নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্র অধ্যয়ন ও প্রশিক্ষণ - দুই মলাটের ভেতরে চলচ্চিত্রের সকল বিষয়

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮



১৯ জুলাই একটা বড় ঘটনা ঘটে গেল।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিটের প্রথম পাঠ্য পুস্তকের মোড়ক উন্মোচন হল। বইটির নাম - ‘চলচ্চিত্র অধ্যয়ন ও প্রশিক্ষণ’। চলচ্চিত্রের প্রায় সব বিষয় নিয়ে লেখা প্রবন্ধ আছে বইটিতে। মোট ২১টি প্রবন্ধ। এই প্রবন্ধগুলো লিখেছেন দেশসেরা সব চলচ্চিত্র তাত্ত্বিক ও শিক্ষকগণ। লেখক ও তাদের লেখা প্রবন্ধের তালিকায় একটু চোখ বোলানো যাক -
০১) অনুপম হায়াত লিখেছেন ‘চলচ্চিত্রের ইতিহাস’
০২) সাজেদুল আউয়াল লিখেছেন ‘চলচ্চিত্রের ভাষা ও নান্দনিকতা’
০৩) ড. নাদির জুনাইদ লিখেছেন ‘চলচ্চিত্র তত্ত্ব ও সমালোচনা’
০৪) পংকজ পালিত লিখেছেন ‘চলচ্চিত্রে চিত্রগ্রহণ’
০৫) প্রকৌশলী এস.এম কেরামত আলী লিখেছেন ‘শব্দ ও শব্দ কৌশল’
০৬) ফৌজিয়া খান লিখেছেন ‘চলচ্চিত্র সম্পাদনা’
০৭) মসিহ্উদ্দিন শাকের লিখেছেন ‘চিত্রনাট্যের মূল কথা’
০৮) বিকাশ সিএইচ ভৌমিক লিখেছেন ‘চিত্রনাট্য রচনার কৌশল’
০৯) জাহিদুর রহিম অঞ্জন লিখেছেন ‘চলচ্চিত্র পরিচালনা’
১০) সাইম রানা লিখেছেন ‘চলচ্চিত্রে সঙ্গীতায়োজন’
১১) ফরিদুর রহমান লিখেছেন ‘চলচ্চিত্রে অভিনয় : ধারণা ও প্রস্তুতি’
১২) ওয়াহীদা মল্লিক লিখেছেন ‘পোশাক পরিকল্পনা : নান্দনিক নীতিমালা ও প্রয়োগ প্রণালী’
১৩) রহমত আলী লিখেছেন ‘চলচ্চিত্রে রূপসজ্জা’
১৪) উত্তম গুহ লিখেছেন ‘চলচ্চিত্রে শিল্প নির্দেশনা’
১৫) আলমগীর কবির লিখেছেন ‘প্রামাণ্য চলচ্চিত্রের রূপরেখা’
১৬) জাহেদুর রহমান আরমান লিখেছেন ‘বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র’
১৭) এ.এফ.এম মনিরুজ্জামান শিপু লিখেছেন ‘অ্যানিমেশন’
১৮) মাহমুদুল হোসেন লিখেছেন ‘নিরীক্ষামূলক চলচ্চিত্র এবং নিউ মিডিয়া আর্ট’
১৯) মোহাম্মদ হোসেন জেমি লিখেছেন ‘চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তি’
২০) মতিন রহমান লিখেছেন ‘চলচ্চিত্র প্রযোজনা, ব্যবস্থাপনা ও বিপণন’
২১) ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখেছেন ‘চলচ্চিত্র-শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ’
সবশেষে পরিশিষ্ট বিভাগে আছে লেখক পরিচিতি।


এক নজরে বইটি --
নাম - চলচ্চিত্র অধ্যয়ন ও প্রশিক্ষণ
Cinema Studies and Training

সম্পাদক : ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
সম্পাদনা পরিষদ সদস্য :
মানজারে হাসিন মুরাদ
ফরিদুর রহমান
ড. নাদির জুনাইদ
শাহনাজ নাসরীন
সম্পাদনা সহযোগী :
মোহাম্মদ আরিফুল ইসলাম
মাহমুদুন নবী
শিউলি দাস
উম্মুল খায়ের ফাতেমা

প্রথম প্রকাশ - আষাঢ় ১৪২৩/ জুন ২০১৬, বিসিটিআই, পাঠ্যপুস্তক-০১
প্রকাশক - ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) ঢাকা
প্রচ্ছদ - সব্যসাচী হাজরা
অক্ষর বিন্যাস - মোহাম্মদ ফজলে রাব্বী
মুদ্রণ - সংবেদ, ৮৫/১ ফকিরের পুল, ঢাকা -১০০০
মূল্য - ১০০০/- টাকা

আমার জানা মতে, বাংলা ভাষায় চলচ্চিত্রের সবগুলো বিষয় নিয়ে এমন ঢাউস আকৃতির বই এর আগে কখনও প্রকাশিত হয়নি। ৩৪৬ পৃষ্ঠার এই বইয়ে চলচ্চিত্রের সকল বিষয় সম্পর্কে লেখা আছে।
যারা চলচ্চিত্র নিয়ে প্রাথমিক পড়াশোনা করতে চান, তাদের জন্য একটা আদর্শ বই। পাওয়া যাবে দারুল সালামে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যালয়ে।
বিসিটিআই-এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, এই বইটি বিসিটিআই-এর শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্য বই। ভবিষ্যতে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা বই প্রকাশ করবে বিসিটিআই।
গত শতাব্দীর ৬০এর দশক থেকে একটি সরকারী ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার আন্দোলন করে আসছিলেন চলচ্চিত্র সংসদের নেতাকর্মীরা। সেই আন্দোলনের ফসল হল বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। বিসিটিআই প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।
আমি হলফ করে বলতে পারি, বিসিটিআই-এর শিক্ষার্থীরা বাংলাদেশের চলচ্চিত্রকে খুব দ্রুত সারা দুনিয়ার কাছে তুলবে ধরবে। সেই দিন আর খুব বেশি দূরে নয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৫৪

রাকু হাসান বলেছেন: বইটি কিনবো , আচ্ছা বিসিটিঅাই তে অর্নাসের পূর্বে ভর্তি হওয়ার সুযোগ আছে কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.