| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুল হক জুয়েল
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
১.
ভালবাসি বলা হয় না বোঝার মত ভাষায়
সমীরণ জটিল হলেও বুঝবে বলেই আশা
জটগুলো সব খুলতে যদি চুল গুলো হয় ধুসর
দাঁতহীন মুখেই মিষ্টি শোনায় এই তো ভালবাসা।
২.
নিত্য রাতে ডুব সাঁতারে খুঁজছি গুপ্ত ধন
পাই না বলেই ভেবো না আমার ক্ষান্ত হলো পণ
সহজে যদি যায় তা মিলে কিসের মূল্য তার
তারার মতই সোনা চমকায় খনির অন্ধকারে
খুঁড়তে খুঁড়তে শ্রান্ত শরীর ঘাম ঝরিয়ে তবে
তাইতো মানুষ সোনার কনার এত মূল্য করে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।