![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
বাংলা চলচ্চিত্রকে বদলে দেয়ার স্বপ্ন কি আছে আপনার ?
তাহলে গোড়া থেকেই শুরু করতে হবে। আমাদের চলচ্চিত্রের অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা আমাদের নতুন গল্পের অভাব। পুরোনো বস্তাপঁচা গল্প দিয়ে নতুন দিনের দর্শকের চাহিদা মেটানো সম্ভব না। একটা ব্যবসা সফল চলচ্চিত্রের জন্য দরকার একটা ফাটাফাটি গল্প। দরকার কারিগরি দিক বিবেচনায় রেখে সুলিখিত একটা চিত্রনাট্য। একটা জম্পেস চিত্রনাট্য থেকে ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ব্যবসা সফল ও শিল্পমানসম্মত চলচ্চিত্র নির্মাণ আমাদের ধুকতে থাকা চলচ্চিত্র শিল্পকে নতুন করে গতি দেবে।
আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। আমরা নতুন দিনের উপযোগী শিল্পসম্মত ও ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট হাউজ গড়ে তুলেছি। 'গল্পের হাট'-নামের এই স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট হাউজটি গড়ে তোলা হয়েছে নতুন ধারার চলচ্চিত্রের গল্প সৃষ্টির লক্ষ্যে। বাংলা চলচ্চিত্রকে গল্পের সংকট থেকে বের করে আনার একটা দলবদ্ধ পেশাদার প্রচেষ্টা এটা।
আমাদের কাজগুলো হল :
০১) নতুন মেধাবী লেখকদের চিত্রনাট্য লেখার জগতে নিয়ে আসা।
০২) স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট করার জন্য কর্মশালার আয়োজন।
০৩) আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের উপযোগী পেশাদার ও সৃজনশীল মৌলিক চিত্রনাট্য সরবরাহ
০৪) সম্মানিত চলচ্চিত্র প্রযোজক বা চলচ্চিত্র পরিচালকদের ফরমায়েশ অনুযায়ী যে কোন মৌলিক গল্পকে চিত্রনাট্যে রূপান্তর
০৫) লিখিত অনুমতি সাপেক্ষে প্রতিষ্ঠিত লেখকদের কোন উপন্যাসকে চিত্রনাট্যে রূপান্তর
ইতিমধ্যে আমাদের টিমে ২৪ জন লেখক কাজ করতে শুরু করেছে। আপনি যদি লেখক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বারসহ আপনার লেখা ২০০ শব্দের একটা গদ্য পাঠিয়ে দিন। পাঠানোর ই-মেইল : [email protected]
আমরা বদলে দেব বাংলা নাটক সিনেমার গল্প।
আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন :https://www.facebook.com/golperhaat
১৪ ই মে, ২০১৫ দুপুর ১:২৭
লেখাজোকা শামীম বলেছেন: ভালো একটা আইডিয়া দিয়েছেন। অশেষ ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০১৫ রাত ১১:৫৫
পলক শাহরিয়ার বলেছেন: দারুন প্রজেক্ট। আমি একটা গল্প পাঠালাম। দেখবেন?
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯
লেখাজোকা শামীম বলেছেন: আপনার গল্প দেখেছি। আপাতত হচ্ছে না।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
মোঃ কাওছার হোসেন ঠাকুরগাঁও বলেছেন: গল্প কি হবে জানিনা, তবে জগতটাকে একটু ঝাঁকানোর নিয়ত করেছি
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯
লেখাজোকা শামীম বলেছেন: গল্প দিয়েই ঝাঁকাতে হয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২৩
জনতার রায় বলেছেন: গল্পের কি অভাব আছে নাকি? ক্ষমতাশালীদের দাপটে সাধারণ মানুশ যে কতোটা অসহায়, এবং কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে - এ নিয়ে হাজার হাজার চিত্রনাট্য লেখা যায়। যদি প্লট চান, ত এরকম অসংখ্য প্লট আমি নিজেই দিতে পারি।