নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

সোনা ফলা ফসলের মাঠের কাব্য

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৩

আবার কর্ষিত হবে
সোনাফলা ফসলের মাঠ।
বিদির্ণ বুকে গুজে দেব
সোনা রঙা বীজ কিছু
লাভের অধিক যেন আশা।
তারপর শুরু অপেক্ষার ।
হে সোনা ফলা মাঠ,
আমাকে পূর্ণ করে দাও
তোমার দানে দানে,
নিজেকেও পূর্ণ করো তুমি।
পূণ্যবতী হয়ে ওঠার লোভে
ভুলে যাও নির্মম কর্ষনে বিদির্ণ
বুকের অস্ফুট আর্তনাদ।
বাতাসে দোদুল্যমান ফসলের শিষ
কৃষক মনে আমার তোলে শিহরণ।
সোনালী ফসলের সুখ রঙিন স্বপন
আসবে আমার হয়ে হই নিশ্চিত।
হে সোনাফলা মাঠ আমার
সোনার ফসল তুমি দান করো মোরে
পূর্ণতা করো দান প্রাপ্তিতে প্রাপ্তিতে
তোমার পূর্ণতা তাই রিক্ততার সুরে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়নি। মোটামোটি।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৫

অজানা তীর্থ বলেছেন: ভরসা কেবল পতিত পাবন। যাইহোক শুভকামনা আপনার জন্য।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: প্রচুর কবিতা পড়বেন। তাহলে সুন্দর কবিতা লিখতে পারবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৪

নাজমুল হক জুয়েল বলেছেন: ধন্যবাদ। পরামর্শ সাদরে গৃহীত হলো।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৯

ওমেরা বলেছেন: আমার কাছে আপনার কবিতা ভাল লেগেছে ।

বাতাসে দোদুল্যমান ফসলের শিষ
কৃষক মনে আমার তোলে শিহরণ।


বিশেষ করে এই দুটি লাইন পড়ার সময় আমি নিজের চোখে সেই ফসলের জামিনটা দেখতে পাচ্ছিলাম।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.