নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

জগতের সবচেয়ে নোংরা অমর টাকার আত্মকথা

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৩

আমি একটি টাকা । অমর টাকা। কবে জন্ম নিয়েছিলাম মনে নেই। কবে মারা যাব তাও জানি না। ইতিমধ্যে আমি দুভাগ থেকে চার ভাগ হয়েছি। কিন্তু চতুর লোকজন আমাকে স্কচটেপ মেরে চালিয়ে দিয়েছে।

চলছি তো চলছি। এ হাত থেকে ও হাত। ইতিমধ্যে আমার গায়ে কাগজের চেয়ে নোংরার পরিমাণ বেশি। রোগ জীবাণু যে কত লক্ষ আছে তার ইয়ত্তা নাই। মানুষের হাতে হাতে রোগজীবাণু বিলিয়ে বেড়াচ্ছি। পকেটে রেখে আসছি ভয়াবহ সব জীবাণু।

যেহেতু আমার মূল্যমান মাত্র দুই টাকা, তাই বাচ্চারা আমাকে দারুণ ভালোবাসে। চকলেট, বিস্কুট কিনতে প্রায়ই তারা আমাদের হাতে তুলে নেয়। সেই সুযোগে ওদের কচি হাতে জীবাণুরা হামলে পড়ে। আর কচি কচি বাচ্চারা সেই সব ভয়াবহ জীবাণুর অসহায় শিকারে পরিণত হয়। সব দেখি, কিছু বলতে পারি না।

মাঝে মাঝে মনে হয়, আমার মূল কাজ এখন রোগ ছড়ানো। ভয়াবহ সব রোগ ছড়িয়ে যাচ্ছি। কিন্তু মানুষ এত লোভী যত রোগই ছড়াই, আমাকে তারা ফেলে দেয় না। পরম যত্নে রেখে দেয় মানিব্যাগে কিংবা পকেটে।

আমি এখন মরতে চাই। আর রোগজীবাণু ছড়াতে চাই না। আমাকে মরতে দিন।

মন্তব্য ২৬ টি রেটিং +১৫/-১

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫০

রুবেল শাহ বলেছেন: হা হা হা হা শামীম ভাই আপনি পারেনও .......দরুন ভাবে

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: নোংরা টাকার পক্ষে একজন আছে। মাইনাস দিয়া গেছে। সম্ভবত উনি একজন জীবাণু।

২| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২

শিবলী নোমান বলেছেন: আমি এখন মরতে চাই। আর রোগজীবাণু ছড়াতে চাই না। আমাকে মরতে দিন।

কে দেবে ভাই তোমাকে মরণের অনুমতি? যে দেবে তারও তো দরকার তোমারে!

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: তাইতো, এটাতো ভেবে দেখিনি।

৩| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৭

মাতব্বর বলেছেন: মরিস না ক্যান..

+

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

লেখাজোকা শামীম বলেছেন: মরুম কেমনে ?

৪| ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৭

রুবেল শাহ বলেছেন: আমি মাইনাস দেই নাই + দিসি

২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৯

লেখাজোকা শামীম বলেছেন: আপনি লেখাটি পড়ার আগেই মাইনাস এসেছে।

৫| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৪

ফেরারী পাখি বলেছেন: মাগ্গো মা, এই ছবি পাইলেন কৈতন------হে হে

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০

লেখাজোকা শামীম বলেছেন: পকেটে হাত দেন। ছবি না, আসলটাই পাইবেন।

৬| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১২

রিক্তা বলেছেন: আমি প্রায়ই ২ টাকার নোটগুলি ভিক্ষুককে দিয়ে দিই। এত ঘেন্না লাগে ওগুলো ধরতে। আর কেউ যদি ২ টাকার নোট দিতে চায় আমি কয়েন খুঁজে নিই।

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৫

লেখাজোকা শামীম বলেছেন: আপনার সামনে ভিক্ষুক হয়া খাড়াইতে পারলে বহুত ইনকাম হবে।

৭| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬

শিবলী নোমান বলেছেন: আপনে কোথায় থাকেন, একটু বললে ভালো হতো। হাত টান তো তাই! @ রিক্তা

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২১

লেখাজোকা শামীম বলেছেন: রিক্তা @ ঠিকানা দিয়া দেন, ভিক্ষুকের অভাব হবে না। নোংরা টাকাগুলি আর কখনও ধরতে হবে না।

৮| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

আমিই স্রোত বলেছেন:
মহিলারাই টেহা পয়সা মাটির বেনকে ডুকায়া এই সংকট করছে

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৮

লেখাজোকা শামীম বলেছেন: আর ব্যাটারা মাটির ব্যাংক ভাইঙ্গা ট্যাকা কামে লাগাইতাছে। কী বলেন ?

৯| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

রিক্তা বলেছেন: লেখক সাহেব আপনি আমার মন্তব্য ভুল বুঝেছেন।

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

লেখাজোকা শামীম বলেছেন: মজাক করিয়াছি। আপনি যে সচেতন মানুষ তা ঠিকই বুঝতে পেরেছি। আপনার মতো সবাই সচেতন হলে এই অচল টাকাগুলো চলত না।

১০| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২২

আমিই স্রোত বলেছেন:
কঠিন লেখা
পেলস

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৯

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

১১| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৫

রিক্তা বলেছেন: আমার সংগ্রহে ২ টাকার নোট বেশী থাকে না । বলেছি না আমি কয়েন খুঁজে নি। এইভাবে লজ্জা দেবেন না। আমি দুঃখিত আপনার ব্লগে মন্তব্য করার জন্য।

২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখাজোকা শামীম বলেছেন: আশা করি আবারও দুঃখিত হবে এবং মন্তব্য করবেন।

১২| ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৩

শান্তির দেবদূত বলেছেন: ভালো লিখেছেন ......।

নোংরা টাকার মাধ্যমে HIV ছড়ায়, শুধু এইটা প্রচার করে দেন, দেখবেন এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে .... হা হা হা

২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখাজোকা শামীম বলেছেন: টাকার নিজেরই যদি কোনদিন এইচআইভি হয় , তবে সেটা হতেও পারে।

১৩| ২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

কেএসআমীন বলেছেন: সত্যের খুব কাছাকাছি বলেছেন, ধন্যবাদ

১৪| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২০

রাজর্ষী বলেছেন: হায়াত মওত আল্লার হাতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.