নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই

আমি রেদওয়ান

স্বপ্ন দেখি একটি শান্তিময় পৃথিবীর। উড়তে চাই পাখির মত ,ছুটতে চাই ঘোড়ার বেগে আর সাঁতরাবো মাছের মত।হতে চাই একজন প্রকৃত মানুষ।

আমি রেদওয়ান › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ শাস্তি

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৩



ঢাকার বারিধারার এক অভিজাত বাড়িতে কেয়ারটেকারের কাজ করে মমিন।প্রায় এক বছর ধরে এই বাড়িতে আছে সে।বাড়ির বড় সাহেবরা বছরের ৬ মাসই বিদেশ থাকেন।তখন বাড়িতে নিজের প্রাধান্য স্থাপন করে মমিন।বাড়ির ছাদে বসে সিগারেট টানছিল মমিন।বাড়ির বড় সাহেবরা এখন বিদেশে।হঠাৎ মমিনের চোখ আটকে যায় সালেহার উপর।ছাদে কাপড় শুকোতে এসেছে সালেহা।এক সপ্তাহ হলো এই বাড়িতে এসেছে সে।সালেহাকে দেখলেই মমিনের মাথায় খালি উল্টাপাল্টা চিন্তা আসতে থাকে।১৯ বছরের যুবতী মেয়ে সালেহা ।নাহ,মমিন আর নিজেকে ধরে রাখতে পারে না।জেগে উঠে মমিনের ভিতরের পশু।সালেহা তখন কাপড় রোদে দেওয়া শেষ করে সিঁড়ি দিয়ে নামছিল।মমিন সালেহার দিকে এগিয়ে গিয়ে জাপ্‌টে ধরে তাকে।কিছুক্ষনের মধ্যেই ধস্তাধস্তি ও সালেহার আর্তচিৎকারের শব্দ শোনা যায়।কিন্তু সেই চিৎকার শোনার জন্যে কেউ থাকে না বাড়িতে।'কি ব্যাপার,মাইয়াডা মইরা গেল নাকি'!!,ভাবতে থাকে মমিন।সালেহার রক্তাক্ত দেহ পড়ে আছে সিড়িঁঘরে।মমিন আর স্থির থাকে পারে না।সব কিছু গুছিয়ে অজানা গন্তব্যের দিকে রওনা দেয় সে।





বিদেশ থেকে আজ বাড়ি যাচ্ছেন চৌধুরীসাহেব। তার একমাত্র মেয়ে সাদিয়ার জন্মদিন আজ।মেয়ের জন্ম দিনের উপহার হিসেবে হীরার আংটি কিনেছেন চৌধুরী।এলাকায় চৌধুরী সাহেবের প্রচুর সুনাম । টাকা পয়সারও কোনো কমতি নেই।চৌধুরী সাহেব ভাবতে থাকেন তার মেয়ে সাদিয়ার কথা।দেখতে ঠিক মায়ের মত সুন্দরী হয়েছে সাদিয়া।সাদিয়ার মা সাদিয়ার জন্মের ৩ বছরের মাথায় মারা যান।মেয়ের কোন চাহিদা তিনি অপূর্ণ রাখেন না চৌধুরী।এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে সাদিয়া।সাদিয়াকে তিনি বাইরে প্রাইভেট পড়তে দেন না তিনি।রকিব নামের একটা ছেলে বাসায় এসে পড়িয়ে যায় তাকে।রকিবের এখন সাদিয়া কে সে পড়ানোর কথা।ভাবতে ভাবতে বাড়ির গেটে গাড়ী এসে দাঁড়ায়।দারোয়ান এসে গেট খুলে দেয়।চৌধুরী সাহেব তাকে জিজ্ঞেস করেন

-রকিব এসেছিল?

-জ্বি স্যার।উনি একটু আগে চলে গেছেন।

-ও আচ্ছা।

-স্যার একটা কথা ছিলো।

-বল

-মর্জিনা কাশেমের লগে ভাইগ্যা গেছে।

-কবে?

-আজ সকালে।

-ও

মর্জিনা বাড়ীর কাজের বুয়া আর কাসেম বাড়ীর কেয়ারটেকার।

--তাহলে তো বাড়ী একবারে ফাঁকা।

-জ্বী স্যার।বাড়ীতে খালি আপামনি।

দারোয়ানকে আর কিছু বলার সুযোগ দেন না তিনি।এগিয়ে যান বাড়ীর দরজার দিকে।দরজা ধাক্কা দিতেই খুলে গেল।

সাদিয়া মা,বলেই মেয়ের রুমের দিকে এগিয়ে যান চৌধুরী।রুমের দরজা খুলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে যায়।বিবস্র সাদিয়ার রক্তাক্ত দেহ পড়ে আছে খাটের উপরে।মুখ কাপড় দিয়ে বাঁধা।সাদিয়ার নিথর দেহের দিকে এগুতেই তার চোখ কেমন যে ঝাপসা হয়ে আছে।মাথা ঝিম্‌ঝিম্‌ করতে থাকে।সাদিয়ার দেহের জায়গায় তিনি যেন সালেহার দেহ দেখতে পান।সালেহা, যাকে তিনি ১৮ বছর আগে ধর্ষণ করেছিলেন।সেখান থেকে পালিয়ে এসে আজ তিনি ভাগ্য গুণে মমিনুল হক চৌধুরী। হঠাৎ মমিনের মনে হচ্ছে সালেহারূপী সাদিয়ার দেহখানি যেন উঠে দাঁড়াচ্ছে আর বলছে আজ তোর দিন শেষ, মমিন।মমিনের মনে হচ্ছে দেহের সব অঙ্গ যেন এক এক করে খসে পড়ছে মনে হচ্ছে।মৃত্যুর ঘন্টা আর সালেহার অট্টহাসি এক হয়ে যেন তার কানে বাজছে............................

[চারিদিকে খালি ধর্ষণের ঘটনা মনকে অনেক নাড়া দেয়।৭০বছরের বৃদ্ধা থেকে ৩ বছরের শিশু কেউই বাদ যাচ্ছে না কিছু পিচাশের হাত থেকে।তারই প্রেক্ষিতে এই গল্প টি লিখলাম।সব ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই]

মন্তব্য ৩৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মমিনের মনে হচ্ছে দেহের সব অঙ্গ যেন এক এক করে খসে পড়ছে মনে হচ্ছে।মৃত্যুর ঘন্টা আর সালেহার অট্টহাসি এক হয়ে যেনো তার কানে বাজছে............................. " খুবই ভাল লাগলো,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২৫

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ আপু :)

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৫

ভীতু সিংহ বলেছেন: খুবই ভালো লেগেছে। তবে বাস্তবে এমনটা হয় না। পত্রিকায় যত ধর্ষণের খবর পড়ি, প্রতিটাতেই দেখা যায় ভিক্টিম কোন শিশু, গ্রামের গরিব কিশোরী বা গৃহবধূ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১৫

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: টিট ফর ট্যাট!

অবশ্য বাস্তবে এমনটা হয় না।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৭

আমি রেদওয়ান বলেছেন: বাস্তবেও যদি ধর্ষকেরা নির্মম শাস্তি পেতো........

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: তোর দিন শেষ ! বাস্তব যদি এমন হতো !

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:০৯

আমি রেদওয়ান বলেছেন: বাস্তবেও যদি সব ধর্ষক শাস্তি পেতো........

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:২২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: :| :|

৬| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০৩

লেজকাটা বান্দর বলেছেন: গল্পটা হুট করে শেষ হয়ে গেছে।

আরও সুন্দর করে লিখতে পারতেন মনে করি।

প্লাস।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:১২

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্যে।ভবিষ্যতে আরোও ভালো লেখার চেষ্টা থাকবে।আপনার পোষ্টগুলো আমার খুবই ভালো লাগে

৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: গপে সবকিছু কেমন যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল -

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:২৯

আমি রেদওয়ান বলেছেন: ভাই দুনিয়া এখন সুপারফাষ্ট।গল্প তো একটু দ্রুত হবেই। :)

৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।সুপারফাস্ট লিখা আমার বেশ ভাল্লাগসে ||

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫০

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২১

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ

১০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লেখা ভাল লাগলো

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৪

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২২

অপর্ণা মম্ময় বলেছেন: চারিদিকের অশান্ত পরিবেশ যে আপনার মনকে নাড়া দিয়েছে, বিবেক যে এখনো জাগ্রত আর তারই ফলশ্রুতিতে এই গল্প -- এজন্য আপনাকে ধন্যবাদ ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৫

আমি রেদওয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪৮

মামুন রশিদ বলেছেন: গল্পে একটা দারুন মেসেজ আছে । আরেকটু যত্ন নিয়ে লিখলে একটা ভালো গল্প হয়ে উঠার সুযোগ ছিলো । শুভকামনা ।


০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:২২

আমি রেদওয়ান বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।আপনাকেও শুভ কামনা।

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৫

ভবঘুরে তানিম বলেছেন: অনেক ভাল লাগল ।

যে দেশে ধর্ষণে সেঞ্চুরি করে পুরস্কার পায় সে দেশে প্রতিবাদ এর ভাষা হতে হবে আরও কঠিন ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২১

আমি রেদওয়ান বলেছেন: যে দেশে ধর্ষণে সেঞ্চুরি করে পুরস্কার পায় সে দেশে প্রতিবাদ এর ভাষা হতে হবে আরও কঠিন ।-বক্তব্যের সঙ্গে কঠিনভাবে সহমত।

১৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লেগেছে তবে আরেকটু পালিশ করলে ভাল হত :)
ভাল থাকবেন ।

১৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০

মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর।।

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

আমি রেদওয়ান বলেছেন: :)

১৬| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা ম্যাসেজ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১১

মাক্স বলেছেন: সুন্দর গল্প!

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২

অপ্রচলিত বলেছেন: গল্প খুব ভালো লাগলো, তবে আরও চমৎকারভাবে উপস্থাপন করার সুযোগ ছিল। লিখতে থাকুন, আপনার লেখার হাত ভালোই, চর্চা দরকার শুধু।

ধর্ষণ অতি নিকৃষ্ট কাজ।
সব ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই
পূর্ণ সহমত

নিরন্তর শুভ কামনা।
ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.