নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

আবারও এসেছে স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ, আপনি আসছেন তো ?

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:০১





যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ শুরু করতে চান, তাদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় স্ক্রিপ্ট লেখা নিয়ে। স্ক্রিপ্ট লেখার কৌশল না জানার ফলে তারা অনেক গল্প মাথায় নিয়ে ঘুরলেও সেটাকে লিখতে পারেন না। আপনার মাথার গল্পকে খাতায় আনার জন্য এই স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ।

এছাড়া এই ওয়ার্কশপে সকল ধরনের স্ক্রিপ্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন।



স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ :

যারা স্ক্রিপ্ট রাইটিং এ একেবারে নতুন কিন্তু শিখতে ভীষণ আগ্রহী, তাদের জন্য এই ওয়ার্কশপ। ধারণা দেয়ার পাশাপাশি একেবারে হাতে কলমে স্ক্রিপ্ট লেখানো হবে - যাতে করে লিখতে গেলে যেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে, সেগুলো সম্পর্কে ধারণা হয়।



কী কী শিখবেন :

চিত্রনাট্য রচনা কোর্সের সিলেবাস। সিলেবাসে আপাতত থাকছে নিচের ১৬টি বিষয় :

০১) চিত্রনাট্যের পরিচিতি

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) চিত্রনাট্য কী ?

খ) চিত্রনাট্য কেন লেখা হয় ?

গ) চিত্রনাট্য কত প্রকার ?

ঘ) চিত্রনাট্যে কী কী উপাদান থাকে ?

ঙ) চিত্রনাট্য না লিখে কি চলচ্চিত্র নির্মাণ করা যায় ?



০২) ব্রেইন স্টর্মিং বা মস্তিষ্কে কালবৈশাখী

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) স্ক্রিপ্ট রাইটিং শুরু করার আগে কিভাবে চিন্তা করতে হয় ?

খ) ব্রেইন স্টর্মিং কী ?

গ) কেন ব্রেইন স্টর্মিং করতে হয় ?

ঘ) সহজে ব্রেইন স্টর্মিং করার কৌশল কী কী ?



০৩) সাবজেক্ট বা বিষয়বস্তু নির্ধারণ

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) বিষয়বস্তু নির্ধারণ কিভাবে করতে হয় ? কোন কোন বিষয় বিবেচনা করে বিষয়বস্তু নির্ধারণ করতে হয় ?

খ) চলচ্চিত্র বা নাটকের জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়বস্তু কী কী ?

গ) বিষয়বস্তু নির্ধারণে ভুল করলে কী কী সমস্যা হয় ?

ঘ) দেশ বা সংস্কৃতিভেদে কিভাবে বিষয়বস্তু বদলে যায় ?



০৪) সিনোপসিস বা গল্প সংক্ষেপ

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) সিনোপসিস কী ?

খ) কেন সিনোপসিস লিখতে হয় ?

গ) একটা গল্পকে কিভাবে সিনোপসিস আকারে লিখতে হয় ?

ঘ) সিনোপসিসের গঠন কি রকম হয় ?

ঙ) সিনোপসিসে কী কী উপাদান থাকে ?



০৫) প্রেমিজ বা প্রতিপাদ্য বাক্য

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) প্রেমিজ বা প্রতিপাদ্য বাক্য কী ?

খ) প্রেমিজ বা প্রতিপাদ্য বাক্য কিভাবে গল্প তৈরি করে ?

গ) প্রেমিজ বা প্রতিপাদ্য বাক্যের উপাদানগুলো কী কী ?

ঘ) প্রতিপাদ্য বাক্য ছাড়া কি গল্প হয় না ?



০৬) চরিত্র নির্মাণ

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) গল্পের চরিত্র কিভাবে গঠন করতে হয়?

খ) চরিত্রের কোন কোন বৈশিষ্ট্য দরকার ?

গ) চরিত্রের কোন গুণগুলো তাকে প্রধান চরিত্র হিসেবে তৈরি করে ?

ঘ) প্রধান ও অপ্রধান চরিত্রের গুণগত পার্থক্য কোথায় ?

ঙ) চরিত্রের ত্রুটি কিভাবে তৈরি করে কাজে লাগাতে হয় ?

চ) কালার অব ক্যারেকটারাইজেশন কী ? কী কাজে লাগে ?



০৭) কনফ্লিক্ট বা দ্বন্দ্ব

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) দ্বন্দ্ব কী ?

খ) দ্বন্দ্ব কিভাবে তৈরি করতে হয় ?

গ) দ্বন্দ্বের চিরন্তন বিষয়গুলো কী কী ?

ঘ) মূলত কয়টি পক্ষ থাকে একটি গল্পে ?

ঙ) দ্বন্দ্ব ছাড়া কি গল্প তৈরি করা সম্ভব ?



০৮) সাসপেন্স বা উৎকণ্ঠা

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) সান্সপেন্স বা উৎকণ্ঠা কী ?

খ) সাসপেন্স বা উৎকণ্ঠা কিভাবে তৈরি করতে হয় ?

গ) সাসপেন্স বা উৎকণ্ঠা ব্যবহার না করলে কী সমস্যা হয় ?

ঘ) সাসপেন্স বা উৎকণ্ঠা তৈরির উপাদানগুলি কী কী ?



০৯) প্লট বা পুরো ঘটনা

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) স্ক্রিপ্টের গল্প কত প্রকার ?

খ) প্লট কি ?

গ) সাব প্লট কি ?

ঘ) প্লট ও সাব-প্লটের পার্থক্য কী ? কোনটা কী কাজে লাগে ?

ঙ) পুরো গল্পের পুরোটাই কি পর্দায় দেখাতে হবে ?





১০) স্ট্রাকচার বা গল্পের সাধারণ কাঠামো

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) স্ক্রিপ্টের শুরু, মধ্য এবং শেষ কিভাবে নির্মাণ করতে হয় ? কোন অংশটি বেশি গুরুত্বপূর্ণ ?

খ) লিনিয়ার বা নন-লিনিয়ার গল্প কী ?

গ) গল্পের পিরামিড কাঠামো কী ? এই কাঠামো কিভাবে কাজে লাগাতে হয় ?

ঘ) গল্পের আরো আধুনিক কী কী কাঠামো আছে ?



১১) ফরম্যাট বা চিত্রনাট্যের চেহারা

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) স্ক্রিপ্টের চেহারাটি কেমন হবে ? কী কী উপাদান থাকে ? কেন এই রকম হয় ?

খ) পুরো স্ক্রিপ্টটি কয়টি ভাগে বিভক্ত থাকে ?

গ) স্ক্রিপ্টের এই ভাগগুলো কিভাবে গঠন করতে হয় ?



১২) চিত্রনাট্যের বিভাজন : দৃশ্য ও দৃশ্য পর্যায়

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) দৃশ্য পর্যায় বা সিকোয়েন্স এবং সিন বা দৃশ্যের পার্থক্য কী ?

খ) কিভাবে একটা চমৎকার দৃশ্য লিখতে হয় ?

গ) একটি দৃশ্যে কী কী উপাদান থাকে ?



১৩) ডায়ালগ বা সংলাপ

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) সংলাপ লেখার কৌশলগুলো কী কী ?

খ) একশন ও সংলাপের সম্পর্কটি কী ?

গ) কিভাবে চিনবেন কোন সংলাপটি অতিরিক্ত ?



১৪) লেখা শুরু করার কৌশল

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) চিত্রনাট্য লেখার জন্য কী কী প্রস্তুতি নিতে হবে ?

খ) খেরোখাতা কিভাবে ব্যবহার করতে হয় ?

গ) চিত্রনাট্যের কোন অংশটুকু প্রথমে লিখতে হয় ?

ঘ) ওয়ান লাইনার কী ? ওয়ান লাইনার কিভাবে ব্যবহার করতে হয় ?

ঙ) আউট লাইন না তৈরি করে কেন লেখায় হাত দেয়া উচিত নয় ?



১৫) বার বার লেখা বা রি-রাইট

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) কেন বার বার লিখতে হয় ?

খ) রি-রাইট না করেও কি স্ক্রিপ্ট লেখা সম্ভব ?



১৬) চিত্রনাট্যের সাধারণ কিছু ভুল

এই পর্বে যে সব প্রশ্নের উত্তর জানবেন :

ক) চিত্রনাট্যের বিষয়বস্তু বাছাইয়ে সাধারণ ভুল কী ?

খ) গল্প সাজানোর ক্ষেত্রে সাধারণ ভুল কী ?

গ) মঞ্চ নাটক, টিভি নাটক ও সিনেমার স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কী ?





ফ্রি ই-বুক ও ভিডিও টিউটোরিয়াল :

এই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে ফিল্ম মেকিং সংক্রান্ত প্রায় ৫,০০০ ই-বুক এবং ১০০ ভিডিও টিউটোরিয়াল ফ্রি পাবেন। সুতরাং ওয়ার্কশপে আসার সময় কমপক্ষে ৬০ জিবি সাইজের একটা পোর্টেবল হার্ডড্রাইভ অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন।





সাধারণ নিয়মাবলী :

০১. স্ক্রিপ্ট রাইটিং বা ফিল্ম মেকিং সম্পর্কে আগ্রহী যে কোন পুরুষ বা মহিলা অংশগ্রহণ করতে পারবেন।



০২. ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে শাহবাগের পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার সেমিনার কক্ষে। তারিখ ২২ মার্চ, ২০১৪ শনিবার, সময় : সকাল ১০টা থেকে রাত ৮টা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা চলবে। সকালের চা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য সামান্য বিরতি পাবেন । সকালের চা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা আমরা সরবরাহ করব।



০৩. ওয়ার্কশপটি ঠিক সকাল ১০টায় আরম্ভ হবে। সুতরাং ৯:৪৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করবেন। যারা দেরি করে আসবেন, তারা মূল্যবান অনেক কিছু হারাবেন।



০৪. আপনার লেখা গল্প (যদি থাকে) থেকে ওয়ার্কশপের দিন স্ক্রিপ্ট লিখবেন আপনি নিজে। কায়দা কানুন সব শিখিয়ে দেব। আপনি দিন শেষে স্ক্রিপ্ট লিখে নিয়ে বাড়ি যাবেন।



০৫. অংশগ্রহণকারীদের সংখ্যা ৫০ জনের বেশি হবে না। আসন সংখ্যা কোনক্রমেই বাড়ানো হবে না।



০৬. ওয়ার্কশপের অংশগ্রহণকারীদের তালিকা ওয়ার্কশপ ফি পরিশোধ সাপেক্ষে আগে আসলে আগে পাবেন নিয়মে তৈরি করা হবে। আসন সংখ্যা শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না।



০৭. ওয়ার্কশপ ফি এর পরিমাণ ৮০০ টাকা। তবে বিকাশ করে পাঠাতে হবে ১,০২০ টাকা। ২০ টাকা বিকাশ ক্যাশ আউট ফি । ওয়ার্কশপ শেষে ২০০ টাকা ফেরত দেয়া হবে। যদি কেউ ফি দেয়ার পরও অংশগ্রহণ না করে তবে তার এই অতিরিক্ত ২০০ টাকা বাজেয়াপ্ত হবে। অংশগ্রহণকারীরা যেন পুরো ওয়ার্কশপে উপস্থিত থাকে, তার জন্য এই ব্যবস্থা।



০৮. আপনাদের ওয়ার্কশপ ফি বিকাশ করে পাঠাতে হবে। নাম্বার - ০১৯১২৫৭৭১৮৭। তবে ফি পাঠানোর আগে ফোন করে নিশ্চিত হয়ে নেবেন আসন খালি আছে কি না। আসন পূর্ণ হয়ে গেলে ফি পাঠালেও অংশগ্রহণ করতে পারবেন না।



০৯. নিবন্ধনের শেষ তারিখ : ১৫ মার্চ, ২০১৪



১০. যে কোন প্রয়োজনে ফোনে যোগাযোগ করুন : শাহজাহান শামীম (চিত্রনাট্যকার ও পরিচালক) - ০১৬৮২৩০৩৩১৯ অথবা ০১৯১২৫৭৭১৮৭



ফেসবুক ইভেন্ট পেজ : Click This Link



মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

বনসাই বলেছেন: চমৎকার উদ্যোগ। আমি বেশ আগ্রহী।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৪

লেখাজোকা শামীম বলেছেন: আগ্রহী হলে নিবন্ধন করে ফেলুন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

লেখাজোকা শামীম বলেছেন: আপনার কোন পরিচিত আগ্রহী ব্যক্তি থাকলে শেয়ার করতে পারেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

বেলা শেষে বলেছেন: Good writing, we have to learn, this is the part of Hightech...
..thenk you very much
..up to next time.

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

লেখাজোকা শামীম বলেছেন: উখে

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

ঢাকাবাসী বলেছেন: এধরনের উদ্যোগ সত্যিই প্রসংসনীয় অথচ দুর্লভ। ঘরের খেয়ে বনের ছাগল তাড়াবার মানুষ এখনো আছে!

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: ছাগল কেন তাড়াব ? আমি আমার বিষয় নিয়ে কাজ করছি।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো উদ্যোগ। এসব বিষয়ে যারা আগ্রহী, তাদের উচিত এরকম কর্মশালা অংশ নেওয়া।



( ক্লাইমেক্স= দ্বন্দ্ব? প্লট= পুরো ঘটনা? )

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: নিবন্ধন ফি জমা দিয়ে যারা চূড়ান্তভাবে নিবন্ধিত হলেন ......

০১) প্রতীক সরকার
০২) আসিফ ইমরান
০৩) আনজুম ইসমাইল সুমি
০৪) আসিফ আদনান
০৫) জাহিদ আহমেদ রিয়াদ
০৬) মাসুদ আহমেদ
০৭) মিজান চৌধুরী
০৮) সাজ্জাদ হোসেন
০৯) নিজাম আহমেদ
১০) আলী হোসেন
১১) সোনিয়া প্রীতি
১২) শেখ মোঃ ইসমত হাই
১৩) রনি আমিন
১৪) মারজিয়া লোপা
১৫) মোরশেদ লিখন

এখন পর্যন্ত মোট ১৫ জন নিবন্ধন করেছেন । (৫ মার্চ ২০১৪)

জ্বি, ক্লাইমেক্স = দ্বন্দ্ব এবং প্লট = পুরো ঘটনা।

৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০

ঢাকাবাসী বলেছেন: দুঃখীত, আমি আপনাকে বোঝাতে পারিনি আর শব্দ চয়নে ভুল হয়েছে। ওটা হবে 'ঘরের খেয়ে মানুষের কল্যান করা'। আপনাকে আবারও শুভেচ্ছা আর ধন্যবাদ। ভাল থাকবেন। বয়স থাকলে আমিও যোগ দিতুম।

৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

climax: চরম পরিণতি। কাহিনী, নাটক ইত্যাদির গুরুত্বক্রমের শেষ ধাপ। ঘটনার সেই স্থান যেখানে সবকিছুর চট খুলতে শুরু করে।
(the highest or most intense point in the development or resolution of something; culmination)

-একে কোনভাবেই দ্বন্দ্ব বলা যায় না, বরং বলা যায় দ্বন্দ্ব নিকাশ


plot: বিশেষত: উপন্যাস বা নাটকের ঘটনা পরম্পরার রূপরেখা বা পরিকল্পনা।
(Also called - storyline. the plan, scheme, or main story of a literary or dramatic work, as a play, novel, or short story.)

-একে কোনভাবেই পুরো ঘটনা বলা যায় না। বরং বলা যায় খণ্ড ঘটনা


দেখুন: বাংলা একাডেমি। বা, অনলাইন ডিকশনারি।


আপনি একজন অভিজ্ঞ ব্লগার - তাই জুনিয়ররা আপনার সংজ্ঞায় নির্দ্বিধায় আস্থা করবে। বিদেশি/ পারিভাষিক শব্দ নিশ্চিত না হয়ে ব্যবহার করা ঠিক না। পাবলিক ব্লগ না হলে, আপনাকে ঠিক করে দেবার প্রয়োজন বোধ করতাম না :)


আশা করেছিলাম, আমার প্রথম মন্তব্যের উত্তরে আপনিই সংশোধন করে দেবেন। যা হোক, শুভেচ্ছা রইলো আপনার কর্মশালার জন্য। :)

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৯

লেখাজোকা শামীম বলেছেন: আপনি সঠিক কথা বলেছেন।

দ্বন্দ্বের ইংরেজি হল conflict.

প্লট শব্দের বাংলা আপনি যা বলেছেন, তা্ও সঠিক।

বাংলা একাডেমির অভিধানে এভাবেই লেখা আছে।

নাটক বা সিনেমার ক্ষেত্রে প্লট এবং স্ক্রিপ্টে কিছু পার্থক্য হয়। প্লটে এমন কিছু ঘটনার অংশ থাকে, যা স্ক্রিপ্টে থাকে না। প্লটে অনেক ব্যাক স্টোরি থাকে, যা হয়তো কোন চরিত্রের সংলাপে ছোট করে উপস্থাপন করা হয়।
প্লট তৈরি করা হয় লেখার আগে। এখানে ঘটনাটাকে লিনিয়ার পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়।
এই একই ঘটনা স্ক্রিপ্টে গিয়ে ছেটে ছুটে এবং ঘটনার আগুপিছু করে নন-লিনিয়ার পদ্ধতিতে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে প্লট বলতে পুরো ঘটনাই বোঝায়।

Climax শব্দটির সঠিক বাংলা হতে পারে ' দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি'। সমস্যা হল, তাত্ত্বিকভাবে যে শব্দ অভিধানে আছে, সেটা বাস্তবে অর্থ বদলে ব্যবহৃত হয়। আপনি যে কোন স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে কথা বলে দেখেন, তারা 'দ্বন্দ্ব' শব্দটির এই ভুল ব্যবহারটাই করবে।এটাকে একটা বহুল ব্যবহৃত ভুল বলা যেতে পারে।

যাই হোক, ভুল ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বন্দ্ব শব্দটার ইংরেজি conflict ব্যবহার করছি। কিন্তু পুরো ঘটনা অর্থে Plot ই ব্যবহার করছি।

আমার মনে হয়, আমার ব্যাখ্যা আপনাকে সন্তুষ্ট করতে পারবে। আবারো ধন্যবাদ।



৮| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

ক্যাচালবাজ বলেছেন: kotojon holo?

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

লেখাজোকা শামীম বলেছেন: আগামী ২২ মার্চ অনুষ্ঠিত স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপে চূড়ান্তভাবে নির্বাচিত ২৯ জন অংশগ্রহণকারী ......

০১) প্রতীক সরকার
০২) আসিফ ইমরান
০৩) আনজুম ইসমাইল সুমি
০৪) আসিফ আদনান
০৫) জাহিদ আহমেদ রিয়াদ
০৬) মাসুদ আহমেদ
০৭) মিজান চৌধুরী
০৮) সাজ্জাদ হোসেন
০৯) নিজাম আহমেদ
১০) আলী হোসেন
১১) সোনিয়া প্রীতি
১২) শেখ মোঃ ইসমত হাই
১৩) রনি আমিন
১৪) মারজিয়া লোপা
১৫) মোরশেদ লিখন
১৬) শিমুল চৌধুরী ধ্রুব
১৭) শাকিল হোসাইন
১৮) কাজী কামরুল আবিদ
১৯) ইমু
২০) স্বপন সরকার
২১) মাসুক উর রহমান
২২) আসিফ ইয়াসিন কবীর
২৩) গোপাল কীর্তনিয়া
২৪) রণজিৎ কুমার
২৫) মোঃ সানিউল আলম
২৬) মাহির ডায়েন
২৭) অর্ক ইকবাল
২৮) এ.এস.এম রকিবুল ইসলাম
২৯) মোঃ কায়সার

৯| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯

ক্যাচালবাজ বলেছেন: ফাইনাল ? নতুন করে নেয়া হবে না?

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

লেখাজোকা শামীম বলেছেন: দুই এক জন নেয়া যেতে পারে।

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫

রুপসী2012 বলেছেন: কর্মশালাটা এখানে লিখে পোস্ট করলে অনেকে উপকৃত হতুম।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুজন অনেকদিন পর , ভাল আছেন ? নতুন পোস্ট কই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.