নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

চমক জাগাবে যে চারটি স্মার্টফোন.........

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩









স্যামসাং গ্যালাক্সি এস৪: স্যামসাং মানেই চমক আর সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্ট। গ্যালাক্সি সিরিজে বাজিমাত করা এই সিরিজের সবশেষ সিক্যুয়েল হিসেবে স্যামসাং আনতে যাচ্ছে গ্যালাক্সি এস৪, যা নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকের মতে এই ফোনের উপর ভর করে জনপ্রিয়তার দিক দিয়ে আইফোনকে ছাড়িয়ে যেতে সক্ষম হবে। পাঁচ ইঞ্চি পর্দার এ স্মার্টফোনের সবেচেয়ে বড় বৈচিত্র্য বক্তব্যের ভাষা পারস্পরিক রূপান্তরের এস ট্রান্সলেটর টুল। কন্ঠস্বর কমান্ড পদ্ধতির পাশাপাশি চোখের ইশারায় কাজ করিয়ে নেওয়ার পদ্ধতি আইট্রকার। স্মার্টফোনের সাহায্যেই সব ইলেকট্রনিক্স পণ্যের উপর নিয়ন্ত্রণ নেওয়ার ব্যবস্থা ইনফ্রারেড। পাশাপাশি হাতের বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যেও নিয়ন্ত্রনে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা জেসচার কন্ট্রোল। আর গতির ঝড় তুলবে ১.৯ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসর এবং ২ গিগাবাইট র‌্যাম। তবে কোন কোন সূত্রমতে ১.৬ গিগাহার্জ অক্টকোর গতির প্রসেসরও সংযোজিত হতে পারে। অ্যাপসের দিক থেকেও এগিয়ে। সংযোজিত হবে অ্যান্ড্রয়েডের সবশেষ সংস্করণ জেলিবিন ৪.২.২, বাজারে আসবে এ বছরের শেষভাগে। তবে বড় মাপের স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি [২৬০০মিলি অ্যাম্পিয়ার] ব্যাকআপ তেমন উচ্চ মানের নয়।

দাম: $1050











এইচটিসি ওয়ান: উচ্চমানের স্মার্টফোন নির্মানে বরাবরই সেরা তাইওয়ানের ব্রান্ড এইচটিসি। আকাক্ষিত স্মার্টফোনের দিক থেকে অনেক এগিয়ে এইচটিসি ওয়ান। নতুন কিছু ফিচার আর পারফমেন্সের মিশেলে স্মার্টফোন ব্যবহারকারিকে অন্যরকম অভিজ্ঞতা দিতে পারবে। স্টাইলিশ এই ফোনটির বাহ্যিক কাঠামো তৈরিতে ব্যবহার করা হবে অ্যালুমিনিয়াম স্তর। আর ডিসপ্লে ভেলকিতেও ছাড়িয়ে যাবে সব স্মার্টফোনকে। পাশাপাশি ছবি প্রেমিদের জন্য থাকবে বেশ কিছু ডিজিটাল ক্যামেরার ফিচার। তুলনামূলক কম আলোতে স্থির-চিত্র ধারণ করা যাবে নিখুতভাবে। গতির ঝড় তুলতে ১.৭ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসরের সাথে থাকবে ১ গিগাবাইট র‌্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১; তবে কবে নাগাদ বাজার আসবে সে ব্যাপারটি পরিষ্কার না হলেও বছরের শেষ ভাগে ফোনটি রিলিজ হওয়ার কথা।

দাম: $850











এলজি অপটিমাস জি প্রো: ব্যবহারকারিকে একই সাথে ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা দিতে এলজির অপটিমাস জি প্রো। কার্যকরিতার দিক থেকে এটি ট্যাবলেট আর স্মার্টফোনের মাঝামাঝি। সাড়ে ৫ ইঞ্চির দানবীয় পর্দার সাথে ১০৮০পি এইচডি রেজ্যুলেশন। ১.৭ গিগাহার্জ কোয়াড কোর গতির প্রসেসরের সাথে ২ গিগাবাইট র‌্যাম মিলে তৈরি করবে গতিশীল আবহ। তবে মাল্টি টাস্কারদের জন্য এই ফোনটি বিশেষভাবে উপযোগি হবে। কেননা জি’প্রো এর পর্দায় একই সাথে একই সময়ে তিনটি অ্যাপস চালানো যাবে। যা স্মার্টফোটির জনপ্রিয়তার প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। পাশাপাশি ৩১৪০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় দীর্ঘক্ষণ চার্জ ব্যাকআপ নিয়েও খুব একটা দুশ্চিন্তায় পড়তে হবে না।

দাম: $900











সনি এক্সপেরিয়া জেড-এল: নতুনত্বে বরাবরই এগিয়ে সনি। সবাইকে ছাপিয়ে যাওয়ার প্রত্যয়ে এক্সপেরিয়া সিরিজের জেড-এল। সর্বপ্রথম স্মার্টফোন হিসেবে এতে যুক্ত হতে যাচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার। যা বাড়ির সব আধুনিক ইলেকট্রনিক্স পণ্যের নিয়ন্ত্রণ নিতে সাহয্য করবে। টেলিভিশন চালাতে প্রযোজন হবে না রিমোর্ট। পাশাপাশি ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসরের সাথে থাকবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.১; অন্যদিকে স্মার্টফোনের ক্যামেরা ফিচারের দিক থেকে বরাবরই এগিয়ে এক্সপেরিয়া সিরিজ। সে ধারাবাহিকতায় এর ক্যামেরায় বসতে যাচ্ছে প্যানোরামিক ফিচার সহ ইমেজ স্ট্যাবিলাইজার এর মতো সব ফিচার। সবচেয়ে মজার ব্যাপার হলো পানির নিচেও সাবলীলভাবে এর সাহায্যে কাজ চালিয়ে নেওয়া যাবে। এ স্মার্টফোনটি রিলিজ হবে এ মাসের শেষভাগে।

দাম: $650

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

পেন্সিল স্কেচ বলেছেন: সেইরম price :p

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

কোলাহল নির্জনে বলেছেন: উকে প্রাইজ যোগ করে দিতেছে

২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: এস ৪!!!!

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কোলাহল নির্জনে বলেছেন: দাম মাত্র ১০৫০ ডলার :)

৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

ব্ল্যাক টিউলিপ বলেছেন: উপরের দুইটা ছবির কোনটাই তো Galaxy S4 না। ওইগুলো সম্ভবত কনসেপ্ট ছিল। S4 হইলো এইটাঃ


সোর্সঃ View this link

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

কোলাহল নির্জনে বলেছেন: উকে জনাব

৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০

জাহিদ হাসান বলেছেন: খুব ভালো একটা লেখা পোষ্ট করেছেন । তবে এগুলো আমাদের কাছে কেবল স্বপ্নই ।

সব শেষে

+++++++++++++++++++++++++

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

কোলাহল নির্জনে বলেছেন: আমাদের কাছে কেবল স্বপ্নই :( :( ঠিক কইছেন

৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

মো: আতিকুর রহমান বলেছেন: 1050৳ হইলে কিনতাম।

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

কোলাহল নির্জনে বলেছেন: কন কি মিয়া ভাই। এই দামে তো সিম্পনি ও পাইতেন না B:-) :-B B:-) :-B

৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

আয়রন ম্যান বলেছেন: মো: আতিকুর রহমান বলেছেন: 1050৳ হইলে কিনতাম।

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

কোলাহল নির্জনে বলেছেন: আয়রন ম্যানের জামা ডা বেচবাইন>>>???? :)

৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

বোকামন বলেছেন: সনি এক্সপেরিয়া জেড-এল

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

কোলাহল নির্জনে বলেছেন: কিনলে মিলাদ দিয়েন কইলাম B-) B-)

৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

চালাক বাবু বলেছেন: আব্বু, মোবাইল কিনমু ...:-(:-(:-(

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২

কোলাহল নির্জনে বলেছেন: বাবু কাদে না কইলাম :P

৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

হাসান মুহিব বলেছেন: মি একটা কিনব, কিন্তু দাম যা দেখছি, তাতে তো হয়তবা কেনাই হবে না, লুল

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

কোলাহল নির্জনে বলেছেন: চিন্তা কইরেন না ব্রাদার, গরিবের বন্ধু চায়না থাকতে টেনশন সব দূরে থাকবে :)

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

সাইফ সানি বলেছেন: ডিসপ্লে আর ক্যামেরার কথা চিন্তা করলে এইচটিসি বেস্ট। স্যামসাং ধারে কাছে ও নাই। আমি ২টা ফোন ব্যাবহার করি, এইচটিসি আর স্যামসাং। এইচটিসি ফার বেটার।

সনির মডেলটা ভালো হবার সুযোগ আছে। এলজির ব্যাপারে সন্দিহান। যদিও ওদের অপটিমাস সিরিজটা ভালো ব্যবসা করেছে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯

কোলাহল নির্জনে বলেছেন: অভিমত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.