নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

হে নবীন লেখক, বাড়ান আপনার সৃজনশীলতা -০২

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

লেখালেখির ক্ষেত্রে সৃজনশীলতা হল অপরিহার্য বিষয়। ভালো লেখার জন্য একজন নতুন লেখককে অবশ্যই সৃজনশীল হতে হবে। সৃজনশীলতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এটাকে নতুন করে অর্জন করার কিছু নাই। তবে কিছু অভ্যাস মানুষকে তার সৃজনশীলতা ব্যবহারে অভ্যস্ত করে তোলে।

হে নবীন লেখক, আপনার জন্য ১০টি টিপস --



০১) একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দিন শুরু করুন। আপনার লেখার স্থান পরিবর্তন করতে পারেন। কেবল টেবিলে বসে না লিখে বাইরে যান। প্রাকৃতিক পরিবেশে শিথিল ভঙ্গিতে লিখুন।

রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীতে নৌকায় বসে প্রচুর কবিতা লিখেছেন। প্রাকৃতিক পরিবেশ আপনার লেখার ধরন বদলে দেবে।



০২) লেখা শুরু করার সময় আপনার অনুভূতি এবং স্বাভাবিক প্রবৃত্তিকে বিশ্বাস রাখুন। আপনার অনুভূতি এবং স্বাভাবিক প্রবৃত্তির ইশারা বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আপনার লেখাকে সামনে এগিয়ে নিয়ে যান। লেখার সময় আপনার যুক্তির চেয়ে আপনার অন্তর্জ্ঞান এবং কল্পনার উপর বেশি নির্ভর করুন।



০৩) লেখা শুরু করার পূর্বে ১০ মিনিট কবিতা পড়–ন। নতুন নতুন কবির কবিতা বা ছড়া সংগ্রহ করুন। শিশুতোষ ছড়া সবচেয়ে ভালো। কারণ তাদের প্রাকৃতিক ছন্দ ও গতি আছে Ñ যা আপনাকে সৃজনশীলতার সঙ্গে যুক্ত করবে। আপনার ভেতরের শিশু মনটাকে ব্যবহার করতে শিখুন।



০৪) লেখার সময় শিথিলায়ন মিউজিক ছেড়ে নিতে পারেন। মিউজিকের ছন্দ আপনার লেখার শব্দের ছন্দের মধ্যে প্রয়োগ করুন। প্রিয় কোন গান আপনার লেখার স্পৃহা বাড়িয়ে দেবে।



০৫) লেখার মাল-মসলা যোগাড়ের জন্য ভ্রমণ করুন। নতুন নতুন স্থানে যান, নতুন নতুন লোকের সঙ্গে মিশুন। হঠাৎ লেখা আটকে গেলে আপাতত ক্ষান্ত হোন। আপনার প্রিয় কোন রাস্তায় হেঁটে আসুন। এমনভাবে চারপাশ দেখুন যেন আপনি একজন পর্যটক। আগে দেখেননি এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করুন।



০৬) দিনপঞ্জী লিখুন এবং প্রতি দিন লিখুন। আপনার অনুভূতি এবং চিন্তাগুলিকে লিপিবদ্ধ করুন। পাশাপাশি আপনার চারপাশের মানুষের আচরণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক লিখুন। এই চর্চা আপনার পর্যবেক্ষণের দক্ষতা বাড়াবে এবং যে কোন পরিস্থিতি লিখতে সহায়তা করবে। দিনপঞ্জী লেখার জন্য একটা আলাদা খাতা ব্যবহার করতে পারেন।



০৭) একটা স্বপ্ন পঞ্জী লিখুন। ওতে দিবা স্বপ্নের পাশাপাশি রাতের স্বপ্নগুলোও লিখবেন। রাতের স্বপ্ন লেখার জন্য একটা আলাদা খাতা বা ডায়েরি ব্যবহার করতে পারেন। এই স্বপ্নগুলো থেকে আপনার লেখার মাল মসলা পাবেন।



০৮) একটা ছোট নোটবুক রাখুন সাথে। যখনই কোন আইডিয়া আপনার মাথায় আসবে, সঙ্গে সঙ্গে লিখে ফেলুন। এই রকম আইডিয়া লিখে না রাখলে পরে ভুলে যেতে পারেন। নিজের স্মৃতিশক্তিকে বিশ্বাস করবেন না।



০৯) সমুদ্র, নদী, পাহাড় বা উদ্যানে ভ্রমণ করুন। আপনার অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখুন। প্রকৃতি রূপ-রস-গন্ধ বর্ণনা করুন। লেখার মধ্যে আপনার স্পর্শানুভূতি, স্বাদ,শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও ঘ্রাণশক্তি ব্যবহার করুন। সোজা কথায়, আপনার পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে লেখাকে সমৃদ্ধ করুন।



১০) লেখার সময় লেখার মান নিয়ে ভাববেন না। গড়গড় করে লিখে যান। পুরো লেখা শেষ হওয়ার পর সেটা কয়েক দিন, সপ্তাহ বা কয়েক মাস ফেলে রাখুন। তারপর আবার লেখাটি পড়–ন। এবার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে লেখাটি সম্পাদনা করে নিখুঁত করুন। বার বার সম্পাদনা করার অভ্যাস গড়ে তুলুন। দরকার বোধ করলে পুরো লেখাটি নতুন করে লিখতে পারেন।



শুভ হোক আপনার লেখালেখি।



প্রথম পর্ব



শাহজাহান শামীম

(চিত্রনাট্যকার ও পরিচালক)

০১৯১২৫৭৭১৮৭ বা ০১৬৮২৩০৩৩১৯

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

ই. আলম বলেছেন: অনেক ভালো লাগলো। সত্যিই অনেক কার্যকারী !

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগলে ভালো লাগবে। এখানে আছে প্রথম পর্ব ।

Click This Link

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম-দ্বিতীয় পর্ব দুইই পড়লাম। ভাল কিছু বিষয় এসেছে।

আগে একটা খাতায় স্বপ্ন লিখে রাখতাম। এখন স্বপ্ন দেখলেও মনে রাখতে পারি না।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: রাতে ঘুমানোর সময় নিজেকে অটো সাজেশন দিয়ে রাখেন। স্বপ্ন মনে থাকবে। এমনকি স্বপ্ন নিয়ন্ত্রণও করতে পারবেন।

শীঘ্রই তৃতীয় পর্ব আসবে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

মামুন রশিদ বলেছেন: কাজের পোস্ট ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগাতে পারলে আওয়াজ দেবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সকাল রয় বলেছেন:
৬-৭-৮ সত্যি কাজের

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

লেখাজোকা শামীম বলেছেন: আসলেই।

এ ব্যাপারগুলো আরও ব্যাখ্যা করে পরবর্তী পর্ব আসবে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

শাহরিয়ার নীল বলেছেন: ভালো বলেছেন

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

শুভ পাটগ্রাম বলেছেন: স্ট্রেইন্জ! এতকিছু ভাবা হয়নি আগে।


চালিয়ে যান।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

লেখাজোকা শামীম বলেছেন: পরের পর্ব আসবে শীঘ্রই।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

মায়াবী ছায়া বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: এখনই সব ধন্যবাদ দিয়ে শেষ করবেন না। পরের পর্ব আসছে শীঘ্রই।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক টিপসের সাথে একমত। তবে একজন লেখকের টিপস গাইডলাইন লাগে না। সে নিজেই এই পদ্ধতিগুলো না জেনেই ব্যবহার করে । লেখক নিজেই নিজের কৌশলের আবিস্কারক। তবুও পোষ্টটা কাজের মনে হলো। ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

লেখাজোকা শামীম বলেছেন: লেখক কেন প্রত্যেকটা মানুষের গাইড লাইন লাগে।

যে কৌশলগুলো পূর্ব পুরুষরা আবিষ্কার করে রেখে গেছে, সেগুলো নতুন করে আবিষ্কার করার কোন মানে হয় না। বরং পূর্ব পুরুষদের কৌশলগুলো জেনে তার সঙ্গে অতিরিক্ত কোন কৌশল যোগ করতে পারলে প্রগতির পথে এক ধাপ এগুনো যায়।

আশা করি, বিষয়টা ব্যাখ্যা করতে পেরেছি।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

রাবেয়া রব্বানি বলেছেন: তাহলে ব্যাপারটা আমি বুঝাতে পারি নাই। আপনার পোষ্ট ও গাইডলাইন কাজের এটা সত্য। তবে লেখকরা আমার ধারনা ঘাউরা জাতি। টিপস মাথায় তখনি ঢুকে যখন সে ভুল পথ মাড়িয়ে নিজেই সোজা পথে হাটা শুরু করে। আপনার পোষ্ট ও গাইডলাইনকে সালাম। আপনার ব্যাখ্যাও সুন্দর। ভালো থা্কুন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: লেখকরা ঘাউরা জাতি ! উরে শালা ! কী শুনলাম !

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৪

আমি তুমি আমরা বলেছেন: যা যা করতে বললেন তা হয়ত প্রফেশনাল লেখকরা করতে পারবে। শখের লেখকদের পক্ষে সম্ভব না।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: শখ থেকেই এক সময় সবাই প্রফেশনাল হয়।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

ইলুসন বলেছেন: ভালো লাগলো। আশা করি কাজে লাগবে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: কাজে লাগল কি না সেটা কাজে লাগিয়ে জানান। কাজে না লাগলে বা কোন সমস্যা হলে সেটাও জানান।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

এসব কিছু না করেই কি কবি হওয়া যায়?

২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

লেখাজোকা শামীম বলেছেন: যায়। কেউ কেউ জাত কবি। তাদের কোন কৌশল লাগে না। তারা কবি হয়েই জন্মায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.