![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
আবার কর্ষিত হবে
সোনাফলা ফসলের মাঠ।
বিদির্ণ বুকে গুজে দেব
সোনা রঙা বীজ কিছু
লাভের অধিক যেন আশা।
তারপর শুরু অপেক্ষার ।
হে সোনা ফলা মাঠ,
আমাকে পূর্ণ করে দাও
তোমার দানে দানে,
নিজেকেও...
২.
দেখ মেয়ে তোর চাউনি বাঁকা
স্বপ্ন আঁকা চোখের কোণে
চাঁদের আলোর ঝলক লাগে।
অন্ধকারে পথের ধারে
কিংবা পার্কে বেঞ্চে বসে
আয়েশ করে বেনুনী নিয়ে
খেলা করিস মগ্নতাতে।
ঠোঁট রাঙানোর সস্তা প্রলেপ
আলগোছে তুই মেখেই চলিস
চোখ এঁকেছিস কাজল দিয়ে
লাল...
ইংলিশটা মিশিয়ে নিয়ে বেংগলিটার সাথে
সারা বছর চালিয়ে যাই, কী এসে যায় তাতে
ডিকশনারী নিয়ে বসি ফেব্রুয়ারি এলে
দুঃখভারাক্রান্ত হই স্যাডনেসটা ভুলে।
পোশাক ঢাকে বর্ণ মালা, স্লোগানে, পঙক্তিতে
ভাষাটাকে পুষছে যেন ফ্যাশন হাউসগুলোতে।
সাদা...
১.
শুনেছিস মেয়ে
তোকে বলে কলঙ্কিনী সবে
যারা রাতে মধুর লোভে
ঢিল মারে তোর চাকে।
শুনেছিস মেয়ে
তারাই নাকি দিনের বেলা
সাজে চকচকে পোশাকে।
সুগন্ধি আতর মাখে।
জানিস কি তুই
সভ্য লোকের সমাবেশে
তোকেই অসভ্য ভাষায়
নানান নামে ডাকে।
এরাই আবার...
নিত্য জীবনের একঘেয়ে চাকুরীতে
ইস্তফা দিয়ে চাই বেদুইন হয়ে যেতে
হয়তো পথ প্রান্তরে ঘুরে ঘুরে যেখানে
রাত্রি হবে সেখানেই হবে রাত্রি যাপন।
এই ঘর আর আঙিনার সংক্ষিপ্ত জীবন
ভালোবাসা মমতার বিকি কিনি শেষে
ঘরহীনের যাযাবর জীবনটার...
বিশ্বাস করো
আমি একবার অনাস্বাদিত জীবনটার
আস্বাদ পেতে চাই।
একবার ছুঁয়ে দিতে চাই ঠোঁট চিবুক
কিংবা ঠোঁটেের কোণের নীল তিলটা।
বিশ্বাস করো
আমি একবার অনাস্বাদিত জীবনটার
আস্বাদ পেতে চাই।
তোমাকে ছুঁয়ে আমি লোভী হয়ে উঠবো
নির্লোভ...
একটি অঙ্গুলি হেলনে তোমার
এসেছে স্বাধীনতা
একটি আহ্বান বজ্রকণ্ঠের
নয়মাস যুগিয়েছে শক্তি ও সাহস
তবুও বুকের পাঁজর দিয়ে আকড়ে রাখা
এই বাংলার মানচিত্রটা
খুবলে খেতে চেয়েছিল হায়েনারা।
সেই হায়েনার সন্তানেরা আজ
পাল্টে নিয়েছে নিজেদের মুখ
পাল্টে নিয়েছে রঙ।
স্বভাব কি...
অফিসে যাবার পোশাকগুলো
ওয়ার্ডরোবের ভেতরে অপেক্ষারত
জুতোটা শেল্ফে,
হাতঘড়িটা টেবিলের উপর,
খাবারের বাটিগুলো
আলস্যে কাটাচ্ছে সময়।
কর্মব্যস্ততা নেই, চাঞ্চল্য নেই।
যদিও বুক শেলফের বইগুলোর
আমাকে সঙ্গ দিয়ে দিয়ে
ব্যস্ত দিন কাটে।
বারান্দার গাছগুলোও আহ্লাদে
নতুন নতুন পত্রপল্লবে সাজে।
মাঝে...
একদিন জ্যোৎস্নায় স্নাত পৃথিবী দেখবো না আর,
একদিন মাটির সোদা গন্ধ নেবো না আর বুক ভরে,
যখন বৃষ্টির প্রথম ফোটাটি ছুঁয়ে যাবে চিবুক তোমার।
একদিন তোমার দৃষ্টিতে স্বপ্ন বোনার দিন হবে শেষ।
একদিন পাবে...
সম্বোধনহীন এই চিঠিটা যখন লিখছি
তখন তোমাতে আর আমাতে
দূরত্বটা গ্রহগুলোর কক্ষপথের মত
সমান্তরাল।
আমার চলার পথটা এক রকম,
তোমারটা ঠিক তার উল্টো।
আমার স্বপ্নগুলো হতচ্ছাড়াদের দলে,
আর তোমার স্বপ্নগুলো পরিপাটি।
কি ! ভুল বললাম ?
তুমি...
নিত্য অভ্যাস বশে
সাঁতার দিলাম জলে
জল বলে ছল করে
ছয়টি স্বরেই ভাজো।
জলকে ছলকে দিয়ে
মনকে ভাসিয়ে নিয়ে
মেতেছি যখন সুরে
অসুর তাল কি খোঁজো?
অঙ্গ ভঙ্গে তার
সাঁতারেই একাকার
রসাবেশি এই আমি
রসসিঞ্চনে মাতি।
জল তুমি অভিমানী
বিদ্রুপ বাণ হানো
কটাক্ষে জর্জরিত
বিকলাঙ্গ...
এই শুরু
এই শেষ
ভালোবাসা
দুর ছাই
ছাপোষার
ছাইপাশ
ভাবনার
সময়টা
মিছেমিছি
বহমান।
ফাগুন এলো আগুন নিয়ে
রক্ত ঝরা চেতনায়
ভাই হারানোর ব্যাথা প্রাণে
মুহ্য তো নই বেদনায়।
ফাগুন দিলো শক্তি সাহস
উচ্চকিত অধিকার
মায়ের চোখের অশ্রুধারা
জানায় দাবী দুর্ণিবার।
মায়ের ভাষার শ্লোগান, দাবী
মানল না আর দুঃশাসন।
মায়ের ভাষা কণ্ঠে নিয়ে
কথা সুরে...
কোন এক শঙ্খিনী নারীর হৃদয়ের স্পর্শ পাবো বলে
আমি এই পৃথিবীর পথে হেঁটে ছিলাম একদিন।
সমুদ্র মন্থনে মন্থনে চেয়েছিলাম আত্মশুদ্ধি
থেকেছি তপস্যায় মগ্ন অশ্বথের মত
তবুও মেলেনি বুদ্ধের বোধি লাভ
কিংবা শঙ্খিনীর হৃদয়ের সন্ধান।
একদিন...
আমি প্রতিটি দিনই তোমাকে ভালবাসতে চাই
সদ্য স্নাতা তুমি আটপৌরে শাড়িতে,
সকাল বেলা পর্দা গলে তোমার গালে পড়া
এক চিলতে আলোয়,
কিংবা অফিস শেষের ক্লান্ত চাহুনীতে।
প্রতিটি মুহূর্তেই আমি ভালবাসতে চাই তোমাকে
কোমড়ে আঁচল...
©somewhere in net ltd.