![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
তোমায় নিয়ে হয় না লেখা
জ্যোৎস্না ভেজা মুগ্ধ রাতের কাব্য কথা
শরৎ মেঘে মন ভাসানো ছন্দ গাঁথা
তোমায় নিয়ে হয় না গড়া
স্বপ্ন নিয়ে শূন্য বাসর কৃষ্ণকুঞ্জ
গোপিনীপূর্ণ লোকালয়ের অন্তরালে
কিন্তু জেনো
তোমাকে নিয়ে মুখরতায় দুষ্ট আমি
অনুভূতির অন্তরালে নির্জনতায়
ঘুমে বিভোর তোমার মুখে মধ্যরাতে
জানালা গলে চাঁদের আলো করছে খেলা
সেই ছবিটা কাগজের পটে যায়না আঁকা
থাকে অন্তর্নিহিত অনুভূতি জুড়ে ।
©somewhere in net ltd.