নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

টেলিভিশন নাটক রচনা কর্মশালা

২০ শে জুন, ২০১১ সকাল ১০:০৮

মুম রহমানের সঙ্গে পরিচয় চিত্রনাট্য রচনা কর্মশালা করতে গিয়ে। তিনি এবং সাকিরা পারভীন মিলে আর্টজোন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠান টেলিভিশন নাটক রচনা কর্মশালা ও বনসাই তৈরি শেখায়। আমি তার টেলিভিশন নাটক রচনা কর্মশালা করেছিলাম দীর্ঘদিন আগে।

অনেকেই হয় তো জানেন, আমার একটা সাংস্কৃতিক একাডেমি আছে। সেই একাডেমিতে নাচ, গান ও অভিনয় শেখানো হয়। নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত এই একাডেমির মাধ্যমে আমি শর্ট ফিল্ম বানাচ্ছি।

কয়েক দিন আগে মুম রহমান ও শাকিরা পারভীন নারায়ণগঞ্জে তাদের টেলিভিশন নাটক রচনা কর্মশালা করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। আমি বললাম, অনায়াসে আমার সাংস্কৃতিক একাডেমিতে এই আয়োজন করা যায়। তারা রাজি হলেন।



আগামী পহেলা জুলাই শুক্রবার দিনব্যাপী (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা) অনুষ্ঠিত হবে এই কর্মশালা। একেবারে পেশাদার এই কর্মশালা । যাদের টিভি নাটক রচনা শেখার ইচ্ছা আছে, তারা এই কর্মশালা থেকে উপকার পাবেন।



কর্মশালা সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে ব্যাপারটা এই রকম :



প্রশিক্ষণ দেবেন :

০১) টিভি, রেডিও মঞ্চ নাট্যকার ও নির্মাতা মুম রহমান (এম.এ - নাট্যরচনা)

০২) নাট্যকার, নির্মাতা ও শিক্ষক সাকিরা পারভীন (এম.এ - নাট্যরচনা, ফিল্ম এণ্ড মিডিয়া)

০৩) টিভি, মঞ্চ নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম



তারিখ : ১ জুলাই, ২০১১, শুক্রবার

সময় : সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

কোর্স ফি : ১৫০০ টাকা মাত্র (অগ্রিম প্রদেয়)



পুনশ্চ : সারা দিনের খাওয়া দাওয়া, কোর্স মেটেরিয়াল, কাগজ-কলম সব কিছু আমরাই বহন করবো। আসন সংখ্যা সীমিত।





যোগাযোগ করুন

শাহজাহান শামীম

এক মুঠো চলচ্চিত্র

৪৩/বি নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ

ফোন : ০১৯১২৫৭৭১৮৭, ০১৭১২৭৩৩৯১৭

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১১ সকাল ১০:২৩

নাফিউর রহমান বলেছেন: ভাল উদ্যোগ। আমি তো অনেক দূরে থাকি এজন্য উপস্থিত হতে পারবো না। শামীম ভাই আমাকে কি-
১। কাকে বলে নাট্যকলা- শম্ভু মিত্র
২। নাটক লেখার মূলসুত্র- সাধন কুমার ভট্টা।ঃ
৩। গল্প লেখার কারু কলা- শহীদ আখন্দ
৪। সিনেমার অ আ ক খ- ধীমান দাশগুপ্ত
এই বই গুলোর পিডিএফ ভার্সন দিতে পারবেন। কোথাও খুজে পাচ্ছি না। গল্প লেখার ইচ্ছা হচ্ছে কিন্তু কিভাবে শুরু করবো বুঝতেছি না।

২০ শে জুন, ২০১১ সকাল ১০:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: দুঃখিত, আমার কাছে এই বইগুলোর কোন পিডিএফ ভার্সন নাই। তবে এই বইগুলো তো দুষ্প্রাপ্য নয়। শাহবাগের আজিজ মার্কেটে সহজলভ্য।
আপনি প্রথম দুটা বই আপাতত কেনেন। শেষ দুটো বই কেনার দরকার নাই। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই দুইটা বই তেমন ভালো হয় নি।

নাটক লেখা শেখার জন্য এই বইটা ভালো -
০১। নাটক রচনা : রূপ ও রীতি - রাজীব হুমায়ুন

আরেকটা কথা, ইংরেজি বইগুলোর অসংখ্য পিডিএফ ভার্সন আছে। ওগুলো বাংলা বইয়ের চেয়ে অনেক অনেক ভালো।

আরো বইয়ের জন্য আমার এই পোস্টটা দেখুন।

নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ)

২| ২০ শে জুন, ২০১১ সকাল ১১:১৮

প্রজাপতীমন বলেছেন: আমার জন্য এই পোস্টটা এত দরকারি যে কি বলব। কিন্তু কর্মশালাটা আমার জন্য দূর হয়ে গেল ভাইয়া।আমি ঢাকায় থাকি একটা জব করি বুঝতেই পারছেন আমার পক্ষে কর্মশালাটা করা সম্ভব না। যদি ঢাকায় করতেন তবে আমার মত হয়ত অনেকেরই সুবিধা হত। একটু ভেবে দেখবেন দয়াকরে ।

ভাল থাকবেন।

ঢাকায় কোথায় এমন কর্মশালা আছে যদি জানাতেন ।

২১ শে জুন, ২০১১ দুপুর ২:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: ০১৭১২৭৩৩৯১৭ নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।

৩| ২০ শে জুন, ২০১১ দুপুর ১২:২৬

শ্রীকান্ত হালদার বলেছেন: ঢাকায় কোর্স হলে জানাইয়েন, নারায়ণগঞ্জ যাওয়ার টাইম পাইতাছি না।

২১ শে জুন, ২০১১ দুপুর ২:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: জানাব। তবে ০১৭১২৭৩৩৯১৭ নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।

৪| ২০ শে জুন, ২০১১ বিকাল ৪:০৬

১১স্টার বলেছেন: দেশে থাকলে জয়েন করতাম। আফসোস!

২১ শে জুন, ২০১১ বিকাল ৩:১৪

লেখাজোকা শামীম বলেছেন: আমারো আফসোস।

৫| ২১ শে জুন, ২০১১ দুপুর ২:৫১

আত্মমগ্ন আিম বলেছেন: Ami short film er script likha nd making sikhte chai...kivabe korte pari??

২১ শে জুন, ২০১১ বিকাল ৩:৪০

লেখাজোকা শামীম বলেছেন: ফিল্ম মেকিং কোর্স করে নেন কোথাও থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.