নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ভাষার মাস

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৬

ইংলিশটা মিশিয়ে নিয়ে বেংগলিটার সাথে
সারা বছর চালিয়ে যাই, কী এসে যায় তাতে
ডিকশনারী নিয়ে বসি ফেব্রুয়ারি এলে
দুঃখভারাক্রান্ত হই স্যাডনেসটা ভুলে।
পোশাক ঢাকে বর্ণ মালা, স্লোগানে, পঙক্তিতে
ভাষাটাকে পুষছে যেন ফ্যাশন হাউসগুলোতে।
সাদা কালোর সাজ পোশাকে জড়িয়ে নিয়ে শোক
ভাষার মাস নাম দিল তার মিডিয়ার কিছু লোক।
ভাষা শহিদ কোথায় ঘুমায়, কোথায় শহিদ মিনার
দুঃখী মায়ের ভাষাটা তার পায় না খুঁজে কিনার।
বাস্তুহীনের বাস্তু সেথা, নেশার আস্তাকঁড়
দেহজীবিদের জীবিকা জোটায় কামজীবি কুকুর।
ফেব্রয়ারি এলেই আবার লাশের গোসল চলে
দুঃখী মায়ের কলঙ্ক ঘোচাবে মায়ের অশ্রুজলে।
ফেব্রুয়ারি এলে বুদ্ধিজীবী মিডিয়ার কোলাহল
যেন পুরোনো চেতনার রেকর্ড বাজছে অনর্গল।
ভাষার মাসে ভালোবাসা আর চেতনা ভাষাকে ঘিরে
বাকী মাসগুলো না হয় ভাষা থাক ভাগার আস্তাকুঁড়ে।
চেতনা ও বোধ দুটোই বধির হয় ফেব্রুয়ারি গেলে
ধামাকা ভাষার ভীড়ে বেংগলি বাংলা নামেই চলে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: ভাষা হলো নদীর মতোন।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩

নীল আকাশ বলেছেন: যারা ৮ই ফাল্গুনের জায়গায় ২১শে ফেব্রুয়ারী পালন করে তাদের কাছে এরচেয়ে বেশি আর কি আশা করেন।
সারা বছর বিদেশি পোষাক বিদেশিই চ্যানেল বিদেশি পারফিউম মেরে একদিনে বাংগালী হয়ে আদতে কি লাভ?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: আজ মহান 21st ফেব্রুয়ার‍্য. । never mind bro, আমি আবার 21st February English language use করতে চাই না। actually উচিৎও না। But আমার অনেক friends দের'কে দেখেছি টোয়েনটি ফাস্ট ফেব্রুয়ারিতেও always ইংরেজি ভাষা use করে। আমি মনে করি 'দে আর রাবিশ এন্ড দে সুড নট হ্যাভ টু ডান দিজ'। দো' ইঁট্স নট দেয়ার ফল্ট। বিকজ, তাদের কালচারটাই হয়তো এমন। এরা মনে করে শুধু বাংলা শব্দ ব্যবহার করে কথা বললে মডার্ন সোসাইটিতে স্ট্যাটাস বলে আর কিছুই থাকে না ব্রাদার। জাস্ট মাইন্ড ইট ব্রাদার, জাস্ট মাইন্ড ইট। টাইম থাকলে আরও ইনডিটেইলস বুঝিয়ে বলতে পারতাম।
গুড নাইট।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: আজ মহান 21st ফেব্রুয়ার‍্য. । never mind bro, আমি আবার 21st February English language use করতে চাই না। actually উচিৎও না। But আমার অনেক friends দের'কে দেখেছি টোয়েনটি ফাস্ট ফেব্রুয়ারিতেও always ইংরেজি ভাষা use করে। আমি মনে করি 'দে আর রাবিশ এন্ড দে সুড নট হ্যাভ টু ডান দিজ'। দো' ইঁট্স নট দেয়ার ফল্ট। বিকজ, তাদের কালচারটাই হয়তো এমন। এরা মনে করে শুধু বাংলা শব্দ ব্যবহার করে কথা বললে মডার্ন সোসাইটিতে স্ট্যাটাস বলে আর কিছুই থাকে না ব্রাদার। জাস্ট মাইন্ড ইট ব্রাদার, জাস্ট মাইন্ড ইট। টাইম থাকলে আরও ইনডিটেইলস বুঝিয়ে বলতে পারতাম।
গুড নাইট।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: প্রতি একুশে ফেব্রুয়ারিতেই এরকম কোন না কোন লেখা চোখে পড়বেই! ভালো তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.