নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

হে নবীন লেখক, বাড়ান আপনার সৃজনশীলতা

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

আপনি নবীন লেখক। কলম ধরেছেন একটা ভালো গল্প লেখার জন্য। কিন্তু কলমের ডগা দিয়ে কিছুই বের হচ্ছে না। আটকে গেছেন। আটকে গেছে আপনার লেখা।

এই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার জন্য আপনার সৃজনশীলতার দিকে চোখ ফেরান। অফুরান সৃজনশীলতা নিয়ে আপনি জন্ম নিয়েছেন। সেই সৃজনশীলতার খনিতে এবার খনন করুন।

কিভাবে ?

আপনাকে একটা অনুশীলনী করতে হবে। নিশ্চিত থাকেন, তাতে করে আপনি সৃজনশীলতাকে ব্যবহার করতে পারবেন। আপনার ভেতরে থাকা সুপ্ত আগ্নেয়গিরির মতো টগবগ করতে থাকা সৃজনশীলতা বেরিয়ে আসবে আপনার লেখায়।

এবার সহজভাবে বোঝা যাক। ভালো লেখার সবচেয়ে বড় গুণ হল সেটার দৃশ্যমানতা। যেই লেখা পড়লে পাঠক দৃশ্য দেখতে পায়, সেটা ভালো লেখা। সুতরাং একজন লেখককে লেখনীর মাধ্যমে দৃশ্য তৈরি করে যেতে হয়। তার বর্ণনার মাধ্যমে তুলে আনতে হয় একটা নিখুঁত দৃশ্য। কিন্তু সেই দৃশ্য লেখনীর মাধ্যমে তুলে ধরার পূর্ব শর্ত হল, নিজের মানস-চোখে সেই দৃশ্যটি দেখতে পারা।

সমস্যা হল, অনেক নবীন লেখক এই দৃশ্য মানস-চোখে দেখতে পান না। যারা তাদের মানস-চোখ ব্যবহার করতে পারেন না, তাদের জন্য একটা অনুশীলনী। এই অনুশীলনী আপনার কল্পনা শক্তি বাড়াবে। আপনার স্মৃতি শক্তি বাড়াবে।



দৃশ্য দেখার অনুশীলনী :

০১) মেরুদন্ড সোজা করে বসুন অথবা শুয়ে পড়–ন। বসে বা শুয়ে যে ভঙ্গি আপনার আরাম লাগে সেই ভঙ্গিতে যান। কিন্তু শর্ত হল, মেরুদন্ড সোজা রাখতে হবে। চোখ বন্ধ করে দিন। শরীর শিথিল করে দিন।



০২) এবার নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করুন। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন। ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন। পুরো প্রক্রিয়াটির মধ্যে কোন তাড়াহুড়ো করবেন না। ধীরে শ্বাস নিন এবং ত্যাগ করুন।



০৩) শ্বাস গ্রহণ এবং ত্যাগের সময় আপনি কোন শিথিলায়ন মিউজিক ব্যাবহার করতে পারেন। ধ্যান বা যোগ ব্যায়ামের সময়ে যে ধরনের শিথিলায়ন মিউজিক ব্যাবহার করা হয়, সেটা শুনতে পারেন।



০৪) ঘরে সুগন্ধি এয়ার ফ্রেশনার স্প্রে করে দিতে পারেন। নিজের গায়ে সুগন্ধি মাখাতে পারেন।



০৫) চোখ বন্ধ করে গভীর শ্বাস প্রক্রিয়া চালিয়ে যেতে থাকুন। এক সময় খেয়াল করবেন, আপনার শরীর সম্পূর্ণ শিথিল হয়ে গেছে।



এবার মূল কাজ । মানে এবার আপনি মানস-চোখে দৃশ্য দেখবেন।

০৬) নিজেকে একজন শিশু হিসেবে কল্পনা করুন। অথবা নিজের শৈশবে ফিরে যান।



০৭) নিজেকে কোন প্রাকৃতিক পরিবেশে দেখুন। যেমন : প্রান্তর, মরুভূমি, পাহাড়, বন বা সমুদ্রের তীর। একেক দিন একেক পরিবেশে যেতে পারেন।



০৮) সচেতন এবং ইচ্ছাকৃতভাবে আপনার পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করুন। যেমন :

সমুদ্র সৈকতের ক্ষেত্রে -

সামুদ্রিক বাতাসের গন্ধ নিন। ( নাক)

পাখির গান শুনুন, পাতা ঝরার শব্দ শুনুন, সামুদ্রিক ঢেউয়ের শব্দ শুনুন । (কান)

সাগরের গভীর নীল সৌন্দর্য দেখুন। ( চোখ)

সাগরের লোনা জলের স্বাদ নিন। (জিহ্বা)

বাতাসের / পানির তাপমাত্রা (গরম/ঠান্ডা) অনুভব করুন । (ত্বক)



০৯) এবার কিছু প্রশ্নের উত্তর দিন।

ক) আপনি কী পরিধান করে আছেন ?

খ) আপনার চুলগুলো কেমন দেখাচ্ছে ?

গ) আপনার মুখের অভিব্যক্তি কেমন ?

ঘ) আপনি কি একা নাকি বন্ধুদের সহ আছেন ?

ঙ) আপনি কয়েক মুহূর্ত সেই এলাকায় অবস্থান করে ভাবুন, আপনার শৈশবে ফিরে যাওয়াটাকে কেমন লাগছে ? কেমন বোধ করছেন ? আপনি কি সুখী ? দুঃখী ? একাকী ? উচ্ছল ? মুক্ত ?

আপনার ষষ্ঠ ইন্দ্রিয় কি আপনাকে কিছু বলছে ? কোন ইশারা কি পাচ্ছেন ? মনে হচ্ছে কি প্রকৃতি আপনার সঙ্গে কথা বলছে ?



১০) এবার ধীরে ধীরে ১ থেকে ১০ পর্যন্ত গুনুন। মনে মনে বলুন, আমি ১০ বলার সঙ্গে চোখ খুলব এবং সম্পূর্ণ জেগে উঠব। ১০ গুনে চোখ খুলুন এবং সম্পূর্ণ জেগে উঠুন।

এবার লেখার পালা। আপনি এতক্ষণ যে দৃশ্য দেখেছেন, সেটা এবার লিখে ফেলবেন।



১১) কাগজ কলম নিন। ইচ্ছে করলে কম্পিউটারেও লিখতে পারেন। এতক্ষণ মানস চোখে যে দৃশ্য দেখলেন, এবার সেই দৃশ্য বিস্তারিত লিখে ফেলুন। প্রথম পুরুষে ও বর্তমান কালে লিখবেন। যা দেখেছেন, অনুভব করেছেন - সব লিখবেন।



১২) প্রথম ২০ মিনিট লেখা থামাবেন না। লিখে যেতে থাকুন। কী লিখছেন পড়বেন না। কেমন লেখা হচ্ছে সেটা নিয়ে ভাববেন না। বানান বা ব্যাকরণ নিয়ে মাথা ঘামাবেন না। গড় গড় করে লিখে যান মনের খুশিতে। এটাকে বলা হয় মুক্ত লেখা বা ফ্রি রাইটিং।



১৩) আপনি যদি লিখতে গিয়ে আটকে যান, তবে এই আটকে যাওয়ার ফলে আপনার মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছে, সেটা লিখে ফেলুন। লিখে ফেলুন কেন আপনি লিখতে পারছেন না, লিখতে না পারার ফলে আপনার কেমন লাগছে। যাই ঘটুক না কেন ২০ মিনিটের আগে লেখা থামাবেন না। ইচ্ছে করলে মোবাইল ফোনে বা ঘড়িতে একটা ২০ মিনিটের টাইমার সেট করে নিতে পারেন।



শেষ কথা :

এই অনুশীলনীটাকে ‌'দিবা স্বপ্ন’ দেখা বলতে পারেন। এই 'দিবা স্বপ্ন’ দেখা এবং সেটাকে লিখে ফেলার চর্চার মধ্য দিয়ে আপনার লেখার ক্ষমতা বাড়বে। আপনি যে কোন দৃশ্য বর্ণনা করায় পারদর্শী হয়ে উঠবেন। আপনার লেখা হবে দৃশ্যময় এবং আকর্ষণীয়।

হে নবীন লেখক, তাহলে আজ থেকে সৃজনশীলতার এ চর্চা শুরু হোক। প্রতিদিন কমপক্ষে একবার করে যান এ চর্চা। সৃজনশীলতার এ জগতে আপনাকে স্বাগতম।



দ্বিতীয় পর্ব



শাহজাহান শামীম

(চিত্রনাট্যকার ও পরিচালক)

০১৯১২৫৭৭১৮৭ বা ০১৬৮২৩০৩৩১৯

মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোষ্ট

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: ভাইজান, আপনি কি এইভাবে লিখেন!! তবে কথাগুলো ভাল।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

লেখাজোকা শামীম বলেছেন: চেষ্টা করি। এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। মানস-চোখ ব্যবহার করতে পারি।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পড়লাম। গুড পোষ্ট।
হ্যাঁ আপনার পদ্ধতিটি কার্যকর হতে পারে। পাশাপাশি ভালো ভালো লেখা পড়ারও কোন বিকল্প নেই। যারা ব্লগে লেখালেখি করেন, তারা শুধু ব্লগের ভালো লেখা পড়লেই চলবে না, মূল সাহিত্যে ঘরনার লেখাগুলোও পড়া উচিত।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

লেখাজোকা শামীম বলেছেন: ব্লগে লেখালেখি করার সময় কমে গেছে।
পদ্ধতিটি কার্যকর। কিন্তু হঠাৎ করে ফলাফল পাওয়া যাবে না। দিনের পর দিন চর্চা চালিয়ে যেতে হবে।

ভালো লেখা পড়লে রুচিবোধ তৈরি হয়। শিল্পীর জন্য রুচিবোধ একটা খুব বড় ব্যাপার।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো চমৎকার কিছু টিপসও পাওয়া গেল। দারুণ কিছু কথা বলেছেন।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

লেখাজোকা শামীম বলেছেন: এবার টিপস কাজে লাগিয়ে জানান আসলে কাজে লাগে কি না।

অনেক ধন্যবাদ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে দেখবো আপনার লেখার মত করে।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

লেখাজোকা শামীম বলেছেন: পুরোটা একটানা করতে হবে। প্রতিদিন করতে হবে।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার পদ্ধতিটা মূলত একটি ধ্যান বা মেডিটেশন। আর কেউ নিয়মিত ধ্যান করলে উপকার পাবেই।

চমৎকার পোস্ট। শুভেচ্ছা।

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

লেখাজোকা শামীম বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। অনেক ধন্যবাদ।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

বাংলার আকাশ বলেছেন: Good post. Thanks.

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

লেখাজোকা শামীম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

সকাল রয় বলেছেন:
আমার একান্ত মতামত:
নাহ এতকিছু করেও লেখা আসেনা অন্তত সৃজনশীল তো নয়ই। লেখা আনার জন্য পড়তে হয়। বই পড়তে হয় তাহলে লেখা চলে আসে। এত সময় নিয়ে এত ভাবা কিংবা এত কিছু করতে হয়না।
আমি মনে করি লেখার জন্য বই পড়ার কোন বিকল্প নেই তারপরও যদি লেখা না আসে তাহলে ভালো চিত্রনাট্য সম্বলিত সিনেমা দেখা যেতে পারে।

অনেক ধন্যবাদ আপনার টিপসের জন্য।

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: আপনার দুটি পদ্ধতি একটু পুরোনোদের জন্য। পুরোনো লেখকদেরও অনেক সময় লেখা বন্ধ হয়ে যায়। যেটাকে ভদ্র ভাষায় বলা হয়, রাইটার্স ব্লক। রাইটার্স ব্লক কাটানোর জন্য আপনার পদ্ধতি দুটো অবশ্যই কাজ দেবে।
এই অনুশীলনীটা মূলত একেবারে নবজাতক লেখকদের জন্য। যারা কখনও লেখে নি, কিন্তু খুব ইচ্ছা লিখবে। তাদের জন্য এই অনুশীলনী কাজে দেবে।

ধন্যবাদ।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল লাগলো। চমৎকার কিছু টিপসও পাওয়া গেল। দারুণ কিছু কথা বলেছেন।








ধন্যবাদ। ভাল থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

লেখাজোকা শামীম বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার !

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

লেখাজোকা শামীম বলেছেন: ধইন্যা ...

১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আলোর পরী বলেছেন: আপনার মহৎ উদ্দেশ্য সফল হোক , আপনার পরামর্শ কাজে লাগিয়ে নবীন লেখকদের লেখনী আরও ক্ষুরধার হোক ।

অনন্তর শুভকামনা আপনার জন্য ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

লেখাজোকা শামীম বলেছেন: সৃজনশীলতা বাড়লে অবশ্যই লেখনী ক্ষুরধার হবে।

আপনাকে ধন্যবাদ।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল বুদ্ধি! ট্রাই করতে হবে! অনেক দিন ধরে রাইটার্স ব্লকে আছি!

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

লেখাজোকা শামীম বলেছেন: ট্রাই করে দেখেন। ফলাফল অবশ্যই জানাবেন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার মাথায় বেশ কিছু লেখা ঘুরপাক খাচ্ছে,
যখন হাতে যথেষ্ট সময় থাকে, তখন
সেগুলোকে খাতায় আটকানোতে আলস্য...!

আর যখন খুব লিখে ফেলতে ইচ্ছে হয়,
তখন হয়তো কাজের খুব চাপ অথবা
যাত্রা পথে, তখন কি করে লিখি বলেন..?

আপনার পদ্ধতিটা কারো জন্য কিছুটা
সহায়ক হতে পারে..।

অনেক ধন্যবাদ ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

লেখাজোকা শামীম বলেছেন: আলস্য এবং অন্য কাজে ব্যস্ততা দুটোই লেখকের শত্রু। এ দুটো দূর করতে পারলে আপনারও হবে।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

মাকসুদ বরগুনা বলেছেন: ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

নীড় খুঁজি বলেছেন: সুন্দর পোষ্ট। কাজে আসব...

প্রিয়তে রাখলাম।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগিয়ে ফলাফলটা জানান।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

বেলা শেষে বলেছেন: তবে আজ থেকেই শুরু হোক সৃজনশীলতার চর্চা।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

লেখাজোকা শামীম বলেছেন: শুরু হোক। তারপর প্রতিদিন চলুক।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার আলোচনা। অনেক ক্ষেত্রে দারুণ ফল এনে দিতে পারে। অনুশীলনের পদ্ধতি অভিনব।

তবে একেকজনের ক্ষেত্রে লেখার পদ্ধতি আলাদা হতে পারে। কখনো লেখা আসে না, আনা যায় না। আসার জন্য অপেক্ষা করতে হয়। সে অপেক্ষাও এক অদ্ভুত ব্যাপার!

শুভেচ্ছা সতত।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: অনুশীলন করে জানান, দারুণ ফল দেয় কি না। ফল না দিলে সেটাও জানান।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

আকিব আরিয়ান বলেছেন: ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে। ভুড়ি ভুড়ি লেখা পড়তে হবে। তাহলেই আপনা আপনি লেখার ধরণ এসে যাবে।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: এটা লেখার ধরন নিয়ে পোস্ট নয়। এটা সৃজনশীলতা বাড়ানোর নিয়ম।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

ভষ্ম মানব বলেছেন: কাজিলা পোষ্ট।লেখক হতে মুন চায়।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: লেখা শুরু করেন। এক সময় দেখবেন, লেখক হয়ে গেছেন।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬

এহসান সাবির বলেছেন: ট্রাই করতে হবে!

ভালো লেগেছে।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: ট্রাই করে কী ফলাফল পেলেন, জানাবেন।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩

ইখতামিন বলেছেন:
চমৎকার ও অসাধারণ একটা পোস্ট। প্রিয়তে।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

লেখাজোকা শামীম বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

এম মশিউর বলেছেন: গতকাল রাতে একটা গল্প লিখতে চাইলাম। দৃশ্য মনের মধ্যে রেডি করলাম। কিন্তু লেখার সময় ৪/৫ লাইন লেখার পর আর লিখতে ইচ্ছে করলো না। হঠাৎ করে কারেন্ট যাওয়ার মত অফ হয়ে গেল।

নতুন লেখা শুরু করেছি। ভালো লিখতে পারি না। তবুও লিখতে ইচ্ছে করে। আমার মাথায় কাজ করে প্রমথ চৌধুরী'র 'সাহিত্যের খেলা' প্রবন্ধের একটি লাইন- 'সাহিত্যে যে কেউ খেলতে পারে'।
তাই লেখা ভালো হোক, খারাপ হোক- সেটা বিষয় না। সাহিতে খেলতে এসেছি; হার-জিত পরের কথা।

***
আপনার লেখাটি বেশ ভালো লাগলো। প্রিয়তে রাখলাম।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

লেখাজোকা শামীম বলেছেন: কমপক্ষে ২০ মিনিট লিখে যাবেন। ভালো হোক বা মন্দ হোক।

পৃথিবীর সব লেখকেরই প্রথম লেখা মানসম্মত হয় না। মানসম্মত করতে হলে অনেক চর্চা করতে হয়।

লেখালেখি বিষয়ক একটা বই বের করার পরিকল্পনা আছে। বইটাতে এই রকম কিছু অনুশীলনী যোগ করা হবে।
আমি নিজে এটা চর্চা করি। ফলাফল ইতিবাচক। চর্চা করে ফলাফল জানান। এই অনুশীলনী করার পর কার কী ফলাফল হয় জানতে চাই।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

ওয়্যারউলফ বলেছেন: সেরেছে। আমাকে দিয়ে মনে হয় "ফ্রি" ছাড়া অন্য কিছু হবে না।তবে চেষ্টা করবো।যদি সফল হই ভাববো মতিঝিলের ঝিলটা উদ্বার করে ফেলেছি!!!

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

লেখাজোকা শামীম বলেছেন: আপাত ফ্রি রাইটিংটাই করেন। এক সময় হবে।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখাটা কাজে লাগবে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগল কি না জানাবেন।

আমি লেখালেখির অনুশীলনী বিষয়ক একটা বই লেখার পরিকল্পনা করছি। বইটাকে এই রকম অনুশীলনী থাকবে।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

জেরিফ বলেছেন: কাজের পোস্ট । দেখা যাক কি হয় ।

২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগিয়ে দেখান। অপেক্ষায় রইলাম।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব কাজের পোস্ট। সোজা প্রিয়তে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগিয়ে একটু জানাবেন। আমি এই বিষয়টা নিয়ে আরো লিখতে চাই।

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:

দারুণ !
২ নম্বরটা অফলাইনেই পড়েছিলাম ।
এখন এটা পড়ে প্রিয়তে নিয়ে গেলাম ।
আমার মতো মৌলিক বিষয়ে লিখতে না পারাদের জন্যে কাজে দিবে ।
অনেক ধন্যবাদ জানাই ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগাতে পারলে আমাকে অবশ্যই জানাবেন।

এটার আরও পর্ব আসবে।

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

সুমাইয়া বরকতউল্লাহ বলেছেন: অনেক সুন্দর ও উপকারী লেখা। অনেক ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

লেখাজোকা শামীম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৯| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

রাগিব নিযাম বলেছেন: এটা অনেকটা কোয়ান্টাম মেডিটেশন পদ্ধতির মতো। আমিও প্রায় একি ধরণের পন্থা অবলম্বন করি। অনেক ভালো পোস্ট হয়েছে। ++

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

হাবিব কবি বলেছেন:
মেডিটেশন। (পূর্ণতার জন্য প্রয়োজন সৎ গুরুর পরম্পরা)

৩১| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৮

রাকিব হোসেন (রকি) বলেছেন: ভাই ভালই লাগল, পুরাই ফিলিংস আইসা পরছে, মাথা নষ্ট.......ম্যাজিকের মতো কাজ করতাছে................

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

থিওরি বলেছেন: নতুন লেখক হিসাবে চেষ্টা কররে দেখব। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.