![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
চলচ্চিত্র নির্মাণ যেমন ব্যয়বহুল, তেমনি চলচ্চিত্র নির্মাণ শিক্ষাও ব্যয়বহুল। এই ব্যয় কোন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাযথভাবে বহন করা খুব কঠিন। এ জন্য বলা হয়, যে কোন দেশের চলচ্চিত্র শিল্পকে মানসম্মত করার জন্য একটি সরকারী চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান দরকার। পৃথিবীর যে সব দেশে সরকারী চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সাধারণত তার পরবর্তী ৫/৭ বছরের মধ্যে সেই দেশের চলচ্চিত্রের অভাবনীয় উন্নতি ঘটেছে। চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নতি ও চলচ্চিত্র নির্মাণ কৌশল তৈরিতে এই সব সরকারী চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক অবদান রেখেছে।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সরকারী ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার। অবশেষে গত ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং প্রথম চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (ডিপ্লোমা) কোর্সের। আমার পরম সৌভাগ্য আমি এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে যোগ দেয়ার সুযোগ পাই। আমাদের প্রথম ব্যাচের কোর্স শেষ হওয়ার পথে। আগামী জুন ২০১৫ এর শেষে আমরা কোর্স শেষ করে বেরিয়ে যাব।
ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (ডিপ্লোমা) দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে কোর্সের ক্ষেত্রে কতগুলি পরিবর্তন হয়েছে। আমরা যেই কোর্সটা করেছি ১ বছরে, সেই কোর্সটা এখন দুই বছর মেয়াদী। কোর্সের নামও বদলেছে। এখন এর নাম - চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্স।
এবার এক নজরে কোর্স সম্পর্কে জানা যাক ----
০১) কোর্সের শিরোনাম : ২য় চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্স
০২) কোর্সের মেয়াদ : ০২ (দুই) বছর
০৩) সেমিস্টার সংখ্যা : ০৪ (প্রতিটি সেমিস্টার ৬ মাস মেয়াদী)
০৪) প্রশিক্ষণ সময় : পূর্ণকালীন (সপ্তাহে ৫দিন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাস হয়)
০৫) প্রশিক্ষণার্থীর যোগ্যতা : ন্যূনতম স্নাতক / সমমান পাস
০৬) বয়স : অনূর্ধ্ব ৪০ বছর
০৭) প্রশিক্ষণার্থীর সংখ্যা : ৩০ জন
০৮) প্রশিক্ষণের বিষয় : চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা ও নন্দনতত্ত্ব, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, শব্দ সংযোজন, চিত্রনাট্য, অভিনয়, শিল্প নির্দেশনা, পরিচালনা, চলচ্চিত্র উৎপাদন, সংরক্ষণ, প্রদর্শন ও বিতরণ পদ্ধতি ইত্যাদি।
০৯) আবেদনের শেষ তারিখ : ২৫ জুন, ২০১৫ । আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পৌছাতে হবে।
১০) আবেদনপত্রে যে সব তথ্য থাকতে হবে : নাম, পিতা ও মাতার নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, মুঠোফোন নাম্বার, ই-মেইল প্রভৃতি তথ্যাদিসহ জীবন-বৃত্তান্ত।
১১) সংযুক্ত কাগজপত্রাদি : ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি
১২) বাছাই পরীক্ষা : লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
১৩) প্রশিক্ষণ ফি (প্রতি সেমিস্টার) : ২০,০০০/- টাকা (বিশ হাজার টাকা মাত্র ) ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
১৪) প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, অস্থায়ী কার্যালয় : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা-১২১৬ বরাবর নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আরও তথ্য জানতে চাইলে যোগাযোগ করতে পারেন :
ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
প্রধান নির্বাহী
ফোন : ৯৬৭২২৫৯
দেখতে পারেন ওয়েব সাইট : http://bcti.portal.gov.bd
আপনি যদি চলচ্চিত্র নির্মাতা হতে চান, বাংলাদেশে স্বল্পখরচে এর চেয়ে ভালো কোন কোর্স নেই, এর চেয়ে ভালো কোন প্রতিষ্ঠান নেই। এখানে পড়ান দেশসেরা শিক্ষকেরা। এখানে হাতেকলমে কাজ শেখান দেশসেরা চলচ্চিত্র নির্মাতারা। খরচও দুই বছরে মাত্র ৮০ হাজার টাকা - যার প্রায় ৪ গুণ টাকা (আনুমানিক) খরচ করবে সরকার আপনার জন্য। কোর্স চলাকালীন সময়ে আপনি টের পাবেন।
তাহলে আর দেরি নয়। আজই আবেদন করুন। আমরা সবাই মিলে বদলে দেব আমাদের দেশের চলচ্চিত্র। দেখা হবে বিজয়ের মঞ্চে।
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০২
লেখাজোকা শামীম বলেছেন: উন্নত প্রযুক্তি আমাদের দেশে আছে। সেই প্রযুক্তি ব্যবহার করার মতো মেধা নাই।
২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
রাকু হাসান বলেছেন: স্নাতক পাশ করতে হবে !! এত সময় নষ্ট
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
মোঃ কাওছার হোসেন ঠাকুরগাঁও বলেছেন: জানিনা বিজয় কবে আসবে? কারণ উন্নত প্রযুক্তি আমাদের মুভি গুলোতে প্রবেশ করানো জরুরী যা এখনও আসেনি, আশাকরি তোমাদের মত ব্যক্তিরা থাকলে সবিই সম্ভব