নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য আপনার যদি কোন দায়বদ্ধতা থাকে, তাহলে এই লেখাটা পড়ুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬





আপনাকেই বলছি, হ্যাঁ, আপনি - যিনি এই মুহূর্তে এই লেখাটা পড়ছেন, তাকে বলছি। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য আপনার যদি কোন দায়বদ্ধতা থাকে, তাহলে এই লেখাটা পড়ুন। নচেৎ আর পড়ার দরকার নাই।

পৃথিবীর সব দেশেই নানা স্বাদের চলচ্চিত্র হয়। ভিন্নধারার চলচ্চিত্র হয়। এই সব চলচ্চিত্র দর্শক দেখে। আগ্রহ নিয়ে দেখে। আমাদের দেশে দেখে না। আমাদের দেশের মানুষ মুখে মুখে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য মাস্টার প্লান করে ফেলে, কিন্তু যখন ভালো ও ভিন্নধারার চলচ্চিত্র মুক্তি পায়, তখন সেটা টিকেট কেটে দেখে না। অপেক্ষায় থাকে কবে টিভিতে আসবে এবং ফ্রি দেখে নেবে। আমাদের এই মানসিকতার জন্য সুসভ্য ভদ্র চলচ্চিত্রের কোন বাজারই তৈরি হল না আমাদের দেশে। একটা জাতির শিক্ষিত ভদ্রলোকদের জন্য এটা খুবই লজ্জার ব্যাপার।

এমনকি যারা চলচ্চিত্রকার হতে চায়, তাদেরও বিকল্পধারার বা বাণিজ্যিক কোন চলচ্চিত্র টিকেট কেটে দেখার অভ্যাস তৈরি হয় নি। তারা অপেক্ষায় থাকে ফ্রি পাস পাওয়ার জন্য।

আচ্ছা, আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো ? এক কোটি টাকা খরচ করে আপনি একটা চলচ্চিত্র বানালেন। কেউ টিকেট কেটে দেখল না। সবাই ফ্রি দেখে দেখে আপনাকে খুব বাহবা দিল। আপনার পিঠ চাপড়ে দিয়ে বলল, দারুণ একটা সিনেমা। আপনি অনুপ্রাণিত হলেন। কিন্তু পরের বছর কি আপনি আবারও এক কোটি টাকা খরচ করে চলচ্চিত্র বানাবেন ?

এই জন্য আমাদের দায়িত্ব হল বিকল্পধারার চলচ্চিত্রকে প্রমোট করা। সেই প্রমোট করার জন্য সবচেয়ে বেশি দরকার টিকেট কেটে চলচ্চিত্রটি দেখা। আসুন, আমরা সেই কাজটা করি।

আজ বিকেল ৫টায় শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জীবনঢুলী’ দেখলাম। মুক্তিযুদ্ধভিত্তিক একটা ব্যতিক্রমধর্মী গল্প। প্রচলিত ঢঙের বাইরের একটি চলচ্চিত্র। সরকারী অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক তানভীর মোকাম্মেল। নির্মাতা হিসেবে তানভীর মোকাম্মেলকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নাই।

কিন্তু দুর্ভাগ্যজনক হল, আজ বিকেল ৫টার শোতে মাত্র ৬২ জন দর্শক ছিলেন।

আশা করি, আমার এই লেখাটা পড়ার পর আগামী কালে শোতে দর্শক সংখ্যা বাড়বে। কেবল মিষ্টি মিষ্টি করা বলে দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন হবে না। যদি দেশীয় চলচ্চিত্রের প্রতি আপনার কোন দায়বদ্ধতা থাকে, তবে টিকেট কেটে চলচ্চিত্র দেখার অভ্যাস করুন। নয়তো দেশীয় চলচ্চিত্রের দুর্ভোগ কখনও কাটবে না।



আপনাদের অবগতির জন্য ‘জীবনঢুলী’ সম্পর্কে সামান্য কিছু তথ্য দিলাম :



মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

জীবনঢুলী

পরিচালনা : তানভীর মোকাম্মেল



কাহিনী সংক্ষেপ :

১৭১ সালে মুক্তিযুদ্ধের আগে নিম্নবর্ণের গরীব ঢাকি জীবনকৃষ্ণ দাস বা ‘জীবনঢুলী’-র গ্রাম পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করলে ভারতে পলায়নের সময় জীবনঢুলীর স্ত্রী ও সন্তানেরা পাকিস্তানী সৈন্যদের হাতে চুকনগর গণহত্যায় নিহত হয়। জীবনঢুলী সীমান্ত পার না হয়ে গ্রামে ফিরে আসে। সেখানে তখন রাজাকার বাহিনী দোর্দন্ড প্রতাপ। রাজাকাররা জীবনঢুলীকে বাঁচিয়ে রাখে এই শর্তে যে, ওকে রাজাকার বাহিনীর বাজনাদার হিসেবে ঢোল বাজাতে হবে।

যুদ্ধের আগে পাশের গ্রামের স্বচ্ছল দত্তদের বাড়িতে দূর্গাপূজায় ঢাক বাজাতে যেত জীবনঢুলী। ওখানে সে দত্তদের বাড়ির সুন্দরী তরুণী বৌটিকে দেখেছিল - যার শুচিতা ও সৌন্দর্য জীবনঢুলীকে মুগ্ধ করেছিল। যুদ্ধের সময় রাজাকারদের হাতে বন্দী হয় দত্তবাড়ির সেই বৌটিও। জানালার শিকের ফাঁকে মাঝে মাঝে সেই বন্দী নারীর মুখ দেখতে পায় জীবনঢুলী.....



অভিনয়ে :

শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, তবিবুল ইসলাম বাবু, প্রাণ রায়, উত্তম গুহ, রাফিকা ইভা, ইকবাল হোসেন, পরেশ আচার্য, রিমু খন্দকার, ইকবাল আহমেদ প্রমুখ।

নিবেদক : সাইফুর রহমান

চিত্রগ্রহণ : মাহফুজুর রহমান খান

শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক : উত্তম গুহ

সম্পাদনা : মহাদেব শী

সঙ্গীত পরিচালনা : সৈয়দ সাবাব আলী আরজু

তারিখ : ১৪-২১ ফেব্রুয়ারি, ২০১৪

স্থান : শওকত ওসমান মিলনায়তন (পাবলিক লাইব্রেরি) শাহবাগ।

সময় : ৩টা, ৫টা, ৭টা (প্রতিদিন)

২১ ফেব্রুয়ারি - ১০টা, ১২টা, ৩টা, ৫টা, ৭টা।

প্রবেশপত্র শোয়ের আগে মিলনায়তনে পাওয়া যাবে। টিকেটের মূল্য - ১০০ টাকা।

যোগাযোগ : ০১৭১২০৮৬১০২, ০১৭১১৪০১৬৩

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। সহমত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

লেখাজোকা শামীম বলেছেন: জানার চেয়ে বেশি জরুরী হল ভালো সিনেমাকে প্রমোট করা। সেটা করুন। ১০০ টাকা খুব বেশি টাকা না।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

অরুদ্ধ সকাল বলেছেন: dhakai thkina dakhaw hoyna. jakhana thaki cenamahol nai. so ki kora

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

লেখাজোকা শামীম বলেছেন: যেখানেই থাকেন, সুযোগ পেলেই হলে গিয়ে ভালো সিনেমা দেখুন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই দেখব। আপনার পোষ্ট খুবই ভালো পাইলাম। আমাদের এই সব ধান্দাবাজি মেন্টালিটি থেকে বের হয়ে আসার সময় হইছে। টেকা দিয়া ছবি বানামু কিন্তু সবাই ফ্রি দেখতে চায়!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

লেখাজোকা শামীম বলেছেন: ফ্রি সিনেমা দেখার মানসিকতা থেকে বেরুতে না পারলে আমাদের দেশীয় চলচ্চিত্রের বিশেষত ভিন্নধারার চলচ্চিত্রের উন্নয়ন কখনই হবে না। ১০০ টাকা খুব বেশি টাকা না।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১

বাঙলি বলেছেন: আপনার বক্তব্য সমর্থন করিছ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার সাথে সহমত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আছিফুর রহমান বলেছেন: কাল আসতেছি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

লেখাজোকা শামীম বলেছেন: সিনেমাটা কি দেখেছিলেন ?

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

হাতীর ডিম বলেছেন: আগে জানতাম না। এইসব চলচিত্র গুলো অনেক সময়ই প্রচারের বাইরে থাকে। পোষ্টের জন্য ধন্যবাদ। বন্ধুদের নিয়ে এরমধ্যেই একদিন যাওয়ার চেষ্টা করবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: প্রচারের বাইরে থাকাটা একটা সমস্যা। তবে এই মিডিয়ার যুগে আমাদের শেষ পর্যন্ত সবই জানা হয়ে যায়।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত...
শুধু চলচ্চিত্র বানালেই হবে না...প্রচারণাও জরুরী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

লেখাজোকা শামীম বলেছেন: যে কোন পণ্যের উৎপাদন ও মার্কেটিং দুটিই গুরুত্বপূর্ণ। কেবল উৎপাদন করলে হবে না।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

আছিফুর রহমান বলেছেন: না। কাল দেখুম

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: আপনার সাথে সহমত।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

ইয়েন বলেছেন: ভাই এই ছবি সম্পর্কে আমি আগে জানতাম না ! আপনার পোস্ট পরে জানলাম কালকে এবং আজকে ১০টার শো দেখে আসলাম! সত্যি বলতে শতাব্দী ওয়াদুদ এর অভিনয় ছাড়া গল্পে কোন চমক ছিল না!! ( আসলে ছবির সিনেমাটোগ্রাফি আবহ সঙ্গীত ভাল! কিন্তু কাহিনি ভাল লাগেনি :/ একই মত গৎবাধা! ) সিনেমা টার থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম .... আপনাকে ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

লেখাজোকা শামীম বলেছেন: আপনার সঙ্গে একমত।
শেষ দিকে এসে গল্পটা একঘেয়ে হয়ে গিয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.