![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ আমিরুল ইসলাম মন্ডল, বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী শেষ করে একটি ইন্টারন্যাশনাল অরগানাইজেশনে এমআইএস ডিপার্টমেন্টে অফিসার,এমআইএস পদে কর্মরত আছি। জন্ম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একটি গ্রামে।
AIM INSTITUTE OF TECHNOLOGY _ Problem Solving Part A: 1:1, 06/08/[email protected]
কম্পিউটার বন্ধ করার সময় প্রয়োজনীয় সময়ের চেয়ে অধিক সময় নিলে তার জন্যও রয়েছে সমাধান। সমাধান যা উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম এর জন্য কাজে লাগাতে পারবেন।
যে কারনে এমন সমস্যা হয়-
কম্পিউটার বন্ধ হওয়ার সময় অনেক অপারেটিং সিস্টেম এ চালু থাকা অন্যান্য সফটওয়্যারের কাজও বন্ধ হয়। যদি শাটডাউনের সময় shutting down বার্তা পর্দায় অনেকক্ষন ধরে দেখা যায় তবে বুঝবেন এটি সিস্টেমের প্রসেসিং সমস্যা। কিংবা programs need to close বার্তা দেখিয়ে তালিকার কিছু প্রোগ্রাম বন্ধ করতে বলবে। যদি সেগুলো বন্ধ করতে গিয়ে আর কাজ না করে তবে বুঝতে হবে এটি সফটওয়্যারের সমস্যা। আবার উইন্ডোজ আপডেট নিয়ে সেটি সম্পন্ন হওয়ার জন্যও সময় নেয়। আবার র্যামে পেইজ ফাইল তৈরি হলেও এমন হতে পারে। সমস্যা চিহ্নিত হলে সমাধান দ্রুত করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।
প্রসেস বন্ধ করতে-
যদি shutting down বার্র্তা দেখিয়ে বেশি সময় নেয়, তবে উইন্ডোজ রেজিস্ট্রির HKEY/OCAL/MACHINE থেকে SOFTWARE থেকে Microsoft এ যান। Windows থেকে CurrentVersion এর Policies থেকে System এ গেলে VerboseStatus নামের এন্ট্রি দেখতে পাবেন তাতে ক্লিক করে এর Value Data তে 1 লিখে দিন। VerboseStatus নামের এন্ট্রি না পেলে এই নামে নতুন একটি এন্ট্রি খুলে তার মান 1 লিখে দিতে হবে।
সফটওয়্যারের সমস্যা-
কম্পিউটার বন্ধের সময় program need to close বার্তা দেখিয়ে তালিকার অনেক প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়। অনেক সময় Force shutdown এ ক্লিক করার পরও তা বন্ধ হতে চায় না। এ জন্য উইন্ডোজ ৭ এর স্টাট মেন্যুর সার্চের ঘরে mosconfig লিখুন। msconfig.exe তে ক্লিক করলে সিস্টেম কনফিগারেশন খুলে যাবে। এখানকার general ট্যাবের selective startup থেকে Load Startup এর টিক চিহ্ন তুলে দিন। এবার Service ট্যাবের নিচে Hide all Microsoft Service- এ টিক চিহ্ন দিয়ে Disable All এ ক্লিক করুন।OK করলে উইন্ডোজ কনফিগারেশন পরিবর্র্তনের জন্য রির্স্টাট করতে হবে। কম্পিউটার রিস্টাট করলে সম্যসার সমাধান হয়ে যাবে। অনেক সময় কিছু প্রয়োজনীয় মাইক্রোসফট সার্ভিস বন্ধ হতে পারে। ফলে উইন্ডোজের কিছু সেটিংসের পরিবর্র্তন হয়। না ঘাবড়ে msconfig এ আবার গিয়ে Service ট্যাবের যে সেবাটি দরকার তাতে টিক দিয়ে ওকে করলেই সমস্যা সমাধান হবে।
উইন্ডোজ আপডেট বন্ধ করুন-
Control Panel থেকে All Control Panel Items এ গিয়ে Windows Update এ যান। বায়ের Change settings এ ক্লিক করুন। Important updates এ ক্লিক করে Never check for updates (Not recommended)নির্বাচন করে ওকে করলেই বন্ধ হবে।
কম্পিউটার বন্ধ হতে সময় নেয় ? জেনে নিন সমাধান
http://aiminstituteoftechnology.blogspot.com/
©somewhere in net ltd.