![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা একদেশে এক রাখাল বাস করতো।গরু চরানো ছিল যার প্রধান কাজ।রাখাল ছিল আবার ভীষণভাবে ফেসবুকে আসক্ত।গরুগুলোকে নির্জন জনমানবহীন মাঠে ঘাস খেতে দিয়ে গাছের নিচে বসে সে ল্যাপটপে মনের সুখে ফেসবুক চালাত।
রাখালের ফেসবুক আইডি ছিল Cuteboy Rahim .বিভিন্ন পেজের পোষ্টগুলোতে add me plz লিখে রাখাল অনেক ফ্রেন্ড পেয়েছিল। অনেক ফ্রেন্ড পেয়ে রাখাল চিন্তা করল এইবার আমি ফেসবুক সেলেব্রিটি হমু।কিছুক্ষণের মধ্যে রাখালের আইডি থেকে একটি ছবি আপলোড করা হল যেখানে দেখা যাচ্ছে রাখাল ল্যাপটপ নিয়ে গাছের উপর উঠে বসে আছে আর গাছের নিচে একটি বাঘ।ফটোর ক্যাপশনে লেখা হলো ‘রয়েল বেঙ্গল টাইগারের হামলার মুখে আমি। বাচাঁও।‘মুহূর্তেই রাখালের ছবিতে 5000 লাইক,7000শেয়ার আর 10000 কমেন্ট পড়ল।
রাখাল মনে মনে ভাবল হিট খাইয়া গেলাম রে।কিন্তুএকটু পরেই একজন আবিষ্কার করল যে, ‘রাখালের আপলোডকৃত রয়েল বেঙ্গল টাইগারের লেজের রং কুচকুচে কালো!এভাবে রাখালের ফটোশপের কারসাজি সবার কাছে ধরা খেল।রাখালের পোষ্টে দূরে গিয়া মর জাতীয় কমেন্ট আসতে লাগল।
এর দুইদিন পর রাখালকে সত্যিকারেই রয়েল বেঙ্গল টাইগার আক্রমণ করল।রাখাল দ্রুত গাছে উঠে গেল।রাখালের ফোনে ব্যালেন্স ছিল না কারন সব টাকা দিয়ে সে মেগাবাইট কিনে ফেলেছিল।তাই রাখাল ফেসবুককে শেষ ভরসা মনে করে বাঘের ছবি তুলে ফেসবুকে আপলোড করল আর একই ক্যাপশন দিল।কিন্তু পূর্বের মতো এটিকে ফটোশপের কারসাজি মনে করে কেউ আর কোনোরকম আগ্রহ দেখাল না।বরং কেউ কেউ কমেন্ট করল, একই কাম আর কয়বার করবা?
এদিকে রাখাল হঠাৎ ভারসাম্য রাখতে না পেরে গাছ থেকে পড়ে গেল।অমনি বাঘ মামা তাকে সাবাড় করে ফেলল।পরেরদিন পত্রিকার শিরোনাম ‘বাঘের আক্রমণে অমুক জায়গায় একজনের মৃত্যু’।
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
আমি রেদওয়ান বলেছেন:
২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৭
স্ক্রু ঢিলা বলেছেন: আহারে বেচারা নিষ্পাপ কাউ-(য়া)-বয় !!!
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
আমি রেদওয়ান বলেছেন: বিশাল আপচুচ ফর রাখাল।
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
সুস্মিতা শ্যামা বলেছেন: বেশ মজা লাগল পড়ে।
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
গরম কফি বলেছেন:
স্ক্রু ঢিলা wrote: আহারে বেচারা নিষ্পাপ কাউ-(য়া)-বয় !!!
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
আমি রেদওয়ান বলেছেন:
৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
লিঙ্কনহুসাইন বলেছেন:
ল্যাপটপটা কি ঠিক ছিল ?
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫
আমি রেদওয়ান বলেছেন: দোয়েল ল্যাপটপ ছিল
৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
শিব্বির আহমেদ বলেছেন:
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
আমি রেদওয়ান বলেছেন:
৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬
ভবঘুরে তানিম বলেছেন: খুব মজা পাইলাম।
১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
আমি রেদওয়ান বলেছেন:
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮
আমি রেদওয়ান বলেছেন:
৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১
রাখালছেলে বলেছেন: আমি সেই রাখাল নই । আমি মানহানির মামলা করব কথা দিলাম। এই ধরনের অপ্রচার করা থেকে সকল প্রজাকে সাবধান করা হল । এটা নিশ্চয়ই ভাদা বা পাকিদের কাজ । আমি এটার প্রতিবাদস্বরুপ পোষ্টটি স্টিকি করার আকুল আবেদক করছি মডুদের কাছে । এহেন কর্ম করিয়া যারা দেশের বারটা বাজাচ্ছে তাদের প্রতি ............
বি: দ্র: আমি কখনও বাঘ দেখি নাই ।
১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪
আমি রেদওয়ান বলেছেন: বাঘ দেখেন নাই তো কী হইছে সামনে দেখবেন।
আপনে যে সেই রাখাল নয় সেইটা তো বুঝতেই পারছি। সেই রাখাল তো মইরা গেছে।মৃত মানুষ ব্লগিং করবো ক্যামতে?
১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯
খেয়া ঘাট বলেছেন: জটিল আইডিয়া, ভালো লাগলো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯
আমি রেদওয়ান বলেছেন: ধন্যবাদ
১১| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১২
সায়েদা সোহেলী বলেছেন: হুম! ! ঘটনা এখন তাই
১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৯
আমি রেদওয়ান বলেছেন: হুমম...!!!
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
অপ্রচলিত বলেছেন:
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬
আমি রেদওয়ান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
ফাহিম আহমদ বলেছেন: