![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানই শক্তি।তাই একে অর্জন করার চেষ্টা করি
অনেকেই দেখছি মাকে নিয়ে পোস্ট করছেন , নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করছেন , আমার কাছে আম্মার সাথে তোলা কোন ছবি নেই , অবশ্য থাকলেও ফেইজবুকে ছাড়তাম না , আমার আম্মা আমার একান্ত একটা ব্যাপার , প্রচার করার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না , আমার আম্মাকে আমি ৩৬৫ দিন ভালোবাসি , স্পেশাল কোন দিন লাগে না , আম্মার প্রতি ভালোবাসা আমার প্রতিদিন কাজ করে , তা অন্যের কাছে প্রকাশ করার অর্থ হয় না , মা তো মায়েই আবার তা প্রতিদিনই স্পেশাল , কখনো পুরোনো হয় না , প্রতিদিনই নতুন , মা একটা অনুভূতির নাম তা কখনোই ফুরায় না , মা দিবস ইউরোপ আমেরিকার মানুষদের জন্য যারা বছরের একদিন মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে আর সারা বছর মাকে একলা রেখে দূরে থাকে , আমরা বাঙালী মা দিবস বাবা দিবস বলতে কিছু নেই , আমাদের জন্য প্রতিদিন মা দিবস প্রতিদিন বাবা দিবস।
©somewhere in net ltd.