নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

ভালো কাজটাকে ভালো বললাম

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

সরকারের সমালোচনা করা সহজ। বিশেষত আমাদের দেশে সরকারের সমালোচনা করার ইস্যুর অভাব নাই। এমনও হয়, একটা ইস্যু নিয়ে সমালোচনা শেষ হওয়ার আগেই আরেকটা ইস্যু এসে হাজির। সমালোচনা করতে করতে হয়রান হওয়ার অবস্থা হয় মানুষের। কিন্তু তারপরও সমালোচনা দরকার আছে। চিরকালই দরকার থাকবে। সমালোচনা না থাকলে সরকার নিজেকে কখনও শুধরে নিতে পারবে না।

তবে কেবল সমালোচনা নয়, প্রশংসাও দরকার আছে। প্রশংসা মানে তৈলবাজি করা না। ভালো কাজ করলে তবেই প্রশংসা। প্রশংসা না পেলে ভালো কাজ করার উৎসাহ পায় না কেউ। সুতরাং সরকারকে উৎসাহ দেয়ার জন্য হলেও সরকারের ভালো কাজের কিছু প্রশংসা করা দরকার।

সরকার একটা ভালো কাজ করেছে। বছরের প্রথম দিন স্কুলের কোমলমতি শিশুদের হাতে বই পৌঁছে দিয়েছে। ১৭ বছর পর এই প্রথম নতুন কারিকুলামে বই ছাপা হয়েছে। এবারই প্রথম বইগুলো হয়েছে চার রঙা। সেই চার রঙা বই হাতে বছরের প্রথম দিনই শিশুরা আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরেছে।

কয়েক বছর আগে এই বই পাওয়া নিয়ে ভীষণ অনিশ্চয়তা ছিল। বছরের প্রথম দিন বই পাওয়াটা ছিল দুঃস্বপ্নের মতো। কবে বই পাওয়া যাবে, তা কেউ জানত না। তাছাড়া বিনা মূল্যের বই বাজারে বিক্রি করে দেয়ার মতো জঘন্য কাজও হয়েছে। ভুয়া তালিকা দেখিয়ে অতিরিক্ত বই তুলে বাজারে বিক্রি করে দেয়ার ঘটনা বহু ঘটেছে। সেই সব অনিয়ম থেকে সরকার বেরিয়ে আসতে পেরেছে।

বছরের প্রথম দিন শিশুদের হাতে বই পৌছে দেয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। এই দায়িত্বটি অতীতের প্রতিটি শিক্ষামন্ত্রীরই ছিল। তারা সেই দায়িত্ব পালন করতে পারেন নি।

আশা করি, ভবিষ্যতের সকল শিক্ষামন্ত্রী এই দায়িত্বটি সুচারুরূপে পালন করবেন এবং প্রতি বছরই শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে নাচতে নাচতে বাড়ি ফিরবে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

কলাবাগান১ বলেছেন: দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন হয়েছে........কোটি কোটি টাকা খরচ করে খাদ্য আমদানী করতে হচ্ছে না...কৃষিমন্ত্রীও প্রশংসা পেতে পারে

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

রীতিমত লিয়া বলেছেন: বছরের প্রথম দিন স্কুলের কোমলমতি শিশুদের হাতে বই পৌঁছে দিয়েছে। ১৭ বছর পর এই প্রথম নতুন কারিকুলামে বই ছাপা হয়েছে। এবারই প্রথম বইগুলো হয়েছে চার রঙা। সেই চার রঙা বই হাতে বছরের প্রথম দিনই শিশুরা আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরেছে।

আজ প্রথম আলোতে দৃশ্যটি দেখে মন ভরে গেছে সত্যি :)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

মুফতি বাবা বলেছেন:
সারারাত ধর্ষন করে সকালে জন্ম নিরোধক টেবলেট দিয়ে বিদায় করলে ধর্সকরা ভাল কাজ করছে বলা যায় না|

শেয়ার বাজার লুট| ডেস্টিনি লুট|কুইক রেন্টাল লুট-পদ্মা সেতু লুট-সোনালী ব্যংক লুট কোন ব্যাপার না, তাই না শামীম ভাই??

আর এই শিক্ষা মন্ত্রীর আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমান খুন আর ধর্ষন ছাত্রলীগ করছে তা কিন্ত ইতিহাস হইয়া থাকবো|

এই শিক্ষা মন্ত্রীর আমলে বুয়েটের মত প্রতিষ্টানকে আম্লীগের গুন্ডারা কমার্স ডিপার্টমেন্ট খুলার ব্যবাস্হা কইরা ফালাইছে :);)

শামীম ভাই, আগাম ভোট টা নৌকা মার্কায় দিয়া দিলেন :););)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

নাযীর আহমদ বলেছেন: মুফতি বাবা বলেছেন:
সারারাত ধর্ষন করে সকালে জন্ম নিরোধক টেবলেট দিয়ে বিদায় করলে ধর্সকরা ভাল কাজ করছে বলা যায় না|

শেয়ার বাজার লুট| ডেস্টিনি লুট|কুইক রেন্টাল লুট-পদ্মা সেতু লুট-সোনালী ব্যংক লুট কোন ব্যাপার না, তাই না শামীম ভাই??

আর এই শিক্ষা মন্ত্রীর আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমান খুন আর ধর্ষন ছাত্রলীগ করছে তা কিন্ত ইতিহাস হইয়া থাকবো|

এই শিক্ষা মন্ত্রীর আমলে বুয়েটের মত প্রতিষ্টানকে আম্লীগের গুন্ডারা কমার্স ডিপার্টমেন্ট খুলার ব্যবাস্হা কইরা ফালাইছে

শামীম ভাই, আগাম ভোট টা নৌকা মার্কায় দিয়া দিলেন

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ফাটা বাশঁ বলেছেন: মুফতি বাবা, এমনে ওপেন ল্যাংটা কথা বার্তা একদম ঠিক না :D

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

পেন্সিল চোর বলেছেন: হুম

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: গোবরের স্তুপ এ যদি এক ফোঁটা দুধ পরে তাতে কিন্তু গোবরের কোন পরিবর্তন হয় না... তেমনি এই ঘটনাও...

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: হা, হা, হা, হা, হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.