: হওয়ার তো কথা। আগে তো রিলিজ হতে দেন :)

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

বোকামন বলেছেন: :| :| :)

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

কোলাহল নির্জনে বলেছেন: ২৩ এপ্রিল। মাত্র আর কয়েকটা দিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.