নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

নাভি ও কুকুর সৃষ্টি : একটি ইসলামী মিথ

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৬



বইটার নাম মনে নাই। ঘটনাটার কথা মনে আছে এবং ঘটনাটা মজার।

সর্বপ্রথম মানব আদমকে সৃষ্টির পর আল্লাহ শয়তানকে (তখনও সে শয়তান হয় নাই) বললেন, হে আজাজিল, তুমি একে (আদমকে ) সিজদাহ কর।

আজাজিল একজন জিন এবং সেই সময়ে হাজার বছর ধরে ইবাদত করে বড় একজন ইবাদতকারী। বলা হয়, আসমান ও জমিনের সকল জায়গায় তার সিজদাহ দেয়া হয়ে গেছে।

যাই হোক, এত বড় ইবাদতকারী ও আগুনের তৈরি বলে আজাজিলের মনে অহংকার ছিল। মাটির আদমকে সিজদাহ করতে তার অহংবোধে লাগল। তাই সে সিজদাহ তো করলই না বরং আদমের গায়ে থুথু নিক্ষেপ করল।

সেই থুথু গিয়ে পড়ল আমাদের নাভি বরাবর। তখন আদমের পেটে নাভি ছিল না। শয়তানের থুথু পেটে পড়াতে আল্লাহ পেট থেকে থুথুসহ মাটি কেটে নিলেন। ফলে পেটের ওই জায়গাটায় গর্ত হয়ে নাভি সৃষ্টি হল।

অন্য দিকে সেই শয়তানের থুথুমিশ্রিত মাটি দিয়ে আল্লাহ তৈরি করলেন কুকুর। মানুষের দেহের একটা অংশ থেকে তৈরি বলে পৃথিবীতে মানুষের প্রথম বন্ধু হল কুকুর। তারা এ জন্য মানুষের সঙ্গ পছন্দ করে এবং প্রথম পোষা প্রাণী।

তাছাড়া সেই মাটিতে শয়তানের থুথু মিশ্রিত থাকায় কুকুরের স্বভাব চরিত্র ভাল হল না। যেখানে সেখানে প্রকাশ্যেই সে কুকর্ম করে বেড়ায়।

মন্তব্য ৬৬ টি রেটিং +১২/-৩

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১

েপচাইললা বলেছেন: ভাষা হারিয়ে ফেললাম। কি অদ্ভুত অখন্ড যুক্তি!!!

মনে হয় পাগল হয়ে যাই।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২

লেখাজোকা শামীম বলেছেন: পাগল না হয়া উপায় নাই তো। যুক্তি পর যুক্তি।

২| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২

আইসিস বলেছেন: আমি ও এমনটা ই শুনেছিলাম .....

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখাজোকা শামীম বলেছেন: যাক, আপনে শুনছিলেন। নাইলে কতক্ষণ পরই শুনতে হইত আমার এই কথাগুলি ভুয়া।

৩| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৭

শান্তির দেবদূত বলেছেন: একেবারেই ফালতু মিথ, সম্ভবত মেড বাই বাংলাদেশি কাঠমুল্লা .....

আপনি মাদ্রাসায় পড়েছেন কিন্তু তাই বলে আপনিতো আর মাঠমুল্লা না, তাইলে এই পোষ্টের মানে কি বুঝবো?

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

লেখাজোকা শামীম বলেছেন: আমি আপনের সাথে একমত। আমি শুধু বোঝাতে চাই এই মিথের মধ্যে মজাটা । ধর্মের নামে আমাদের কত উল্টাপাল্টা গেলানো হচ্ছে। কুকুরের স্বভাব দেখে পড়ে এই মিথ বানানো হয়েছে, কনফার্ম।

৪| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

কেল্টূ দা বলেছেন: আরব্য রজনীর গল্পটা ভালা লাগলো।


আঙ্গোদেশেই মেগাসিরিয়াল অ্যাড়াবিয়ান নাইটস্‌ হিট হয়। আশ্চর্যের কিছু নাই ।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১

লেখাজোকা শামীম বলেছেন: আরব্য রজনী না, আরব্য দিনের গল্প এটা। অনেক মজার, তাই না ?

৫| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১

ফারুক৫৫ বলেছেন: আসলেই ফালতু, শেখার কিছু নেই।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখাজোকা শামীম বলেছেন: কে বলল শেখার কিছু নাই ? একটা নিরীহ প্রাণীরে কেমনে বাজে অবস্থায় ফেলা হল সেটা দেখেন।
আপনেও তো কুকুর নিয়া ভাবেন।
Click This Link

৬| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

অপরিচিত_আবির বলেছেন: দারুণ আনকমন সেন্স

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখাজোকা শামীম বলেছেন: হা, হা, হা।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: মন্তব্যটা পছন্দ হয়েছে। পিলাস।

৭| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৮

সাধারণমানুষ বলেছেন: ফালতু মিথ মেড বাই বাংলাদেশি কাঠমুল্লা

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: খালি বাংলাদেশেই কাঠমুল্লা হয় না। যাই হোক, হইতেও পারে।

৮| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৯

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: আপনি বলেলন ইসলামিক মিথ। এইটা কিভাবে ইসলামিক মিথ হইল, একটু বুঝাইয়া বলেন দেখি।

আপনার কিছু সমষ্যা চলতেছে বলে মনে হয়। নাকি লেখার আর কোন টপিক খুজে পাইতেছেন না।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৭

লেখাজোকা শামীম বলেছেন: ক্ষেপলেন নাকি ? আমি কি মিথ্যা কথা বলছি মনে হচ্ছে ? ভালো মতো পড়াশোনা করেন। বিশেষ করে আমাদের দেশে পাওয়া যায়, ইসলামী বইগুলো। সৃষ্টিতত্ত্ব বিষয়ে পড়লেই পেয়ে যাবেন।
ধর্মের নামে আমাদের তো এসবই গেলানো হচ্ছে। এত অল্পে ক্ষেপলে হবে ?
লেখার টপিকের আপাতত অভাব বোধ করছি না। আর এই মিথে কোনভাবেই ইসলামকে ছোট করার চেষ্টাও আমি করি নাই। প্রচলিত মিথটাই আমি তুলে ধরেছি। বিশ্বাস না করলে একটু খোঁজ খবর লাগান, পেয়ে যাবেন এটা। কসম।

৯| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৩

কেল্টূ দা বলেছেন: বাইজানেরা এত্ত উত্তেজিত ক্কেলা ?

রফরফে চইরা মিরাজের গপ্পো এত্তওওও ভাল্লাগে ...... আর আমগো দেশের কাটমুল্লাগো তৈরি গপ্পো ভাল্লাগে না ক্কেলা ?

শ্লার ........ কারো মনে দেশপ্রেম নাইরে ।




তয় এইডা ঠিক শামীম বাই,
১৪০০ বছর আগের কুন পিরিমিয়ার মুল্লার মুখ তে এই কাহিনি বাইরাইলে এতক্ষনে সবতে দরুদ শরীফ পইড়া আমিনামিন কইত ।

১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬

লেখাজোকা শামীম বলেছেন: আর চেতাইয়েন না মিয়া। ভালো কথা লিখতে গিয়া তো ধরা খাইলাম মনে হয়। ধর্ম লয়া লেখার এই এক যন্ত্রণা। খালি সবাই মনে ধর্মের অবমাননা হয়া গেল বুঝি।

১০| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮

আমি মনির বলেছেন: ইসলামের নামে এরকম অনেক ফালতু গালগল্প আমাদের সমাজে প্রচলিত আছে, ইসলামের সাথে যেগুলোর দূরতম সম্পর্কও নেই। আর এগুলো মোটামুটি মার্কেটও পায় কারন ইসলাম সম্পর্কে আমাদের অধিকাংশেরই তেমন জানাশুনা নাই। বরং আমরা জানতেও তেমন আগ্রহী না ফলে এইসব ছাইপাশকে ইসলামের অংশ বলেই অনেকে জানে।

১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত।

১১| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯

কিরিটি রায় বলেছেন: লেখক বলেছেন: ক্ষেপলেন নাকি ? আমি কি মিথ্যা কথা বলছি মনে হচ্ছে ? ভালো মতো পড়াশোনা করেন। বিশেষ করে আমাদের দেশে পাওয়া যায়, ইসলামী বইগুলো। সৃষ্টিতত্ত্ব বিষয়ে পড়লেই পেয়ে যাবেন।
ধর্মের নামে আমাদের তো এসবই গেলানো হচ্ছে। এত অল্পে ক্ষেপলে হবে ?
লেখার টপিকের আপাতত অভাব বোধ করছি না। আর এই মিথে কোনভাবেই ইসলামকে ছোট করার চেষ্টাও আমি করি নাই। প্রচলিত মিথটাই আমি তুলে ধরেছি। বিশ্বাস না করলে একটু খোঁজ খবর লাগান, পেয়ে যাবেন এটা। কসম।


বাহ বা বেশ বেশ..

একটা গপ্প মনে পইড়া গেল। এক লোক খালি বিয়া বাঞ্জানি দেয়। বাঞ্জানী বোঝেন তো!! বিয়া ভাইংগা দেয়।.. তো এক লোক তার মেয়ের বিয়া খুব সন্তর্পনে গুছাইল। এখন বিয়ার দিন কেম্নে কেম্নে খবর পাইয়া বাঞ্জানী ভাইতো হাজির।

বাজখাই গলায় বিয়ার দাওয়াতিগো শুনাই শুনাই কইলো.. কন.. ইটা একটা কাম হইলো? আমারে দাওয়াত দিলো না। কয় আমি বলে বিয়া বাঞ্জানি দেই!!!!

এই যে ভাই কন? আপনেগো কাউরে আমি কইছি যে এই মাইয়া রাইতে বিছানায় মুতে (শুশু করে)??

ভাইজান মুনে হয় ইসলামের বালা কিছূ পান নাই.. তাই অই বিছানায় মুতু মার্কা গপ্প লইয়া আইছেন। ইটারে কি বলা যায়.. লেজো শামীম'স ট্রেন্ডোপিডিয়া!!
উদ্ভট এন্টি ইসলামী গপসপের আসর!!!!

বিশ্বাস না হয় ভিজিট কইরা দেখেন। বইয়ে লেথা থাকলেই (অপ্রমাণত) যদি ইসলামী মিথ হই যায় তো লেজোর ওয়েবে থাকলে কি অবে???? ;)

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫

লেখাজোকা শামীম বলেছেন: কুকুর সম্পর্কে ইসলাম কী বলেছে, সেটা যদি দয়া করে বলেন তো ধন্য হই।

১২| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩২

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: আপনি আগে মিথ কাকে বলে তা জানুন। তারপর তার আগে ইসলামিক কথাটা জুড়ে দেন। ইসলামের ঐতিহ্য হলো কোরান এবং হাদীস। মসুলমানদের চর্চাটা হলো কালেমা, নামাজ, রোজ...ইত্যাদি। মসুলিম স্কলার রচিত যে সব বই সেগুলোতে কোরান, হাদীস এর ব্যাখ্যা রয়েছে এবং সৃষ্টিতত্ব সেখানে আছে। কোরানে বিশদ বর্ননা রয়েছে সৃষ্টি সম্পর্কে। তাই কোন সামাজিক কুসংস্কারকে আপনি মিথ বলে চালালেও তা ইসলামিক মিথ হতে পারে না। বস্ততপক্ষে ইসলামিক মিথ বলে কিছু নাই। একটা অলি গলিতে পাওয়া বইয়ে কি লেখা আছে তা দিয়ে আপনি ইসলামিক মিথের রচনা করতে গেলে তো হবে না ভাই।

ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৬

লেখাজোকা শামীম বলেছেন: আচ্ছা ঠিক আছে, আমার কথা ভুল । তাহলে কুকুর কেন ইসলামে এত ঘৃণিত সেটা কি বলবেন ?
তার আগে এই লিংকটা পড়েন।
Click This Link

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৪

লেখাজোকা শামীম বলেছেন: এটাও পড়তে পারেন।
http://www.islamicconcern.com/dogs.asp

১৩| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৭

কেল্টূ দা বলেছেন: শামীম বাই চেতাইলাম কই ? সত্য কতা কওনো যাইবনা ........ এইডা আবার কিমুন বিচার ! ! !

দুইনোকায় পাড়া দিয়া আর কতদূর শামীম বাই ........... সময়াইচে একটা নোকা ফিক্সড করার । নাইলে কইলাম ঐ খিরিটি রায়গো লগেই এই যাত্রা শেষ ।

আম্নে কামেল মানুষ ............. বুইজা নিয়েন ।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৭

লেখাজোকা শামীম বলেছেন: আমি ২ নৌকায় পা দেই নাই। কিন্তু লোকরে অনর্থক ক্ষেপাইতেই আমি পছন্দ করি না।

১৪| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: @শামিম ভাই, । ভালো কথা লিখতে গিয়া তো ধরা খাইলাম মনে হয়। ধর্ম লয়া লেখার এই এক যন্ত্রণা। খালি সবাই মনে ধর্মের অবমাননা হয়া গেল বুঝি।

আপনাকে তো ধর্ম নিয়া লিখতে কেউ মানা করবে না, সমালোচনা ও করতে পারেন । তবে সে সবই হওয়া উচিৎ জানার জন্যে, আরো গভীরে ঢুকার জন্যে, আরো পিওরিটি করার জন্যে।

কিন্ত আপনার লেখার শিরোনামটা দেখুন, কুকুর, নাভী এবং ইসলাম। খুবই বেমানান নয় কি??

আমার তো মনে হয় খুব খারাপ কথাও অনেক সময় উপস্থাপনের জন্য অনেকর মনেই জায়গা করে নেই। আর ধর্ম তো অবশ্যই একটি সেনসিটিভ ইস্যু।

এনিওয়ে আবার ও ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১১

লেখাজোকা শামীম বলেছেন: আপনার জন্য আরেকটি লিংক
Click This Link

এবার একটু দয়া করে বলবেন কি ইসলামে কেন কুকুর ঘৃণিত প্রাণী ?

১৫| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪২

অলস ছেলে বলেছেন: ভাইজান। ুদুর বুদুর গল্প যাই হোক, আপনারে সাধুবাদ জানাই, উপস্থাপনের জন্য। আশা করি আপনার নিয়ত ভালাই আছে, হেইডা আপ্নি জানেন। আগে + টা দিয়া বাকী কমেন্ত লিখি।


কথা হৈলো, আমাগের দেশে ইসলাম বলতে বেশিরভাগ মানুষ এইসবই বুঝে, লক্ষ লক্ষ মানুষ এখনো পুরা রাতভর এইরাম কাহিনী শুইনা কানতে কানতে হয়রান হয়া যায়। যেকোন থানা শহরে গিয়া জুব্বা পৈরা এই কাহিনী রসায়া বয়ান করেন, আপ্নি এখনো লালসালুর মজিদ হৈতে পারবেন। এইহানে আমরা ইসলামের বিরাট খেদমত কর্বার লাগি কুর্বান হৈতাছি, ঠিকমতো নামাজ পাঁচবার পড়ি কিনা কুন খবর নাই, সুতরাং সমালোচনার খেতা পুরেন। ভালা করছেন ভাই। সচেতন হৈতেই হৈবো মানুষ হৈতে হৈলে। ধন্যবাদ আপ্নারে।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৮

লেখাজোকা শামীম বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭

অলস ছেলে বলেছেন: কেল্টুদা আপ্নারে দাওয়াত দিছে ;) গিয়া শামিল হৈবেন নাকি? ভাইজান কথা একখান সত্যই কৈছেন তিনি, দুই নৌকায় পাড়া দিয়া কাম চলে না, এই কথা বহুত আগে রোম গ্রীকের দর্শনেও আছিলো, ইসলামেও আছে, হান্টিংটনে কৈছে, বুশ খালুভি কৈছে, আইজকা কেল্টুদাও কৈলো, চিন্তা কৈরেন।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৬

লেখাজোকা শামীম বলেছেন: ব্লগে কি দল পাকাইতে আইছি নাকি ? আমার মনের কথাগুলা বলতে আইছি। সেইটা কারো পক্ষে, কারো বিপক্ষে যাইতেই পারে। ভাবি না সেইটা নিয়া। সেই অবস্থা অনেক আগেই পার হয়া আইছি।

১৭| ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১

জনৈক আরাফাত বলেছেন: কাঠমোল্লাদের মিথ! ছোটবেলায় এইটা আমিও পড়ছিলাম।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৮

লেখাজোকা শামীম বলেছেন: সেইটাই তো কইতে গিয়া ফাইস্যা গেলাম।

১৮| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৩

হোরাস্‌ বলেছেন: মিথ মানেই তো ভূয়া গল্প। গল্পটা কে লিখছে এইটা তো ব্যাপার না, গল্পটা বাজারে চালু আছে এইটাই হইল ব্যাপার। যারা রাইগা মাইগা কয়া গেলেন এইটা ইসলামের গল্প না, বানানো তারা তো শামীম ভাইয়ের কথাটারেই সাপোর্ট করলেন। খামাখা মাখায়া না নিলে হয় না?

পোস্ট + দিলাম।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩

লেখাজোকা শামীম বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত।

১৯| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৬

হোরাস্‌ বলেছেন: প্লাস সাইনটা 'পোস্ট আর্কাইভের' নীচে ঢাকা পড়ছে। বুঝলাম না ঘটনা কি?

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখাজোকা শামীম বলেছেন: আমি তো ঠিকই দেখছি।

২০| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৫

শূন্য আরণ্যক বলেছেন: কেল্টুদার সাথে একমত ।

দুই নৌকায় পা দিয়া আর কত ।

সমকামিতার বিরুদ্ধে ধর্মের দোহাই দিবেন আবার
অন্য ব্যাপারে ধর্মেরে ধুইয়া ফেলবেন এমন ডালে ডালে লাফালাফি বাদ দেন ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পোষ্টের মীথের বিরুদ্ধে যেটা বলসেন তার সাথে একমত ।
কোনটা মীথ কোনটা না এটা ক্লিয়ারিফাই করা উচিত ।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৩

লেখাজোকা শামীম বলেছেন: সব কিছুকে এত জেনারালাইজ করার চেষ্টা করেন কেন ? এটা তো বুশীয় পদ্ধতি। হয় তুমি আমার বন্ধু, নইলে আমার শত্রু।
আমি ঠিক ডালেই আছি, আপনারা বুঝতে ভুল করছেন।

২১| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৬

শান্তির দেবদূত বলেছেন: খাইছে, এখানে তো ব্যাপক ক্যারফা লাইগা গেছে !!
আমাদের আরো সহনশীল হওয়া লাগবো, সবাই যদি এমন ীি কামড় দিয়া ঝাপাইয়া পড়ে তাইলে তো সারছে কাম /:)

৩ নাম্বার মন্তব্যের জবাবে লেখক যা বলছেন,---------
------ লেখক বলেছেন: আমি আপনের সাথে একমত। আমি শুধু বোঝাতে চাই এই মিথের মধ্যে মজাটা । ধর্মের নামে আমাদের কত উল্টাপাল্টা গেলানো হচ্ছে। কুকুরের স্বভাব দেখে পড়ে এই মিথ বানানো হয়েছে, কনফার্ম। --এইখানেই তো বিতর্ক শেষ।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩২

লেখাজোকা শামীম বলেছেন: বিতর্ক শেষ হয় না। কেবল বাড়ে । যারা বিতর্ক করতে চায় তাদের তো ঠেকিয়ে রাখার কোন উপায় নাই।

২২| ১৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:২৩

শয়তান বলেছেন: হাহাহা ।

পোস্ট আর কমেন্টস দুইখানেই মজা ।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখাজোকা শামীম বলেছেন: কেউ পায় মজা, কেউ পায় অপমান

২৩| ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: আপনার দেওয়া লিংক পড়লাম।

@হোরাস: মিথ যে বা যারা বর্ণনা করছেন, তাদের কাছে মিথ্যা নয়, মিথ্যাটা কাদের কাছে? যে কিনা আপনার মত বা শামীম ভাই এর মত বা আমার মত এককথায় যারা আধুনিক এবং লজিক্যাল চিন্তা করেন।

আপনি যখনই কোন কিছুকে মিথ বলবেন তার মানে এটা আপনার কাছে মিথ কিন্ত আপনি যাকে উদ্দেশ্য করে (মিথ বর্ননাকারি) বলছেন সে আপনার কাছে মিথ্যাবাদি।

তাহলে ইসলামিক মিথ মানে কি দাঁড়ালো? যারা ইসলামের চর্চা করে বা ইসলামের স্কলার তারা একটা তাদের আলোকে সত্য কথা বললো বা সৃষ্টিতত্ব বললো, তা আপনার কাছে মিথ্যা বলে প্রমান হওয়া।

এই পোষ্টে যে বিষয়টাকে হাইলাইট করা হলো এতা কোন ইসলামিক কাহিনি নয়, সুতরাং এটা মিথ হলেও ইসলামিক মিথ নয়.............ইসলামিক মিথ তখনই বলা যাবে যা ইসলামে বিশ্বাস করা হয় কিন্ত তা আসলে প্রতিষ্টিত ভাবে মিথ্যা....................

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখাজোকা শামীম বলেছেন: আরও কিছুই ইসলামী আচার আচরণ বলি যেগুলো ইসলাম সমর্থন করে না কিন্তু বাস্তবে ব্যাপকভাবে টিকে আছে। এই আচারগুলির বিপক্ষে মাঝে মিনমিনে কিছু প্রতিবাদ হয়, কিন্তু সেগুলো আসলে প্রতিবাদের মতো জোরালো নয়। অনেকে ভাবেন, এগুলো সঠিক, আসলে সঠিক নয়।
যেমন, মিলাদ, ওরশ, মাজার, দরগাহ, খানকা, পীর, গদ্দিনশীন পীর, জশনে জুলুছ, মুরিদ ইত্যাদি।
ধর্মের নামে এসব চলছে, কেউ বন্ধ করতে পারে নি। আপনি বন্ধ করার চেষ্টা করে দেখেন, গর্দান থাকবে না।
ইসলামের নামে অনেক ঘটনা টিকে আছে যেগুলো মিথ্যা। এতে উত্তেজিত হওয়ার কিছু নাই। ধর্মের গন্ধ থাকলেই এত ক্ষেপার আগে একটু বিবেচনা বোধ খাটাবেন।

২৪| ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২১

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: @লেখক: "এবার একটু দয়া করে বলবেন কি ইসলামে কেন কুকুর ঘৃণিত প্রাণী ?"

প্রথমত আমি বলব, আমি এই কুকর কাহিনী নিয়ে খুব খুব কাম জানি, তাই কিছু বলতে চাচ্ছি না।

তবে তাৎক্ষনিকভাবে আমার যেটা মনে হয় সেটা, ইসলাম কুকুরকে ঘৃণা করে তা নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়ায় মুল উদ্দেশ্য।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখাজোকা শামীম বলেছেন: Click This Link
উপরে দেয়া লিংক থেকে একটি অংশ এমন -
To let you know, not all scholars regard dogs as impure. For instance, the Malikite Jurists maintain that the dog is pure, even its saliva, and this is the predominant opinion. So, it is not obligatory to wash the body or the clothes, but one must still wash a bowl that touched or licked by dog.
The Hanafite Juristic School and some of Hanbali Jurists say that it’s only dog’s saliva that’s filthy and impure, but its body is not. Imam Ibn Taymiyyah considers this view to be the most correct. Thus, if a person’s clothes get wet from touching the dog's fur, this doesn't render them impure. Also, if one touches the dog's fur after making ablution (wudu'), this does not nullify the ablution, but if one gets touched with dog's saliva, then one has got tainted with impurity, and it must be removed.

আমার জানা মতে, উপরের এই মিথটার কারণেই কুকুর ঘৃণিত প্রাণী।

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখাজোকা শামীম বলেছেন: আপনারা যারা নিজেকে ধর্মের সৈনিক মনে করেন, তারা কেন বলবেন কম জানি। জানেন, নইলে ধর্মের সৈনিক সাইজ্যা লাভ নাই।

২৫| ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৬

অন্যরকম বলেছেন: এই গল্পটা মনে হয় মোকসেদুল মুমেনিন আর নেয়ামুল কোরআন মার্কা বইয়ে আছে! ..... :|

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখাজোকা শামীম বলেছেন: বইটার নামটা আমার ঠিক মনে নাই।

২৬| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৪

তানিয়া কবির লিজা বলেছেন: আমি যে গ্রাউন্ডে আপনার পোষ্টে মন্তব্য করেছিলাম, সেখানেই থাকতে আমি পছন্দ করি। অহেতুক তর্ক করতে চাই না। আমি নিজে কোন মুসলিম স্কলার নই।

তবে কোন আপনি যত লিংকি-ই দিয়েছেন, কোথাও আমি পেলাম না যে, কুকুরকে ঘৃনা করা হচ্ছে। দেখাতে পারবেন কি??

কুকুরকে ঘৃনা করা আর কুকুর থেকে অপরিষ্কার কোন কিছু ছড়িয়ে পড়তে পারে সেই জন্যে সাবধানতা অবলম্বন দুটি ভিন্ন জিনিষ।

আপনি আমাকে বারে বারে ক্ষেপে যাওয়ার মুডে দেখতেছেন!! মনে হয় আপনি নিজেই অনেক ক্ষেপে গেছেন। নিজের দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দেওয়ার মানসিকতা ও দুরে রাখতে হবে।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: বলা হচ্ছে, কুকুর যে ঘরে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, তারপরও কুকুর পবিত্র ?

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৭

লেখাজোকা শামীম বলেছেন: Sayyidna Abu Talha (Radhiyallaahu Ánhu) reports that Rasulullah (Sallallaaahu Álayhi Wasallam) said, "Angels do not enter a house wherein there is a dog or an animate picture. (Sahih Bukhari Hadith no. 2986)

Sayyidna Ibn Abbas (Radhiyallaahu Ánhuma) reports from Sayyidna Maimoona (Radhiyallaahu Ánha) that once Rasulullah (Sallallaaahu Álayhi Wasallam) became sad; and said that Jibra'eel (Álayhis Salaam) promised to meet him at night but did not turn up. "By Allah what has kept him back," said the Prophet (Sallallaaahu Álayhi Wasallam). Then he realised a puppy was under his bed. He ordered that the puppy be removed and the area be sprinkled with water. In the afternoon when Jibra'eel (Álayhi Salaam) came, Rasulullah (Sallallaaahu Álayhi Wasallam) enquired as to the delay. Jibra'eel (Álayhi

Salaam) said that we, the group of Angels do not enter a house wherein there is a dog or pictures. (Sahih Muslim Hadith no.3928)

যদি কুকুর ঘরে থাকার জন্য ফেরেশতা ঘরে না ঢোকে, তবে কুকুর কিভাবে পবিত্র হল ?

Click This Link

২৭| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:১১

~স্বপ্নজয়~ বলেছেন: মাইনষের কি মজার জিনিষ থিকা মজা নেওয়ার স্বভাবটা গেছে গা? এক এক জন এক এক দিকে কথা টাইনা নিয়া গেল :P

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৭

লেখাজোকা শামীম বলেছেন: ধর্মীয় বিষয় নিয়া পোস্ট দিলেই এই অবস্থা হয়। না জেনেই ক্ষেপে যায় একেক জন।

২৮| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৫

তানিয়া কবির লিজা বলেছেন: রিয়াজুল ইসলাম ভাই, আপনার হইয়া আমি কমেন্টের উত্তর দিয়া দিলাম, আপনি আবার মাইন্ড খাইয়েন না...............লেহাজোখার উত্তর পছ্ন্দ হইল না,,,,,তাই হের এই উত্তর দিলাম...........

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:০১

লেখাজোকা শামীম বলেছেন: মানুষের উত্তর যখন দিতে পারেন, তো নিচের প্রশ্নটার উত্তর দেন।
০১) মিলাদ, ওরশ, মাজার, দরগাহ, খানকা, পীর, গদ্দিনশীন পীর, জশনে জুলুছ, মুরিদ ইত্যাদি সম্পর্কে ইসলাম কী বলে একটু জানাবেন কি ?

২৯| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৯

সাইলেন্সার বলেছেন:

একটি ইসলামী মিথ- এই অংশটুকু প্রয়োজন ছিল না।

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: ইসলামী বইয়ে থাকলে আমার দোষ কোথায় ?

৩০| ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: "যেমন, মিলাদ, ওরশ, মাজার, দরগাহ, খানকা, পীর, গদ্দিনশীন পীর, জশনে জুলুছ, মুরিদ ইত্যাদি। "

এগুলো ইসলামিক মিথ কিনা তা আপনি নিজেই পরবর্তী দুটি পোষ্টে তুলে ধরেছেন। আপনি ঐ পোষ্ট ২টিতে যেমন লিখেছেন। এসব আলকোরান দারা সমর্থিত নয়। সুতরাং এগুলোকে আমি ইসলামিক মিথ বলতে পারছি না।

ইসলামিক কোন মিথ পাওয়া মানে ইসলাম মিথ্যা বলে প্রমান হওয়া।

তবে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক ইত্যাদি মিথকে গুলিয়ে ফেললে চলবে না।

আবার ধর্মে একটি বিশেষ পয়েন্টে স্কলারদের মধ্যে মতবিরোধ কে মিথ বলে চালানোর সুযোগ নয়।

পরিশেষে বলতে চাই, ইসলামিক মিথ শব্দটা একটা ভয়ানক শব্দ। বিভিন্ন এন্টি ইসলামিক ওয়েব সাইট ও ফোরাম তারা এই শব্দটা ব্যব হার করতে খুব পছন্দ করে।

মনে হয় আমার পয়েন্ট আপনার কাছে পরিষ্কার হয়েছে।

১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:১০

লেখাজোকা শামীম বলেছেন: মিথ শব্দের অর্থ পাইলাম প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী বিশেষত কোন জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস ও ধারণা এবং নৈস্বর্গিক ঘটনাবলীর ব্যাখ্যা
এই অর্থে মিথ যে মিথ্যা সেটা বলা হয় নাই। আপনি ভয়ংকর বলছেন কেন বুঝলাম না।
নিচের লিংক ব্যবহার করে নিজেই দেখেন।

http://www.ovidhan.org/

৩১| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: একেবারেই ফালতু মিথ, সম্ভবত মেড বাই বাংলাদেশি কাঠমুল্লা .....

আপনি মাদ্রাসায় পড়েছেন কিন্তু তাই বলে আপনিতো আর মাঠমুল্লা না, তাইলে এই পোষ্টের মানে কি বুঝবো?
-------------

শামীম ভাই এইসব গাজাখুরি কাহিনী বাদ ড্যান আর ভাল্লাগেনা

১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫০

লেখাজোকা শামীম বলেছেন: আচ্ছা, গাঁজাখুরিকে গাঁজাখুরি হিসেবে গ্রহণ করলেই তো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.