নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাঞ্জলি নাকি শ্রদ্ধাঞ্জলী ?

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৫

আমরা কোন ইংরেজি শব্দের বানান না জানলে তার সঠিক বানান জানার জন্য অস্থির হয়ে যাই। ইংরেজি বানান শেখার জন্য কতবার ডিকশনারি খুলি। সঠিক বানানটি না শেখা পর্যন্ত থামি না।

ঠিক উল্টো আচরণ দেখা যায় বাংলা লেখার ক্ষেত্রে। বহু শিক্ষিত লোক আছেন যারা কখনও কোন বাংলা অভিধান কেনেন নি, কোন দিন খুলে দেখেন নি। তারা ধারণা করে বসে আছেন, তারা বাংলা জানেন। তাই যে কোন শব্দ নিয়ে তাদের মনে কোন সংশয় সৃষ্টি হয় না। তারা এতটাই আত্মবিশ্বাসী।

গতকাল রাতে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক দেয়া দেখছিলাম। নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষ পুষ্পস্তবক নিয়ে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধা জানাচ্ছে। খুব ভালো লাগছে এ দৃশ্য দেখে। কিন্তু এই আনন্দ মিইয়ে যায়, যখন দেখি পুষ্পস্তবকে কেউ লিখেছে, শ্রদ্ধাঞ্জলি, কেউ লিখেছে, শ্রদ্ধাঞ্জলী। এত বড় শ্রদ্ধা জানানোর আয়োজনের সামনে নিতান্ত তুচ্ছ একটি বিষয়। বানানে কী আসে যায় ?

জাতি হিসেবে আমরা যে শ্রদ্ধা জানাতে খুব কৃপণ তা আজকে মুক্তিযোদ্ধাদের অবস্থা দেখলেই বোঝা যায়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান - এই শ্লোগান শুনি। কিন্তু যারা মারা গেছে, তাদের বধ্যভূমি সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এই কথা পত্রিকায় বার বার পড়ি। আর যারা বেঁচে আছে, তারা অনাদরে অবহেলায় আক্ষেপ করেন, কেন এই দেশের জন্য লড়েছিলাম। এ কোন দেশ, যে দেশ আমাকে নূ্যনতম শ্রদ্ধা করে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মন্ত্রণালয় আছে। একজন মন্ত্রী সেই মন্ত্রণালয় দেখা শোনা করেন। তারপরও মুক্তিযোদ্ধাদের ভাগ্য বদলায় না। এই মন্ত্রণালয় কী কাজ করে, সেটা সম্পর্কে বেশিরভাগ মানুষের স্পষ্ট কোন ধারণা নাই। এই মন্ত্রণালয় গঠন করে মুক্তিযোদ্ধাদের কী লাভ হয়েছে সেটাও অস্পষ্ট। মুক্তিযোদ্ধাদের প্রতি এই মন্ত্রণালয়ের শ্রদ্ধার নমুনা দেখতে হলে তাদের ওয়েব সাইট দেখাই যথেষ্ঠ। বেশির ভাগ লিংকে কোন তথ্য দেয়া নাই। মুক্তিযুদ্ধ সম্পর্কে যেই চারটি লিংক আছে, তাতে কোন তথ্য নাই। এমনকি তারা ৭ বীর শ্রেষ্ঠ সম্পর্কেও কিছু জানে না ! স্বয়ং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যখন এই রকম শ্রদ্ধা দেখায়, তখন জাতি হিসেবে আমাদের শরম পাওয়া ছাড়া আর কী করার আছে ?

http://www.mlwa.gov.bd/



আমরা যদি সব জীবন দানকারী বীর দেশপ্রেমিকদের শ্রদ্ধা করতাম, তাহলে লোক দেখানো এই পুষ্পস্তবকে কমপক্ষে শ্রদ্ধাঞ্জলি বানানটি শুদ্ধভাবে লিখতাম। বছরে দুবার তাদের শ্রদ্ধা ও সম্মান দেয়া ছাড়া আর তো কিছু দিতে হবে না। সেইটুকুই দিতে এত অবহেলা !

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৬

নয়া বোকাই বলেছেন: শ্রদ্ধাঞ্জলি

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২০

লেখাজোকা শামীম বলেছেন: অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি

২| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩২

মুক্ত বয়ান বলেছেন: এখন বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম সহজ করে দিচ্ছে!!
ই আর ঈ-এর তারতম্য বুঝতে আমাদের তথাকথিত বাঙালিদের কষ্ট হয়, তাই এখন আর ঈ-এর ব্যবহার নেই। সবই ই দিয়ে লিখলে হয় মনে হয়।

আমি এই ব্যাপারে খুব কম জানি। আপনি আরও বিস্তারিত লিখলে আমাদের সুবিধা হয়।

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪০

লেখাজোকা শামীম বলেছেন: আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য রক্ত দিয়েছে। আর আমরা এই ভাষা শেখার জন্য একটু চেষ্টা করতে পারব না ?

Click This Link

৩| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৪

তর্পন বলেছেন: শ্রদ্ধাঞ্জলি

অন্যটি ভুল । ভুল বানানে লিখেছে অনেকে । যদি বাংলা একাডেমি ভুল বানান কে মেনেও নেয় তো তাতে কি!

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫০

লেখাজোকা শামীম বলেছেন: এই কুতর্কে আপাতত যেতে চাচ্ছি না

৪| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৩

ওমর হাসান আল জাহিদ বলেছেন: হে বাঙালি, মানুষ হও।

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২০

লেখাজোকা শামীম বলেছেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে কেন মুক্তিযুদ্ধ বিষয়ক কোন তথ্য নাই ?

৫| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০১

সিউল রায়হান বলেছেন: ঈ -কে তুলে দেয়ার চেষ্টা কিংবা স-শ-ষ সবগুলোকে স দিয়ে প্রকাশ করার চেষ্টা আর আমাদের বর্ণমালাকে গ্যাং রেপ করার মাঝে কোন পার্থক্য দেখিনা.....

ভাষার সৌন্দর্য়্য শুদ্ধ বানানে ও যে বানান প্রচলিত বইয়ের পাতায় সে বানান এই.....

পরিবর্তন করার চিন্তা চেতনা সেইসব নপুংসক এর কাছ থেকে আসে যারা শুধু পাসপোর্টে বাঙ্গালি, অন্তরে নয়.....

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৪

লেখাজোকা শামীম বলেছেন: একটি ভাষা তার ঐতিহ্যের মাধ্যমে গড়ে ওঠে। বানান কোন ফাজলেমির ব্যাপার না। যারা না জেনে মন্তব্য করেন, তারা আসলে বিষয়টি বোঝেন না। আপনার মন্তব্যের সাথে সহমত।

৬| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০২

বাউল! বলেছেন: কবে যে ঘুচবে আমাদের দীনতা!

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৮

লেখাজোকা শামীম বলেছেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণায়লের ওয়েব সাইট দেখে আমি অবাক হয়ে গেলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক লিংকগুলোতে কোন তথ্য নাই। !!!!!!!!!!!!!!!!!

৭| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১২

রানা বলেছেন: অঞ্জলি থেকে শ্রদ্ধাঞ্জলি।

২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২২

লেখাজোকা শামীম বলেছেন: ঠিক তা-ই।

৮| ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৩

মন মানে না বলেছেন:
ভাই ভাল জিনিস ধরছেন ।
কিন্তু কয়টা ভুল ধরবেন রে ভাই ?


২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:২৮

লেখাজোকা শামীম বলেছেন: ভুল ধরা আমার একার দায়িত্ব না। আপনারও সেই দায়িত্ব। আপনার কাছে যেগুলো ভুল মনে হয়, সেগুলোই কি লালন করতে থাকবেন, নাকি শুধরাবেন ? ভুল চর্চা করা ভালো, নাকি শুধরানো ভালো ? এই সব তুচ্ছ ভুল শুধরানো খুব কঠিন কাজ নয়। দরকার কেবল সদিচ্ছা। অনর্থক কুতর্ক করে কী লাভ ?

৯| ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪০

সাঈফ শেরিফ বলেছেন: @ সিউল রায়হান, শতাব্দী কিন্তু শতাব্দীই রয়ে গিয়েছে এখনও তার শতাব্দি হবার রুচি হয়নি। তবে দিঘি বানান টিতে পুরোপুরি ঈ-কার বর্জন করলেও বুদ্ধিজীবী তে শতভাগই ঈ-কার।

২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৬

লেখাজোকা শামীম বলেছেন: প্রতিটি বানানের একটি ঐতিহ্য আছে। এটি অনেক ইতিহাস ধারণ করে আছে। হঠাৎ করে কোন কারণ ছাড়াই বানান তৈরি হয়নি। একটি সুচিন্তিত নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনকে অনর্থক ফেলে দিলে ভাষার ক্ষেত্রে অরাজকতা আসতে বাধ্য। প্রত্যেককেই কমপক্ষে তার মাতৃভাষাটা শুদ্ধভাবে শেখা উচিত।

১০| ২৮ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৬

প্রগতিশীল বলেছেন:
শুধু বানানে ভুল তাই না।
ফুল দেয়ার সময় টিভিতে চেহারা দেখানোর জন্য ছ্যাবলামোটা লক্ষ্য করেছেন?

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১

ইখতামিন বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.