![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
প্রশ্ন : কোন সিনেমার গল্পটা মানুষ আগ্রহ নিয়ে দেখে, কোনটা দেখে না ?
উত্তর : সেই সিনেমার গল্পটা মানুষ দেখে যেটার মধ্যে নতুনত্ব আছে।
প্রশ্ন : ধুর মিয়া, পৃথিবীর সব গল্প বলা হয়ে গেছে। নতুন গল্প বলে কিছু নাই।
উত্তর : আমি তো নতুন গল্পের কথা বলি নাই। বলেছি, গল্পের নতুনত্ব। গল্প পুরোনো হলেও সমস্যা নাই, কিন্তু বলার ধরনে নতুনত্ব থাকতে হবে।
প্রশ্ন : কেবল এইটুকু থাকলেই হবে ?
উত্তর : না। গল্পের মধ্যে একটা কড়া ডোজের সমস্যা থাকতে হবে। এমন সমস্যা যা দর্শককে মুহূর্তের মধ্যে গল্পের ভেতরে টেনে নেবে। গল্পের সমুদ্রে ঝাঁপ দেবে দর্শক। তারপর হাবুডুবু খেতে থাকবে।
প্রশ্ন : তাহলেই হবে ? মানুষ কি সমস্যা দেখতে সিনেমা হলে যায় ?
উত্তর : মানুষ গল্প দেখতে সিনেমা হলে যায়। কিন্তু গল্পে সমস্যা না থাকলে আগ্রহ নিয়ে দেখে না। পরীক্ষিত।
প্রশ্ন : গল্পে সমস্যা থাকলেই সিনেমা সুপার হিট ?
উত্তর : এত সোজা হলে তো সব সিনেমাই সুপার হিট হত। আজকাল ভাই ভাইয়ের সমস্যায় এগিয়ে যায় না। আর সিনেমার কোন চরিত্রের সমস্যা হলে কেন আগ্রহী হবে ? ব্যাপারটা হল দর্শককে আগ্রহী করে তুলতে হবে।
প্রশ্ন : কিভাবে আগ্রহী করে তুলতে হবে ?
উত্তর : এমন একটা চরিত্র তৈরি করতে হবে যাকে দর্শক ভালোবেসে ফেলবে। বাস্তবে আমরা যাকে ভালোবাসি, তার সমস্যায় সাড়া দেই। যাকে ভালোবাসি না, তার সমস্যায় এগিয়ে যাই না। তাই গল্পের প্রধান চরিত্রের এমন কিছু গুণ থাকবে যাতে করে দর্শক তাকে ভালোবেসে ফেলে।
প্রশ্ন : কেবল গুণ থাকলেই দর্শক প্রধান চরিত্রকে ভালোবাসবে ?
উত্তর : না। প্রধান চরিত্রের একটা চাওয়া থাকতে হবে। একটা চাহিদা। এই চাহিদাটা পূরণের জন্য সে একের পর এক নানা পদক্ষেপ নেবে। তার এই চাহিদার সঙ্গে দর্শককে একাত্ম করতে হবে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা হিট ?
উত্তর : না। প্রধান চরিত্রের চাহিদা পূরণের পথে আসবে নানা বাধা-বিঘ্ন। কোন প্রতিপক্ষ, কোন নিয়ম কানুন, কোন প্রাকৃতিক পরিবেশ - তার চাহিদা পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে।
প্রশ্ন : মানে একটা ভিলেন লাগবে, তাই না ?
উত্তর : অনেকটা তা-ই। তবে ভিলেন সব সময় কোন মানুষ হবে, তা নয়। অনেক সময় কোন প্রাকৃতিক দুর্যোগ, কোন সামাজিক বা রাষ্ট্রীয় আইন কানুন প্রতিপক্ষ হতে পারে। তাছাড়া একই সঙ্গে প্রধান চরিত্রের আত্মদ্বন্দ্বও থাকতে পারে।
প্রশ্ন : এইবার নিশ্চয়ই গল্প সুপার হিট ?
উত্তর : হতে পারে। তবে গল্পের মধ্যে একের পর এক এমন সব দ্বান্দ্বিক ঘটনা ঘটে যাবে যাতে করে গল্পের উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একটা চূড়ান্ত মুহূর্তে নায়ক ও ভিলেন মুখোমুখি হবে। কখনো নায়ক জিতবে। কখনো ভিলেন জিতবে।
প্রশ্ন : এই একই ফর্মুলায় সব সিনেমা হবে ?
উত্তর : এই একই ফর্মুলায় সব সিনেমা হয়। কিন্তু গল্পের পরিবেশ, স্থান, চরিত্র বদলে ফেলে নতুনত্ব তৈরি করা হয়। ফলে কোন পুরোনো গল্পও নতুন মনে হয়।
প্রশ্ন : এই সব পুরোনো গল্প দর্শক দেখবে ?
উত্তর : এমনভাবে ঘটনাগুলো পর পর সাজাতে হবে, এমনভাবে চরিত্র তৈরি করতে হবে, এমনভাবে নতুন কোন উপাদান যোগ করতে হবে, যাতে গল্পটি একটি ফ্রেশ লুক পায়। তাহলে দর্শক নতুন একটা গল্পের স্বাদ পাবে। আগ্রহ নিয়ে গল্পটি দেখবে। গল্পটি তার ভালো লাগবে। দর্শক সব সময় নতুন কিছু দেখতে চায়। বহুল ব্যবহৃত কোন কিছু দেখতে চায় না।
প্রশ্ন : সিনেমার নামের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ?
উত্তর : অবশ্যই । এমন একটা নাম থাকতে হবে যাতে করে দর্শক মনে করে নামটি নতুন। একটা ফ্রেশ টেস্ট থাকতে হবে সিনেমার নামে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা হিট ?
উত্তর : হিট হবে বলাটা কঠিন। তবে আরেকটা নিয়ম মেনে চললে হিট হওয়ার সম্ভাবনা বাড়বে।
প্রশ্ন : কী নিয়ম ?
উত্তর : গল্পে সব সময় একটা উৎকণ্ঠা থাকবে যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এই উৎকণ্ঠা দর্শককে গল্পের মধ্যে আঠার মতো আটকে রাখবে। পাশাপাশি গল্পের ঠিক পরের দৃশ্যে কী ঘটবে দর্শক যেন কখনো না বুঝতে পারে। অর্থাৎ গল্পে সব সময় একটা অনিশ্চয়তা রাখতে হবে। গল্প শেষ না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা ও উৎকণ্ঠাকে ধরে রাখতে হবে।
প্রশ্ন : এবার নিশ্চয়ই সিনেমা সুপার হিট ?
উত্তর : ধুর মিয়া, সিনেমা সুপার হিট হওয়ার কোন শর্টকাট ফর্মুলা নেই।
সৌজন্যে : শাহজাহান শামীম
২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৮
উল্টা দূরবীন বলেছেন: এটাও কি লেখার মাঝে নতুনত্ব না?
ভালো লাগলো। প্রিয়তে রাখলাম।
৩| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ২:০০
নাহিদ রুদ্রনীল বলেছেন: সুন্দর লেখা। ভালো লেগেছে পড়ে।
৪| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ৩:১১
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ!
৫| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৮
ধুঁপছায়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।পড়ে ভালো লাগলো।
৬| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫০
সোহানী বলেছেন: আরে কথোপকথনের মাঝে দারুনভাবে বাস্তবতা বুঝিয়েছেন.......
৭| ২৫ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
অন্য এক আমি বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭
জেন রসি বলেছেন: সহজ ভাষায় কঠিন কথা ভালো লাগলো।