নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

সময় শেষ হয়ে যায়, স্বপ্ন তো শেষ হয় না (সবাইকে নববর্ষের শুভেচ্ছা)

৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লাফ দিয়ে চলে যাচ্ছে সময়।

বছর শেষে কত পরিকল্পনা করি, কত সম্ভাবনার স্বপ্ন দেখি, তার কিছু কিছু সফল হয়, থেকে যায় বেশির ভাগ কাজ বাকি। কেবল থেমে থাকে না সময়, চলে যায় দ্রুত।

এই তো সেদিন এসেছিল ২০০৯ সাল। কিভাবে যেন সেই বছরটি চলে গেল। আজ বছরের শেষ দিনে মনে হয়, হঠাৎ করেই জীবন থেকে কমে গেল একটি বছর।

আসছে ২০১০। অনেক অনেক পরিকল্পনা জমে আছে। অনেক অনেক সম্ভাবনার স্বপ্ন লুকিয়ে আছে মনে। এবার ঝাঁপিয়ে পড়তে হবে।

সময় ফুরিয়ে যায় কেবল, স্বপ্ন তো শেষ হয় না। দিন দিন বেড়েই যায়। নতুন নতুন স্বপ্ন উঁকি দেয় মনের ভেতর। সেই সব স্বপ্ন পূরণ হবে কি আগামী বছর ?

নতুন বছরে সবার প্রত্যাশা ও স্বপ্ন পূরণ হোক।

শুভ নববর্ষ ২০১০।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আপ্নেরেও শুভেচ্ছা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ নববর্ষ:)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শুভ নববর্ষ। শুভ কামনা রইলো।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

অপ্‌সরা বলেছেন: তোমাকেও নববর্ষের শুভেচ্ছা ভাইয়া!!!

৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৮

ভাঙ্গন বলেছেন: শামীম্ভাইকে শুভ নববর্ষ..

৬| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

ব্লগ ৪১৬ বলেছেন: আপনার লিখার হেডিং টা দারুন হইছে.....আমি আমার ফেইস বুকে দিয়া দিলাম আপানর অনুমতি ছাড়াই........+নববর্ষের শুভেচ্ছা.......

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখাজোকা শামীম বলেছেন: বছরে শেষ তেল পাইলাম। নববর্ষের শুভেচ্ছা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭

জানজাবিদ বলেছেন: ইদানিং অনেক চুপচাপ হয়ে গেছেন মনে হয়? আগের মত লেখাও দেখিনা, কমেন্টও দেখিনা।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: জীবন সব সময় এক রকম যায় না।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩১

তায়েফ আহমাদ বলেছেন: শুভেচ্ছা জনাব।
মিডিয়া জগতে দারুন ব্যস্ত- শুনতে পাই!
:)

৯| ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ তো! এখানে ১৫ নম্বরটা দেখুন Click This Link


গুড বাই!

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:২৫

লেখাজোকা শামীম বলেছেন: সর্বনাশ, আপনি তো দেখি ভীষণ অভিমানী।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:১০

দুরন্ত মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪২

কাজী দিদার বলেছেন: সেই সব স্বপ্ন পূরণ হবে কি আগামী বছর?

আশা করি ভাইয়া আপনের সপ্ন পূরন হবে,আমাকে একজন বলেছিলো -- যদি কেউ মন প্রান দিয়ে
কোন সপ্ন দেখে তাহলে আল্লা তার সপ্ন পূরন করেন।
আর ভাইয়া আমি নতুন বছরে একখান কবিতা লিখছি
সময় পাইলে পড়েদেখবেন এই লিংন্কে দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.