নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিবিদ ছাড়া অন্য কারো রাজনীতি করার দরকার কী ?

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

আমাদের দেশে সবাই রাজনীতিবিদ। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে দাররক্ষক পর্যন্ত। যে যেই পেশাই থাকুন না কেন, রাজনীতি তার দ্বিতীয় পেশা এবং লাভজনক পেশা।



কয়েকটা উদাহরণ দেই।

আমাদের দেশের শিক্ষকরা রাজনীতি করে।

আমাদের দেশের চিকিৎসকরা রাজনীতি করে।

আমাদের দেশের আইনজীবিরা রাজনীতি করে।

আমাদের দেশের সাংবাদিকরা রাজনীতি করে।

আমাদের দেশের শ্রমিকরা রাজনীতি করে।

আমাদের দেশের ছাত্ররা রাজনীতি করে।



সবাই রাজনীতিবিদ। অথচ আমরা আজও একজন ভালো শিক্ষিত সৎ বিবেকবান যোগ্য নেতা পেলাম না।

সবাই দুটি পেশা নিয়ে ব্যস্ত। একটি তার সৎ উপার্জনের পেশা, অন্যটি অবৈধ সুযোগ লাভের পেশা। যারা দুটি পেশায় আছে তাদের উন্নতি অনিবার্য। চামচামি হল পুঁজি। তাদের পদোন্নতি হয় তাড়াতাড়ি। বৈধ সুযোগ সুবিধার চেয়ে অবৈধ সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়।

এ কারণেই বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দুর্নীতিতে সেরা।

এ কারণেই বাংলাদেশে এত বিশৃঙ্খলা।

এ কারণেই এ দেশে মেধাবী মানুষের কদর নাই।

এ কারণেই আমাদের সকল প্রচেষ্টা মুখ থুবরে পড়ে যায়।



আমাদের দরকার

কেবল রাজনীতিবিদরা রাজনীতি করবে। অন্য পেশার লোকেরা রাজনীতি করতে হলে সেই পেশা ছেড়ে রাজনীতিতে যুক্ত হবে। কখনই অসৎ উদ্দেশ্যে এক সাথে দুটি পেশা চালু করবে না।



আর এর জন্য দরকার রাজনৈতিক দলের সকল অঙ্গসংগঠন বাতিল করা। এসব অঙ্গসংগঠনের নাম করে অন্য পেশার লোকেরা রাজনীতির নামে দুর্নীতিতে যুক্ত হয়। রাজনৈতিক অঙ্গসংগঠনগুলোর একমাত্র কাজ লেজুড়বৃত্তি করা। এসব অঙ্গসংগঠনগুলো সকল অবৈধ কাজের আখড়া। এদের বাতিল করতে হবে। তাহলেই চলে যাবে সকল দুর্নীতি, সকল বিশৃঙ্খলা।



সোজা কথায়, যিনি রাজনীতি করতে চান, তিনি কেবল রাজনীতি করবেন, রাজনীতিকে তার মূল পেশার উন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না।



মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮

রাতমজুর বলেছেন: সঠিক।

২| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮

রাঙা মীয়া বলেছেন: জলপাই ড্রেস বাদ কেন ?

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: বাদ দিলেও কি বাদ যাবে ? তারাও আছে। তবে তারা অবঃ হিসেবে বেশি আছে।

৩| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৭

এরশাদ বাদশা বলেছেন: প্রত্যেকটি শব্দের সাথে একমত।

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০

লেখাজোকা শামীম বলেছেন: অশেষ ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫২

এম্নিতেই বলেছেন: সহমত !!!!

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮

ওপেল বলেছেন: একমত।

৬| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:০০

বন্ধনহীন বলেছেন: আমাদের ব্লগাররা সবাই রাজনীতিবিদ। সেরা ব্লগার থেকে শুরু করে পাতিব্লগার পর্যন্ত।


আমাদের দেশের ব্লগার রাজনীতি করে।

সবাই রাজনীতিবিদ। অথচ আমরা আজও একজন ভালো শিক্ষিত সৎ বিবেকবান যোগ্য ব্লগ নেতা পেলাম না।

ব্লগাররা দুটি পেশা নিয়ে ব্যস্ত। একটি তার সৎভাবে নিজের মন থেকে লিখা, অন্যটি অবৈধভাবে কপি-পেস্ট।

চামচামি হল পুঁজি। তাদের জনপ্রিয়তা হয় তাড়াতাড়ি। বৈধ লেখার চেয়ে অবৈধ কপি-পেস্টের সুবিধা বেশি পাওয়া যায়।

এ কারণেই ব্লগে এত বিশৃঙ্খলা।
এ কারণেই এ ব্লগে মেধাবী মানুষের কদর নাই।
এ কারণেই আমাদের সকল প্রচেষ্টা মুখ থুবরে পড়ে যায়।

আমাদের দরকার
কেবল ব্লগাররা বলগাবে। অন্য পেশার লোকেরা ব্লগাতে হলে কপি-পেস্ট ছেড়ে ব্লগে যুক্ত হতে হবে।

আর এর জন্য দরকার ব্লগারদের সকল উপদল বাতিল করা। এসব উপদলের নাম করে অন্য পেশার লোকেরা ব্লগিংয়ের নামে দুর্নীতিতে যুক্ত হয়। ব্লগে উপদলগুলোর একমাত্র কাজ লেজুড়বৃত্তি করা।

সোজা কথায়, যিনি ব্লগিং করতে চান, তিনি কেবল নিজের লেখা লিখবেন, কপি-পেস্টকে মূল পেশার উন্নতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না।




মজাক করলাম। মাইন্ড খাইয়েন না।

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৩

লেখাজোকা শামীম বলেছেন: মাউন্ড খাই নাই। দারুণ মজাক হইছে।

৭| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৬

বিবর্তনবাদী বলেছেন: আর এর জন্য দরকার রাজনৈতিক দলের সকল অঙ্গসংগঠন বাতিল করা। এসব অঙ্গসংগঠনের নাম করে অন্য পেশার লোকেরা রাজনীতির নামে দুর্নীতিতে যুক্ত হয়। রাজনৈতিক অঙ্গসংগঠনগুলোর একমাত্র কাজ লেজুড়বৃত্তি করা। এসব অঙ্গসংগঠনগুলো সকল অবৈধ কাজের আখড়া। এদের বাতিল করতে হবে। তাহলেই চলে যাবে সকল দুর্নীতি, সকল বিশৃঙ্খলা।


এত সোজা না রাতমজুর ভাই। এই সমস্যা মূল আরো গভীরে। চিন্তা ভাবনা কইরা একক্ষান পোস্ট দিবনে এই টপিকে। এখন গেলাম।

৮| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫২

বিবর্তনবাদী বলেছেন: ইদানিং মাথা ঠিক মত কাজ করছেনা । পোস্ট শামিম ভাইয়ের আর লিখলাম রাতমজুর ভাইয়ের কথা। গতকালও সিটিজি৪বিডি আর বিডি আইডলের মাঝে গুলাইয়া ফেলছিলাম।

ক্ষমা প্রার্থি @ লেখাজোকা শামীম ভাই।

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৩

লেখাজোকা শামীম বলেছেন: ক্ষমা মহৎগুণ। মাথা ঠিক মতো কাজ করে না ক্যান ?

৯| ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:০৮

আসিফ আহমেদ বলেছেন: রাজনীতি কি সেটাই তো বুঝলাম না...... :(

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৪

লেখাজোকা শামীম বলেছেন: আপনার তো ভবিষ্যৎ অন্ধকার। এই দেশে যে পেশাতেই থাকেন, রাজনীতি না করলে উন্নতি নাই। রাজনীতি আপনাকে বুঝতেই হবে।

১০| ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১১

চোরকাঁটা বলেছেন: আমাদের দেশে এক পলিটিশিয়ান ছাড়া সবাই রাজনীতি করে!
রাজনীতির ভিতর পলিটিকস ঢুইকা গেছেরে ভাই!!
রাজনীতি= রাজ্য পরিচালনার দূর্নীতি
খাক খাক খাক
:D

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতি= রাজ্য পরিচালনার দূর্নীতি

দারুণ বলেছেন।

১১| ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১৩

কৌশিক বলেছেন: ঠিকই রাজনীতির মধ্যেও পলিটিক্স ঢুইকা গেছে

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৭

লেখাজোকা শামীম বলেছেন: রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুইক্যা সর্বনাশ হয়া গেছে

১২| ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৮

নামহীনা বলেছেন: সবচেয়ে বড় কথা, আমি আপনি কিন্তু রাজনীতি করিনা।

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৮

লেখাজোকা শামীম বলেছেন: করেন না ক্যান ? করলেই পারেন। যেইখানে মহল্লার ভেরেন্ডা ভাজার দলেরা রাজনীতি করে, সেই খানে আপনে আমি কেন বাদ যাব ?

১৩| ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩১

পথিক৪১৭ বলেছেন: দল আর লীগের অত্যাচারে অতিষ্ঠ!

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৬

লেখাজোকা শামীম বলেছেন: আসুন, রাজনীতিবিদদের রাজনীতি প্রতিষ্ঠিত করি। অন্য সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করি।

১৪| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:০৪

ইউনুস খান বলেছেন: কৌশিক বলেছেন: ঠিকই রাজনীতির মধ্যেও পলিটিক্স ঢুইকা গেছে

১৫| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:১৩

রেডসিগনাল বলেছেন: তাহলে আপনি এখন কসম খেয়ে বলুন আজ থেকে রাজনৈতিক পোষ্টে কমেন্ট করবো না।
যদি আপনার ইতিহাস এটা বলে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.