নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

নিশিকন্যার কাব্য

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১

২.
দেখ মেয়ে তোর চাউনি বাঁকা
স্বপ্ন আঁকা চোখের কোণে
চাঁদের আলোর ঝলক লাগে।
অন্ধকারে পথের ধারে
কিংবা পার্কে বেঞ্চে বসে
আয়েশ করে বেনুনী নিয়ে
খেলা করিস মগ্নতাতে।
ঠোঁট রাঙানোর সস্তা প্রলেপ
আলগোছে তুই মেখেই চলিস
চোখ এঁকেছিস কাজল দিয়ে
লাল ফিতেতে বেনুনী বাঁধিস।
এমনি করে প্রতিটি রাতে
পসরা সাজাস নিজ শরীরে
দেহের দামে দেহের ক্ষুধা
অপুরুষগুলো নেয় মিটিয়ে।
ডাকে তোকে নিশিরানী
রানীর মতই দানের শরীর।
উপঢৌকন দিচ্ছে তোকে
প্রজারা সব পালা করে।
তোকে নিয়েই কাব্য করি
চাটুকারি নেই ভাড়ারে।
হতে চাই তোর সভা কবি
নিজেকে বিকিয়ে বাজারে।
আমায় দেখে তাইতো হাসিস
এই হাসিটা তোকেই মানায়।
নপুংসক আবেগটা দেখে
বিদ্রুপ হানিস কাব্য কথায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনা

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৬

মেহেদি_হাসান. বলেছেন: দারুণ কবিতা। মুগ্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.