নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এবার রোখো ওদের

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৬

একটি অঙ্গুলি হেলনে তোমার
এসেছে স্বাধীনতা
একটি আহ্বান বজ্রকণ্ঠের
নয়মাস যুগিয়েছে শক্তি ও সাহস
তবুও বুকের পাঁজর দিয়ে আকড়ে রাখা
এই বাংলার মানচিত্রটা
খুবলে খেতে চেয়েছিল হায়েনারা।
সেই হায়েনার সন্তানেরা আজ
পাল্টে নিয়েছে নিজেদের মুখ
পাল্টে নিয়েছে রঙ।
স্বভাব কি পাল্টায় ?
পাল্টানো যায় !
তাইতো সুচালো দাঁতগুলো
কিংবা লুকানো তীক্ষ্ণ নখর
আভাসে বুঝিয়ে যায়
দাগ কেটে মানচিত্রের বুকে।
তোমার অস্তিত্বকে বিলীন করে দিয়ে
নিজের অস্তিত্বের দিতে চায় জানান
বাংলাদেশের মানচিত্রটাকে
ঢেকে দিতে চায় লাশের স্তুপে।
আগামীর শিশুর জন্য একটি দেশ
একটি মুক্ত আকাশ,
একটি অক্ষত মানচিত্রের জন্য
এখনি রোখো ওদের।
এখনই রোখো ওদের হিংস্র থাবা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


উনি রুখবেন, আর আপনি বসে বসে দেখবেন!

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

নাজমুল হক জুয়েল বলেছেন: ভাই চাঁদগাজী। বক্তব্যটা পরিষ্কার। রোখার যে আহ্বান তা বর্তমান সময়ের।
আহ্বানটা কার জন্য মনে হয় বোঝা যাচ্ছে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সবাইকে মিলেই দুষ্টলোকদের রুখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.