নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের বিশ্ব চলচ্চিত্র দিবস উদযাপন, আপনি আসছেন তো ?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯



আজ বিশ্ব চলচ্চিত্র দিবস।
১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর তারিখে ফ্রান্সের প্যারিসে প্রথম বারের মতো চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ব্রাদার্স। এই দিনে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় বলে এটাকে ‘বিশ্ব চলচ্চিত্র প্রদর্শন দিবস’ হিসেবেও উদযাপন করা হয়।
পৃথিবীর প্রথম চলচ্চিত্র বলে স্বীকৃতি দেয়া হয় লুমিয়ের ব্রাদার্সের সৃষ্টি ‘ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ের ফ্যাক্টরি’ নামের চলচ্চিত্রটিকে। এই চলচ্চিত্রটি ‘ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ের ফ্যাক্টরি ইন লিওন’, ‘এম্প্লয়িজ লিভিং দ্য লুমিয়ের ফ্যাক্টরি’, ‘এক্সিটিং দ্য ফ্যাক্টরি’, ’লিভিং দ্য ফ্যাক্টরি’, ‘লাঞ্চ আওয়ার এট দ্য লুমিয়ের ফ্যাক্টরি’ ইত্যাদি নামেও পরিচিত। ১৮৯৫ সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। প্রদর্শনীর স্থান ছিল ‘স্যালন ইনডিয়েন দু গ্রান্ড ক্যাফে’। লুমিয়ের ভাইদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে এই ক্যাফের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এটার নাম ‘লুমিয়ের ক্যাফে’।
১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর প্রথম প্রদর্শনীতে ১০টি স্বল্পদৈর্ঘ্য ক্লিপ প্রদর্শন করা হয়। এগুলো প্রতিটি প্রায় কয়েক সেকেন্ডের এবং মাত্র একটি মাত্র শটে নির্মিত। ১৮৯৫ সালের ২৮ শে ডিসেম্বর যে ১০টি ক্লিপ প্রদর্শন করা হয় সেগুলো হল ---

1. La Sortie de l'Usine Lumière à Lyon (literally, "the exit from the Lumière factory in Lyon", or, under its more common English title,Workers Leaving the Lumiere Factory), 46 seconds
2. Le Jardinier (l'Arroseur Arrosé) ("The Gardener", or "The Sprinkler Sprinkled"), 49 seconds
3. Le Débarquement du Congrès de Photographie à Lyon ("the disembarkment of the Congress of Photographers in Lyon"), 48 seconds
4. La Voltige ("Horse Trick Riders"), 46 seconds
5. La Pêche aux poissons rouges ("fishing for goldfish"), 42 seconds
6. Les Forgerons ("Blacksmiths"), 49 seconds
7. Repas de bébé ("Baby's Breakfast" (lit. "baby's meal")), 41 seconds
8. Le Saut à la couverture ("Jumping Onto the Blanket"), 41 seconds
9. La Places des Cordeliers à Lyon ("Cordeliers Square in Lyon"—a street scene), 44 seconds
10. La Mer (Baignade en mer) ("the sea [bathing in the sea]"), 38 seconds

এই চলচ্চিত্রগুলো এখন অনলাইনে ইউটিউবে পাওয়া যায়।


আজকের আয়োজন :

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট আজ দিবসটি উদযাপন করবে। এই উপলক্ষে থাকছে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এর প্রতিপাদ্য বিষয় ‘বিশ্ব চলচ্চিত্র দিবস ও আমাদের চলচ্চিত্র ঐতিহ্য’।

সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান ও কাজী হায়াৎ এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নাদির জুনায়েদ।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গর্বিত শিক্ষার্থী হিসেবে আমি এই অনুষ্ঠানে থাকছি। আপনারা আসছেন তো ?


মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

লেখোয়াড়. বলেছেন:
অনেকদিন পর আপনার পোস্ট!!
কেমন আছেন।

না ভাই যেতে পারবো না।
তবে আপনাদের জন্য শুভকামনা থাকল।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: ব্যাক্তিগত ব্যস্ততা এত বেড়েছে যে, ব্লগে আর আগের মতো সময় দিতে পারি না। খুব মিস করি এই প্লাটফর্মটিকে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভকামনা রইলো ভাই।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: প্রথম প্রচারিত হওয়া ভিডিও প্যাকেজ। ইউটিউব থেকে অবশ্যই দেখে নিব।

পোষ্টের জন্য ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.