![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
ও চাঁদ তুমি একলা জাগো
সারা রাত ধরে একলাই থাকো
আমার বড্ড ঘুম পেয়েছে
ঘুমোবো আমি ভীষণ রকম।
ঘুম না ভাঙা ভোরের আলো
দুষলে তোমায় নীরব থেকো
তুমি তো জানো ঘুমটা আমার
বড্ড বেশী ছিলো প্রয়োজন।
আমার ভেতরে লুকানো আমায়
খুঁজবে ধারালো ছুরি ও কাচি
বেদূইন এই মনটা কি পায়
যদি সে হারায় দিয়ে ফাঁকি।
ও চাঁদ তোমার নীরবতায়
অব্যক্ত থাক আমাদের কথা
মহাকালে বিলীন হয়ে যাক
স্মৃতি কাতরতার একটি পাতা।
আজ জ্যোৎস্নায় স্নাত হবো
মাখবো গায়ে জোছনার ঘ্রাণ
বৃষ্টি ধোয়া চাঁদটা জেগে শোনাবে
আমায় ঘুমপাড়ানী গান।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +